“অলিখিত উপাখ্যান” গল্পটি ব্রিটিশ শাসনামলের সময় বাংলার মানুষের ওপর ইংরেজ বেনিয়াদের শোষণ ও নির্যাতনের একটি হৃদয়বিদারক চিত্র তুলে ধরে। এতে প্রধান চরিত্র হেনরি মোরেল, যিনি সুন্দরবনের গাছ কাটার নির্দেশ দেন। এই পোস্টে অলিখিত উপাখ্যান গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা দিলাম।
Table of Contents
অলিখিত উপাখ্যান গল্পের মূলভাব
‘অলিখিত উপাখ্যান’ গল্পটি ব্রিটিশ শাসনামলে এদেশের মানুষের ওপর ইংরেজ বেনিয়াদের শোষণের ওপর ভিত্তি করে রচিত। এখানে হেনরি মোরেলের নির্দেশনায় সুন্দরবনের গাছ কাটতে শুরু করে কিছু মানুষ। পায়ে শিকল পরিয়ে অমানবিক নির্যাতনের মাধ্যয়ে তাদের দিয়ে এ ধরনের কাজ করতে বাধ্য করা হয়। এভাবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করতে থাকে। তাদের উপনিবেশবাদী মানসিকতা বনের হিংস্র পশুদেরও হার মানায়। পঞ্চাশ জন মজুরকে এই গাছ কাটার কাজে নিয়োজিত করা হয়। এরা সবাই মোরেলদের কয়েদখানার কয়েদি। হাতির পিঠে দুলতে দুলতে এই কাজ তদারকি করছিল হেনরি মোরেল। তার এই অনৈতিক কাজে সহায়তাকারী হিসেবে দেখা যায় ঠিকাদার, মোহন খা, দুর্গাচরণ আর মোরেলের পোষা লাঠিয়াল পাইক বরকন্দাজদের মতো আজ্ঞাবহ দাসবৎ লোকগুলোকে। এদের কারণেই শ্বেতাঙ্গরা সংখ্যায় অল্প হয়েও এই বিরাট দেশটিকে পদানত করে রাখতে পেরেছিল। এদের কেউ কেউ সাহবেদের চেয়েও ভয়ংকর হয়ে উঠত। হেনরি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কালো চামড়ার মানুষগুলোকে কয়েদি বানিয়ে সুন্দরবন কেটে বসতি স্থাপন ও আবাদি জমি তৈরিতে প্রবৃত্ত হয়েছিল। এই কাজ করতে গিয়ে বনের হিংস্র জীবজন্তুর কামড়ে একের পর এক কয়েদি মারা পড়তে থাকে। তবে অ্যাডডোরপ্রিয় হেনরির সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল : না। সে মেতে উঠেছিল ম্যান ইটার বাঘ শিকারের পাশবিক ক্রিয়ায়। এভাবেই ব্রিটিশরা অন্য দেশের হয়েও এদেশের মানুষের ওপর নির্মম অত্যাচার করত। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেকোনো ধরনের অন্যায় করতে দ্বিধা করত না।
অলিখিত উপাখ্যান গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন
১। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে মানুষ বসতি স্থাপনের জন্য কী করেছে?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে মানুষ বসতি স্থাপনের জন্য অরণ্য কেটে ফেলেছে।
২। কাহিনি হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে কোন ধরনের?
উত্তর: কাহিনি হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে ছোটোগল্পে।
৩। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কে নামকরা শিকারি?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কালু বাওয়ালি নামকরা শিকারি।
৪। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বাতাসের নৈঃশব্দ্য ভঙ্গ করে কীসে?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে হরিণের পালের খুরের শব্দ বাতাসের নৈঃশব্দ্য ভঙ্গ করে।
৫। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কীসের কামড়ে কয়েদিদের চোখ-মুখ ফুলে গেছিল?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে মৌমাছির কামড়ে কয়েদিদের চোখ-মুখ ফুলে গেছিল।
৬। গল্পের বিশেষ শ্রেণিকে কী বলা হয়?
উত্তর: গল্পের বিশেষ শ্রেণিকে ছোটোগল্প বলা হয়।
৭। রিজিয়া রহমান-এর জন্ম কত সালে?
উত্তর: রিজিয়া রহমান-এর জন্ম ১৯৩৯ সালে।
৮। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে সারা বন কীসের শব্দে মুখর?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে সারা বন কুড়ালের শব্দে মুখর।
৯। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কে জঙ্গল কাটার তদারকি করছিল?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে হেনরি জঙ্গল কাটার তদারকি করছিল।
১০। বাওয়ালি কারা?
উত্তর: সুন্দরবনের কাঠ সংগ্রহ করা যাদের পেশা, তাদেরকে বাওয়ালি বলা হয়।
১১। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কোন বনকে বিচিত্র ভয়াল বন বলা হয়েছে?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে সুন্দরবনকে বিচিত্র ভয়াল বন বলা হয়েছে।
১২। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কাকে ‘নবাবপুত্তুর’ বলে ব্যঙ্গ করা হয়েছে?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে পানি পিপাসায় কাতর কয়েদিটাকে ‘নবাবপুত্তুর’ বলে ব্যঙ্গ করা হয়েছে।
১৩। গল্পের চরিত্রকে জীবন্ত করতে চরিত্রের মুখে কী যোগ করা হয়?
উত্তর: গল্পের চরিত্রকে জীবন্ত করতে চরিত্রের মুখে সংলাপ যোগ করা হয়।
১৪। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বর্ণিত কীসের শব্দ বনের পশুকে সচকিত করে?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বর্ণিত কুঠারের শব্দ বনের পশুকে সচকিত করে।
১৫। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে ছোটোগল্পের আয়তন কীরূপ হয়?
উত্তর: ছোটোগল্পের আয়তন সাধারণত ছোটো হয়।
১৬। রিজিয়া রহমান-এর মৃত্যু কত সালে?
উত্তর: রিজিয়া রহমান-এর মৃত্যু ২০১৯ সালে।
১৭। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কি হয়েছে?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বাঘ মানুষের রক্তের স্বাদ পেয়েছে।
১৮। গল্প কাকে বলে?
উত্তর: বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনিকে গল্প বলে।
১৯। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কয়েদিরা দিনে কয়বার খাবার পানি পায়?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কয়েদিরা দিনে তিন বার খাবার পানি পায়।
২০। ‘অলিখিত উপাখ্যান’ গল্পাংশটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ অংশটি রিজিয়া রহমান-এর ‘অলিখিত উপাখ্যান’ উপন্যাসের অংশবিশেষ।
২১। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কোন পাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করা হলো?
উত্তর: ‘অলিখিত উপাখ্যান’ গল্পে গোলপাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করা হলো।
২২। গল্পের কাহিনির মধ্যে কয়টি ঘটনা থাকে?
উত্তর: গল্পের কাহিনির মধ্যে এক বা একাধিক ঘটনা থাকে।
অলিখিত উপাখ্যান গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১। অরণ্য কেটে মানুষ কী করছে?
(ক) ফার্নিচার বানাচ্ছে
(খ) বসতি স্থাপন করছে
(গ) পশু শিকার করছে
(ঘ) রাস্তা বানাচ্ছে।
উত্তরঃ (খ) বসতি স্থাপন করছে
২। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে নিচের কোন প্রাণী বনে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়?
(ক) বন্য শূকর
(খ) বুনো মহিষ
(গ) নীলগাই
(ঘ) সবকয়টি
উত্তরঃ (ঘ) সবকয়টি
৩। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কুমির ডাঙায় উঠে কী করে?
(ক) রোদ পোহায়
(খ) ঘুমায়
(গ) শিকার করে
(ঘ) বিশ্রাম নেয়
উত্তরঃ (ক) রোদ পোহায়
৪। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে গাছের ডালে শরীর জড়িয়ে অজগর কী করে?
(ক) মাথা ঝাঁকায়
(খ) বিষ ঘড়ে
(গ) মাথা দোলায়
(ঘ) ভয় দেখায়
উত্তরঃ (গ) মাথা দোলায়
৫। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে হরিণের দল কেন ছুটে পালায়?
(ক) বাঘের ভয়ে
(খ) মানুষের ভয়ে
(গ) বন্দুকের শব্দে
(ঘ) কুঠারের শব্দে
উত্তরঃ (ঘ) কুঠারের শব্দে
৬। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে জঙ্গল কাটার কাজ কে তদারকি করছিল?
(ক) হেনরি
(খ) রবার্ট
(গ) মাইকেল
(ঘ) ডেভিড
উত্তরঃ (ক) হেনরি
৭। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে জঙ্গল কাটতে কতজন মজুর এসেছে?
(ক) ৬০
(খ) ৭০
(গ) ৮০
(ঘ) ৫০
উত্তরঃ (ঘ) ৫০
৮। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কয়েকদিন আগে জঙ্গল কাটা ফেলে কয়েদিরা কোথায় গিয়েছিল?
(ক) হরিণ শিকার করতে
(খ) মধুর চাক ভাঙতে
(গ) পালাতে
(ঘ) মাঝ ধরতে
উত্তরঃ (খ) মধুর চাক ভাঙতে
৯। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে দিনমজুরদের দিনে কয়বার খাবার পানি সরবরাহ করা হয়?
(ক) তিনবার
(খ) দুইবার
(গ) চারবার
(ঘ) একবার
উত্তরঃ (ক) তিনবার
১০। কতদিন পরপর দূরের গ্রামের দিঘি থেকে খাবার পানি আনা হয়?
(ক) একবার
(খ) দুই দিন
(গ) এক দিন
(ঘ) চার দিন
উত্তরঃ (খ) দুই দিন
১১। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কালু বাওয়ালি কে?
(ক) ঠিকাদার
(খ) কয়েদি
(গ) এওয়ার্ড
(ঘ) শিকারি
উত্তরঃ (ঘ) শিকারি
১২। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে হেনরির হাতির নাম কী?
(ক) মহারাজ
(খ) রাজস্বী
(গ) রাজা
(ঘ) গজেন্দ্র
উত্তরঃ (ক) মহারাজ
১৩। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে কয়জন কয়েদিকে সাপে খেয়েছে?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ১ জন
(ঘ) ৪ জন
উত্তরঃ (ক) ২ জন
১৪। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে খালের পাড় থেকে কুমির টেনে নিয়েছে কয়জনকে?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ১ জন
উত্তরঃ (ঘ) ১ জন
১৫। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বুনো মহিষ শিং বাঁধিয়ে নিয়ে গেছে কয়জনকে?
(ক) ১ জন
(খ) ২ জন
(গ) ৩ জন
(ঘ) ৪ জন
উত্তরঃ (ক) ১ জন
১৬। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বাঘে ধরেছে কয়জনকে?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ৫ জন
উত্তরঃ (ক) ২ জন
১৭। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে বাওয়ালিদের গ্রাম বন থেকে কত ক্রোশ দূরে?
(ক) ৩৪ ক্রোশ
(খ) ৩ ক্রোশ
(গ) ২ ক্রোশ
(ঘ) ৫ ক্রোশ
উত্তরঃ (গ) ২ ক্রোশ
১৮। ‘অলিখিত উপাখ্যান’ গল্পে হিন্তাল কী?
(ক) গাছবিশেষ
(খ) ফুলবিশেষ
(গ) লতাবিশেষ
(ঘ) ফলবিশেষ
উত্তরঃ (ক) গাছবিশেষ
১৯। এক ক্রোশে কত কিলোমিটার?
(ক) সাড়ে তিন
(খ) পৌনে তিন
(গ) সোয়া তিন
(ঘ) আড়াই
উত্তরঃ (ক) সাড়ে তিন
২০। রিজিয়া রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৪৭
(খ) ১৯৩৯
(গ) ১৯৩৭
(ঘ) ১৯৪৯
উত্তরঃ (খ) ১৯৩৯
২১। রিজিয়া রহমান কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ২০২০
(খ) ২০১৮
(গ) ২০১৯
(ঘ) ২০১৭
উত্তরঃ (গ) ২০১৯
২২। ‘উত্তর পুরুষ’ বইটি কার লেখা?
(ক) রাজিয়া বেগম
(খ) রাদিয়া বেগম
(গ) রিজিয়া রহমান
(ঘ) রিজভি বেগম
উত্তরঃ (গ) রিজিয়া রহমান
২৩। ‘অলিখিত উপাখ্যান’ মূলত কী ধরনের গ্রন্থ?
(ক) প্রবন্ধ
(খ) উপন্যাস
(গ) গল্প
(ঘ) কবিতা
উত্তরঃ (খ) উপন্যাস
২৪। নিচের কোনটি রিজিয়া রহমানের লেখা গ্রন্থ?
(ক) ভোলগা থেকে গঙ্গা
(খ) ঢাক থেকে ঢাকা
(গ) বং থেকে বাংলা
(ঘ) রং থেকে রংপুর
উত্তরঃ (গ) বং থেকে বাংলা
২৫। অলিখিত উপাখ্যানে ক্যানেস্তারা আসলে কী?
(ক) লোহার তৈরি চারকোনা বাক্স
(খ) রক্তের অক্ষর
(গ) টিনের তৈরি চারকোনা বাক্স
(ঘ) টিনের তৈরি তিনকোনা বক্স
উত্তরঃ (গ) টিনের তৈরি চারকোনা বাক্স
আরও পড়ুনঃ নিমগাছ গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি
আরও পড়ুনঃ আকাশ পরী গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি