ঋতু বর্ণন কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

আলাওলের “ঋতু বর্ণন” কবিতায় বাংলার ষড়ঋতুর বৈচিত্র্যময় রূপ অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কবি প্রতিটি ঋতুর বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে সেই সময়ে প্রকৃতির সৌন্দর্য ও মানুষের অনুভূতির সম্পর্ক ফুটিয়ে তুলেছেন। এই পোস্টে ঋতু বর্ণন কবিতার MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি) লিখে দিলাম।

ঋতু বর্ণন কবিতার MCQ

১। আলাওল কোন শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি?
ক) ষোড়শ শতক
খ) সপ্তদশ শতক
গ) অষ্টাদশ শতক
ঘ) ঊনবিংশ শতক
উত্তর: খ) সপ্তদশ শতক

২। আলাওলের জন্ম আনুমানিক কোন সালে?
ক) ১৬০০ খ্রিষ্টাব্দ
খ) ১৬০৭ খ্রিষ্টাব্দ
গ) ১৬১০ খ্রিষ্টাব্দ
ঘ) ১৬২০ খ্রিষ্টাব্দ
উত্তর: খ) ১৬০৭ খ্রিষ্টাব্দ

৩। আলাওলের জন্মস্থান কোথায়?
ক) চট্টগ্রাম
খ) ফতেহাবাদ
গ) আরাকান
ঘ) ঢাকা
উত্তর: খ) ফতেহাবাদ

৪। আলাওলের জন্মস্থান বর্তমানে কোন জেলা?
ক) চট্টগ্রাম
খ) ফরিদপুর
গ) নোয়াখালী
ঘ) বরিশাল
উত্তর: খ) ফরিদপুর

৫। তরুণ বয়সে আলাওল কোন পথে চট্টগ্রাম যাচ্ছিলেন?
ক) স্থলপথে
খ) জলপথে
গ) আকাশপথে
ঘ) রেলপথে
উত্তর: খ) জলপথে

৬। আলাওল ও তাঁর পিতা কাদের কবলে পড়েন?
ক) আরাকানি জলদস্যু
খ) পর্তুগিজ জলদস্যু
গ) ডাচ জলদস্যু
ঘ) ব্রিটিশ জলদস্যু
উত্তর: খ) পর্তুগিজ জলদস্যু

৭। জলদস্যুদের আক্রমণে কে নিহত হন?
ক) আলাওল
খ) আলাওলের পিতা
গ) মাগন ঠাকুর
ঘ) আরাকান রাজা
উত্তর: খ) আলাওলের পিতা

৮। আলাওল ভাগ্যক্রমে বেঁচে কোথায় উপস্থিত হন?
ক) চট্টগ্রাম
খ) আরাকান
গ) ফতেহাবাদ
ঘ) ঢাকা
উত্তর: খ) আরাকান

৯। আরাকানে প্রথমে আলাওল কোথায় কাজ পান?
ক) রাজসভায়
খ) রাজের সেনাদলে
গ) মাগন ঠাকুরের বাড়িতে
ঘ) বণিক হিসেবে
উত্তর: খ) রাজের সেনাদলে

১০। আলাওল কার কৃপাদৃষ্টি লাভ করেন?
ক) আরাকান রাজার
খ) মাগন ঠাকুরের
গ) পর্তুগিজদের
ঘ) সৈয়দের
উত্তর: খ) মাগন ঠাকুরের

১১। আলাওল কোন পদে উন্নীত হন?
ক) রাজা
খ) সেনাপতি
গ) রাজসভাসদ
ঘ) বণিক
উত্তর: গ) রাজসভাসদ

১২। কার পৃষ্ঠপোষকতায় আলাওল ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
ক) আরাকান রাজার
খ) মাগন ঠাকুরের
গ) পর্তুগিজদের
ঘ) নিজের
উত্তর: খ) মাগন ঠাকুরের

১৩। আলাওলের রচনায় কোন চেতনার ছাপ সুস্পষ্ট?
ক) গ্রাম্য
খ) নাগরিক
গ) যাযাবর
ঘ) যুদ্ধের
উত্তর: খ) নাগরিক

১৪। আলাওল কোন ভাষাগুলিতে ব্যুৎপন্ন ছিলেন?
ক) বাংলা ও হিন্দি
খ) সংস্কৃত, আরবি, ফারসি
গ) ইংরেজি ও পর্তুগিজ
ঘ) আরাকানি ও চট্টগ্রামি
উত্তর: খ) সংস্কৃত, আরবি, ফারসি

১৫। আলাওলের রচনা ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’ কোন ধরনের?
ক) নীতিকবিতা
খ) কাব্য
গ) সঙ্গীতবিষয়ক
ঘ) ইতিহাস
উত্তর: খ) কাব্য

১৬। ‘হপ্ত পয়কর’ কোন ধরনের রচনা?
ক) নীতিকবিতা
খ) কাব্য
গ) রাগতালনামা
ঘ) তোফা
উত্তর: খ) কাব্য

১৭। আলাওলের নীতিকবিতার নাম কী?
ক) রাগতালনামা
খ) তোফা
গ) সিকান্দরনামা
ঘ) পদ্মাবতী
উত্তর: খ) তোফা

১৮। আলাওলের সঙ্গীতবিষয়ক কাব্যের নাম কী?
ক) তোফা
খ) রাগতালনামা
গ) হপ্ত পয়কর
ঘ) সয়ফুলমুলক
উত্তর: খ) রাগতালনামা

১৯। ‘সিকান্দরনামা’ কোন ধরনের রচনা?
ক) সঙ্গীতবিষয়ক
খ) নীতিকবিতা
গ) কাব্য
ঘ) গান
উত্তর: গ) কাব্য

২০। আলাওল কোন সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৬৭০
খ) ১৬৮০
গ) ১৬৯০
ঘ) ১৭০০
উত্তর: খ) ১৬৮০

২১। আলাওল কোন কাব্য রচনা করেন?
ক) মহাভারত
খ) পদ্মাবতী
গ) কুরআন
ঘ) ভগ্নেশ্বর
উত্তর: খ) পদ্মাবতী

২২। কবিতার প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে?
ক) গ্রীষ্ম
খ) বসন্ত
গ) বর্ষা
ঘ) শীত
উত্তর: খ) বসন্ত

২৩। “মলয়া সমীর” কথাটি কোন ঋতুকে নির্দেশ করে?
ক) গ্রীষ্ম
খ) বসন্ত
গ) বর্ষা
ঘ) শীত
উত্তর: খ) বসন্ত

২৪। “কুকিল কলরব” শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শীত
ঘ) বসন্ত
উত্তর: খ) বর্ষা

২৫। “নিদাঘ সমএ অতি প্রচণ্ড তপন” কোন ঋতুকে বর্ণনা করে?
ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) শীত
উত্তর: খ) গ্রীষ্ম

২৬। “শোনিতে যুবক মনে জাগে অনুভব” কথাটি কোন ঋতুর প্রভাব নির্দেশ করে?
ক) শীত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: ঘ) বসন্ত

২৭। “বিচিত্র বসন” দিয়ে কি বোঝানো হয়েছে?
ক) গ্রীষ্মের পোশাক
খ) শীতের পোশাক
গ) বর্ষার পোশাক
ঘ) বসন্তের পোশাক
উত্তর: ঘ) বসন্তের পোশাক

২৮। “পুষ্পিত সুরঙ্গ” শব্দটি কোন ঋতুর সৌন্দর্য বর্ণনা করে?
ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) শীত
উত্তর: ক) বসন্ত

২৯। “গরজিত” শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত?
ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) শীত
উত্তর: গ) বর্ষা

৩০। “চন্দন চম্পক মাল্য মলয়া পবন” এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে?
ক) শীত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: খ) গ্রীষ্ম

৩১। “দম্পতি” শব্দটি কোন ঋতুতে সঙ্গীতের মতো আনন্দ নিয়ে আসে?
ক) গ্রীষ্ম
খ) শীত
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: ঘ) বসন্ত

৩২। “মল্লার রাগ” কী বর্ণনা করছে?
ক) গ্রীষ্মের গানের রাগ
খ) বর্ষার মিউজিকাল রাগ
গ) শীতের গান
ঘ) বসন্তের গান
উত্তর: খ) বর্ষার মিউজিকাল রাগ

৩৩। “অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাএ” এই লাইনটি কোন ঋতুকে নির্দেশ করে?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শীত
ঘ) বসন্ত
উত্তর: গ) শীত

৩৪। “তাম্বুল” বলতে কী বোঝানো হয়েছে?
ক) সুগন্ধি ফুল
খ) পান
গ) পলাশ ফুল
ঘ) চন্দন
উত্তর: খ) পান

৩৫। “কাফুর কস্তুরী চুয়া” কোন ঋতুতে প্রচলিত?
ক) শীত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: ক) শীত

৩৬। “সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন” এখানে “মদন” কে নির্দেশ করছে?
ক) প্রেমের দেবতা
খ) শীতল বাতাস
গ) বর্ষার দেবতা
ঘ) গ্রীষ্মের দেবতা
উত্তর: ক) প্রেমের দেবতা

৩৭। “তরাসে” শব্দটি কোন ঋতুর বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শীত
ঘ) বসন্ত
উত্তর: ক) গ্রীষ্ম

৩৮। “কীটকুল রব” শব্দটি কোন ঋতুতে বেশি শোনা যায়?
ক) শীত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: গ) বর্ষা

৩৯। “দাদুরী শিখীনি” শব্দটি কোন ঋতুর শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) শীত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: গ) বর্ষা

৪০। “নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত” এই লাইনটি কোন ঋতুকে বর্ণনা করছে?
ক) গ্রীষ্ম
খ) শীত
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর: গ) বর্ষা

৪১। “নবীন খঞ্জন” কোন ঋতুর সাথে সম্পর্কিত?
ক) গ্রীষ্ম
খ) শীত
গ) বর্ষা
ঘ) শরৎ
উত্তর: ঘ) শরৎ

৪২। “কিংশুক” শব্দটির অর্থ কী?
ক) পলাশ ফুল
খ) মল্লি ফুল
গ) বেলিফুল
ঘ) শাল গাছ
উত্তর: ক) পলাশ ফুল

৪৩। “ঝঙ্কার” শব্দটির অর্থ কী?
ক) বীণাযন্ত্রের শব্দ
খ) পাখির গান
গ) ফুলের গন্ধ
ঘ) গ্রীষ্মের তাপ
উত্তর: ক) বীণাযন্ত্রের শব্দ

৪৪। “বরিষে” শব্দটির অর্থ কী?
ক) বৃষ্টি
খ) সূর্যের তাপ
গ) শীত
ঘ) বসন্ত
উত্তর: ক) বৃষ্টি

৪৫। “কৈলাস” শব্দটির অর্থ কী?
ক) শিবের বাসস্থান
খ) ময়ূরের বাসা
গ) গাছের নাম
ঘ) গ্রীষ্মকাল
উত্তর: ক) শিবের বাসস্থান

৪৬। “দাদুরী” শব্দটির অর্থ কী?
ক) মাদি ব্যাঙ
খ) ময়ূরী
গ) পাখি
ঘ) ফুলের নাম
উত্তর: ক) মাদি ব্যাঙ

৪৭। ‘সুমাধব’ শব্দের অর্থ কী?
ক) শীতকাল
খ) উত্তম বসন্তকাল
গ) গ্রীষ্মকাল
ঘ) বর্ষাকাল
উত্তর: খ) উত্তম বসন্তকাল

৪৮। ‘মলয়া সমীর’ বলতে কী বোঝায়?
ক) উত্তরের বাতাস
খ) দখিনা স্নিগ্ধ বাতাস
গ) পূর্বের ঝড়
ঘ) পশ্চিমের বায়ু
উত্তর: খ) দখিনা স্নিগ্ধ বাতাস

৪৯। ‘পদাতি’ অর্থ কী?
ক) অশ্বারোহী সৈনিক
খ) পদচারী সৈনিক
গ) রথারোহী
ঘ) হাতিরোহী
উত্তর: খ) পদচারী সৈনিক

৫০। ‘কৈল’ শব্দের অর্থ কী?
ক) করবে
খ) করিল
গ) করছে
ঘ) করেন
উত্তর: খ) করিল

৫১। ‘কিংশুক’ কোন ফুল বা বৃক্ষ?
ক) পলাশ
খ) জুঁই
গ) বকুল
ঘ) কামিনী
উত্তর: ক) পলাশ

৫২। ‘সুরঙ্গ’ অর্থ কী?
ক) কুৎসিত রঙ
খ) সুন্দর রঙ
গ) সাদা রঙ
ঘ) লাল রঙ
উত্তর: খ) সুন্দর রঙ

৫৩। ‘মল্লি’ কোন ফুল?
ক) গোলাপ
খ) বেলিফুল
গ) জুঁই
ঘ) চামেলি
উত্তর: খ) বেলিফুল

৫৪। ‘লবঙ্গ’ কী?
ক) ফুল
খ) পাতা
গ) ফল
ঘ) কাণ্ড
উত্তর: ক) ফুল

৫৫। ‘গুলাল’ বলতে কী বোঝায়?
ক) আবির
খ) চন্দন
গ) কুমকুম
ঘ) সিঁদুর
উত্তর: ক) আবির

৫৬। ‘ঝঙ্কার’ কীসের শব্দ?
ক) বাঁশির
খ) বীণাযন্ত্রের
গ) ঢাকের
ঘ) মৃদঙ্গের
উত্তর: খ) বীণাযন্ত্রের

৫৭। ‘নিদাঘ’ অর্থ কী?
ক) বসন্ত
খ) গ্রীষ্মকাল
গ) শরৎ
ঘ) হেমন্ত
উত্তর: খ) গ্রীষ্মকাল

৫৮। ‘পূরিত’ অর্থ কী?
ক) খালি
খ) পূর্ণ
গ) অর্ধেক
ঘ) শূন্য
উত্তর: খ) পূর্ণ

৫৯। ‘মল্লার’ কী?
ক) রাগিণী
খ) মালহার রাগ
গ) ভৈরব রাগ
ঘ) দরবারি রাগ
উত্তর: খ) মালহার

৬০। ‘শিখিনী’ বলতে কী বোঝায়?
ক) ময়ূর
খ) ময়ূরী
গ) কোকিল
ঘ) হংসী
উত্তর: খ) ময়ূরী

৬১। ‘অতি মন ভাএ’ অর্থ কী?
ক) মনে কম ভাব জাগে
খ) মনে অনেক ভাব জাগে
গ) মন শান্ত
ঘ) মন দুঃখী
উত্তর: খ) মনে অনেক ভাব জাগে

৬২। ‘পুনি’ অর্থ কী?
ক) প্রথমে
খ) পুনরায়
গ) শেষে
ঘ) কখনো না
উত্তর: খ) পুনরায়

৬৩। ‘চামর’ কী?
ক) ছাতা
খ) চমরী গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা
গ) তলোয়ার
ঘ) মুকুট
উত্তর: খ) চমরী গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা

৬৪। ‘খঞ্জন’ কী ধরনের পাখি?
ক) স্থির পাখি
খ) এক জাতীয় চঞ্চল পাখি
গ) বড় পাখি
ঘ) জলচর পাখি
উত্তর: খ) এক জাতীয় চঞ্চল পাখি

৬৫। ‘উপজিত’ অর্থ কী?
ক) অপস্থিত
খ) উপস্থিত হয়
গ) চলে যায়
ঘ) লুকায়
উত্তর: খ) উপস্থিত হয়

৬৬। ‘তাম্বুল’ কী?
ক) সুপারি
খ) পান
গ) চুন
ঘ) কাত
উত্তর: খ) পান

৬৭। ‘তরাসে’ অর্থ কী?
ক) আনন্দে
খ) ভয়ে
গ) দুঃখে
ঘ) ক্রোধে
উত্তর: খ) ভয়ে

৬৮। ‘তুরিতে’ অর্থ কী?
ক) ধীরে
খ) দ্রুত
গ) থেমে
ঘ) পিছনে
উত্তর: খ) দ্রুত

৬৯। ‘কাফুর’ কী?
ক) চন্দন
খ) কর্পূর
গ) আগর
ঘ) কেশর
উত্তর: খ) কর্পূর

৭০। ‘কম্ভরী’ কী?
ক) মৃগনাভি
খ) চন্দন
গ) কর্পূর
ঘ) আলতা
উত্তর: ক) মৃগনাভি

৭১। ‘চুয়া’ কী?
ক) রঙ
খ) গন্ধদ্রব্য
গ) ফুল
ঘ) ফল
উত্তর: খ) গন্ধদ্রব্য

৭২। ‘যাবক’ কী?
ক) সিঁদুর
খ) আলতা
গ) চন্দন
ঘ) কুমকুম
উত্তর: খ) আলতা

৭৩। ‘গুলাল’ কীসের সাথে সম্পর্কিত?
ক) দোল উৎসব
খ) দুর্গাপূজা
গ) কালীপূজা
ঘ) দীপাবলি
উত্তর: ক) দোল উৎসব

৭৪। ‘মল্লার’ রাগ কখন গাওয়া হয়?
ক) সকালে
খ) রাত্রির দ্বিতীয় প্রহরে
গ) দুপুরে
ঘ) সন্ধ্যায়
উত্তর: খ) রাত্রির দ্বিতীয় প্রহরে

৭৫। ‘তাম্বুল’ কীসের সহযোগে খাওয়া হয়?
ক) ফুল ও ফল
খ) সুপারি চুন ইত্যাদি
গ) দুধ ও মধু
ঘ) চা ও কফি
উত্তর: খ) সুপারি চুন ইত্যাদি

আরও পড়ুনঃ ঋতু বর্ণন কবিতার মূলভাব ও ব্যাখ্যা লাইন বাই লাইন

Related Posts

Leave a Comment