আঠারো বছর বয়স কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

সুকান্ত ভট্টাচার্যের “আঠারো বছর বয়স” কবিতাটি তারুণ্যের শক্তি এবং অমিত সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ। এই কবিতায় সুকান্ত আঠারো বছরের জীবনকে জীবনের এক স্বর্ণালী সময় হিসেবে তুলে ধরেছেন। এই পোস্টে আঠারো বছর বয়স কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা।

আঠারো বছর বয়স কবিতার MCQ

১। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত?
ক) মানিকগঞ্জ
খ) বিক্রমপুর
গ) কোটালিপাড়া
ঘ) গোপালগঞ্জ
উত্তর: ঘ) গোপালগঞ্জ

২। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন গ্রামে?
ক) মধুপুর
খ) রফিকপুর
গ) কোটালিপাড়া
ঘ) আটপাড়া
উত্তর: গ) কোটালিপাড়া

৩। ‘আঠারো বছর বয়স’ কবিতায় মোট কতটি স্তবক রয়েছে?
ক) ৩৯
খ) ৩২
গ) ২৯
ঘ) ২৮
উত্তর: খ) ৩২

৪। ‘আঠারো বছর বয়স’ কবিতায় প্রথম স্তবকে এই বয়সকে কীভাবে চিহ্নিত করা হয়েছে?
ক) নির্ভয়
খ) সংশয়ী
গ) দুঃসহ
ঘ) বিনয়ী
উত্তর: গ) দুঃসহ

৫। ‘আঠারো বছর বয়স’ কবিতার দ্বিতীয় স্তবকে বয়সকে কী নামে উল্লেখ করা হয়েছে?
ক) দুঃসহ
খ) দুর্বার
গ) বিনয়ী
ঘ) নির্ভয়
উত্তর: ঘ) নির্ভয়

৬। তোমার পাঠ্যবইয়ের কোন কবিতায় ‘স্টিমার’ শব্দটির উল্লেখ রয়েছে?
ক) জীবন-বন্দনা
খ) আঠারো বছর বয়স
গ) পাঞ্জেরী
ঘ) সোনার তরী
উত্তর: খ) আঠারো বছর বয়স

৭। ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম চরণটি কোনটি?
ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য
খ) আঠারো বছর বয়সের নেই ভয়
গ) আঠারো বছর বয়স যে দুর্বার
ঘ) আঠারো বছর বয়স কী দুঃসহ
উত্তর: ঘ) আঠারো বছর বয়স কী দুঃসহ

৮। ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ অংশে কীভাবে বয়সকে আহ্বান করা হয়েছে?
ক) এ বয়স যেন না আসে
খ) এ বয়স যেন চলে যায়
গ) এ বয়স যেন চলতে থাকে
ঘ) এ বয়স যেন চলে আসে
উত্তর: ঘ) এ বয়স যেন চলে আসে

৯। সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বিক্রমপুর
খ) মানিকগঞ্জ
গ) গোপালগঞ্জ
ঘ) কলকাতা
উত্তর: ঘ) কলকাতা

১০। সুকান্ত ভট্টাচার্য কোন বছরে জন্মগ্রহণ করেন?
ক) ১৯২৬
খ) ১৯২৭
গ) ১৯৩১
ঘ) ১৯৪৩
উত্তর: ক) ১৯২৬

১১। সুকান্ত ভট্টাচার্য কোন বছরে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৪০
খ) ১৯৪৩
গ) ১৯৪৭
ঘ) ১৯৫১
উত্তর: গ) ১৯৪৭

১২। ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জসীমউদ্দীন
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ঘ) সুকান্ত ভট্টাচার্য

১৩। সুকান্ত ভট্টাচার্য কোন যুগের বিদ্রোহী তরুণ কবি?
ক) রবীন্দ্র-সত্যেন্দ্রনাথোত্তর যুগের
খ) রবীন্দ্র-সুধীন্দ্রনাথোত্তর যুগের
গ) রবীন্দ্র-জীবনানন্দত্তোর যুগের
ঘ) রবীন্দ্র-নজরুলোত্তর যুগের
উত্তর: ঘ) রবীন্দ্র-নজরুলোত্তর যুগের

১৪। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
ক) সাত সাগরের মাঝি
খ) ঘুম নেই
গ) ছাড়পত্র
ঘ) বিধ্বস্ত নীলিমা
উত্তর: গ) ছাড়পত্র

১৫। ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক) ৯
খ) ১০
গ) ১২
ঘ) ৮
উত্তর: ক) ৯

১৬। ‘আঠারো বছর বয়স’ সম্পর্কে কোনটি সঠিক?
ক) শৈশব থেকে কৈশোরে পদার্পণ
খ) যৌবন থেকে বৃদ্ধে পদার্পণ
গ) কৈশোর থেকে যৌবনে পদার্পণ
ঘ) যৌবন থেকে কৈশোরে
উত্তর: গ) কৈশোর থেকে যৌবনে পদার্পণ

১৭। কাব্যিক দৃষ্টিকোণ থেকে কোন কবির সঙ্গে সুকান্তের মিল রয়েছে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) ফররুখ আহমদ
উত্তর: ক) কাজী নজরুল ইসলাম

১৮। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কী বারবার উঠে আসে?
ক) সাহস
খ) বিপ্লব
গ) মন্ত্রণা
ঘ) কোলাহল
উত্তর: ক) সাহস

১৯। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কানে কী ধরনের আওয়াজ আসে?
ক) যন্ত্রণা
খ) গুজব
গ) সত্যের বাণী
ঘ) মন্ত্রণা
উত্তর: ঘ) মন্ত্রণা

২০। ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা?
ক) রম্য
খ) শিশুতোষ
গ) কাব্য
ঘ) প্রবন্ধ
উত্তর: গ) কাব্য

২১। ‘পূর্বাভাস’ কাব্যগ্রন্থটির রচয়িতার নাম কী?
ক) শামসুর রাহমান
খ) সুফিয়া কামাল
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: গ) সুকান্ত ভট্টাচার্য

২২। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদবিরোধী লেখক-শিল্পী সংঘের জন্য কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন?
ক) আকাল
খ) অনল
গ) অনেক আকাশ
ঘ) এক ফোঁটা
উত্তর: ক) আকাল

২৩। ‘আঠারো বছর বয়স’ হলো-
ক) ভীরু
খ) সংশয়ী
গ) নির্ভয়
ঘ) বিনয়ী
উত্তর: গ) নির্ভয়

২৪। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৮
ঘ) ১৯৮৯
উত্তর: গ) ১৯৪৮

২৫। “এ বয়স জানে রক্তদানের পুণ্য” এই চরণটির লেখক কে?
ক) অমিয় চক্রবর্তী
খ) কাজী নজরুল ইসলাম
গ) সৈয়দ আলী আহসান
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ঘ) সুকান্ত ভট্টাচার্য

২৬। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক ছিলেন?
ক) আকাল
খ) দৈনিক স্বাধীনতা
গ) সবুজপত্র
ঘ) সওগাত
উত্তর: খ) দৈনিক স্বাধীনতা

২৭। ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত কবি কে?
ক) সৈয়দ আলী আহসান
খ) আহসান হাবীব
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) বিষ্ণু দে
উত্তর: গ) সুকান্ত ভট্টাচার্য

২৮। আঠারো বছর বয়স তার পথে বাধাগুলি কীভাবে অতিক্রম করতে চায়?
ক) যুদ্ধ করে
খ) কুঠারাঘাতে
গ) চরণাঘাতে
ঘ) আগুন জ্বালিয়ে
উত্তর: গ) চরণাঘাতে

২৯। সুকান্ত ভট্টাচার্য কিসে বিশ্বাসী কবি?
ক) বিদ্রোহের কবি
খ) প্রেমের কবি
গ) বিপ্লবের কবি
ঘ) শান্তির কবি
উত্তর: গ) বিপ্লবের কবি

৩০। আঠারো বছর বয়স কোন পরিস্থিতিতে জীবন কাটায়?
ক) ভালো ও মন্দে
খ) দুর্যোগে আর ঝড়ে
গ) হাসি আর কান্নায়
ঘ) আশা আর হতাশায়
উত্তর: খ) দুর্যোগে আর ঝড়ে

৩১। আঠারো বছর বয়সের জীবনে কী আসে?
ক) শাস্তি
খ) কল্যাণ
গ) আঘাত
ঘ) দুঃখ
উত্তর: গ) আঘাত

৩২। কারা ভীরু বা কাপুরুষ নয়?
ক) বুদ্ধিজীবীরা
খ) শিশুরা
গ) তরুণেরা
ঘ) বৃদ্ধরা
উত্তর: গ) তরুণেরা

৩৩। আঠারো বছর বয়স কেন দুঃসহ মনে হয়?
ক) দুরস্ত বলে
খ) পড়াশোনার চাপ থাকে বলে
গ) বয়ঃসন্ধিকাল বলে
ঘ) দুঃসাহসেরা উকি দেয় বলে
উত্তর: ঘ) দুঃসাহসেরা উকি দেয় বলে

৩৪। আঠারো বছর বয়সে মানুষ আত্মবিশ্বাসী কেন?
ক) দুঃসাহসী হয় বলে
খ) বুদ্ধিমান থাকে বলে
গ) দুর্বিনীত যৌবনে পদার্পণ বলে
ঘ) বয়ঃসন্ধিকাল বলে
উত্তর: গ) দুর্বিনীত যৌবনে পদার্পণ বলে

৩৫। আঠারো বছর বয়সে মানুষ থরো থরো কাঁপে কেন?
ক) রাগে
খ) বেদনায়
গ) দুঃখে
ঘ) উত্তেজনায়
উত্তর: খ) বেদনায়

৩৬। কবি কোন বয়সকে ‘দুঃসহ’ বলেছেন?
ক) কুড়ি বছর
খ) ষোলো বছর
গ) আঠারো বছর
ঘ) পঁচিশ বছর
উত্তর: গ) আঠারো বছর

৩৭। আঠারো বছর বয়স কী করতে ঝুঁকি নেয়?
ক) পালিয়ে যেতে
খ) মাথা তোলবার
গ) লুকিয়ে থাকতে
ঘ) মাথা নত করতে
উত্তর: খ) মাথা তোলবার

৩৮। আঠারো বছর বয়সে কিসের উঁকি দেয়?
ক) ভয়
খ) দুঃখ
গ) বিরাট দুঃসাহস
ঘ) ক্লান্তি
উত্তর: গ) বিরাট দুঃসাহস

৩৯। আঠারো বছর বয়সের নেই কী?
ক) আশা
খ) স্বপ্ন
গ) ভয়
ঘ) শক্তি
উত্তর: গ) ভয়

৪০। এই বয়স কী ভাঙতে চায়?
ক) পাহাড়
খ) পাথর বাধা
গ) সমাজ
ঘ) সংসার
উত্তর: খ) পাথর বাধা

৪১। আঠারো বছর বয়সে কেউ কী করতে চায় না?
ক) লড়তে
খ) স্বপ্ন দেখতে
গ) মাথা নোয়াতে
ঘ) এগোতে
উত্তর: গ) মাথা নোয়াতে

৪২। কবির মতে এই বয়স জানে না—
ক) হাসতে
খ) কাঁদতে
গ) লড়তে
ঘ) চলতে
উত্তর: খ) কাঁদতে

৪৩। এই বয়স জানে কোন পুণ্য?
ক) দানের
খ) রক্তদানের
গ) জ্ঞানের
ঘ) ত্যাগের
উত্তর: খ) রক্তদানের

৪৪। আঠারো বছর বয়স কিসের বেগে চলে?
ক) ঝড়ের
খ) নদীর
গ) বাষ্পের
ঘ) আগুনের
উত্তর: গ) বাষ্পের

৪৫। কবি কিসের সঙ্গে তুলনা করেছেন এই বয়সকে?
ক) ট্রেন
খ) স্টিমার
গ) বিমান
ঘ) নৌকা
উত্তর: খ) স্টিমার

৪৬। এই বয়সে কী শূন্য থাকে না?
ক) মন
খ) ঝুলি
গ) জীবন
ঘ) আশা
উত্তর: খ) ঝুলি

৪৭। ঝুলিতে কী থাকে?
ক) দুঃখ
খ) ভয়
গ) প্রাণ দেওয়া-নেওয়া
ঘ) স্বপ্ন
উত্তর: গ) প্রাণ দেওয়া-নেওয়া

৪৮। আত্মাকে সঁপে দেওয়া হয় কিসের কোলাহলে?
ক) যুদ্ধের
খ) শপথের
গ) আনন্দের
ঘ) সংগ্রামের
উত্তর: খ) শপথের

৪৯। কবি আঠারো বছর বয়সকে কেমন বলেছেন?
ক) শান্ত
খ) ভয়ংকর
গ) দুর্বল
ঘ) নিশ্চুপ
উত্তর: খ) ভয়ংকর

৫০। এই বয়সের প্রাণ কেমন?
ক) শান্ত
খ) নরম
গ) তীব্র ও প্রখর
ঘ) ক্লান্ত
উত্তর: গ) তীব্র ও প্রখর

৫১। কানে আসে কী?
ক) গান
খ) আহ্বান
গ) মন্ত্রণা
ঘ) নীরবতা
উত্তর: গ) মন্ত্রণা

৫২। আঠারো বছর বয়স কেমন?
ক) স্থির
খ) দুর্বার
গ) নির্ভীক
ঘ) নিশ্চল
উত্তর: খ) দুর্বার

৫৩। পথে প্রান্তরে কী ছোটে?
ক) বাতাস
খ) নদী
গ) তুফান
ঘ) আগুন
উত্তর: গ) তুফান

৫৪। দুর্যোগে কী রাখা ভার?
ক) মন
খ) আশা
গ) হাল
ঘ) শক্তি
উত্তর: গ) হাল

৫৫। দুর্যোগে কী হয়?
ক) শান্তি
খ) সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত
গ) আনন্দ
ঘ) বিজয়
উত্তর: খ) সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত

৫৬। আঠারো বছর বয়সে আঘাত আসে—
ক) একবার
খ) ধীরে
গ) অবিশ্রান্ত
ঘ) হঠাৎ
উত্তর: গ) অবিশ্রান্ত

৫৭। এ বয়স কাঁপে কেন?
ক) ভয়ে
খ) আনন্দে
গ) বেদনায়
ঘ) ক্লান্তিতে
উত্তর: গ) বেদনায়

৫৮। কবি কিসের জয়ধ্বনি শুনেছেন?
ক) বিজয়ের
খ) যুদ্ধের
গ) আঠারোর
ঘ) বিপ্লবের
উত্তর: গ) আঠারোর

৫৯। এই বয়স কোথায় বাঁচে?
ক) শান্তিতে
খ) নিঃসঙ্গতায়
গ) দুর্যোগে আর ঝড়ে
ঘ) নিরাপদে
উত্তর: গ) দুর্যোগে আর ঝড়ে

৬০। বিপদের মুখে এ বয়স—
ক) পলায়নপর
খ) অগ্রণী
গ) দুর্বল
ঘ) নীরব
উত্তর: খ) অগ্রণী

৬১। এ বয়স কী করে?
ক) ভেঙে পড়ে
খ) থেমে যায়
গ) নতুন কিছু করে
ঘ) পালায়
উত্তর: গ) নতুন কিছু করে

৬২। কবি এই বয়সকে কেমন হতে বলেন?
ক) ভীরু
খ) কাপুরুষ
গ) ভীরু নয়
ঘ) দুর্বল
উত্তর: গ) ভীরু নয়

৬৩। আঠারো বছর বয়স কেন ভয়ঙ্কর মনে হয়?
ক) দুঃখ সহ্য করতে হয় বলে
খ) কানে মন্ত্রণা আসে বলে
গ) রক্ত দিতে জানা
ঘ) দুঃসহ বলে
ঙ) ভয় থাকে বলে
উত্তর: গ) রক্ত দিতে জানা

৬৪। “তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে” – এ চরণটির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) অমিয় চক্রবর্তী
গ) সুফিয়া কামাল
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ঘ) সুকান্ত ভট্টাচার্য

৬৫। “প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য” কোন কবিতার অংশ?
ক) জীবন-বন্দনা
খ) পাঞ্জেরী
গ) আঠারো বছর বয়স
ঘ) কবর
উত্তর: গ) আঠারো বছর বয়স

৬৬। বিপদের মুখে আঠারো বছর বয়সের চরিত্র কেমন হয়?
ক) অগ্রণী
খ) কিংকর্তব্যবিমূঢ়
গ) পশ্চাৎমুখী
ঘ) দুর্বার
উত্তর: খ) কিংকর্তব্যবিমূঢ়

৬৭। নতুন কিছু করতে কোন বয়স সেরা?
ক) কিশোর বয়সে
খ) আঠারো বছর বয়সে
গ) বাল্য বয়সে
ঘ) ৪০ বছর বয়সে
উত্তর: খ) আঠারো বছর বয়সে

৬৮। ‘আঠারো বছর বয়স’ এর নেতিবাচক দিক কোনটি?
ক) কাঁদতে জানে না
খ) মাথা নোয়ায় না
গ) ভয়ঙ্কর
ঘ) হাসতে জানে না
উত্তর: ক) ভয়ঙ্কর

৬৯। পথ চলতে এ বয়স—
ক) থেমে যায়
খ) ভয় পায়
গ) যায় না থেমে
ঘ) পিছিয়ে পড়ে
উত্তর: গ) যায় না থেমে

৭০। এ বয়সে কী নেই?
ক) স্বপ্ন
খ) শক্তি
গ) সংশয়
ঘ) সাহস
উত্তর: গ) সংশয়

৭১। কবি চান আঠারো বছর—
ক) দূরে থাকুক
খ) হারিয়ে যাক
গ) এ দেশের বুকে আসুক
ঘ) নীরব থাকুক
উত্তর: গ) এ দেশের বুকে আসুক

৭২। কবিতাটি মূলত কিসের প্রতীক?
ক) শৈশব
খ) বার্ধক্য
গ) তারুণ্য
ঘ) ক্লান্তি
উত্তর: গ) তারুণ্য

৭৩। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) প্রলয়োল্লাস
খ) ছাড়পত্র
গ) পূর্বাভাস
ঘ) অভিযান
উত্তর: খ) ছাড়পত্র

৭৪। কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন সালে?
ক) ১৯৪৫
খ) ১৯৪৭
গ) ১৯৪৮
ঘ) ১৯৫০
উত্তর: গ) ১৯৪৮

৭৫। কবিতায় কবি কোন বয়সের বৈশিষ্ট্য তুলে ধরেছেন?
ক) শৈশবকাল
খ) কৈশোরকাল
গ) বয়ঃসন্ধিকাল
ঘ) বার্ধক্য
উত্তর: গ) বয়ঃসন্ধিকাল

৭৬। এই বয়সের মানুষ কী করতে প্রস্তুত থাকে?
ক) পিছু হটতে
খ) ঝুঁকি নিতে
গ) নির্ভরশীল হতে
ঘ) নির্লিপ্ত থাকতে
উত্তর: খ) ঝুঁকি নিতে

৭৭। সব দুর্যোগ মোকাবিলার শক্তি আসে কোথা থেকে?
ক) অভিজ্ঞতা থেকে
খ) বয়সের পরিপক্বতা থেকে
গ) অদম্য প্রাণশক্তি থেকে
ঘ) সামাজিক সহায়তা থেকে
উত্তর: গ) অদম্য প্রাণশক্তি থেকে

৭৮। তারুণ্য ও যৌবনশক্তি কোন পথে এগিয়ে যায়?
ক) স্থবিরতার পথে
খ) অবক্ষয়ের পথে
গ) প্রগতির পথে
ঘ) নিঃসঙ্গতার পথে
উত্তর: গ) প্রগতির পথে

৭৯। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক) স্বরবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মাত্রাবৃত্ত
ঘ) গদ্যছন্দ
উত্তর: গ) মাত্রাবৃত্ত

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Related Posts

Leave a Comment