৭ম শ্রেণি বাংলা ২য় অধ্যায়ের সবগুলো ছকের সমাধান

বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়। আজকের পোস্টে আমি ৭ম শ্রেণি বাংলা ২য় অধ্যায়ের সবগুলো ছকের সমাধান করে দেখালাম ।

Image with Link Descriptive Text

৭ম শ্রেণি বাংলা ২য় অধ্যায়ের সবগুলো ছক

প্রমিত ভাষায় কথা বলি ৭ম শ্রেণি

অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়, কখনো কখনো একই অর্থের ভিন্ন ভিন্ন শব্দও ব্যবহার করা হয়। ভাষাগত এই তফাতকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মান রূপ বা আদর্শ রূপ।

প্রমিত ভাষার দুটি রূপ আছে: কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহার হয় আনুষ্ঠানিক কথা বলার
সময়ে, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহার হয় লিখিত যোগাযোগের কাজে।

৭ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ১ম পরিচ্ছেদ

প্রমিত ভাষার প্রয়োগঃ উপরের যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলে শ্রেণিকক্ষে উপস্থাপন করো। উপস্থাপন করা হয়ে গেলে কোন কোন শব্দ প্রমিত হয়নি, সে ব্যাপারে সহপাঠীদের মতামত নাও এবং নিচের ছক
পূরণ করো।

যে শব্দটি প্রমিত হয়নিশব্দটির প্রমিত রূপ
পাঠকাটিপাটকাঠি
 গইয়াপেয়ারা
সুবারিসুপারি
গেরাম গ্রাম
কতাকথা
কইতরকবুতর
রউদ রোদ
মোরআমার
মোনমন
দ্যাহেনদেখেন
আইজকেরআজকের
সক্কলেসবাই

শব্দ খুুঁজি

অনেক শব্দ তোমার চারপাশের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে, কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ
ব্যবহার করে। তোমার উচ্চারণেও হয়তো এ রকম ব্যাপার ঘটে। প্রথম কলামে এ ধরনের শব্দ এবং দ্বিতীয়
কলামে এর প্রমিত রূপ লেখো। শব্দটির উচ্চারণে পরিবর্তন ঘটেছে, না কি শব্দের রূপটিই পরিবর্তিত হয়েছে,
তা তৃতীয় কলামে নির্দেশ করো।

আঞ্চলিক উচ্চারণ/শব্দপ্রমিত শব্দউচ্চারণগত/শব্দগত পরিবর্তন
খাইছিখেয়েছিউচ্চারণগত পরিবর্তন
চঙ্গমইশব্দগত পরিবর্তন
কাডাল কাঁঠালউচ্চারণগত পরিবর্তন
ছাওয়ালসন্তানশব্দগত পরিবর্তন
ঠেইলাঠেলেউচ্চারণগত পরিবর্তন
চাইয়াচেয়েউচ্চারণগত পরিবর্তন
ছ্যামড়াছেলেশব্দগত পরিবর্তন
ডাকপেডাকবেউচ্চারণগত পরিবর্তন
আইলোআসলোউচ্চারণগত পরিবর্তন
ঠ্যাংপাশব্দগত পরিবর্তন
গোরুগরুউচ্চারণগত পরিবর্তন
দামড়াবলদশব্দগত পরিবর্তন

উচ্চারণ ঠিক করি

নিচের ছকে ‘ছিন্ন মুকুল’ কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে। যেসব ধ্বনির উচ্চারণে ঘোষ-অঘোষ কিংবা
অল্পপ্রাণ-মহাপ্রাণের পার্থক্য ঘটতে পারে, সেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান
কলামে টিকচিহ্ন দাও।

শব্দঅঞ্চলভেদে
বর্ণটির উচ্চারণ
যা হতে পারে
বর্ণটির প্রমিত
উচ্চারণ
যা হবে
এখানে কোন ধরনের
পরিবর্তন হয়েছে
উচ্চারণ ঠিক
হলে টিকচিহ্ন
দাও
সবচেয়েঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে
পিঁড়িঅল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে
ছোটো অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়েছে
পেতে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে
ভাত মহাপ্রান ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে
বাড়িঅল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে
ঘুচেছেঅল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে
পুঁতি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে
আঁধার মহাপ্রান ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে
ঘরমহাপ্রান ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে
চাবিঅল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে
ছাদঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে

৭ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ২য় পরিচ্ছেদ

আঞ্চলিক ভাষা

‘কত দিকে কত কারিগর’ গল্পে পালমশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। নিচের ছকের বাম
কলামে পালমশাইয়ের মুখের বাক্য লেখো, আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো। একটি
করে দেখানো হয়েছে।

৭ম শ্রেণি বাংলা ২য় অধ্যায়
আঞ্চলিক বাক্যপ্রমিত রূপ
ক্যান, কী হইছে?কেন, কী হয়েছে?
নজর না রাখলে কাম সারা ৷নজর না রাখলে কাজ শেষ ৷
চান্দ সওদাগরের মুকুটটা যে ছাঁচে
ওঠে নাই, ব্যাটার খ্যাল নাই ৷
চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠেনি, লোকটার
তো খেয়াল নেই ৷
রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ
খেলানো কয়বার দেখাইয়া দিতে অয়?
রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখিয়ে
দিতে হয় ?
বোঝলেন, এই দাড়ি তো বাংলার সক্কলে চেনে ৷বুঝলেন , এই দাড়ি তো বাংলার সবাই চেনে৷
ক্যান? মানুষ চাকা ঠেইলা তোলেকেন ? মানুষ চাকা ঠেলে তোলে
ধরেন, আমাগো আঁকা ৷ধরুন, আমাদের আঁকা ৷
এই যে আমার বাবায় তানি ছিলেন এত বড়
আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কন?
এই যে আমার বাবা, তিনি ছিলেন এত বড়ো  আর্টিস্ট ,
কে তাঁকে স্মরণ রেখেছে বলুন ৷
ক্যান, দ্যাহেন নাই— ঐ যে উপরে চাইয়া
দেহেন
কেন , দেখেননি— ঐ যে উপরে চেয়ে দেখেন
 দ্যাখলেন না?দেখলেন না ?

Related Posts