“মমতাদি” গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি, যা একজন সাধারন নারীর জীবনযুদ্ধ, তার শ্রদ্ধা, ভালোবাসা এবং একান্ত মানবিক অনুভূতির মধ্য দিয়ে জীবনের নানান দিককে ফুটিয়ে তুলেছে। এই পোস্টে মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর – ৯ম ও ১০ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্নঃ ১। রাসেল ড্রাইভার হিসেবে যেমন দক্ষ তেমনি সৎ। প্রকৌশলী এমারত সাহেব তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। ইফতি, সনাম ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া-আসাই তার প্রধান কাজ। ঘরের সবাই ওকে ভীষণ ভালোবাসে। ইফতিরা ওকে ভাইয়া বলে ডাকে, একসাথে খায়, গল্প করে, বেড়াতে যায়। রাসেলের প্রতি সন্তানদের এই আচরণে এমারত সাহেব ভীষণ খুশি। ক. মমতাদির বয়স কত ছিল? খ. মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? গ. উদ্দীপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি ব্যাখ্যা কর। ঘ. রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণের ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি সৃষ্টিতে কতটুকু প্রভাব ফেলে? যুক্তিসহ বিশ্লেষণ কর। |
উত্তরঃ
ক. মমতাদির বয়স ২৩ বছর ছিল।
খ. মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কারণ, তিনি যখন প্রথমবার পনের টাকা মাইনে পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছিলেন, তখন তিনি তার অনুভূতি দমিয়ে রাখতে পারেননি। তার চোখে জল এসে গিয়েছিল, সে ভেবেছিল তার বেতন হয়তো আরও কম হবে। যখন গৃহকর্ত্রী তার মাইনে ঠিক করেন তিনি হয়তো নিজেকে এতটা মূল্যবান ভাবেননি, তাই মাইনের বিষয়ে এতটা অনুভূতি প্রকাশ করেছিলেন। এছাড়া, তার জীবনের কষ্ট ও সংগ্রামও তার চোখের জলে ফুটে উঠেছিল।
গ. উদ্দীপকে রাসেলের মাঝে মমতাদির যে বিশেষ গুণটি ফুটে উঠেছে তা হলো, তার সততা, পরিশ্রম এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা। যেমন মমতাদি তার কাজের ক্ষেত্রে যে ধৈর্য ও আন্তরিকতা দেখিয়েছিল, ঠিক তেমনি রাসেলও তার দায়িত্বে অত্যন্ত দক্ষ ও সৎ। রাসেল যখন তার দায়িত্ব পালন করে, তখন সে শুধু কাজটি শেষ করে না, তার প্রতি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ও খোলামেলা মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। মমতাদি যেমন নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী ছিল, রাসেলও একইভাবে নিজের কাজে পারদর্শী এবং পরিবারের প্রতি স্নেহশীল। তার এই গুণটি এমারত সাহেব এবং তার পরিবারের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে তোলে, যা একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করে। মমতাদির মতো রাসেলও নিজের কাজের মাধ্যমে সামাজিক সম্পর্কের গুরুত্ব বুঝে এবং একে গড়ে তোলার চেষ্টা করে।
ঘ. রাসেল এবং মমতাদির প্রতি দুই পরিবারের আচরণ সামাজিক সংহতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসেলের প্রতি এমারত সাহেব ও তার পরিবারের আচরণ আন্তরিকতা, বিশ্বাস এবং স্নেহের প্রতিফলন। তারা তাকে শুধু একজন কর্মচারী হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে মূল্যায়ন করে। রাসেলও তার কাজের প্রতি নিষ্ঠাবান এবং একইভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এমারত সাহেবের পরিবারে রাসেলের স্নেহ ও ভালোবাসা থাকার কারণে, তাদের মধ্যে একে অপরকে সম্মান এবং সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।
অন্যদিকে, মমতাদি যখন গৃহকর্ত্রীর পরিবারে কাজ করতে আসে, তখন তার প্রতি পরিবারের আচরণও একই রকম। তারা তাকে শুধুমাত্র একজন রাঁধুনি বা কাজের লোক হিসেবে নয়, একজন সহানুভূতিশীল এবং দরদী মানুষ হিসেবে গ্রহণ করে। মমতাদির প্রতি গৃহকর্ত্রীর এই মনোভাব একটি শক্তিশালী সামাজিক সংহতি তৈরি করে, যেখানে শ্রদ্ধা, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার মুল্যায়ন হয়। দুজনের ক্ষেত্রেই তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং পারস্পরিক শ্রদ্ধা এক নতুন ধরনের সামাজিক বন্ধন তৈরি করে, যা শুধু ব্যক্তি ও পরিবার নয়, সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক স্থাপনে সাহায্য করে।
সৃজনশীল প্রশ্নঃ ২। [বরিশাল বোর্ড ২০২৪] অর্থনৈতিক মন্দার কারণে চামেলীর স্বামী রতনেরও চাকরি চলে যায়। সংসারের হাল ধরতে চামেলী শহরের বড় ব্যবসায়ী কৃষ্ণা মণ্ডলের কাপড়ের দোকানে বিপণনকর্মী হিসেবে কাজ নেয়। মাঝে মাঝে কৃষ্ণা মন্ডলের দুই সন্তানকে দায়িত্বের সঙ্গে স্কুল থেকে আনা-নেয়া করে। চামেলীর কাজ-কর্মে কৃষ্ণা মণ্ডল ভীষণ খুশি হয়। চামেলীর মাসিক বেতন দ্বিগুণ বৃদ্ধি করে দেন। এতে চামেলী ভীষণ খুশি হয়। ক. মমতাদির দুচোখ সজল হয়ে উঠল- কেন? খ. ‘ভর্ৎসনা নয়, আবেদন’ বলতে কী বোঝানো হয়েছে? গ. উদ্দীপকের কৃষ্ণা মণ্ডল ‘মমতাদি’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর। ঘ. উদ্দীপকের চামেলী ‘মমতাদি’ গল্পের মমতাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে কি? উত্তরের সপক্ষে যুক্তি নাও। |
সৃজনশীল প্রশ্নঃ ৩। [দিনাজপুর বোর্ড ২০২৪] বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পুরাতন ভৃত্য’ কবিতায় পুরাতন ভৃত্য কেষ্টা সম্পর্কে বলেছেন- (i) তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে; একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে-দুপুরে নিদ্রাটি আছে সাধা। (ii) ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি নাকো রহিল তোমার এ ঘর, দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। শুনে মহা বেগে ছুটে যাই রেগে আনি তার টিকি ধরে; বলি তারে ‘পাজি বের হ তুই আজই, দূর করে দিনু তোরে।’ ক. মমতাদির কপালের ক্ষতটা কীসের মতো? খ. মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপক (ii)-এর ঘরের কর্ত্রীর সঙ্গে ‘মমতাদি’ গল্পের ছোটকর্তার মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। ঘ. “সাদৃশ্য থাকলেও উদ্দীপক (i)-এর কেষ্টা ‘মমতাদি’ গল্পের মমতাদি হয়ে উঠতে পারেনি”- মন্তব্যটি বিশ্লেষণ কর। |
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ময়মনসিংহ বোর্ড ২০২৪] লিজা তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের বাড়িতে তার সমবয়সী লতিফা নামে একটি কাজের মেয়ে থাকে। অভাবের তাড়নায় সে এ বাড়িতে। কাজে এসেছে। লিজা তার সাথে খেলাধুলা ও গল্প করতে চায়। কিন্তু লিজার মা ওদের দুজনকে একসাথে দেখলেই বকা দেয়। লিজা ওর মায়ের অনুপস্থিতিতে লতিফার সাথে কখনো কখনো পুতুল খেলে, টিভি দেখে। কিন্তু লতিফা লিজার সাথে মিশতে ভয় পায় কারণ লিজার মা যদি দেখে ফেলে। ক. মমতাদির মাইনে কত টাকা ঠিক করা হলো? খ. ‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?’- কথাটি বলার কারণ কী? বুঝিয়ে লেখ। গ. লতিফার সাথে ‘মমতাদি’ গল্পের মমতাদির সাদৃশ্য ব্যাখ্যা কর। ঘ. “উদ্দীপকের লিজার মা যেন ‘মমতাদি’ গল্পের গৃহকত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছে”- মন্তব্যটি বিশ্লেষণ কর |
সৃজনশীল প্রশ্নঃ ৫। [রাজশাহী বোর্ড ২০২৩] গৃহকর্মী হিসেবে গ্রাম থেকে আসেন পাতার মা। ষোলো বছর যাবৎ সুমনাদের বাসায় প্রায় সব কাজ করেন তিনি। পাতার মা সুমনাকে মাতৃস্নেহে লালন-পালন করছেন। সুমনার মাও পাতার মাকে কাজের মানুষ নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। সুখে-দুঃখে সুমনাদের পরিবারে জড়িয়ে আছেন তিনি। কেবল সুমনা নয়, পরিবারের সবার প্রতিই তার স্নেহদৃষ্টি। ক. মমতাদি কোথায় থাকত? খ. মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল কেন? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকের পাতার মায়ের মধ্যে ‘মমতাদি’ গল্পের মমতাদি চরিত্রের কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ঘ. “উদ্দীপকের সুমনার মা এবং ‘মমতাদি’ গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন”- বিশ্লেষণ কর। |
সৃজনশীল প্রশ্নঃ ৬। [যশোর বোর্ড ২০২৩] কিশোরী রাবেয়া শিউলি বেগমের বাসায় ঝিয়ের কাজ করে। মাস শেষে সামান্য বেতন পায় সে। বাসার সকল কাজই করে সে। তবু সামান্য ভুল হলেই রাবেয়ার উপর চলে অকথ্য নির্যাতন। ক. মমতাদির ছেলের বয়স কত? খ. ‘সে যেন ছায়াময়ী মানবী’- কথাটি বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকের রাবেয়ার সাথে ‘মমতাদি’ গল্পের মমতাদির বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। ঘ. গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণ শিউলি বেগম নয়, ‘মমতাদি’ গল্পের গৃহকত্রীর মতো হওয়া বাঞ্ছনীয়।-মন্তব্যটি বিচার কর। |
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০২৩] মরিয়মের স্বামী বেকার। অসুস্থ সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে আমজাদ সাহেবের বাসায় কাজ নেয় মরিয়ম। কাজের ফাঁকে ফাঁকে সে আমজাদ সাহেবের ছোট মেয়ে সীমাকে পড়ায় ও গল্পগুজব করে। এমনিভাবে তাদের মধ্যে গভীর সখ্য গড়ে উঠলেও মিসেস আমজাদ মরিয়মকে তিরস্কার করতেন এবং মেয়ের সাথে মিশতে দিতেন না। মিসেস আমজাদ কখনো মরিয়মের গায়ে হাত তুললেও সে নীরবে সহ্য করে যায়। ক. মমতাদির উঠান কী দিয়ে দুভাগ করা ছিল? খ. মমতাদি পর্দা ঠেলে বাইরে এসেছে কেন? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকের মিসেস আমজাদের সঙ্গে ‘মমতাদি’ গল্পের গৃহকত্রীর বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। ঘ. অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও ‘মমতাদি’ গল্পের মমতাদির চেতনাগত বৈসাদৃশ্যও বিদ্যমান।-বিশ্লেষণ কর। |
সৃজনশীল প্রশ্নঃ ৮। [সিলেট বোর্ড ২০২৩] বিয়ের অল্পদিন পরেই মনিরার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরিবারে নেমে আসে অভাব অনটন। সে আমান সাহেবের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। গৃহের যাবতীয় কাজসহ আমান সাহেবের মা-মরা দুটো সন্তানকে গভীর মমতায় দেখাশোনা করে। আমান সাহেব ও তার সন্তানেরা মনিরাকে অত্যন্ত ভালোবাসে। ক. কয় মাস ধরে মমতাদির স্বামীর চাকরি নেই? খ. মমতাদি সমস্তটুকু কৃতজ্ঞতা নীরবেই প্রকাশ করল কেন? গ. উদ্দীপকের মনিরা ‘মমতাদি’ গল্পের যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকটি ‘মমতাদি’ গল্পের সমগ্র ভাবকে ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। |
সৃজনশীল প্রশ্নঃ ৯। [ময়মনসিংহ বোর্ড ২০২৩] বাংলাদেশের উপকূলীয় এলাকায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বনেদি পরিবারের পুত্রবধূ ফিরোজা সর্বস্বান্ত হন। একজন হৃদয়বান পদস্থ কর্মকর্তা সুলতান সাহেব দুসন্তানসহ ফিরোজাকে আশ্রয় দেন। ফিরোজার কর্মদক্ষতা ও সততায় মুগ্ধ হয়ে সুলতান সাহেবের পরিবার তাদেরকে আপন করে নেন। সুলতান সাহেব ফিরোজার দুসন্তানকে উচ্চশিক্ষার সুযোগ করে দেন। সময়ের পরিক্রমায় ফিরোজার দুসন্তান এখন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ক. ‘অনাড়ম্বর’ অর্থ কী? খ. মমতাদিকে ‘ছায়াময়ী মানবী’ বলা হয়েছে কেন? গ. উদ্দীপকের ফিরোজা ‘মমতাদি’ গল্পের মমতাদির সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের সুলতান সাহেব ‘মমতাদি’ গল্পের গৃহকত্রীর প্রতিনিধিত্ব করেন কি? যুক্তিসহ আলোচনা কর। |
নিচে উত্তরসহ মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
আরও পড়ুনঃ একুশের গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর – ৯ম ও ১০ম শ্রেণি