পবিত্র কুরআন মানবজাতির হিদায়াতের জন্য এক যুগান্তকারী বই। এটি ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর অবতীর্ণ হয়। এটি শুধু আরববাসীর জন্য নয়, সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। আজকের পোস্টে আমরা পবিত্র কুরআনের ২৯ ও ৩০ পারার সূরা সমূহ নাম অর্থসহ তালিকা করে দিলাম।
৩০ পারার সূরা সমূহ নাম
পবিত্র কুরআনে মোট সূরা সংখ্যা ১১৪ টি এবং পারার সংখ্যা ৩০ টি। সমগ্র কুরআনে সর্বমোট ৬৬৬৬ টি আয়াত রয়েছে। তার মধ্যে ৩০ পারায় সূরার সংখ্যা রয়েছে ৩৭ টি। ৩০ পারার সূরা সমূহ নামের মধ্যে প্রথম সূরা আন নাবা এবং শেষ সূরা আন-নাস। কুরআনুল কারীমের সূরা গুলোর মধ্যে আর রহমান অন্যতম একটি সূরা। সূরাটির শেষের তিন আয়াত অর্থসহ দিয়ে দেওয়া হয়েছে।
Table of Contents
২৯ পারার সূরা সমূহ
সূরা নং | সূরার নাম | অর্থ | আয়াত সংখ্যা | |
৬৭ | সূরা আল-মুলক الملك | সার্বভৌম কর্তৃত্ব | ৩০ মক্কা | |
৬৮ | সূরা আল-কলম القلم | কলম | ৫২ মক্কা | |
৬৯ | সূরা আল-হাক্কাহ الحآقّة | নিশ্চিত সত্য | ৫২ মক্কা | |
৭০ | সূরা আল-মাআরিজ المعارج | উন্নয়নের সোপান | ৪৪ মক্কা | |
৭১ | সূরা নূহ نوح | নবী নূহ | ২৮ মক্কা | |
৭২ | সূরা আল জ্বিন الجنّ | জ্বিন সম্প্রদায় | ২৮ মক্কা | |
৭৩ | সূরা আল মুজাম্মিল المزّمّل | বস্ত্র আচ্ছাদনকারী | ২০ মক্কা | |
৭৪ | সূরা আল মুদ্দাস্সির المدّشّر | পোশাক পরিহিত | ৫৬ মক্কা | |
৭৫ | সূরা আল-ক্বিয়ামাহ القيامة | পুনরুথান | ৪০ মক্কা | |
৭৬ | সূরা আদ-দাহর الدَّهْرِ | মানুষ | ৩১ মদীনা | |
৭৭ | সূরা আল-মুরসালাত المرسلت | প্রেরিত পুরুষবৃন্দ | ৫০ মক্কা |
৩০ পারার সূরা সমূহ
সূরা নং | সূরার নাম | অর্থ | আয়াত সংখ্যা | |
৭৮ | সূরা আন নাবা النّبا | মহাসংবাদ | ৪০ মক্কা | |
৭৯ | সূরা আন নাযিয়াত النّزعت | প্রচেষ্টাকারী | ৪৬ মক্কা | |
৮০ | সূরা আবাসা عبس | তিনি ভ্রুকুটি করলেন | ৪২ মক্কা | |
৮১ | সূরা আত-তাকভীর التّكوير | অন্ধকারাচ্ছন্ন | ২৯ মক্কা | |
৮২ | সূরা আল-ইনফিতার الانفطار | বিদীর্ণ করা | ১৯ মক্কা | |
৮৩ | সূরা আত মুত্বাফ্ফিফীন المطفّفين | প্রতারকগণ | ৩৬ মক্কা | |
৮৪ | সূরা আল ইনশিকাক الانشقاق | খন্ড-বিখন্ড করণ | ২৫ মক্ক | |
৮৫ | সূরা আল-বুরুজ البروج | নক্ষত্রপু্ঞ্জ | ২২ মক্কা | |
৮৬ | সূরা আত-তারিক্ব الطّارق | রাতের আগন্তুক | ১৭ মক্কা | |
৮৭ | সূরা আল আ’লা الأعلى | সর্বোর্ধ্ব | ১৯ মক্কা | |
৮৮ | সূরা আল গাশিয়াহ্ الغاشية | বিহ্বলকর ঘটনা | ২৬ মক্কা | |
৮৯ | সূরা আল ফাজ্র الفجر | ভোরবেলা | ৩০ মক্কা | |
৯০ | সূরা আল বালাদ البلد | নগর | ২০ মক্কা | |
৯১ | সূরা আশ-শাম্স الشّمس | সূর্য্য | ১৫ মক্কা | |
৯২ | সূরা আল লাইল الليل | রাত্রি | ১৫ মক্কা | |
৯৩ | সূরা আদ-দুহা الضحى | পূর্বাহ্নের সূর্যকিরণ | ১১ মক্কা | |
৯৪ | সূরা আল ইনশিরাহ الشرح | বক্ষ প্রশস্তকরণ | ৮ মক্কা | |
৯৫ | সূরা ত্বীন التين | ডুমুর | ৮ মক্কা | |
৯৬ | সূরা আলাক্ব العلق | রক্তপিন্ড | ১৯ মক্কা | |
৯৭ | সূরা ক্বদর القدر | পরিমাণ | ৫ মক্কা | |
৯৮ | সূরা বাইয়্যিনাহ البينة | সুস্পষ্ট প্রমাণ | ৮ মদীনা | |
৯৯ | সূরা যিলযাল الزلزلة | ভূমিকম্প | ৮ মদীনা | |
১০০ | সূরা আল-আদিয়াত العاديات | অভিযানকারী | ১১ মক্কা | |
১০১ | সূরা ক্বারিয়াহ القارعة | মহাসংকট | ১১ মক্কা | |
১০২ | সূরা তাকাসুর التكاثر | প্রাচুর্য্যের প্রতিযোগিতা | ৮ মক্কা | |
১০৩ | সূরা আসর العصر | অপরাহ্ন | ৩ মক্কা | |
১০৪ | সূরা হুমাযাহ الهمزة | পরনিন্দাকারী | ৯ মক্কা | |
১০৫ | সূরা ফীল الفيل | হাতি | ৫ মক্কা | |
১০৬ | সূরা কুরাইশ قريش | কুরাইশ গোত্র | ৪ মক্কা | |
১০৭ | সূরা মাউন الماعون | সাহায্য-সহায়তা | ৭ মক্কা | |
১০৮ | সূরা কাওসার الكوثر | প্রাচুর্য | ৩ মক্কা | |
১০৯ | সূরা কাফিরুন الكافرون | অস্বীকারকারীগণ | ৬ মক্কা | |
১১০ | সূরা নাসর النصر | বিজয়,সাহায্য | ৩ মদীনা | |
১১১ | সূরা লাহাব المسد | জ্বলন্ত অঙ্গার | ৫ মক্কা | |
১১২ | সূরা আল-ইখলাস الإخلاص | একনিষ্ঠতা | ৪ মক্কা | |
১১৩ | সূরা আল-ফালাক الفلق | নিশিভোর | ৫ মদীনা | |
১১৪ | সূরা আন-নাস الناس | মানবজাতি | ৬ মক্কা |
সূরা আর রহমানের শেষ তিন আয়াত
আয়ত নং | আরবি | বাংলা |
৭৬ | مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ (মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন।) | অর্থঃ তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। |
৭৭ | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন) | অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? |
৭৮ | تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ (তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম) | অর্থঃ কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। |
সম্পর্কিত প্রশ্নাবলী
৩০ পারায় কয়টি সূরা?
৩০ পারায় ৩৭ টি সূরা আছে। প্রথম সূরা আন নাবা, শেষ সূরা আন-নাস।
সূরা আর রহমান কত পারায়?
সূরা আর রাহমান পবিত্র কোরআন শরিফের ৫৫ তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৭৮ টি। এই সূরাটি অবস্থান ২৭ তম পারার শেষের দিকে।
সূরা ইয়াসিন কত পারায়?
সূরা সূরা ইয়াসিন পবিত্র কোরআন শরিফের ৩৬ তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৮৩ টি। এই সূরাটি অবস্থান ২২ এবং ২৩ তম পারায়।
সূরা কাহাফ কত পারায়?
কোরআন শরিফের ১৮ নম্বর সূরা কাহাফ। আয়াত সংখ্যা ১১০, রুকু ১২। এটি ১৫ নম্বর পারার দ্বিতীয় সূরা।
সূরা ওয়াকিয়া কত পারায় আছে?
সূরা সূরা ওয়াকিয়া পবিত্র কোরআন শরিফের ৫৬তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৯৬ টি। এই সূরাটি অবস্থান ২৭ তম পারায়।