জসীমউদ্দীনের ‘প্রতিদান’ কবিতাটি মূলত মানবিকতা, সহমর্মিতা ও উদারতার এক অনন্য দৃষ্টান্ত। কবি এখানে প্রতিহিংসার বদলে ভালোবাসার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। মানুষের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং পরোপকারে নিহিত। এই পোস্টে প্রতিদান কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
প্রতিদান কবিতার MCQ
১। জসীমউদ্দীন কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০০
খ) ১৯০৩
গ) ১৯০৫
ঘ) ১৮৯৯
উত্তর: খ) ১৯০৩
২। জসীমউদ্দীনের জন্মতারিখ কোনটি?
ক) ১লা জানুয়ারি
খ) ১৪ই মার্চ
গ) ১৭ই ফেব্রুয়ারি
ঘ) ২৬শে জুন
উত্তর: ক) ১লা জানুয়ারি
৩। জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন?
ক) গোবিন্দপুর গ্রামে
খ) তাম্বুলখানা গ্রামে
গ) ফরিদপুর শহরে
ঘ) ঢাকায়
উত্তর: খ) তাম্বুলখানা গ্রামে
৪। জসীমউদ্দীনের পৈত্রিক নিবাস কোন গ্রামে?
ক) তাম্বুলখানা
খ) গোবিন্দপুর
গ) কাঁঠালপাড়া
ঘ) বরিশাল
উত্তর: খ) গোবিন্দপুর
৫। জসীমউদ্দীনের বাবার নাম কী?
ক) আনসারউদ্দীন মোল্লা
খ) সত্যানন্দ দাশ
গ) যাদবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) কুসুমকুমারী দাশ
উত্তর: ক) আনসারউদ্দীন মোল্লা
৬। জসীমউদ্দীনের মায়ের নাম কী?
ক) আমিনা খাতুন
খ) কুসুমকুমারী দাশ
গ) রাধারানী দেবী
ঘ) নির্মলা দেবী
উত্তর: ক) আমিনা খাতুন
৭। জসীমউদ্দীন কোন কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন?
ক) ঢাকা কলেজ
খ) ফরিদপুর রাজেন্দ্র কলেজ
গ) ব্রজমোহন কলেজ
ঘ) কলকাতা প্রেসিডেন্সি কলেজ
উত্তর: খ) ফরিদপুর রাজেন্দ্র কলেজ
৮। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলিকাতা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) কলিকাতা বিশ্ববিদ্যালয়
৯। জসীমউদ্দীন কোন বিষয়ে এমএ পাস করেন?
ক) ইংরেজি সাহিত্য
খ) বাংলা ভাষা ও সাহিত্য
গ) ইতিহাস
ঘ) দর্শন
উত্তর: খ) বাংলা ভাষা ও সাহিত্য
১০। কলেজে অধ্যয়নকালে জসীমউদ্দীন কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন?
ক) নকসী কাঁথার মাঠ
খ) কবর
গ) সোজন বাদিয়ার ঘাট
ঘ) রঙিলা নায়ের মাঝি
উত্তর: খ) কবর
১১। জসীমউদ্দীনকে কী নামে সমধিক পরিচিত বলা হয়?
ক) বিদ্রোহী কবি
খ) পল্লি-কবি
গ) নির্জনতম কবি
ঘ) চিত্ররূপময় কবি
উত্তর: খ) পল্লি-কবি
১২। জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে কোথায় অধ্যাপনা করেন?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়ে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
উত্তর: খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
১৩. জসীমউদ্দীন পরে কোন বিভাগে উচ্চপদে আসীন হন?
ক) শিক্ষা বিভাগ
খ) প্রচার ও জনসংযোগ বিভাগ
গ) স্বাস্থ্য বিভাগ
ঘ) কৃষি বিভাগ
উত্তর: খ) প্রচার ও জনসংযোগ বিভাগ
১৪। জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য কী?
ক) শহুরে জীবন
খ) পল্লিজীবন
গ) যুদ্ধ ও বিদ্রোহ
ঘ) প্রেম ও দর্শন
উত্তর: খ) পল্লিজীবন
১৫। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্য কোনটি?
ক) বনলতা সেন
খ) নকসী কাঁথার মাঠ
গ) ধূসর পাণ্ডুলিপি
ঘ) ঝরা পালক
উত্তর: খ) নকসী কাঁথার মাঠ
১৬। জসীমউদ্দীনের অন্যতম জনপ্রিয় গ্রন্থ কোনটি?
ক) সোজন বাদিয়ার ঘাট
খ) গীতাঞ্জলি
গ) বিদ্রোহী
ঘ) আনন্দমঠ
উত্তর: ক) সোজন বাদিয়ার ঘাট
১৭। কোন বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
১৮। জসীমউদ্দীন কোন সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭৪
খ) ১৯৭৬
গ) ১৯৮০
ঘ) ১৯৬৯
উত্তর: খ) ১৯৭৬
১৯। জসীমউদ্দীনের মৃত্যুতারিখ কোনটি?
ক) ১৪ই মার্চ
খ) ১লা জানুয়ারি
গ) ২২শে অক্টোবর
ঘ) ১৭ই ফেব্রুয়ারি
উত্তর: ক) ১৪ই মার্চ
২০। জসীমউদ্দীনের মৃত্যুস্থান কোথায়?
ক) বরিশাল
খ) ঢাকা
গ) কলকাতা
ঘ) ফরিদপুর
উত্তর: খ) ঢাকা
২১। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্য কোনটি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
ক) কবর
খ) নকসী কাঁথার মাঠ
গ) রঙিলা নায়ের মাঝি
ঘ) ধানখেত
উত্তর: খ) নকসী কাঁথার মাঠ
২২। জসীমউদ্দীনের গ্রন্থ কোনটি?
ক) বালুচর
খ) গীতাঞ্জলি
গ) বিদ্রোহী
ঘ) আনন্দমঠ
উত্তর: ক) বালুচর
২৩। জসীমউদ্দীন কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন?
ক) বাংলা বিভাগে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ) ইংরেজি বিভাগে
ঘ) ইতিহাস বিভাগে
উত্তর: খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
২৪। জসীমউদ্দীনের কবিতা ‘কবর’ কোথায় অন্তর্ভুক্ত হয়?
ক) কলেজ পাঠ্যপুস্তকে
খ) স্কুল পাঠ্যগ্রন্থে
গ) বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে
ঘ) সাময়িক পত্রিকায়
উত্তর: খ) স্কুল পাঠ্যগ্রন্থে
২৫। জসীমউদ্দীন কোন সময়ে খ্যাতি অর্জন করেন?
ক) ছাত্রাবস্থায়ই
খ) চাকরিজীবনে
গ) অবসরের পর
ঘ) মৃত্যুর পর
উত্তর: ক) ছাত্রাবস্থায়ই
২৬। জসীমউদ্দীনের মৃত্যু কোন সালে ঘটে?
ক) ১৯৭৪
খ) ১৯৭৬
গ) ১৯৮০
ঘ) ১৯৬৯
উত্তর: খ) ১৯৭৬
২৭। ‘প্রতিদান’ কবিতার কবি কে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) জীবনানন্দ দাশ
গ) জসীমউদ্দীন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ) জসীমউদ্দীন
২৮। ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) নকসী কাঁথার মাঠ
খ) বালুচর
গ) সোজন বাদিয়ার ঘাট
ঘ) রঙিলা নায়ের মাঝি
উত্তর: খ) বালুচর
২৯। কবির মতে ভালোবাসা কী করতে পারে?
ক) যুদ্ধ জয় করতে
খ) পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করতে
গ) প্রতিহিংসার পরিবেশ তৈরি করতে
ঘ) মানুষকে নিঃস্ব করতে
উত্তর: খ) পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করতে
৩০। ‘প্রতিদান’ কবিতার উদ্দেশ্য কী?
ক) প্রতিশোধ নেওয়া
খ) অনিষ্টকারীর ঘৃণা করা
গ) ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা
ঘ) যুদ্ধের আহ্বান জানানো
উত্তর: গ) ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা
৩১। কবিতায় ‘পরার্থপরতা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) নিজের স্বার্থ ত্যাগ করা
খ) হিংসা বৃদ্ধি করা
গ) অন্যকে ঘৃণা করা
ঘ) নিজের কল্যাণ সাধন
উত্তর: ক) নিজের স্বার্থ ত্যাগ করা
৩২। কবি অনিষ্টকারীকে কীভাবে প্রতিদান দিতে চান?
ক) ঘৃণার মাধ্যমে
খ) প্রতিহিংসার মাধ্যমে
গ) উপকারের মাধ্যমে
ঘ) তিরস্কারের মাধ্যমে
উত্তর: গ) উপকারের মাধ্যমে
৩৩। কবি কীসের বিপরীতে সুন্দর পৃথিবীর কথা বলেছেন?
ক) যুদ্ধ ও সংঘাত
খ) ক্ষমাশীলতা
গ) ভালোবাসা
ঘ) মঙ্গলকামনা
উত্তর: ক) যুদ্ধ ও সংঘাত
৩৪। ‘অনিষ্টকারী’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) হিংস্র ব্যক্তি
খ) সমাজের বিরোধী মানুষ
গ) যিনি ক্ষতি করেন
ঘ) নিরীহ ব্যক্তি
উত্তর: গ) যিনি ক্ষতি করেন
৩৫। ‘ভালোবাসাপূর্ণ মানুষ’ কী নির্মাণ করতে পারে?
ক) হিংস্র সমাজ
খ) সুন্দর ও নিরাপদ পৃথিবী
গ) যুদ্ধের পরিবেশ
ঘ) কুৎসিত সমাজ
উত্তর: খ) সুন্দর ও নিরাপদ পৃথিবী
৩৬। কবিতায় কোন গুণটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে?
ক) প্রতিশোধপরায়ণতা
খ) হিংসা
গ) ক্ষমাশীলতা
ঘ) আত্মকেন্দ্রিকতা
উত্তর: গ) ক্ষমাশীলতা
৩৭। ‘প্রতিদান’ শব্দের অর্থ কী?
ক) প্রতিহিংসা
খ) প্রতিশোধ
গ) প্রত্যুত্তর
ঘ) উপহার
উত্তর: গ) প্রত্যুত্তর
৩৮। কবির মতে পৃথিবীর বিভেদ কীসের মাধ্যমে দূর করা সম্ভব?
ক) যুদ্ধের মাধ্যমে
খ) প্রতিহিংসার মাধ্যমে
গ) ভালোবাসার মাধ্যমে
ঘ) বিদ্বেষের মাধ্যমে
উত্তর: গ) ভালোবাসার মাধ্যমে
৩৯। কবিতায় কোন ধরনের পরিবেশ সৃষ্টির কথা বলা হয়েছে?
ক) হিংসাত্মক
খ) প্রীতিময়
গ) যুদ্ধপূর্ণ
ঘ) অনিরাপদ
উত্তর: খ) প্রীতিময়
৪০। কবিতায় ‘অনিষ্টকারী’কে ক্ষমা করাকে কীভাবে দেখা হয়েছে?
ক) মানবতার দৃষ্টান্ত
খ) দুর্বলতার পরিচয়
গ) প্রতিশোধের চেয়ে সহজ
ঘ) তুচ্ছ কাজ
উত্তর: ক) মানবতার দৃষ্টান্ত
৪১। কবির কণ্ঠে কী প্রত্যাখ্যান করা হয়েছে?
ক) ভালোবাসা
খ) প্রতিশোধ
গ) ক্ষমাশীলতা
ঘ) সুখ
উত্তর: খ) প্রতিশোধ
৪২। কবিতার প্রতিদান কোন দিকটি তুলে ধরে?
ক) হিংসা ও বিদ্বেষ
খ) ভালোবাসা ও পরার্থপরতা
গ) সামাজিক বিভেদ
ঘ) প্রতিশোধের আনন্দ
উত্তর: খ) ভালোবাসা ও পরার্থপরতা
৪৩। কবিতায় ‘ভালোবাসা’ কী প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) হিংসার প্রতীক
খ) ক্ষমাশীলতার প্রতীক
গ) সুখের প্রতীক
ঘ) যুদ্ধের প্রতীক
উত্তর: খ) ক্ষমাশীলতার প্রতীক
৪৪। ‘ক্ষমাশীলতা’ কী তৈরি করে?
ক) বিভেদ
খ) শান্তি
গ) হিংসা
ঘ) দুঃখ
উত্তর: খ) শান্তি
৪৫। কবিতায় কোন গুণ সমাজের অগ্রগতিতে সহায়ক?
ক) প্রতিহিংসা
খ) সহমর্মিতা
গ) হিংসা
ঘ) লোভ
উত্তর: খ) সহমর্মিতা
৪৬। কবি ‘প্রতিদান’ কবিতায় কী পরিবর্তনের কথা বলেছেন?
ক) সমাজে হিংসা বৃদ্ধি
খ) ভালোবাসার মাধ্যমে সুন্দর পৃথিবী
গ) ব্যক্তিস্বার্থ রক্ষা
ঘ) যুদ্ধের মাধ্যমে শান্তি
উত্তর: খ) ভালোবাসার মাধ্যমে সুন্দর পৃথিবী
৪৭। কবিতায় ‘ভালোবাসা’ কীভাবে দেখানো হয়েছে?
ক) দুর্বলতার প্রতীক
খ) শক্তিশালী একটি গুণ
গ) অকারণ কাজ
ঘ) বিভেদের মাধ্যম
উত্তর: খ) শক্তিশালী একটি গুণ
৪৮। কবির মতে ক্ষমাশীল হওয়া কীসের উদাহরণ?
ক) ভালোবাসার প্রতিফলন
খ) যুদ্ধের প্রতীক
গ) ব্যক্তিগত ক্ষতির প্রতিশোধ
ঘ) সমাজের পতন
উত্তর: ক) ভালোবাসার প্রতিফলন
৪৯। ‘যে মোরে করেছে পর’ লাইনে ‘পর’ শব্দের অর্থ কী?
ক) আপন
খ) অচেনা
গ) বন্ধু
ঘ) প্রিয়
উত্তর: খ) অচেনা
৫০। ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই’ লাইনে কবির মনের অবস্থা কী?
ক) আনন্দিত
খ) ব্যথিত ও ক্রন্দনরত
গ) উদাসীন
ঘ) ক্রুদ্ধ
উত্তর: খ) ব্যথিত ও ক্রন্দনরত
৫১। ‘যে মোরে করিল পথের বিরাগী’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) যে তাঁকে পথের মানুষ করে দিয়েছে
খ) যে তাঁকে বাড়ির মানুষ করেছে
গ) যে তাঁকে ধনী করেছে
ঘ) যে তাঁকে সুখী করেছে
উত্তর: ক) যে তাঁকে পথের মানুষ করে দিয়েছে
৫২। ‘পথে পথে আমি ফিরি তার লাগি’ লাইনে কবি কার জন্য ঘুরে বেড়ান?
ক) বন্ধুর জন্য
খ) যে তাঁকে পর করেছে তার জন্য
গ) পরিবারের জন্য
ঘ) দেশের জন্য
উত্তর: খ) যে তাঁকে পর করেছে তার জন্য
৫৩। ‘যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি’ লাইনে কবির মনোভাব কী?
ক) প্রতিশোধের
খ) ক্ষমার ও ভালোবাসার
গ) উদাসীনতার
ঘ) ক্রোধের
উত্তর: খ) ক্ষমার ও ভালোবাসার
৫৪। ‘আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল মালঞ্চ ধরি’ লাইনে কবি কী দিতে চান?
ক) কাঁটা
খ) সোহাগ
গ) বিষ
ঘ) অভিশাপ
উত্তর: খ) সোহাগ
৫৫। ‘যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী’ লাইনে ‘নিঠুরিয়া বাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মধুর কথা
খ) নিষ্ঠুর/কঠিন কথা
গ) মিষ্টি কথা
ঘ) প্রেমের কথা
উত্তর: খ) নিষ্ঠুর/কঠিন কথা
৫৬। ‘আমি লয়ে করে তারি মুখখানি’ লাইনে কবি কী করেন?
ক) মুখ ফিরিয়ে নেন
খ) নিষ্ঠুর মুখখানি আদর করে ধরেন
গ) মুখে আঘাত করেন
ঘ) মুখ এড়িয়ে যান
উত্তর: খ) নিষ্ঠুর মুখখানি আদর করে ধরেন
৫৭। কবিতায় কবি কতকাল ধরে এই প্রতিদান দিতে চান?
ক) কয়েকদিন
খ) সারাটি জনম-ভর
গ) এক বছর
ঘ) কখনো না
উত্তর: খ) সারাটি জনম-ভর
৫৮। ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই’ পঙক্তিটি কয়বার এসেছে?
ক) একবার
খ) দুবার
গ) তিনবার
ঘ) চারবার
উত্তর: গ) তিনবার
৫৯। কবিতায় কবি কাকে সম্বোধন করেননি?
ক) যে ঘর ভেঙেছে
খ) যে কূল ভেঙেছে
গ) যে কবর বেঁধেছে
ঘ) যে ভালোবাসা দিয়েছে
উত্তর: ঘ) যে ভালোবাসা দিয়েছে
৬০। ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মধুর কথা
খ) বিষাক্ত/কষ্টদায়ক কথা
গ) প্রেমের বাণ
ঘ) সুখের বাণ
উত্তর: খ) বিষাক্ত/কষ্টদায়ক কথা
৬১। কবিতায় কবি ‘ফুল করি দান’ করেন কীসের প্রতিদানে?
ক) ফুলের
খ) কাঁটার
গ) বিষের
ঘ) ভালোবাসার
উত্তর: খ) কাঁটার
৬২। কবিতায় কবির মূল মনোভাব কী?
ক) প্রতিহিংসা
খ) ক্ষমা ও উদার প্রেম
গ) উদাসীনতা
ঘ) ক্রোধ
উত্তর: খ) ক্ষমা ও উদার প্রেম
৬৩। ‘যেবা’ শব্দের অর্থ কী?
ক) যে
খ) যিনি
গ) যারা
ঘ) যাহা
উত্তর: খ) যিনি
৬৪। ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
ক) আগ্রহী
খ) নিস্পৃহ বা উদাসীন
গ) প্রেমিক
ঘ) সংসারী
উত্তর: খ) নিস্পৃহ বা উদাসীন
৬৫। ‘দীঘল রজনী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ছোট রাত
খ) দীর্ঘ রাত
গ) দিনের আলো
ঘ) সকালের সময়
উত্তর: খ) দীর্ঘ রাত
৬৬। ‘ঘুম যে হরেছে মোর’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) ঘুম এসেছে
খ) নির্ঘুম রাত কাটানোর কথা
গ) দিনে ঘুমানো
ঘ) স্বপ্ন দেখা
উত্তর: খ) নির্ঘুম রাত কাটানোর কথা
৬৭। ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মধুর কথা
খ) কটু বা হিংসাত্মক ভাষা
গ) প্রেমের বাণ
ঘ) সুখের কথা
উত্তর: খ) কটু বা হিংসাত্মক ভাষা
৬৮। ‘সোহাগ’ শব্দের অর্থ কী?
ক) ঘৃণা
খ) আদর বা ভালোবাসা
গ) ক্রোধ
ঘ) উদাসীনতা
উত্তর: খ) আদর বা ভালোবাসা
৬৯। ‘মালঞ্চ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) নদীর তীর
খ) ফুলের বাগান
গ) পাহাড়ের চূড়া
ঘ) গ্রামের পথ
উত্তর: খ) ফুলের বাগান
৭০। ‘নিঠুরিয়া’ শব্দের অর্থ কী?
ক) মিষ্টি
খ) নিষ্ঠুর বা নির্দয়
গ) সুন্দর
ঘ) শান্ত
উত্তর: খ) নিষ্ঠুর বা নির্দয়
৭১। ‘ঠাঁই’ শব্দের অর্থ কী?
ক) সময়
খ) স্থান বা আশ্রয়
গ) মানুষ
ঘ) ফুল
উত্তর: খ) স্থান বা আশ্রয়
৭২। ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
ক) কখনো না
খ) নিয়ত বা অবিরাম
গ) একবার
ঘ) দূরে
উত্তর: খ) নিয়ত বা অবিরাম
৭৩। কবি অনিষ্টকারীকে কীভাবে প্রতিদান দিতে চান?
ক) প্রতিশোধ নিয়ে
খ) ক্ষমা করে ও উপকার করে
গ) দূরে সরে গিয়ে
ঘ) অবহেলা করে
উত্তর: খ) ক্ষমা করে ও উপকার করে
৭৪। ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা’ লাইনে কবি কীসের কথা বলেছেন?
ক) নিজের ঘর ভাঙার
খ) অন্যের দ্বারা ঘর ভাঙার
গ) ঘর বাঁধার
ঘ) ঘর ছাড়ার
উত্তর: খ) অন্যের দ্বারা ঘর ভাঙার
৭৫। কবি কীসের প্রতিদানে অন্যের ঘর বাঁধতে চান?
ক) ভালোবাসার
খ) নিজের ঘর ভাঙার
গ) উপহারের
ঘ) টাকার
উত্তর: খ) নিজের ঘর ভাঙার
৭৬। ‘যে গেছে বুকেতে আঘাত হানিয়া’ লাইনে কবি কার কথা বলেছেন?
ক) যে ভালোবাসা দিয়েছে
খ) যে হৃদয়ে আঘাত করেছে
গ) যে সাহায্য করেছে
ঘ) যে উপকার করেছে
উত্তর: খ) যে হৃদয়ে আঘাত করেছে
৭৭। ‘বিষে-ভরা বাণ’ কবি কীসের প্রতিদানে গান দিতে চান?
ক) মধুর কথার
খ) বিষাক্ত কথার
গ) প্রেমের কথার
ঘ) হাসির কথার
উত্তর: খ) বিষাক্ত কথার
৭৮। ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান’ লাইনে কবির মনোভাব কী?
ক) প্রতিশোধের
খ) উদারতার ও ভালোবাসার
গ) ক্রোধের
ঘ) উদাসীনতার
উত্তর: খ) উদারতার ও ভালোবাসার
৭৯। কবি নিষ্ঠুর মুখখানি কীভাবে ধরতে চান?
ক) আঘাত করে
খ) আদর করে
গ) দূরে সরিয়ে
ঘ) অবহেলা করে
উত্তর: খ) আদর করে
৮০। কবিতার প্রধান রস কোনটি?
ক) বীররস
খ) করুণরস
গ) শৃঙ্গাররস
ঘ) হাস্যরস
উত্তর: খ) করুণরস
আরও পড়ুনঃ সুচেতনা কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর