সিঁথি কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক) – হাসান রোবায়েত

‘সিঁথি’ কবিতায় বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন, আত্মদান এবং বিজয়ের ইতিহাসকে চিত্রিত করা হয়েছে। কবি হাসান রোবায়েত ভাষার চিত্রকল্পের মাধ্যমে শহিদদের আত্মত্যাগ ও শাসকশ্রেণির নিপীড়ন তুলে ধরেছেন। এই পোস্টে সিঁথি কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক) – হাসান রোবায়েত লিখে দিলাম।

Image with Link Descriptive Text

সিঁথি কবিতার প্রশ্ন উত্তর

১। শাহাদাত বলতে কি বোঝ?
উত্তরঃ শাহাদাত বলতে মূলত মৃত্যুকে বোঝানো হয়। মানুষের আত্মত্যাগ, ন্যায় প্রতিষ্ঠা, বা সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য মারা গেলে শাহাদাত বলে।

২। সিঁথি কবিতার কবি কে?
উত্তরঃ হাসান রোবায়েত।

৩। কবিতায় কোন জেলার নাম উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ রংপুর।

৪। কবিতায় রংপুরকে কী হিসেবে অভিহিত করা হয়েছে?
উত্তরঃ বাংলাদেশ।

৫। কোন নারীর নাম কবিতায় এসেছে?
উত্তরঃ নুসরাত।

৬। কোন তরুণদের ‘কারবালার ফোরাতে’ দাঁড়ানোর কথা বলা হয়েছে?
উত্তর: কওমি তরুণদের।

৭। কওমি তরুণেরা কোথায় দাঁড়িয়েছিল?
উত্তরঃ কারবালার ফোরাতে।

৮। তারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছিল?
উত্তরঃ খুনির আরশ পোড়ানোর জন্য।

৯। শহিদদের মৃতদেহ কিসে করে আনা হয়?
উত্তরঃ রক্তভেজা খাটিয়ায়।

১০। একজন মা কিসে মৃত সন্তানকে নিয়ে ফিরছিলেন?
উত্তরঃ অটোতে।

১১। মৃত সন্তানকে খুঁজতে মা কী দেখান?
উত্তরঃ আইডি কার্ডের ফটো।

১২। কোন জিনিস শহিদরা দিয়েছে?
উত্তরঃ চক্ষু ও পা।

১৩। বাংলাদেশে শহিদের জন্য শেষ কাফন কোথায় হয়?
উত্তরঃ সারা বাংলায়।

১৪। কবিতায় কোন গাছপালা কাঁদে?
উত্তরঃ ঘাস, গাছ ও বাঁশ।

১৫। কোথায় শহিদদের জন্য শোক প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ গোরস্থানে।

১৬। বাবার শোকে কোন বস্তু কাঁপে?
উত্তরঃ খোদার আরশ।

১৭। শাহাদাতের বিনিময়ে কী অর্জন করা হয়?
উত্তর: স্বাধীনতা ও ন্যায়বিচার।

১৮। কবিতায় কোন প্রতীকী বস্তু লাল বর্ণ ধারণ করেছে?
উত্তরঃ রাতের হাওয়া।

১৯। আকাশ কীসে আচ্ছন্ন?
উত্তরঃ শহিদের গায়ের শাল।

২০। কবিতায় কোন চিরসত্য কথা বলা হয়েছে?
উত্তরঃ “চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে।”

২১। কবিতায় কীসের মাধ্যমে শহিদদের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়েছে?
উত্তরঃ রক্তের মাধ্যমে।

২২। সিঁথি কবিতার প্রধান বিষয় কী?
উত্তরঃ শহিদদের আত্মত্যাগ ও স্বাধীনতার সংগ্রাম।

২৩। গোরস্থানে কে কাঁদে?
উত্তর: শহিদ ও তাদের স্বজনরা।

২৪। কবিতায় শহিদদের আত্মত্যাগকে কী বলা হয়েছে?
উত্তরঃ নতুন বিজয়গাথা।

২৫। শাসকদের দমন-পীড়নের প্রতীক কী?
উত্তরঃ গুলি ও আগুন।

২৬। কবিতায় “মরা পুতরে কোলে নিয়া” – অর্থ কী?
উত্তরঃ শহিদ সন্তানকে কোলে নিয়ে শোকাতুর মা।

২৭। “গোরস্থানে কান্দে শহিদ” –অর্থ কী?
উত্তরঃ শহিদের রক্তভেজা শোকাবহ বাস্তবতা।

২৯। শহিদের রক্ত কোথায় আঁকা হয়েছে?
উত্তরঃ বাংলাদেশের সিঁথিতে।

৩০। মায়ের ওড়না কী কাজে ব্যবহৃত হয়েছে?
উত্তর: শহিদ সন্তানদের মাথায় বাঁধা হয়েছে।

৩১। শাহাদাত বলতে কী বোঝায়?
উত্তর: ধর্ম, ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে নিহত হওয়া।

৩২। শহিদ পুত্র মিছিলে কীভাবে হারিয়ে যায়?
উত্তর: আন্দোলনের সময় প্রাণ দিয়ে।

৩৩। আরশ বলতে কী বোঝায়?
উত্তর: সর্বব্যাপী খোদার আসন।

৩৪। বাপের কী শুনে খোদার আরশ কেঁপে ওঠে?
উত্তর: সন্তানের মৃত্যুতে তার আর্তনাদ।

৩৫। খাটিয়া কী?
উত্তর: একটি ছোট খাট, যা সাধারণত দড়ি দিয়ে ছাওয়া হয়।

৩৬। কবিতাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত?
উত্তর: ২০২৪ সালের ছাত্র আন্দোলন।

৩৭। আইডি কার্ড কী?
উত্তর: পরিচয়পত্র।

৩৮। গোরস্থান কী?
উত্তর: কবরস্থান বা সমাধিক্ষেত্র।

৩৯। বাংলাদেশের সিঁথিতে কী রয়েছে?
উত্তর: শহিদদের রক্তের দাগ।

৪০। সিঁথি বলতে কী বোঝায়?
উত্তর: মাথার চুল দুইভাগে বিন্যস্ত করে যে সরু রেখা সৃষ্টি হয়।

৪১। হাসান রোবায়েত কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৮৯ সালের ১৯ই আগস্ট।

৪২। হাসান রোবায়েতের জন্মস্থান কোথায়?
উত্তর: বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত পশ্চিম তেকানী গ্রাম।

৪৩। হাসান রোবায়েতের পিতার নাম কী?
উত্তর: মো. মোস্তাফিজুর রহমান।

৪৪। হাসান রোবায়েতের মায়ের নাম কী?
উত্তর: ফারহানা রহমান।

৪৫। হাসান রোবায়েত কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে।

৪৬। হাসান রোবায়েত কোন কলেজে পড়াশোনা করেছেন?
উত্তর: সরকারি আজিজুল হক কলেজ।

Related Posts

Leave a Comment