কাজী নজরুল ইসলামের “সাম্যবাদী” কবিতাটি ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত ‘সাম্যবাদী’ কাব্যের অন্তর্ভুক্ত। এ কবিতাটিতে বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এই পোস্টে সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।
সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর
১। বাঁশির কিশোর কে?
উত্তর: শ্রী কৃষ্ণ।
২। বুদ্ধদেব কোন বংশে জন্মগ্রহণ করেন?
উত্তর: শাক্য বংশে।
৩। ‘সাম্যবাদী’ কবিতায় বস্তুবাদী দার্শনিক ও মুনি কে?
উত্তর: চার্বাক।
৪। ‘সাম্যবাদী’ কবিতায় কবি কোন ধরনের মানবসমাজ গঠনে প্রত্যাশা করেছেন?
উত্তর: বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবসমাজ।
৫। জেরুজালেম কোথায় অবস্থিত?
উত্তর: বর্তমান ফিলিস্তিনে অবস্থিত।
৬। ‘দেউল’ শব্দের অর্থ কী?
উত্তর: দেবালয় বা মন্দির।
৭। কীসের দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে?
উত্তর: ধর্ম-বর্ণ ও গোষ্ঠীর।
৮। আরব-দুলাল কাকে বলা হয়েছে?
উত্তর: হযরত মুহাম্মদ (স.)।
৯। মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পূণ্যস্থান কোনটি?
উত্তর: বায়তুল মোকাদ্দাস।
১০। ‘সাম্যবাদী’ কবিতায় কবি কিসের গান গেয়েছেন?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন।
১১। বেদ, আত্মা, পরলোকে আস্থাশীল ছিলেন না কে?
উত্তর: চার্বাক। তিনি বস্তুবাদী দার্শনিক ও মুনি ছিলেন।
১২। কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর: চীনা দার্শনিক।
১৩। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে-?
উত্তর: সুরাসুর।
১৪। ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ কার মুখনিঃসৃত বাণী?
উত্তর: শ্রীকৃষ্ণের।
১৫। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ সালে।
১৬। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয়?
উত্তর: বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের যুগাবতার বলা হয়।
১৭। মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে সমভাবে সম্মানিত পুণ্যস্থান কোনটি?
উত্তর: মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে সমভাবে সম্মানিত পুণ্যস্থান জেরুজালেম।
১৮। কোরানের সাম্য-গান কে গেয়েছেন?
উত্তর: কোরানের সাম্য-গান হযরত মুহাম্মদ (স.) গেয়েছেন।
১৯। ‘সাম্যবাদী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের নাম কবিতা।
২০। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: আবেস্তা।
২১। প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
উত্তর: ১৯১৪ খ্রি।
২২। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে।
২৩। আরব-দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?
উত্তর: আরব-দুলাল বন্দরে বসে আহ্বান শুনতেন।
২৪। ‘পণ্ডশ্রম’ অর্থ কী?
উত্তর: ‘পণ্ডশ্রম’ অর্থ বিফল পরিশ্রম।
২৫। কবির মতে সকল ধর্মগ্রন্থ ও মূলমন্ত্র কোথায় সংকলিত আছে?
উত্তর: মানুষের হৃদয়ের মধ্যে।
২৬। শ্রীমদ্ভগবদ্গীতা কার মুখনিঃসৃত বাণী?
উত্তর: শ্রীকৃষ্ণের।
২৭। কবি নজরুলের মতে মসজিদ, মন্দির, গির্জা বা অন্যান্য তীর্থ ক্ষেত্রের মতো পবিত্র বস্তু কী?
উত্তর: মানবহৃদয়।
২৮। সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার বই থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতার বই থেকে নেওয়া হয়েছে।
২৯। সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে?
উত্তর: সকল কেতাব ও কালের জ্ঞান মানুষের মধ্যে রয়েছে।
৩০। কীসের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই?
উত্তর: মানুষের হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
৩১। মানুষ পুঁথি ও কেতাব কোথায় বহন করে?
উত্তর: পেটে-পিঠে, কাঁধে ও মগজে।
৩২। ‘যুগাবতার’ কারা?
উত্তর: বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ।
৩৩। ‘সাম্যবাদী’ কবিতায় কয়টি ধর্মগ্রন্থের নাম আছে?
উত্তর: সাতটি।
৩৪। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষা কী?
উত্তর: জেন্দা।
৩৫। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই মতবাদকে কী বলে?
উত্তর: সাম্যবাদ।
৩৬। মানবের মহাবেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করলো?
উত্তর: বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব।
৩৭। শ্রীকৃষ্ণ কোন ধর্মের অনুসারীদের অবতার পুরুষ?
উত্তর: শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের অনুসারীদের অবতার পুরুষ।
৩৮। কে মহা-বেদনার ডাক শুনতেন?
উত্তর: শাক্যমুনি মহা-বেদনার ডাক শুনতেন।
৩৯। ‘নজরুল রচনাবলির’ কোন খন্ড থেকে ‘সাম্যবাদী’ কবিতাটি সংকলন করা হয়েছে?
উত্তর: প্রথম খণ্ড।
৪০। নিভৃত অন্তরালে বসে কে হাসছেন?
উত্তর: বিধাতা।
৪১। ‘নীলাচল’ শব্দের অর্থ কী?
উত্তর: জগন্নাথক্ষেত্র, নীলবর্ণযুক্ত পাহাড়।
৪২। বাঁশির কিশোর কে?
উত্তর: শ্রী কৃষ্ণ।
৪৩। বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক কে?
উত্তর: বৌদ্ধ ধর্মের প্রবর্তক ও প্রচারক গৌতম বুদ্ধ।
৪৪। ত্রিপিটক কাদের পবিত্র ধর্মগ্রন্থ?
উত্তর: বৌদ্ধ ধর্মানুসারীদের।
৪৫। বৃন্দাবন কোন ধর্মানুসারীদের পবিত্র স্থান?
উত্তর: হিন্দু ধর্মানুসারীদের।
৪৬। মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে সমভাবে সম্মানিত পুণ্যস্থান কোনটি?
উত্তর: মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে সমভাবে সম্মানিত পুণ্যস্থান জেরুজালেম।
৪৭। শ্রীমদ্ভগবদ্গীতা কার মুখনিঃসৃত বাণী?
উত্তর: শ্রীকৃষ্ণের।
৪৮। ‘নীলাচল’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর: নীল + অচল।
৪৯। কে মহা-বেদনার ডাক শুনতেন?
উত্তর: শাক্যমুনি মহা-বেদনার ডাক শুনতেন।
৫০। বায়তুল মোকাদ্দাস কোথায় অবস্থিত?
উত্তর: ফিলিস্তিনের জেরুজালেম শহরে।
৫১। কারা খোদার মিতা হলো?
উত্তর: মেষের রাখাল, নবীগণ।
Related Posts
- পন্ডশ্রম কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ) – ৮ম শ্রেণির বাংলা
- মাঝি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা
- সুচেতনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
- ময়নামতির চর কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন – ৭ম শ্রেণি
- ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৩ (সবগুলো ছকের সমাধান)