সাহিত্যে খেলা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন, সাহিত্য কোন উদ্দেশ্য বা লাভের জন্য নয় এটা একটি নিষ্কাম খেলা, যেমন শিশু খেলে। তাঁর মতে, খেলার মতোই সাহিত্যচর্চা হওয়া চাই উদ্দেশ্যহীন, নিষ্কাম ও সর্বজনীন। এই পোস্টে সাহিত্যে খেলা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

সাহিত্যে খেলা MCQ

১। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: খ) প্রমথ চৌধুরী

২। প্রমথ চৌধুরী কোন ধরনের রচনায় সিদ্ধহস্ত ছিলেন?
ক) নাটক
খ) মহাকাব্য
গ) রম্যরচনা
ঘ) প্রবন্ধ
উত্তর: গ) রম্যরচনা

৩। প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে রচনা প্রকাশ করতেন?
ক) পরশ
খ) বীরবল
গ) কালিদাস
ঘ) শ্রীমন্ত
উত্তর: খ) বীরবল

৪। ‘সবুজপত্র’ পত্রিকার প্রথম প্রকাশ হয় কবে?
ক) ১৯১০
খ) ১৯১২
গ) ১৯১৪
ঘ) ১৯১৬
উত্তর: গ) ১৯১৪

৫। ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: গ) প্রমথ চৌধুরী

৬। ‘সবুজপত্র’ কোন ভাষারীতির প্রথম মুখপত্র ছিল?
ক) সাধু ভাষা
খ) চলিত ভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) সংস্কৃত ভাষা
উত্তর: খ) চলিত ভাষা

৭। ‘সবুজপত্র’ পত্রিকার লেখক হিসেবে কোন মননশীল সাহিত্যিক যুক্ত ছিলেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মীর মশাররফ হোসেন
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জসীমউদ্দীন
উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর

৮। ‘চার ইয়ারী কথা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ) প্রমথ চৌধুরী

৯। ‘বীরবলের হালখাতা’ কোন ধরনের রচনা?
ক) নাটক
খ) রম্যরচনা
গ) উপন্যাস
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: খ) রম্যরচনা

১০। ‘তেল-নুন-লকড়ি’ গ্রন্থটি কোন ধারার রচনা?
ক) জীবনী
খ) প্রবন্ধ
গ) রম্যরচনা
ঘ) উপন্যাস
উত্তর: গ) রম্যরচনা

১১। গল্পকার হিসেবে প্রমথ চৌধুরীর পরিচিতির উৎস কী?
ক) উপন্যাস
খ) প্রবন্ধ
গ) গল্পগ্রন্থসমূহ
ঘ) নাটক
উত্তর: গ) গল্পগ্রন্থসমূহ

১২। সনেটকার হিসেবে প্রমথ চৌধুরীর পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায়?
ক) সনেট সমগ্র
খ) সিনেট পঞ্চাশৎ
গ) গীতিমালা
ঘ) কাব্যকথা
উত্তর: খ) সিনেট পঞ্চাশৎ

১৩। প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস কোথায়?
ক) ঢাকা
খ) যশোর
গ) পাবনা জেলার হরিপুর গ্রাম
ঘ) কুষ্টিয়া
উত্তর: গ) পাবনা জেলার হরিপুর গ্রাম

১৪। প্রমথ চৌধুরীর জন্মস্থান কোনটি?
ক) ঢাকা
খ) পাবনা
গ) কলকাতা
ঘ) যশোর
উত্তর: ঘ) যশোর

১৫। প্রমথ চৌধুরীর মৃত্যু হয় কত সালে?
ক) ১৯৩৬ খ্রিষ্টাব্দ
খ) ১৯৪০ খ্রিষ্টাব্দ
গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দ
ঘ) ১৯৫০ খ্রিষ্টাব্দ
উত্তর: গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দ

১৬। রোদ্যাঁ কোন দেশের বিখ্যাত ভাস্কর ছিলেন?
ক) জার্মানি
খ) ইতালি
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড
উত্তর: গ) ফ্রান্স

১৭। রোদ্যাঁ কী দিয়ে মাটির পুতুল তৈরি করতেন?
ক) পাথর
খ) কাদা
গ) লোহা
ঘ) কাঠ
উত্তর: খ) কাদা

১৮। রোদ্যাঁর কাছে পুতুল গড়া কী ছিল?
ক) কাজ
খ) ধর্ম
গ) খেলা
ঘ) সাধনা
উত্তর: গ) খেলা

১৯। লেখকের মতে পৃথিবীর শিল্পীরা কী করেন?
ক) শুধু কাজ করেন
খ) শুধু শিক্ষা দেন
গ) শিল্পের খেলা খেলেন
ঘ) ব্যবসা করেন
উত্তর: গ) শিল্পের খেলা খেলেন

২০। যিনি গড়তে জানেন তিনি কী গড়তে পারেন?
ক) শুধু দেবতা
খ) শুধু পশু
গ) শিব ও বাঁদর উভয়ই
ঘ) শুধু মানুষ
উত্তর: গ) শিব ও বাঁদর উভয়ই

২১। প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে?
ক) ব্যবসার
খ) রাজনীতির
গ) খেলাধুলার
ঘ) শিক্ষার
উত্তর: গ) খেলাধুলার

২২। কলারাজ্যের মহাপুরুষদের কী করার অধিকার আছে?
ক) সীমিত কাজ
খ) যা-খুশি তাই করা
গ) নীরব থাকা
ঘ) শুধু শেখানো
উত্তর: খ) যা-খুশি তাই করা

২৩। স্বর্গ থেকে দেবতাদের কোথায় অবতীর্ণ হওয়ায় আপত্তি নেই?
ক) পাতালে
খ) জলে
গ) ভূতলে
ঘ) পাহাড়ে
উত্তর: গ) ভূতলে

২৪। মর্তবাসীদের রসাতলে গমন কেমন?
ক) প্রশংসনীয়
খ) নিন্দনীয়
গ) আনন্দদায়ক
ঘ) স্বাভাবিক
উত্তর: খ) নিন্দনীয়

২৫। মানুষের কী করবার প্রবৃত্তি স্বাভাবিক?
ক) এক জায়গায় থাকা
খ) সবদিকে গতায়াত করা
গ) ঘুমানো
ঘ) চুপ থাকা
উত্তর: খ) সবদিকে গতায়াত করা

২৬। সাধারণ মানুষের মন সাধারণত কী করতে চায় না?
ক) খেলতে
খ) কথা বলতে
গ) উড়তে বা ডুবতে
ঘ) চলতে
উত্তর: গ) উড়তে বা ডুবতে

২৭। দর্শক ও শ্রোতার মন আকর্ষণ করতে কী দরকার?
ক) নিচে থাকা
খ) একটু উঁচুতে ওঠা
গ) চুপ থাকা
ঘ) দূরে থাকা
উত্তর: খ) একটু উঁচুতে ওঠা

২৮। অভিনয় দেখতে হলে কোথায় উঠতে হয়?
ক) বেদীতে
খ) কাষ্ঠমঞ্চে
গ) রঙ্গমঞ্চে
ঘ) টঙে
উত্তর: গ) রঙ্গমঞ্চে

২৯। বক্তৃতা শোনার জন্য কোথায় দাঁড়াতে হয়?
ক) বেদীতে
খ) কাষ্ঠমঞ্চে
গ) টঙে
ঘ) মাঠে
উত্তর: খ) কাষ্ঠমঞ্চে

৩০। সব সময় উঁচুতে ওঠার চেষ্টা কী ডেকে আনে?
ক) সুখ
খ) সম্মান
গ) মহাপতন
ঘ) আনন্দ
উত্তর: গ) মহাপতন

৩১। মহাজনদের পথ অনুসরণ করা কেন দরকার?
ক) সহজ
খ) লাভজনক
গ) কর্তব্য
ঘ) আনন্দদায়ক
উত্তর: গ) কর্তব্য

৩২। শিল্পরাজ্যে খেলা করার অধিকার কাদের আছে?
ক) শুধু বড়দের
খ) শুধু ছোটদের
গ) বড়-ছোট সকলের
ঘ) শুধু পণ্ডিতদের
উত্তর: গ) বড়-ছোট সকলের

৩৩। কোন জায়গায় ব্রাহ্মণ-শূদ্রের ভেদ নেই?
ক) মন্দিরে
খ) বিদ্যালয়ে
গ) খেলার মাঠে
ঘ) সভায়
উত্তর: গ) খেলার মাঠে

৩৪। সাহস করে খেলার জন্য সাহিত্যজগতে প্রবেশ করলে কী হয়?
ক) রাজ-রাজড়ার দলে মেশা যায়
খ) নিঃসঙ্গ হতে হয়
গ) অপমান হয়
ঘ) ব্যর্থ হতে হয়
উত্তর: ক) রাজ-রাজড়ার দলে মেশা যায়

৩৫। উচ্চ আশা নিয়ে সাহিত্য জগতে এলে কী হয়?
ক) সম্মান বাড়ে
খ) নিম্নশ্রেণিতে পড়তে হয়
গ) খ্যাতি আসে
ঘ) আনন্দ হয়
উত্তর: খ) নিম্নশ্রেণিতে পড়তে হয়

৩৬। লেখকেরা কী না পেলে মনঃক্ষুণ্ণ হন?
ক) টাকা
খ) শিক্ষা
গ) হাততালি
ঘ) ঘুম
উত্তর: গ) হাততালি

৩৭। কবিমনের নিত্য কাজ কী?
ক) শিক্ষা দেওয়া
খ) বিশ্বমানবের সঙ্গে সম্পর্ক পাতানো
গ) উপদেশ দেওয়া
ঘ) রাজনীতি করা
উত্তর: খ) বিশ্বমানবের সঙ্গে সম্পর্ক পাতানো

৩৮। গীতিকবিতায় কবির গোপন কথা কী রূপে প্রকাশ পায়?
ক) প্রবন্ধ
খ) স্বগতোক্তি
গ) বক্তৃতা
ঘ) সংবাদ
উত্তর: খ) স্বগতোক্তি

৩৯। মানুষ কী দেখতে বেশি ভালোবাসে?
ক) বক্তৃতা
খ) পরীক্ষা
গ) খেলা
ঘ) পড়াশোনা
উত্তর: গ) খেলা

৪০। টাউনহলের বক্তৃতার উদ্দেশ্য কেমন?
ক) অর্থহীন
খ) মহৎ
গ) ক্ষতিকর
ঘ) খেলাচ্ছলে
উত্তর: খ) মহৎ

৪১। খেলার প্রকৃত বৈশিষ্ট্য কী?
ক) লাভের আশা
খ) উদ্দেশ্যহীন আনন্দ
গ) কষ্ট
ঘ) শিক্ষা
উত্তর: খ) উদ্দেশ্যহীন আনন্দ

৪২। যে খেলায় উপরি পাওনার আশা থাকে তার নাম কী?
ক) ক্রীড়া
খ) আনন্দ
গ) জুয়াখেলা
ঘ) সাধনা
উত্তর: গ) জুয়াখেলা

৪৩। সাহিত্যে খেলা করবার অধিকার আমাদের আছে কেন?
ক) সমাজের জন্য
খ) নিষ্কাম কর্মের জন্য
গ) আনন্দের জন্য
ঘ) খ্যাতির জন্য
উত্তর: খ) নিষ্কাম কর্মের জন্য

৪৪। খেলা কীসের একমাত্র উপায়?
ক) জ্ঞান
খ) মোক্ষলাভ
গ) অর্থ
ঘ) শিক্ষা
উত্তর: খ) মোক্ষলাভ

৪৫। ভগবান কেন বিশ্ব সৃষ্টি করেছেন?
ক) অভাব দূর করতে
খ) লীলার জন্য
গ) মানুষের জন্য
ঘ) শিক্ষার জন্য
উত্তর: খ) লীলার জন্য

৪৬। কবির সৃষ্টি কীসের অনুরূপ?
ক) যুদ্ধ
খ) ব্যবসা
গ) বিশ্বসৃষ্টি
ঘ) শিক্ষা
উত্তর: গ) বিশ্বসৃষ্টি

৪৭। সাহিত্য সৃষ্টি কীসের লীলা?
ক) দেহের
খ) জীবাত্মার
গ) সমাজের
ঘ) রাষ্ট্রের
উত্তর: খ) জীবাত্মার

৪৮। সাহিত্যের উদ্দেশ্য কী?
ক) শিক্ষা দেওয়া
খ) মনোরঞ্জন করা
গ) আনন্দ দেওয়া
ঘ) উপদেশ দেওয়া
উত্তর: গ) আনন্দ দেওয়া

৪৯। মনোরঞ্জনের জন্য সাহিত্য কী হয়ে যায়?
ক) স্বধর্মচ্যুত
খ) উন্নত
গ) অমর
ঘ) মহৎ
উত্তর: ক) স্বধর্মচ্যুত

৫০। বাল্মীকি কাদের জন্য রামায়ণ রচনা করেছিলেন?
ক) জনগণের জন্য
খ) রাজাদের জন্য
গ) মুনি-ঋষিদের জন্য
ঘ) ছাত্রদের জন্য
উত্তর: গ) মুনি-ঋষিদের জন্য

৫১। কুশীলবকে ঋষিরা কী দান করেছিলেন?
ক) স্বর্ণ
খ) রাজ্য
গ) যথাসর্বস্ব ও কৌপীন
ঘ) অস্ত্র
উত্তর: গ) যথাসর্বস্ব ও কৌপীন

৫২। যোগবশিষ্ঠ রামায়ণ কেন জনপ্রিয় নয়?
ক) ভাষা কঠিন
খ) শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত
গ) ছোট গ্রন্থ
ঘ) অসম্পূর্ণ
উত্তর: খ) শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত

৫৩। সাহিত্য কখনো কী গ্রহণ করেনি?
ক) আনন্দ
খ) লীলা
গ) স্কুলমাস্টারির ভার
ঘ) খেলা
উত্তর: গ) স্কুলমাস্টারির ভার

৫৪। কবির কাজ কী?
ক) কাব্য সৃষ্টি করা
খ) শবচ্ছেদ করা
গ) পড়ানো
ঘ) পরীক্ষা নেওয়া
উত্তর: ক) কাব্য সৃষ্টি করা

৫৫। রোদ্যাঁর জন্ম সাল কত?
ক) ১৮৩০
খ) ১৮৪০
গ) ১৮৫০
ঘ) ১৮৬০
উত্তর: খ) ১৮৪০

৫৬। রোদ্যাঁর মৃত্যু সাল কত?
ক) ১৯০৭
খ) ১৯১২
গ) ১৯১৭
ঘ) ১৯২০
উত্তর: গ) ১৯১৭

৫৭। ‘নরকের দুয়ার’ কার সৃষ্টি?
ক) পিকাসো
খ) রোদ্যাঁ
গ) দা ভিঞ্চি
ঘ) ভ্যান গগ
উত্তর: খ) রোদ্যাঁ

৫৮। ‘বাঘার্স অব ক্যালে’ কী ধরনের শিল্পকর্ম?
ক) চিত্রকলা
খ) সংগীত
গ) ভাস্কর্য
ঘ) নাটক
উত্তর: গ) ভাস্কর্য

৫৯। ‘চিন্তাবিদ’ কোন শিল্পীর কীর্তি?
ক) রোদ্যাঁ
খ) রবীন্দ্রনাথ
গ) গগনেন্দ্রনাথ
ঘ) অবনীন্দ্রনাথ
উত্তর: ক) রোদ্যাঁ

৬০। ‘আদম’ ও ‘ইভ’ কী ধরনের সৃষ্টি?
ক) উপন্যাস
খ) ভাস্কর্য
গ) নাটক
ঘ) কবিতা
উত্তর: খ) ভাস্কর্য

৬১। রোদ্যাঁ কাদের প্রতিকৃতি নির্মাণ করেন?
ক) বিজ্ঞানীদের
খ) সাহিত্যিকদের
গ) রাজনীতিবিদদের
ঘ) ক্রীড়াবিদদের
উত্তর: খ) সাহিত্যিকদের

৬২। ভিক্টর হুগো কে ছিলেন?
ক) বিজ্ঞানী
খ) চিত্রশিল্পী
গ) সাহিত্যিক
ঘ) দার্শনিক
উত্তর: গ) সাহিত্যিক

৬৩। শিব কীসের দেবতা?
ক) ধ্বংসের
খ) মঙ্গলের
গ) যুদ্ধের
ঘ) জ্ঞানের
উত্তর: খ) মঙ্গলের

৬৪। ‘ইতর’ শব্দের অর্থ কী?
ক) মহৎ
খ) ধনী
গ) নীচ
ঘ) সাহসী
উত্তর: গ) নীচ

৬৫। ‘কলারাজ্য’ বলতে কী বোঝায়?
ক) রাজনীতি
খ) বিজ্ঞান
গ) শিল্পকলার পরিমণ্ডল
ঘ) ধর্ম
উত্তর: গ) শিল্পকলার পরিমণ্ডল

৬৬। ‘অবতীর্ণ’ শব্দের অর্থ কী?
ক) আকাশে ওঠা
খ) নিচে নেমে আসা
গ) ঘুরে বেড়ানো
ঘ) বিলীন হওয়া
উত্তর: খ) নিচে নেমে আসা

৬৭। ‘মর্তবাসী’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) দেবতাদের
খ) দৈত্যদের
গ) পৃথিবীর মানুষ
ঘ) পশুপাখি
উত্তর: গ) পৃথিবীর মানুষ

৬৮। ‘রসাতল’ কী?
ক) স্বর্গ
খ) পাতাল
গ) নদী
ঘ) পর্বত
উত্তর: খ) পাতাল

৬৯। ‘গতায়াত’ শব্দের অর্থ কী?
ক) বসবাস
খ) যাতায়াত
গ) খাদ্য গ্রহণ
ঘ) বিচার
উত্তর: খ) যাতায়াত

৭০। ‘প্রবৃত্তি’ শব্দের অর্থ কী?
ক) ইচ্ছা
খ) শক্তি
গ) সম্পদ
ঘ) সৌন্দর্য
উত্তর: ক) ইচ্ছা

৭১। ‘অগত্যা’ শব্দের অর্থ কী?
ক) আনন্দে
খ) ইচ্ছায়
গ) বাধ্য হয়ে
ঘ) খেলাচ্ছলে
উত্তর: গ) বাধ্য হয়ে

৭২। ‘সুর তারায় চড়িয়ে রাখা’ বলতে কী বোঝায়?
ক) সুর নিচে নামানো
খ) সুর উচ্চ সপ্তকে রাখা
গ) তালে গাওয়া
ঘ) চুপ থাকা
উত্তর: খ) সুর উচ্চ সপ্তকে রাখা

৭৩। গীতিকবিতা কী ধরনের কবিতা?
ক) কাহিনিনির্ভর
খ) আত্মভাবপ্রধান
গ) নাট্যধর্মী
ঘ) ব্যঙ্গাত্মক
উত্তর: খ) আত্মভাবপ্রধান

৭৪। ‘রঙ্গভূমি’ কী?
ক) পাঠাগার
খ) মঞ্চ
গ) খেলার মাঠ
ঘ) আদালত
উত্তর: খ) মঞ্চ

৭৫। ‘স্বগতোক্তি’ বলতে কী বোঝায়?
ক) বক্তৃতা
খ) সংলাপ
গ) নিজের সঙ্গে কথা
ঘ) প্রশ্নোত্তর
উত্তর: গ) নিজের সঙ্গে কথা

৭৬। ‘পরার্থ’ শব্দের অর্থ কী?
ক) আত্মস্বার্থ
খ) পরোপকার
গ) লোভ
ঘ) হিংসা
উত্তর: খ) পরোপকার

৭৭। ‘নিষ্কাম কর্ম’ কী?
ক) লাভের আশায় কাজ
খ) ফলের আশা ছাড়া কাজ
গ) অলসতা
ঘ) অন্যায়
উত্তর: খ) ফলের আশা ছাড়া কাজ

৭৮। ‘মোক্ষলাভ’ বলতে কী বোঝায়?
ক) সম্পদ লাভ
খ) রাজ্য লাভ
গ) আত্মার মুক্তি
ঘ) শক্তি অর্জন
উত্তর: গ) আত্মার মুক্তি

৭৯। ‘জীবাত্মা’ কী?
ক) দেহ
খ) মন
গ) দেহস্থ আত্মা
ঘ) ঈশ্বর
উত্তর: গ) দেহস্থ আত্মা

৮০। ‘পরমাত্মা’ শব্দের অর্থ কী?
ক) মানুষ
খ) ঈশ্বর
গ) দেবতা
ঘ) আত্মীয়
উত্তর: খ) ঈশ্বর

৮১। ‘মনোরঞ্জন’ শব্দের অর্থ কী?
ক) কষ্ট
খ) আনন্দ
গ) যুদ্ধ
ঘ) লড়াই
উত্তর: খ) আনন্দ

৮২। ‘স্বধর্মচ্যুত’ বলতে কী বোঝায়?
ক) নিজের ধর্মে থাকা
খ) কর্তব্য পালন
গ) নিজের বৈশিষ্ট্য থেকে বিচ্যুত
ঘ) আত্মবিশ্বাস
উত্তর: গ) নিজের বৈশিষ্ট্য থেকে বিচ্যুত

৮৩। ‘খেলো করা’ মানে কী?
ক) গুরুত্ব দেওয়া
খ) অসার করা
গ) সম্মান করা
ঘ) পূজা করা
উত্তর: খ) অসার করা

৮৪। বৈশ্য কোন বর্ণের অন্তর্গত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: গ) তৃতীয়

৮৫। শূদ্র কোন বর্ণের অন্তর্ভুক্ত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: ঘ) চতুর্থ

৮৬। ‘মতিগতি’ বলতে কী বোঝায়?
ক) শক্তি
খ) ইচ্ছা ও প্রবণতা
গ) সৌন্দর্য
ঘ) গতি
উত্তর: খ) ইচ্ছা ও প্রবণতা

৮৭। ‘গলাধঃকরণ’ শব্দের অর্থ কী?
ক) দেখা
খ) স্পর্শ
গ) ভক্ষণ
ঘ) চিন্তা
উত্তর: গ) ভক্ষণ

৮৮। বাল্মীকি কোন গ্রন্থের রচয়িতা?
ক) মহাভারত
খ) রামায়ণ
গ) পুরাণ
ঘ) গীতা
উত্তর: খ) রামায়ণ

৮৯। বাল্মীকির যৌবনের নাম কী ছিল?
ক) নারদ
খ) রত্নাকর
গ) বশিষ্ঠ
ঘ) বিশ্বামিত্র
উত্তর: খ) রত্নাকর

৯০। কুশীলব বলতে কাদের বোঝায়?
ক) কবি
খ) অভিনেতা
গ) রাজা
ঘ) সৈনিক
উত্তর: খ) অভিনেতা

৯১। ‘যথাসর্বস্ব’ শব্দের অর্থ কী?
ক) সামান্য
খ) অর্ধেক
গ) সমস্ত কিছু
ঘ) কিছুই নয়
উত্তর: গ) সমস্ত কিছু

৯২। ‘কৌপীন’ বলতে কী বোঝায়?
ক) শার্ট
খ) ল্যাঙট
গ) পাগড়ি
ঘ) চাদর
উত্তর: খ) ল্যাঙট

৯৩। ‘শবচ্ছেদ’ বলতে কী বোঝায়?
ক) চিকিৎসা
খ) শবদেহ কেটে পরীক্ষা
গ) অপারেশন
ঘ) ঔষধ প্রয়োগ
উত্তর: খ) শবদেহ কেটে পরীক্ষা

৯৪। প্রমথ চৌধুরীর ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
ক) প্রবাসী
খ) সবুজপত্র
গ) ভারতবর্ষ
ঘ) বসুমতী
উত্তর: খ) সবুজপত্র

৯৫। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন বঙ্গাব্দে?
ক) ১৩২০
খ) ১৩২১
গ) ১৩২২
ঘ) ১৩২৩
উত্তর: গ) ১৩২২

৯৬। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি পরে কোন গ্রন্থে সংকলিত হয়?
ক) চার ইয়ারী কথা
খ) তেল-নুন-লকড়ি
গ) প্রবন্ধসংগ্রহ
ঘ) রায়তের কথা
উত্তর: গ) প্রবন্ধসংগ্রহ

৯৭। ‘প্রবন্ধসংগ্রহ’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯৪৬
খ) ১৯৫০
গ) ১৯৫২
ঘ) ১৯৫৫
উত্তর: গ) ১৯৫২

৯৮। প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের প্রধান উদ্দেশ্য কী?
ক) শিক্ষা দান করা
খ) সমাজ সংশোধন করা
গ) সকলকে আনন্দ দান করা
ঘ) মনোরঞ্জন করা
উত্তর: গ) সকলকে আনন্দ দান করা

৯৯। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য কী হয়ে পড়ে?
ক) উন্নত
খ) স্বধর্মচ্যুত
গ) আদর্শবান
ঘ) শক্তিশালী
উত্তর: খ) স্বধর্মচ্যুত

১০০। মানুষ সাহিত্যের রসাস্বাদন কীভাবে করে?
ক) অনিচ্ছায় ও বাধ্য হয়ে
খ) জোর করে
গ) স্বেচ্ছায় ও আনন্দে
ঘ) ভয়ে
উত্তর: গ) স্বেচ্ছায় ও আনন্দে

Related Posts

Leave a Comment