জান্নাতি ২০ সাহাবীর নাম নাকি জান্নাতি ১০ সাহাবী?

যারা পৃথিবীতে বসেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা কতই না ভাগ্যবান ছিল। হযরত মুহাম্মদ (সা) তাঁর জীবদ্দশায় ১০ জন সাহাবীকে জান্নাতি বলে গেছেন এবং সাহাবীরাও পৃথিবীতে বসেই জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন। আজকের পোস্টে আমরা জানবো জান্নাতি ২০ সাহাবীর নাম নাকি জান্নাতে দশ সাহাবী ছিলেন।

Image with Link Descriptive Text

জান্নাতি ২০ সাহাবীর নাম নাকি জান্নাতি ১০ জন?

যে ১০ জন সাহাবীকে হযরত মুহাম্মদ (সা) পৃথিবীতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদেরকে আরবিতে আশারায়ে মুবাশশারা বলে। আরবিতে আশারা শব্দের অর্থ হলো ১০। আর মুবাশশারা শব্দের অর্থ সুসংবাদপ্রাপ্ত। অর্থাৎ ইসলামী পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলতে মুহাম্মদ (সা) জীবিত থাকতে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন।

জান্নাতি ১০ সাহাবীর নাম

ক্রমজান্নাতি ১০ সাহাবীর নামসংক্ষিপ্ত নাম
হযরত আবু বকর (রাঃ)আবু বকর
হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ)উমর
হযরত উসমান ইবনে আফফান (রাঃ)উসমান
হযরত আলি ইবনে আবু তালিব (রাঃ)আলি
হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ (রাঃ)তালহা
হযরত জুবাইর ইবনুল আওয়াম (রাঃ)জুবাইর
হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ)আবদুর রহমান
হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)সাদ
হযরত সাঈদ ইবনে যায়িদ (রাঃ)সাঈদ
১০হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)আবু উবাইদা

কেন জান্নাতি ১০ সাহাবীর নাম নবীজি বললেন?

মদিনায় দশম হিজরীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। যার কারণে অনেক লোক অনাহারে এবং অর্ধাহারে দিনাতিপাত করছিল। কোন স্থান থেকে কোন সাহায্য সহযোগিতা কিংবা খাদ্য সামগ্রী আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। তারপর একদিন মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন এমন সময় হঠাৎ একটি সংবাদ এলো যে, শাম দেশ থেকে কিছু বণিকগণ খাদ্য সামগ্রী নিয়ে মদিনায় আগমন করেছে। এই সংবাদ শুনে সাহাবায় কেরামদের মধ্যে কিছু লোক বণিকদের নিকট চলে যায়। শুধুমাত্র দশ জন সাহাবী তখনো মনোযোগ সহকারে মুহাম্মদ (সা) এর কথা মনোযোগ দিয়ে শুনছিলেন মহানবী (সা) তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের নাম উল্লেখ করে জান্নাতবাসী বলে ঘোষণা দেন।

জান্নাতি ১০ সাহাবী সম্পর্কে হাদিস

জান্নাতি দশ সাহাবী সম্পর্কে হাদিসে বর্ণনা করা হয়েছে সুনান আবু দাউদ ও তিরমিজি হাদিস গ্রন্থে এই সম্পর্কে দুইটি হাদিস পাওয়া যায় একটি হলো,

সাঈদ ইবনে জায়েদ রাঃ থেকে বর্ণিত ,

আব্দুর রহমান ইবনুল আকনাস বলেন যে, তিনি যখন মসজিদে প্রবেশ করেন তখন একজন ব্যক্তি আলীকে সালাম দেন। তখন সাঈদ ইবনে যায়িদ দাড়িয়ে গেলেন এবং বলেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর নবীকে বলতে শুনেছি যে: দশ জন লোক জান্নাতে যাবে: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি: যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আমি কি দশম ব্যক্তির নাম বলব। লোকেরা বলল:কে সে ? তিনি নীরব থাকলেন। লোকেরা আবার বলল : কে সে ? তিনি বললেন:সে হলো সাঈদ ইবনে যায়িদ। (সুনান আবু দাউদঃ ৪৬৩২)

অপর একটি হাদিস এভাবে বর্ণনা করা হয়েছে,

আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন,

আল্লাহর নবী বলেন, “আল্লাহর নবীকে বলতে শুনেছি যে: দশ জন লোক জান্নাতে যাবে: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলি জান্নাতি, তালহা জান্নাতি: যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি,সাঈদ ইবনে যায়িদ জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। (সুনান আত তিরমিজিঃ ৩৭৪৭)

ইসলামে শিয়া মতবাদের অনুসারীরা এই হাদিস দুটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এইরকম কোন হাদিস রসূল সাঃ কখনো বলেননি।

কয়েকজন শ্রেষ্ঠ সাহাবীদের নাম

  • হযরত আবু বকর রাদিয়াল্লাহু
  • ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু
  • ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু
  • আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু
  • তালহা ইবনে উবাই বিল্লা রাদিয়াল্লাহ
  • জুবায়ের ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু
  • আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু
  • সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু
  • সাইব বিনতে মালিক
  • সালমান আল ফার্সি
  • হাসান ইবনে সাবিত
  • হোসাইন ইবনে আলী
  • উমায়ের ইবনে ওয়াহাব
  • ওহাব ইয়াসির ইবনে আমির বা ইবনে ওহাব
  • আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু
  • বাশার হাবিব বিনতে মাসলামা
  • ইব্রাহিম ইবনে মুহাম্মদ
  • লায়লা বিনতপ আল মিনহাল
  • ইবনে আফফান
  • ওয়াকিব ইবনে আব্দুল্লাহ

Related Posts