সোনার তরী কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় আমরা যতদিন আছি, ততদিন ভালো কাজ করা, কিছু সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ চলে যায়, কিন্তু তার শ্রম, তার কাজ, তার সোনার ধান এই পৃথিবীতে মানুষের মনে বেঁচে থাকে। এই পোস্টে সোনার তরী কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

সোনার তরী কবিতার MCQ

১। রবীন্দ্রনাথ ঠাকুরকে কী নামে অভিহিত করা হয়েছে?
ক) কবিগুরু
খ) বিশ্বকবি
গ) প্রাণপুরুষ
ঘ) সবগুলোই
উত্তর: ঘ) সবগুলোই

২। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৫১
খ) ১৮৬১
গ) ১৮৭১
ঘ) ১৮৮১
উত্তর: খ) ১৮৬১

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি?
ক) ৭ই মে
খ) ৭ই আগস্ট
গ) ৭ই জানুয়ারি
ঘ) ৭ই নভেম্বর
উত্তর: ক) ৭ই মে

৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
ক) শান্তিনিকেতন
খ) কলকাতা
গ) জোড়াসাঁকো
ঘ) শিলাইদহ
উত্তর: খ) কলকাতা

৫। রবীন্দ্রনাথের সাহিত্যসাধনার কাল কী নামে পরিচিত?
ক) রবীন্দ্রযুগ
খ) ঠাকুর যুগ
গ) বাংলা সাহিত্যের স্বর্ণযুগ
ঘ) আধুনিক যুগ
উত্তর: ক) রবীন্দ্রযুগ

৬। রবীন্দ্রনাথের কবিতার ধরন কী?
ক) ক্লাসিক্যাল
খ) রোমান্টিক
গ) রিয়ালিস্টিক
ঘ) আধুনিকতাবাদী
উত্তর: খ) রোমান্টিক

৭। রবীন্দ্রনাথ কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
খ) বিশ্বভারতী
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) বিশ্বভারতী

৮। রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি?
ক) গীতাঞ্জলি
খ) বনফুল
গ) সোনার তরী
ঘ) মানসী
উত্তর: খ) বনফুল

৯। রবীন্দ্রনাথের বনফুল কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে?
ক) দশ বছর
খ) পনেরো বছর
গ) বিশ বছর
ঘ) পঁচিশ বছর
উত্তর: খ) পনেরো বছর

১০। রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
ক) গীতাঞ্জলি
খ) বনফুল
গ) গোরা
ঘ) চোখের বালি
উত্তর: ক) গীতাঞ্জলি

১১। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার কোন সালে পান?
ক) ১৯১০
খ) ১৯১৩
গ) ১৯২০
ঘ) ১৯৩০
উত্তর: খ) ১৯১৩

১২। বাংলা ছোটগল্পের পথিকৃৎ কে?
ক) শরৎচন্দ্র
খ) রবীন্দ্রনাথ
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ
উত্তর: খ) রবীন্দ্রনাথ

১৩। ‘চিত্রা’ কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) নাটক
ঘ) গল্প
উত্তর: খ) কাব্যগ্রন্থ

১৪। ‘বিসর্জন’ কোন ধরনের রচনা?
ক) কাব্য
খ) কাব্যনাট্য
গ) ছোটগল্প
ঘ) উপন্যাস
উত্তর: খ) কাব্যনাট্য

১৫। রবীন্দ্রনাথের জীবনাবসান কোন সালে ঘটে?
ক) ১৯৩১
খ) ১৯৪১
গ) ১৯৫১
ঘ) ১৯৬১
উত্তর: খ) ১৯৪১

১৬। রবীন্দ্রনাথের মৃত্যুতারিখ কোনটি?
ক) ৭ই মে
খ) ৭ই আগস্ট
গ) ৭ই জানুয়ারি
ঘ) ৭ই নভেম্বর
উত্তর: খ) ৭ই আগস্ট

১৭। ‘শেষ লেখা’ কোন ধরনের রচনা?
ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
উত্তর: ক) কাব্যগ্রন্থ

১৮। ‘চিত্রাঙ্গদা’ কোন ধরনের রচনা?
ক) কাব্য
খ) কাব্যনাট্য
গ) ছোটগল্প
ঘ) উপন্যাস
উত্তর: খ) কাব্যনাট্য

১৯। রবীন্দ্রনাথকে কোন ক্ষেত্রে পথিকৃৎ বলা হয়?
ক) উপন্যাস
খ) বাংলা ছোটগল্প
গ) নাটক
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) বাংলা ছোটগল্প

২০। ‘Song Offerings’ কোন কাব্যের অনুবাদ?
ক) মানসী
খ) গীতাঞ্জলি
গ) সোনার তরী
ঘ) বলাকা
উত্তর: খ) গীতাঞ্জলি

২১। রবীন্দ্রনাথ কোন শহরে মারা যান?
ক) শান্তিনিকেতন
খ) কলকাতা
গ) শিলাইদহ
ঘ) লন্ডন
উত্তর: খ) কলকাতা

২২। ‘গরজ’ শব্দের অর্থ কী?
ক) গর্জন করে
খ) গান গায়
গ) হাসে
ঘ) কাঁদে
উত্তর: ক) গর্জন করে

২৩। ‘ভারা ভারা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ধানের খেত
খ) ধান রাখার পাত্রের সমষ্টি
গ) জলের স্রোত
ঘ) মেঘের ভার
উত্তর: খ) ধান রাখার পাত্রের সমষ্টি

২৪। ‘ক্ষুরধারা’ অর্থ কী?
ক) মসৃণ স্রোত
খ) ক্ষুরের মতো ধারালো স্রোত
গ) ধীর স্রোত
ঘ) শান্ত জল
উত্তর: খ) ক্ষুরের মতো ধারালো স্রোত

২৫। ‘খরপরশা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ধারালো বর্শা
খ) নরম হাওয়া
গ) মেঘের ছায়া
ঘ) ফুলের পাপড়ি
উত্তর: ক) ধারালো বর্শা

২৬। কবিতায় ‘আমি’ শব্দটির প্রতীকী অর্থ কী?
ক) কৃষক
খ) শিল্পস্রষ্টা কবি
গ) মাঝি
ঘ) নদী
উত্তর: খ) শিল্পস্রষ্টা কবি

২৭। ‘আমি একেলা’ কীসের প্রতীক?
ক) কৃষক বা কবির নিঃসঙ্গতা
খ) ধনী ব্যক্তির একাকীত্ব
গ) মাঝির সঙ্গী
ঘ) নদীর তীর
উত্তর: ক) কৃষক বা কবির নিঃসঙ্গতা

২৮। ‘চারিদিকে বাঁকা জল করিছে খেলা’ বাক্যাংশের অর্থ কী?
ক) নদীর শান্ত জল
খ) ধানখেতকে বেষ্টনকারী ঘূর্ণায়মান স্রোত
গ) বৃষ্টির জল
ঘ) আকাশের মেঘ
উত্তর: খ) ধানখেতকে বেষ্টনকারী ঘূর্ণায়মান স্রোত

২৯। ‘বাঁকা জল’ এখানে কীসের প্রতীক?
ক) অনন্ত কালস্রোত
খ) শান্ত নদী
গ) বৃষ্টির ধারা
ঘ) মেঘের ছায়া
উত্তর: ক) অনন্ত কালস্রোত

৩০। ‘তরুছায়ামসী মাখা’ অর্থ কী?
ক) গাছের ছায়ায় ঢাকা
খ) গাছের ছায়ার কালো রঙে মাখানো গ্রাম
গ) মেঘের নিচে গ্রাম
ঘ) নদীর তীরে গ্রাম
উত্তর: খ) গাছের ছায়ার কালো রঙে মাখানো গ্রাম

৩১। কবিতায় মাঝি কার প্রতীক?
ক) সাধারণ নৌকাচালক
খ) নির্মোহ মহাকাল
গ) কৃষকের বন্ধু
ঘ) দেবতা
উত্তর: খ) নির্মোহ মহাকাল

৩২। ‘কোনো দিকে নাহি চায়’ বাক্যাংশ কার সম্পর্কে?
ক) কৃষকের
খ) মাঝির (মহাকালের)
গ) নদীর
ঘ) ধানের
উত্তর: খ) মাঝির (মহাকালের)

৩৩। ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’ কার সম্পর্কে?
ক) মাঝিকে
খ) ধানখেতকে
গ) নদীকে
ঘ) গ্রামকে
উত্তর: ক) মাঝিকে

৩৪। ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?’ এখানে ‘বিদেশ’ কীসের প্রতীক?
ক) অন্য গ্রাম
খ) চিরায়ত শিল্পলোক
গ) বিদেশের দেশ
ঘ) স্বর্গ
উত্তর: খ) চিরায়ত শিল্পলোক

৩৫। ‘বারেক ভিড়াও তরী কূলেতে এসে’ কেন বলা হয়েছে?
ক) ধান নেওয়ার জন্য
খ) চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য
গ) গান শোনার জন্য
ঘ) কথা বলার জন্য
উত্তর: খ) চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য

৩৬। ‘আমার সোনার ধান’ কীসের প্রতীক?
ক) সাধারণ ধান
খ) কৃষকের শ্রেষ্ঠ ফসল ও কবির সৃষ্টিসম্ভার
গ) সোনার মতো রঙ
ঘ) নদীর তীর
উত্তর: খ) কৃষকের শ্রেষ্ঠ ফসল ও কবির সৃষ্টিসম্ভার

৩৭। ‘আর আছে আর নাই, দিয়েছি ভরে’ অর্থ কী?
ক) ধান সব দিয়ে দেওয়া হয়েছে
খ) সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে
গ) কিছু বাকি আছে
ঘ) কিছুই নেই
উত্তর: খ) সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে

৩৮। ‘থরে বিথরে’ অর্থ কী?
ক) ছড়িয়ে ছিটিয়ে
খ) স্তরে স্তরে সুবিন্যস্ত রূপে
গ) দ্রুত
ঘ) ধীরে
উত্তর: খ) স্তরে স্তরে সুবিন্যস্ত রূপে

৩৯। ‘এখন আমারে লহো করুণা করে’ কেন বলা হয়েছে?
ক) ধান নেওয়ার জন্য
খ) সৃষ্টির স্রষ্টাকে নেওয়ার জন্য
গ) গান শোনার জন্য
ঘ) কথা বলার জন্য
উত্তর: খ) সৃষ্টির স্রষ্টাকে নেওয়ার জন্য

৪০। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী’ বাক্যাংশের অর্থ কী?
ক) নৌকায় ধানের ঠাঁই নেই
খ) মহৎ সৃষ্টিরই স্থান হয়, ব্যক্তিসত্তার নয়
গ) নৌকা ছোট
ঘ) সবার ঠাঁই আছে
উত্তর: খ) মহৎ সৃষ্টিরই স্থান হয়, ব্যক্তিসত্তার নয়

৪১। ‘সোনার তরী’ কোন কাব্যগ্রন্থের নাম-কবিতা?
ক) গীতাঞ্জলি
খ) সোনার তরী
গ) চিত্রা
ঘ) বলাকা
উত্তর: খ) সোনার তরী

৪২। কবিতায় কৃষকের খেতকে কীসের মতো দেখানো হয়েছে?
ক) বড় দ্বীপ
খ) ছোট দ্বীপ
গ) পাহাড়
ঘ) সমুদ্র
উত্তর: খ) ছোট দ্বীপ

৪৩। কবিতায় মাঝি কী নিয়ে আসছে?
ক) ধান
খ) সোনার তরী
গ) গান
ঘ) মেঘ
উত্তর: খ) সোনার তরী

৪৪। কৃষক মাঝিকে কী দিতে চায়?
ক) টাকা
খ) সোনার ধান
গ) জল
ঘ) গান
উত্তর: খ) সোনার ধান

৪৫। কবিতার ছন্দ কোনটি?
ক) পয়ার
খ) মাত্রাবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) ত্রিপদী
উত্তর: খ) মাত্রাবৃত্ত

৪৬। কবিতায় মহাকাল কাকে নিয়ে যায়?
ক) কৃষককে
খ) সৃষ্টিসম্ভারকে
গ) নদীকে
ঘ) মেঘকে
উত্তর: খ) সৃষ্টিসম্ভারকে

৪৭। কবিতায় কৃষকের মূল আশঙ্কা কী?
ক) ধান নষ্ট হবে
খ) খেত বিলীন হবে
গ) মাঝি আসবে না
ঘ) সবকিছু নষ্ট হবে
উত্তর: খ) খেত বিলীন হবে

৪৮। কবিতার শেষে কৃষকের অবস্থা কী?
ক) আনন্দিত
খ) শূন্য নদীর তীরে নিঃসঙ্গ
গ) ধনী
ঘ) বিজয়ী
উত্তর: খ) শূন্য নদীর তীরে নিঃসঙ্গ

৪৯। কবিতায় সোনার তরী কার প্রতীক?
ক) কৃষকের নৌকা
খ) চিরায়ত শিল্পলোক
গ) নদী
ঘ) মেঘ
উত্তর: খ) চিরায়ত শিল্পলোক

৫০। কবিতায় কৃষকের সৃষ্টি কী?
ক) ধান
খ) সোনার ধান (প্রতীকী সৃষ্টিসম্ভার)
গ) নৌকা
ঘ) গান
উত্তর: খ) সোনার ধান (প্রতীকী সৃষ্টিসম্ভার)

৫১। কবিতায় মাঝি কেন নিরাসক্ত?
ক) কারণ সে মহাকালের প্রতীক
খ) কারণ সে কৃষককে চেনে না
গ) কারণ সে গান গায়
ঘ) কারণ সে ধনী
উত্তর: ক) কারণ সে মহাকালের প্রতীক

৫২। ‘সোনার তরী’ কবিতা কত শতাব্দী ধরে আলোচিত?
ক) পঞ্চাশ বছর
খ) শতাধিক বছর
গ) দুইশো বছর
ঘ) তিনশো বছর
উত্তর: খ) শতাধিক বছর

৫৩। কবিতায় কৃষকের বেদনার কারণ কী?
ক) ধান নষ্ট হয়েছে
খ) সৃষ্টি নিয়ে গেল কিন্তু তাকে নিল না
গ) মাঝি গান গায়নি
ঘ) নদী শান্ত হয়েছে
উত্তর: খ) সৃষ্টি নিয়ে গেল কিন্তু তাকে নিল না

৫৪। কবিতায় ‘সোনার ধান’ কীসের প্রতীক?
ক) সাধারণ ফসল
খ) কবির সৃষ্টিসম্ভার
গ) সোনার মতো রঙের ধান
ঘ) নদীর তীরে ধান
উত্তর: খ) কবির সৃষ্টিসম্ভার

৫৫। কবিতায় মহাকাল কী করে?
ক) সবকিছু নিয়ে যায় ও ফেলে দেয়
খ) শুধু ধান নেয়
গ) কৃষককে সাহায্য করে
ঘ) গান শোনে
উত্তর: ক) সবকিছু নিয়ে যায় ও ফেলে দেয়

৫৬। কবিতার শেষ লাইনে কৃষক কোথায় রয়েছে?
ক) নৌকায়
খ) শূন্য নদীর তীরে
গ) খেতে
ঘ) গ্রামে
উত্তর: খ) শূন্য নদীর তীরে

৫৭। ‘সোনার তরী’ কবিতায় কোন থিম প্রধান?
ক) প্রকৃতির সৌন্দর্য
খ) সৃষ্টি ও কালের নিষ্ঠুরতা
গ) প্রেম
ঘ) যুদ্ধ
উত্তর: খ) সৃষ্টি ও কালের নিষ্ঠুরতা

৫৮। কবিতায় কৃষকের অনুনয় কীসের জন্য?
ক) ধান বাঁচানোর জন্য
খ) চিরায়ত শিল্পলোকে স্থান পাওয়ার জন্য
গ) মাঝিকে গান শোনানোর জন্য
ঘ) নদী শান্ত করার জন্য
উত্তর: খ) চিরায়ত শিল্পলোকে স্থান পাওয়ার জন্য

আরও পড়ুনঃ সোনার তরী কবিতার মূলভাব ও ব্যাখ্যা লাইন বাই লাইন

Related Posts

Leave a Comment