পুতুল গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা

হুমায়ূন আহমেদের ‘পুতুল’ গল্পটি শিশুদের মনোজগতের গভীরতা তুলে ধরে। এগারো বছর বয়সী পুতুল একদিকে যেমন একাকীত্ব অনুভব করে, তেমনই বাবামায়ের সম্পর্কের জটিলতা তার মনে নানা প্রশ্ন তৈরি করে। এই পোস্টে পুতুল গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

পুতুল গল্পের মূলভাব

‘পুতুল’ গল্পটি শিশুমনের বিচিত্র ভাব নিয়ে রচিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র এগারো বছর বয়সি পুতুল। ভার একাকিত্ব, বাবা-মার সম্পর্ক, নিজের কল্পনার। জগৎ এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু গল্পটি গড়ে উঠেছে গাছকাটাকে কেন্দ্র করে। শীতকালে হঠাৎ ঘরের কাছের বাগানের দুটি কদম গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হলে পুতুলের মন খারাপ হয়ে যায়। এগাছগুলো শৈশব থেকেই তার সঙ্গী, বন্ধুরমতো। এদের কেটে ফেলাকে কেন্দ্র করে পুতুলের মনে যে চিন্তা ও অনুভূতি তা নিয়ে বলার মত আশপাশে কেউ নেই। শেষমেশ সে তার বাবা, রহমান সাহেবকে প্রশ্ন করে বসে, ‘গাছগুলো কাটবে কেন?’ কারণ গাছ কাটা পুতুলের পছন্দ নয়। বাবা গাছকাটার পক্ষে যুক্তি দিলেও পুতুলের মন বিষাদে ছেয়ে থাকে ।

পুতুল গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন

১। কে বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক?
উত্তর: হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক।

২। হুমায়ূন আহমেদের লেখার ধরন কেমন?
উত্তর: হুমায়ূন আহমেদের লেখায় সহজ-সরল শব্দ ও ছোটো ছোটো বাক্যের সহজ বুনন।

৩। ‘পুতুল’ গল্পটির রচয়িতা কে?
উত্তর: ‘পুতুল’ গল্পটির রচয়িতা হুমায়ূন আহমেদ।

৪। হুমায়ূন আহমেদের ছোটোদের লেখা বইয়ের নাম কী কী?
উত্তর: হুমায়ূন আহমেদের ছোটোদের লেখা বইয়ের নাম হলো- তোমার জন্য রূপকথা, নীল হাতি, বোতল ভূত, কানী ডাইনী ইত্যাদি।

৫। কার ঘর থেকে বাগান দেখা যায়?
উত্তর: পুতুলের ঘর থেকে বাগান দেখা যায়।

৬। কীসের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে?
উত্তর: ঘরের পাশের বাগানটির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

৭। পুতুলের ঘরের পাশে বাগানটিতে বড়ো কী গাছ রয়েছে?
উত্তর: পুতুলের ঘরের পাশে বাগানটিতে একটি বড়ো রেনট্রি এবং দুটি বড়ো কদম গাছ রয়েছে।

৮। কোন গাছটির পাতা যেন আকাশে লেগে গেছে?
উত্তর: বড়ো রেনট্রি গাছটির পাতা যেন আকাশে লেগে গেছে।

৯। কদম ফুলের গাছটি কেমন ভাবে আছে?
উত্তর: কদম ফুলের গাছটি পাশাপাশি যেন দুই জনের গায়ে হেলান দিয়ে আছে।

১০। বর্ষাকালে কোন ফুল ফোটে? কীসের মতো ফুটে থাকে?
উত্তর: বর্ষাকালে কদম ফুল ফোটে, সোনার বলের মতো ফুটে থাকে।

১১। পুতুলের মা কী একেবারেই সহ্য করতে পারেন না?
উত্তর: পুতুলের মা কদম ফুলের দুটি গাছকে একেবারেই সহ্য করতে পারেন না।

১২। কী দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়?
উত্তর: শুয়োপোকা দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়।

১৩। কোন সময় একবার করে বলেন গাছগুলো কেটে ফেলা দরকার?
উত্তর: প্রতি শীতকালে একবার করে বলেন গাছগুলো কেটে ফেলা দরকার।

১৪। কখন অদ্ভুত রকম সুন্দর কদম ফুল ফোটে?
উত্তর: বর্ষাকালে অদ্ভুত রকম সুন্দর কদম ফুল ফোটে।

১৫। কার কদম ফুল ভালো লাগে?
উত্তর: পুতুলের কদম ফুল ভালো লাগে।

১৬। জেসমিন কাকে দিয়ে বড়ো দুটি গাছ কাটানোর জন্য ঠিক করেছে?
উত্তর: জেসমিন বজলু মিয়াকে দিয়ে বড়ো দুটি গাছ কাটানোর জন্য ঠিক করেছে।

১৭। বজলু মিয়া গতকাল কী জন্য এসেছিল?
উত্তর: বজলু মিয়া গতকাল এসে বড়ো বড়ো গাছগুলো দেখে দড়ি দিয়ে মাপ নিয়ে গেছে। সোমবারে লোকজন নিয়ে আসবে বলে চলে গেল।

১৮। পুতুলের মন খারাপ কেন?
উত্তর: কদম গাছগুলো কেটে ফেলছে, তাই পুতুলের মন খুব খারাপ।

১৯। কীসের দিকে তাকালে পুতুলের কান্না পেয়ে যায়?
উত্তর: কদম গাছগুলোর দিকে তাকালে পুতুলের কান্না পেয়ে যায়।

২০। গাছের গায়ে হাত বুলাতে বুলাতে পুতুল কাকে বাগানে হাঁটতে দেখল?
উত্তর: গাছের গায়ে হাত বুলাতে বুলাতে পুতুল তার বাবাকে বাগানে হাঁটতে দেখল।

২১। বাবা খুব রেগে গেলে কেমন হয়ে যান?
উত্তর: বাবা খুব রেগে গেলে অন্যমনস্ক ভঙ্গিতে বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন এবং গম্ভীর হয়ে যান।

২২। পুতুলের বাবার হাতে কী ছিল?
উত্তর: পুতুলের বাবার হাতে ভাঁজ করা খবরের কাগজ ছিল।

২৩। পুতুলের কী মনে হলো?
উত্তর: পুতুলের মনে হলো আজ বোধ হয় মা-বাবার মধ্যে ঝগড়া হয়েছে।

২৪। পুতুল ছোটো ছোটো পা ফেলে কোথায় এগিয়ে গেল?
উত্তর: পুতুল ছোটো ছোটো পা ফেলে রেনট্রি গাছটার দিকে এগিয়ে গেল।

২৫। পুতুল রেনট্রি গাছটার দিকে কেন এগিয়ে গেল?
উত্তর: পুতুল বাবার কাছাকাছি গিয়ে বুঝতে চাইল যে, বাবা কতটা রেগে আছেন।

২৬। পুতুলের বয়স কত বছর?
উত্তর: পুতুলের বয়স এগারো বছর।

২৭। রহমান সাহেবের মতে কোনটি পুতুলের গোপন জায়গা?
উত্তর: রহমান সাহেবের মতে বড়ো রেনট্রি গাছটির নিচে পুতুলের গোপন জায়গা।

৩১। বাবা পুতুলকে যেতে বললেও পুতুল দাঁড়িয়ে রইল কেন?
উত্তর: বাবা পুতুলকে যেতে বললেও পুতুল কিছু বলার জন্য দাঁড়িয়ে রইল।

৪০। পুতুল বাবাকে কী বলার জন্য দাঁড়িয়ে থাকে?
উত্তর: পুতুল বাবাকে জিজ্ঞেস করতে চায় গাছগুলো কেটে ফেলবে কিনা।

৪১। গাছগুলো কেটে ফেলার প্রথম কারণটি কী?
উত্তর: গাছগুলো কেটে ফেলার প্রথম কারণটি হলো জেসমিন শুঁয়োপোকা একদম সহ্য করতে পারে না।

৪২। গাছগুলো কেটে ফেলার দ্বিতীয় কারণটি কী?
উত্তর: গাছগুলো কেটে ফেলার দ্বিতীয় কারণটি হলো ঘরে আলো ও হাওয়া তেমন ঢুকতে পারে না; প্রচুর রোদ আসে না।

৪৩। ‘অন্যমনস্ক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অন্যমনস্ক’ শব্দের অর্থ হলো আনমনা।

৪৪। ‘আড়ি দেওয়া’ মানে কী?
উত্তর: ‘আড়ি দেওয়া’ মানে হলো অভিমান করা।

৪৫। সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকাকে কী বলে?
উত্তর: সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকাকে শুঁয়োপোকা বলে।

৪৬। ‘শৈশব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘শৈশব’ শব্দের অর্থ হলো শিশুকাল।

৪৭। গদ্য রচনায় কী থাকে?
উত্তর: গদ্য রচনায় কাহিনি ও চরিত্র থাকে।

৪৮। গল্প কয় ধরনের ও কী কী?
উত্তর: গল্প দুই ধরনের। এক, বাস্তবের সাথে মিল আছে এমন গল্প; দুই, কাল্পনিক বিষয় নিয়ে রচিত গল্প।

৪৯। যারা গল্প লেখেন তাদের কী বলে?
উত্তর: যারা গল্প লেখেন তাদের গল্পকার বলে।

পুতুল গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

১। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক কে?
(ক) মামুনুর রশিদ
(খ) হুমায়ূন আহমেদ
(গ) মমতাজউদদীন আহমদ
(ঘ) জাফর ইকবাল
উত্তরঃ (খ) হুমায়ূন আহমেদ

২। হুমায়ূন আহমেদের রচনাশৈলী কেমন?
(ক) কঠিন
(খ) সহজ সরল শব্দ
(গ) দীর্ঘ বাক্য
(ঘ) সংস্কৃত শব্দবহুল
উত্তরঃ (খ) সহজ সরল শব্দ

৩। নিচের কোনটি হুমায়ূন আহমেদের গল্প?
(ক) সাত ভাই চম্পা
(খ) একাত্তরের দিনগুলি
(গ) পুতুল
(ঘ) সুখী মানুষ
উত্তরঃ (গ) পুতুল

৪। কার ঘর থেকে বাগানটা দেখা যায়?
(ক) বাবার ঘর থেকে
(খ) বড়ো আপুর ঘর থেকে
(গ) পুতুলের ঘর থেকে
(ঘ) মায়ের ঘর থেকে
উত্তরঃ (গ) পুতুলের ঘর থেকে

৫। ‘পুতুল’ গল্পে কয়টা বিশাল বড়ো বড়ো গাছের কথা উল্লেখ আছে?
(ক) দুই
(খ) চার
(গ) তিন
(ঘ) পাঁচ
উত্তরঃ (গ) তিন

৬। ‘পুতুল’ গল্পে কয়টি কদম গাছের কথা উল্লেখ আছে?
(ক) চার
(খ) তিন
(গ) পাঁচ
(ঘ) দুই
উত্তরঃ (ঘ) দুই

৭। কদম গাছে কখন অদ্ভুত সুন্দর ফুল ফোটে?
(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষাকালে
(গ) শরৎকালে
(ঘ) বসন্তকালে
উত্তরঃ (খ) বর্ষাকালে

৮। কদমের ফুলগুলো দেখতে কেমন?
(ক) তারার মতো
(খ) সোনার বলের মতো
(গ) টুপির মতো
(ঘ) লাটিমের মতো
উত্তরঃ (খ) সোনার বলের মতো

৯। পুতুলের মায়ের নাম কী?
(ক) লায়লা
(খ) পারুল
(গ) জেসমিন
(ঘ) জমিলা
উত্তরঃ (গ) জেসমিন

১০। পুতুলের মা কাকে একদম সহ্য করতে পারে না?
(ক) কদমগাছ দুটিকে
(খ) বাড়ির চাকরকে
(গ) কুকুরটি
(ঘ) তিনটি বড় গাছকে
উত্তরঃ (ক) কদমগাছ দুটিকে

১১। কোন গাছে শুঁয়োপোকা হয়?
(ক) আম
(খ) কদম
(গ) বট
(ঘ) হিজল
উত্তরঃ (খ) কদম

১২। কী দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়?
(ক) কেঁচো
(খ) টিকটিকি
(গ) শুঁয়োপোকা
(ঘ) তেলাপোকা
উত্তরঃ (গ) শুঁয়োপোকা

১৩। অদ্ভুত সুন্দর কদম ফুল দেখে কার ভালো লাগে?
(ক) জেসমিনের
(খ) রহমান সাহেবের
(গ) পুতুলের
(ঘ) বজলু মিয়ার
উত্তরঃ (গ) পুতুলের

১৪। কখন ঠিক করা হয়েছে বড়ো গাছগুলো কেটে ফেলার জন্য?
(ক) বর্ষাকালে
(খ) শীতকালে
(গ) হেমন্তকালে
(ঘ) বসন্তকালে
উত্তরঃ (খ) শীতকালে

১৫। গাছ কাটার জন্য জেসমিন কাকে ঠিক করেছে?
(ক) বজলু মিয়াকে
(খ) শরিফকে
(গ) ফজলুকে
(ঘ) আলি হোসেনকে
উত্তরঃ (ক) বজলু মিয়াকে

১৬। কার মুখে বসন্তের দাগ?
(ক) জেসমিনের
(খ) বজলু মিয়ার
(গ) রহমান সাহেবের
(ঘ) পুতুলের
উত্তরঃ (খ) বজলু মিয়ার

১৭। বজলু মিয়া কোন দিন গাছ কাটার জন্য লোক নিয়ে আসবে?
(ক) রবিবারে
(খ) সোমবারে
(গ) মঙ্গলবারে
(ঘ) বুধবারে
উত্তরঃ (গ) মঙ্গলবারে

১৮। পুতুলের মন খুব খারাপ কেন?
(ক) খেলতে না পারায়
(খ) মা বকা দিয়েছেন
(গ) গাছগুলো কেটে ফেলবে তাই
(ঘ) বাবা আদর করে না বলে
উত্তরঃ (গ) গাছগুলো কেটে ফেলবে তাই

১৯। বাগানে এসে পুতুল কার গায়ে হাত বুলিয়ে দেয়?
(ক) কুকুরের গায়ে
(খ) গাছের গায়ে
(গ) ছাগলের গায়ে
(ঘ) দারোয়ানের গায়ে
উত্তরঃ (খ) গাছের গায়ে

২০। পুতুলের বাবার হাতে কী ছিল?
(ক) কয়েকটি ফুল
(খ) একটি দিয়াশলাই
(গ) ভাঁজ করা খবরের কাগজ
(ঘ) কিছু বই
উত্তরঃ (গ) ভাঁজ করা খবরের কাগজ

২১। বাবা রেগে থাকলে কী করেন?
(ক) পুতুলকে বকা দেন
(খ) ছাদে হাঁটেন
(গ) জেসমিনকে বকা দেন
(ঘ) মাথা নিচু করে হাঁটেন
উত্তরঃ (ঘ) মাথা নিচু করে হাঁটেন

২২। পুতুলের ধারণা ঝগড়া করবে কারা?
(ক) বড়োরা
(খ) বন্ধুরা মিলে
(গ) ছোটোরা
(ঘ) অপরিচিত লোকে
উত্তরঃ (গ) ছোটোরা

২৩। পুতুল ছোটো পা ফেলে কোন দিকে গেল?
(ক) বাবার দিকে
(খ) রেনট্রি গাছটার দিকে
(গ) বজলু মিয়ার দিকে
(ঘ) অপরিচিত লোকের দিকে
উত্তরঃ (খ) রেনট্রি গাছটার দিকে

২৪। পুতুলের বয়স কত বছর?
(ক) সাত
(খ) এগারো
(গ) নয়
(ঘ) পাঁচ
উত্তরঃ (খ) এগারো

২৫। কোন গাছটির নিচে পুতুল প্রায়ই এসে বসে?
(ক) কদম
(খ) জাম
(গ) রেনট্রি
(ঘ) কদম
উত্তরঃ (গ) রেনট্রি

২৬। সব শিশুদের কিছু গোপন জায়গা থাকে, পুতুলের গোপন জায়গা কোনটি?
(ক) ঘরের কোণে
(খ) রেনট্রি তলা
(গ) ছাদে
(ঘ) কদম তলা
উত্তরঃ (খ) রেনট্রি তলা

২৭। পুতুলকে দেখে কার মাঝে মাঝে নিজের শৈশবের কথা মনে হয়।
(ক) জেসমিনের
(খ) বঙ্গল মিয়ার
(গ) রাতুলের
(ঘ) রহমান সাহেবের
উত্তরঃ (ঘ) রহমান সাহেবের

২৮। পুতুল ভয়ে ভয়ে এগিয়ে গেল কেন?
(ক) মায়ের ভয়ে
(খ) বজলুর ভয়ে
(গ) বাবার ভয়ে
(ঘ) কুকুরের ভয়ে
উত্তরঃ (গ) বাবার ভয়ে

২৯। হাসিমুখের একটি ছেলেকে ধমক দিতে মায়া লাগে কার?
(ক) রহমান সাহেবের
(খ) বজলু মিয়ার
(গ) জেসমিনের
(ঘ) পুতুলের
উত্তরঃ (ক) রহমান সাহেবের

৩০। কে রেনট্রি গাছের নিচে প্রায়ই বসে থাকে?
(ক) বজলু মিয়া
(খ) জেসমিন
(গ) দারোয়ান
(ঘ) পুতুল
উত্তরঃ (ঘ) পুতুল

৩১। কে লাজুক ভঙ্গিতে হাসল?
(ক) জেসমিন
(খ) রহমান সাহেব
(গ) দারোয়ান
(ঘ) পুতুল
উত্তরঃ (ঘ) পুতুল

৩২। কার ইচ্ছে করে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিতে?
(ক) জেসমিনের
(খ) রহমান সাহেবের
(গ) বজলু মিয়ার
(ঘ) পুতুলের
উত্তরঃ (খ) রহমান সাহেবের

৩৩। পুতুলের মাথার চুলগুলো কেমন?
(ক) সোনালি
(খ) রেশমের মতো
(গ) সাদা- বাদামি
(ঘ) কুচকুচে কালো
উত্তরঃ (খ) রেশমের মতো

৩৪। রহমান সাহেবের খানিকটা মন খারাপ হলো কেন?
(ক) ছেলে কিছু বলতে চেয়েও বলছে না বলে
(খ) ছেলেটি মুখ ভার করে আছে বলে
(গ) জেসমিনের ব্যঙ্গ-বিদ্রুপ কথার কারণে
(ঘ) বজলু মিয়ার কারণে
উত্তরঃ (ক) ছেলে কিছু বলতে চেয়েও বলছে না বলে

৩৫। কার গাছ কাটা পছন্দ নয়?
(ক) রহমান সাহেবের
(খ) পুতুলের
(গ) জেসমিনের
(ঘ) বজলু মিয়ার
উত্তরঃ (খ) পুতুলের

৩৬। রহমান সাহেব গাছগুলো কাটতে চায় কেন?
(ক) শুঁয়োপোকা জেসমিনের সহ্য হয় না বলে
(খ) পুতুলের ভালো লাগে না বলে
(গ) রহমান সাহেবের ভালো লাগে বলে
(ঘ) শুঁয়োপোকা বজলুর অপছন্দ
উত্তরঃ (ক) শুঁয়োপোকা জেসমিনের সহ্য হয় না বলে

৩৭। কোন গাছটিকে শিরীষ গাছ বলে?
(ক) কদম
(খ) শিমুল
(গ) জাম
(ঘ) রেনট্রি
উত্তরঃ (ঘ) রেনট্রি

৩৮। গদ্য কয় ধরনের?
(ক) দুই
(খ) চার
(গ) তিন
(ঘ) পাঁচ
উত্তরঃ (ক) দুই

আরও পড়ুনঃ ম্যাজিক গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা

আরও পড়ুনঃ আমাদের লোকশিল্প মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি

Related Posts