আল মাহমুদের “প্রত্যাবর্তনের লজ্জা” কবিতায় কবি একটি নির্দিষ্ট অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা এক ধরনের ব্যর্থতা এবং পরাজয়ের অনুভূতি নিয়ে শুরু হয়। এই পোস্টে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
প্রত্যাবর্তনের লজ্জা কবিতার MCQ
১। “প্রত্যাবর্তনের লজ্জা” কবিতাটি কোন কবির লেখা?
ক) ফররুখ আহমদ
খ) আল মাহমুদ
গ) শামসুর রাহমান
ঘ) জসীমউদ্দীন
উত্তর: খ) আল মাহমুদ
২। “প্রত্যাবর্তনের লজ্জা” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) লোক-লোকান্তর
খ) কালের কলস
গ) সোনালী কাবিন
ঘ) মায়াবি পর্দা দুলে উঠো
উত্তর: গ) সোনালী কাবিন
৩। আল মাহমুদ কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৩৫
খ) ১৯৩৬
গ) ১৯৩৭
ঘ) ১৯৩৮
উত্তর: খ) ১৯৩৬
৪। আল মাহমুদের জন্মতারিখ কোনটি?
ক) ১০ই জুলাই
খ) ১১ই জুলাই
গ) ১২ই জুলাই
ঘ) ১৩ই জুলাই
উত্তর: খ) ১১ই জুলাই
৫। আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) কুমিল্লা
খ) নরসিংদী
গ) ব্রাহ্মণবাড়িয়া
ঘ) চাঁদপুর
উত্তর: গ) ব্রাহ্মণবাড়িয়া
৬। আল মাহমুদের জন্মগ্রাম কোনটি?
ক) সরাইল
খ) মৌড়াইল
গ) নবীনগর
ঘ) আশুগঞ্জ
উত্তর: খ) মৌড়াইল
৭। আল মাহমুদের প্রকৃত নাম কী?
ক) মির আবদুল করিম
খ) মির আবদুস শুকুর
গ) মির আবদুস শুকুর আল মাহমুদ
ঘ) আবদুল মাহমুদ
উত্তর: গ) মির আবদুস শুকুর আল মাহমুদ
৮। আল মাহমুদের পিতার নাম কী?
ক) আবদুল হামিদ মির
খ) আবদুর রব মির
গ) আবদুর রহমান মির
ঘ) আবদুল কাদের মির
উত্তর: খ) আবদুর রব মির
৯। আল মাহমুদের মাতার নাম কী?
ক) রওশন আরা মির
খ) সুফিয়া খাতুন
গ) আমেনা বেগম
ঘ) জাহানারা বেগম
উত্তর: ক) রওশন আরা মির
১০। আল মাহমুদ কোথা পর্যন্ত পড়াশোনা করেন?
ক) প্রাথমিক
খ) মাধ্যমিক
গ) উচ্চমাধ্যমিক
ঘ) স্নাতক
উত্তর: খ) মাধ্যমিক
১১। কোন জেলায় তিনি মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন?
ক) ঢাকা
খ) কুমিল্লা
গ) ব্রাহ্মণবাড়িয়া
ঘ) চট্টগ্রাম
উত্তর: গ) ব্রাহ্মণবাড়িয়া
১২। আল মাহমুদ দীর্ঘদিন কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
ক) শিক্ষকতা
খ) সাংবাদিকতা
গ) ব্যবসা
ঘ) আইন পেশা
উত্তর: খ) সাংবাদিকতা
১৩। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) দৈনিক ইত্তেফাক
খ) দৈনিক গণকণ্ঠ
গ) দৈনিক জনকণ্ঠ
ঘ) দৈনিক সংবাদ
উত্তর: খ) দৈনিক গণকণ্ঠ
১৪। নিচের কোন পত্রিকার সম্পাদকও ছিলেন আল মাহমুদ?
ক) দৈনিক আজাদ
খ) দৈনিক বাংলা
গ) দৈনিক কর্ণফুলী
ঘ) দৈনিক যুগান্তর
উত্তর: গ) দৈনিক কর্ণফুলী
১৫। পরে আল মাহমুদ কোথায় যোগদান করেন?
ক) বাংলা একাডেমি
খ) শিল্পকলা একাডেমি
গ) নজরুল ইনস্টিটিউট
ঘ) চারুকলা ইনস্টিটিউট
উত্তর: খ) শিল্পকলা একাডেমি
১৬। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিনি কোন পদ থেকে অবসর নেন?
ক) মহাপরিচালক
খ) পরিচালক
গ) উপপরিচালক
ঘ) সচিব
উত্তর: খ) পরিচালক
১৭। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদের বিশেষত্ব কী?
ক) শহরজীবনের চিত্র
খ) যুদ্ধকেন্দ্রিক কবিতা
গ) গ্রামজীবনের চিত্র
ঘ) রাজনৈতিক কবিতা
উত্তর: গ) গ্রামজীবনের চিত্র
১৮। আল মাহমুদের কাব্যজগৎ মূলত কেমন জীবন নিয়ে গড়ে উঠেছে?
ক) যন্ত্রণাদগ্ধ শহরজীবন
খ) স্নিগ্ধ-শ্যামল গ্রামজীবন
গ) রাজকীয় জীবন
ঘ) বৈদেশিক জীবন
উত্তর: খ) স্নিগ্ধ-শ্যামল গ্রামজীবন
১৯। আল মাহমুদ কীভাবে গ্রামীণ জীবনকে তুলে ধরেছেন?
ক) সরল ভাষায়
খ) সাংবাদিক দৃষ্টিতে
গ) নিজস্ব কাব্যভাষা ও সংগঠনে
ঘ) নাটকীয় উপস্থাপনায়
উত্তর: গ) নিজস্ব কাব্যভাষা ও সংগঠনে
২০। ‘লোক-লোকান্তর’ কী ধরনের গ্রন্থ?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) গল্পগ্রন্থ
ঘ) প্রবন্ধগ্রন্থ
উত্তর: খ) কাব্যগ্রন্থ
২১। ‘সোনালী কাবিন’ কোন শ্রেণির গ্রন্থ?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্যগ্রন্থ
ঘ) শিশুতোষ সাহিত্য
উত্তর: গ) কাব্যগ্রন্থ
২২। নিচের কোনটি আল মাহমুদের কাব্যগ্রন্থ?
ক) ডাহুকী
খ) নিশিন্দা নারী
গ) কালের কলস
ঘ) আগুনের মেয়ে
উত্তর: গ) কালের কলস
২৩। ‘পাখির কাছে ফুলের কাছে’ কোন ধরনের গ্রন্থ?
ক) উপন্যাস
খ) গল্পগ্রন্থ
গ) শিশুতোষ কাব্যগ্রন্থ
ঘ) নাটক
উত্তর: গ) শিশুতোষ কাব্যগ্রন্থ
২৪। ‘ডাহুকী’ কোন শ্রেণির রচনা?
ক) গল্প
খ) উপন্যাস
গ) কাব্য
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) উপন্যাস
২৫। ‘নিশিন্দা নারী’ কী ধরনের সাহিত্যকর্ম?
ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) নাটক
উত্তর: খ) উপন্যাস
২৬। ‘পানকৌড়ির রক্ত’ কোন শ্রেণির গ্রন্থ?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) ছোটগল্প
ঘ) নাটক
উত্তর: গ) ছোটগল্প
২৭। আল মাহমুদের একটি ছোটগল্প গ্রন্থ কোনটি?
ক) কবি ও কোলাহল
খ) গন্ধবণিক
গ) সোনালী কাবিন
ঘ) বখতিয়ারের ঘোড়া
উত্তর: খ) গন্ধবণিক
২৮। আল মাহমুদ কোন পুরস্কার লাভ করেন?
ক) স্বাধীনতা পদক
খ) বাংলা একাডেমি পুরস্কার
গ) একুশে পদক
ঘ) খ ও গ উভয়ই
উত্তর: ঘ) খ ও গ উভয়ই
২৯। আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০১৮
খ) ২০১৯
গ) ২০২০
ঘ) ২০২১
উত্তর: খ) ২০১৯
৩০। আল মাহমুদের মৃত্যুর তারিখ কোনটি?
ক) ১৪ই ফেব্রুয়ারি
খ) ১৫ই ফেব্রুয়ারি
গ) ১৬ই ফেব্রুয়ারি
ঘ) ১৭ই ফেব্রুয়ারি
উত্তর: খ) ১৫ই ফেব্রুয়ারি
৩১। ‘বখতিয়ারের ঘোড়া’ কী ধরনের গ্রন্থ?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) নাটক
ঘ) গল্পগ্রন্থ
উত্তর: খ) কাব্যগ্রন্থ
৩২। কবিতার শুরুতে কবি কোথায় পৌঁছান?
ক) বাড়িতে
খ) শহরে
গ) স্টেশনে
ঘ) বাজারে
উত্তর: গ) স্টেশনে
৩৩। নীলবর্ণ আলোর সংকেত কী নির্দেশ করে?
ক) বিপদের সংকেত
খ) থামার সংকেত
গ) ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত
ঘ) যাত্রা শুরুর সংকেত
উত্তর: গ) ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত
৩৪। ট্রেন ছেড়ে দেওয়ার সময় কী শোনা যায়?
ক) ঘণ্টাধ্বনি
খ) চিৎকার
গ) দারুণ হুইসেল
ঘ) তালি
উত্তর: গ) দারুণ হুইসেল
৩৫। কবি কোথায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে চেয়েছিলেন?
ক) গ্রামে
খ) শহরে
গ) কর্মস্থলে
ঘ) আত্মীয়ের বাড়ি
উত্তর: খ) শহরে
৩৬। জানালায় উবুড় হয়ে কারা কবিকে দেখছে?
ক) অচেনা মানুষ
খ) স্টেশনকর্মী
গ) সঙ্গে যাওয়ার কথা ছিল যাদের
ঘ) পুলিশ
উত্তর: গ) সঙ্গে যাওয়ার কথা ছিল যাদের
৩৭। তারা কবিকে কীভাবে সান্ত্বনা দিচ্ছে?
ক) কথা বলে
খ) চিঠি লিখে
গ) হাত নেড়ে
ঘ) ডাক দিয়ে
উত্তর: গ) হাত নেড়ে
৩৮। আব্বা কবিকে কী বিষয়ে তাড়া দিয়েছিলেন?
ক) পড়াশোনা
খ) খাওয়া
গ) গোছানো
ঘ) নামাজ
উত্তর: গ) গোছানো
৩৯। আব্বার আশঙ্কা কী ছিল?
ক) টাকা হারাবে
খ) ট্রেন মিস করবে
গ) অসুস্থ হবে
ঘ) পথ হারাবে
উত্তর: খ) ট্রেন মিস করবে
৪০। আম্মা কবিকে কী করতে বলেছিলেন?
ক) বাইরে যেতে
খ) ঘুমাতে
গ) বই নিয়ে বসে থাকতে
ঘ) বাজারে যেতে
উত্তর: গ) বই নিয়ে বসে থাকতে
৪১। কবি কী ধরনের ঘুমে আচ্ছন্ন হয়েছিলেন?
ক) গভীর স্বপ্নের
খ) অস্থির
গ) নিঃস্বপ্ন
ঘ) ভীতিকর
উত্তর: গ) নিঃস্বপ্ন
৪২। জাহানারা কেমন মানুষ?
ক) অলস
খ) অসতর্ক
গ) ট্রেন ফেল করে না
ঘ) দেরি করে
উত্তর: গ) ট্রেন ফেল করে না
৪৩। ফরহাদ কখন স্টেশনে পৌঁছে যায়?
ক) সময়মতো
খ) আধ ঘণ্টা আগে
গ) দেরিতে
ঘ) শেষ মুহূর্তে
উত্তর: খ) আধ ঘণ্টা আগে
৪৪। লাইলী কীভাবে প্রস্তুতি নেয়?
ক) নিজে টিকিট কাটে
খ) চাকরকে টিকিট কাটতে পাঠায়
গ) দেরিতে যায়
ঘ) কাউকে জানায় না
উত্তর: খ) চাকরকে টিকিট কাটতে পাঠায়
৪৫। নাহার কোথাও যাওয়ার সময় কী করে?
ক) বেশি খায়
খ) আনন্দে ভাত খেতে পারে না
গ) ঘুমায়
ঘ) চুপ থাকে
উত্তর: খ) আনন্দে ভাত খেতে পারে না
৪৬। কবি এদের কী সম্পর্কের মানুষ?
ক) বন্ধু
খ) আত্মীয়
গ) ভাই
ঘ) প্রতিবেশী
উত্তর: গ) ভাই
৪৭। কবি কত মাইল হেঁটে আসে?
ক) পাঁচ
খ) সাত
গ) দশ
ঘ) তিন
উত্তর: খ) সাত
৪৮। কবি কোথায় কাঁপছিল?
ক) মাঠে
খ) বাড়িতে
গ) অখ্যাত স্টেশনে
ঘ) বাজারে
উত্তর: গ) অখ্যাত স্টেশনে
৪৯। কবি কেন কাঁপছিল?
ক) ভয়ে
খ) ক্ষুধায়
গ) কুয়াশায়
ঘ) জ্বরে
উত্তর: গ) কুয়াশায়
৫০। শিশিরে কী ভিজে যায়?
ক) জামা
খ) চাদর
গ) পাজামা
ঘ) জুতা
উত্তর: গ) পাজামা
৫১। চোখের পাতায় কী জমে?
ক) ঘাম
খ) অশ্রু
গ) শীতের বিন্দু
ঘ) ধুলো
উত্তর: গ) শীতের বিন্দু
৫২। হঠাৎ কোনটি উঠে আসে?
ক) চাঁদ
খ) তারা
গ) লাল সূর্য
ঘ) মেঘ
উত্তর: গ) লাল সূর্য
৫৩। কবি নিজেকে কাদের মতো ভাবেন?
ক) বিজয়ীর
খ) পরাজিতের
গ) পথিকের
ঘ) অতিথির
উত্তর: খ) পরাজিতের
৫৪। সামনে কবি কী দেখতে পান?
ক) পাহাড়
খ) শহর
গ) পরিচিত নদী
ঘ) সমুদ্র
উত্তর: গ) পরিচিত নদী
৫৫। জলার দিকে কী উড়ে যায়?
ক) কাক
খ) চিল
গ) বকের ঝাঁক
ঘ) কবুতর
উত্তর: গ) বকের ঝাঁক
৫৬। কবির বাড়ি কেমন?
ক) দোতলা
খ) পাকা
গ) আটচালা
ঘ) টিনের
উত্তর: গ) আটচালা
৫৭। বাড়ির পাশে কী আছে?
ক) আমবাগান
খ) কলার ছোট বাগান
গ) পুকুর
ঘ) ধানক্ষেত
উত্তর: খ) কলার ছোট বাগান
৫৮। বৈঠকখানা থেকে আব্বা কী করেন?
ক) ডাক দেন
খ) হাসেন
গ) মুখ নিচু করে পড়তে থাকেন
ঘ) বাইরে যান
উত্তর: গ) মুখ নিচু করে পড়তে থাকেন
৫৯। আব্বা কী পড়েন?
ক) বই
খ) পত্রিকা
গ) কুরআনের আয়াত
ঘ) চিঠি
উত্তর: গ) কুরআনের আয়াত
৬০। আম্মার হাতে কী থাকে?
ক) বই
খ) খাবার
গ) বাসি বাসন
ঘ) কাপড়
উত্তর: গ) বাসি বাসন
৬১। আম্মা কবিকে দেখে কী করেন?
ক) কাঁদেন
খ) রাগ করেন
গ) হেসে ফেলেন
ঘ) চুপ থাকেন
উত্তর: গ) হেসে ফেলেন
৬২। আম্মার মতে কবি না থাকলে ঘর কেমন হয়?
ক) সুন্দর
খ) ভরপুর
গ) শূন্য
ঘ) অগোছালো
উত্তর: গ) শূন্য
৬৩। আম্মা কবিকে কী করতে বলেন?
ক) ঘুমাতে
খ) হাত-মুখ ধুতে
গ) বাইরে যেতে
ঘ) পড়তে বসতে
উত্তর: খ) হাত-মুখ ধুতে
৬৪। কবি কাকে জড়িয়ে ধরেন?
ক) আব্বাকে
খ) ভাইকে
গ) মাকে
ঘ) বোনকে
উত্তর: গ) মাকে
৬৫। কবি কীভাবে নিজের লজ্জা দূর করেন?
ক) ভুলে গিয়ে
খ) পালিয়ে
গ) মাকে জড়িয়ে ধরে
ঘ) ঘুমিয়ে
উত্তর: গ) মাকে জড়িয়ে ধরে
৬৬। কবিতাটি কোন ভঙ্গিতে রচিত?
ক) গীতিকাব্য
খ) সংলাপ ও গল্প বলার ঢংয়ে
গ) নাট্যরীতিতে
ঘ) প্রবন্ধধর্মী
উত্তর: খ) সংলাপ ও গল্প বলার ঢংয়ে
৬৭। কবি কোথায় যাওয়ার জন্য ট্রেন ধরতে গিয়েছিলেন?
ক) গ্রামে
খ) শহরে
গ) বিদেশে
ঘ) কর্মস্থলে
উত্তর: খ) শহরে
৬৮। কবি ট্রেন ধরতে পারেননি কেন?
ক) দেরিতে পৌঁছানোর কারণে
খ) টিকিট না থাকায়
গ) অসুস্থতার কারণে
ঘ) ধর্মঘটের জন্য
উত্তর: ক) দেরিতে পৌঁছানোর কারণে
৬৯। নীলবর্ণ আলোর সংকেত কী বোঝায়?
ক) বিপদের সংকেত
খ) থামার সংকেত
গ) ট্রেন ছাড়ার সংকেত
ঘ) যাত্রা বাতিলের সংকেত
উত্তর: গ) ট্রেন ছাড়ার সংকেত
৭০। ট্রেন ধরতে না পারায় কবির মনে কী অনুভূতি জন্মায়?
ক) আনন্দ
খ) গর্ব
গ) হতাশা
ঘ) বিস্ময়
উত্তর: গ) হতাশা
৭১। ট্রেনের জানালা দিয়ে কারা কবিকে সান্ত্বনা জানায়?
ক) অচেনা যাত্রী
খ) স্টেশন মাস্টার
গ) সঙ্গে যাওয়ার কথা ছিল এমন লোকেরা
ঘ) আত্মীয়স্বজন
উত্তর: গ) সঙ্গে যাওয়ার কথা ছিল এমন লোকেরা
৭২। ট্রেন ধরতে না পারায় কবির মনে কাদের কথা পড়ে?
ক) বন্ধুদের
খ) শিক্ষকদের
গ) বাবা-মায়ের
ঘ) প্রতিবেশীদের
উত্তর: গ) বাবা-মায়ের
৭৩। কবির মনে কাদের সতর্ক প্রস্তুতির স্মৃতি জাগে?
ক) বন্ধুদের
খ) ভাইবোনদের
গ) সহযাত্রীদের
ঘ) শিক্ষকদের
উত্তর: খ) ভাইবোনদের
৭৪। কবি কোন সময়ে বাড়ির পথে ফিরতে শুরু করেন?
ক) সন্ধ্যায়
খ) মধ্যরাতে
গ) ভোররাতে
ঘ) দুপুরে
উত্তর: গ) ভোররাতে
৭৫। সূর্যের আলো ফুটলে কবি কী দেখতে পান?
ক) শহরের ব্যস্ততা
খ) পরিচিত নদী ও গ্রাম
গ) বাজার ও রাস্তা
ঘ) রেললাইন
উত্তর: খ) পরিচিত নদী ও গ্রাম
৭৬। কবি কোন ঘরের কথা উল্লেখ করেছেন?
ক) দোতলা ঘর
খ) পাকা বাড়ি
গ) আটচালা ঘর
ঘ) শহুরে ফ্ল্যাট
উত্তর: গ) আটচালা ঘর
৭৭। কবির ফিরে আসায় কে আনন্দিত হন?
ক) বাবা
খ) বন্ধু
গ) মা
ঘ) ভাই
উত্তর: গ) মা
৭৮। কবি কাকে জড়িয়ে ধরে লজ্জা ভুলে যান?
ক) বাবাকে
খ) ভাইকে
গ) মাকে
ঘ) বন্ধুকে
উত্তর: গ) মাকে
৭৯। কবির কাছে কোন জীবন পরম স্বস্তির?
ক) নাগরিক জীবন
খ) শহরমুখী জীবন
গ) গ্রামীণ সহজ জীবন
ঘ) ভ্রমণজীবন
উত্তর: গ) গ্রামীণ সহজ জীবন
৮০। কবি শহরের জীবনের সঙ্গে কেন খাপ খাওয়াতে পারেননি?
ক) অসুস্থতার জন্য
খ) অনাগ্রহের জন্য
গ) মানসিক অস্বস্তির জন্য
ঘ) আর্থিক সমস্যার জন্য
উত্তর: গ) মানসিক অস্বস্তির জন্য
৮১। কবির ব্যর্থতা মুছে যায় কার আশ্রয়ে?
ক) বন্ধুর
খ) প্রকৃতির
গ) মায়ের
ঘ) সমাজের
উত্তর: গ) মায়ের
আরও পড়ুনঃ আমি কিংবদন্তির কথা বলছি MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর