আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্পটি একটি প্রতীকী গল্প। এই পোস্টে রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম কত সালের কত তারিখে?
উত্তর: ১২ জানুয়ারি, ১৯৪৩ খ্রিষ্টাব্দে।
২। ‘রেইনকোট’ গল্পে লেখক প্রথমে কার সঙ্গে ইসহাকের তুলনা করেছেন-
উত্তর: মিলিটারির কর্নেলের সঙ্গে।
৩। নুরুল হুদার মেয়ের বয়স কত?
উত্তর: আড়াই বছর।
৪। আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুকাল-
উত্তর: ৪ জানুয়ারি, ১৯৯৭ খ্রিষ্টাব্দ।
৫। ‘যেতেই হবে?’ -উক্তিটি কার?
উত্তর: নুরুল হুদার স্ত্রীর।
৬। ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৫ সালে।
৭। নুরুল হুদার স্ত্রীর নাম কী?
উত্তর: নুরুল হুদার স্ত্রীর নাম আসমা।
৮। ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের নাম কী?
উত্তর: ড. আফাজ আহমদ।
৯। পাশের ফ্ল্যাটের গোলগাল শুনে মহিলা আসমাকে মিন্টুর কথা জিজ্ঞেস করে-
উত্তর: মিন্টু চলে যাওয়ার তিন দিন পরে।
১০। মিলিটারির আবির্ভাবের পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি পাল্টেছেন?
উত্তর: মিলিটারির আবির্ভাবের পর থেকে নুরুল হুদা চারবার বাড়ি পাল্টেছেন।
১১। পাকিস্তানের শরীরের কাঁটা কী?
উত্তর: শহিদ মিনার।
১২। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের সংখ্যা কত?
উত্তর: দুটি।
১৩। ‘রেইনকোট’ গল্পের কথক কে?
উত্তর: নুরুল হুদা।
১৪। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক?
উত্তর: কেমিস্ট্রি বিষয়ের শিক্ষক।
১৫। জিওগ্রাফির প্রফেসরের নাম কী?
উত্তর: আব্দুস সাত্তার মৃধা।
১৬। মিলিটারি ক্যাম্পটি কোথায় ছিল?
উত্তর: মিলিটারি ক্যাম্পটি কলেজের জিমন্যাশিয়ামে ছিল।
১৭। আসমার ভাইয়ের নাম-
উত্তর: মিন্টু।
১৮। ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপাল সময় করে গালাগালি করেন-
উত্তর: কলিগদের।
১৯। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থের সংখ্যা কত?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থের সংখ্যা ৫টি।
২০। নুরুল হুদার ছেলের বয়স কত?
উত্তর: নুরুল হুদার ছেলের বয়স পাঁচ বছর।
২১। ‘রেইনকোট’ গল্পে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: মুক্তিযোদ্ধাদের।
২২। আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ গ্রন্থ-
উত্তর: সংস্কৃতির ভাঙা সেতু।
২৩। বৃষ্টি শুরু হওয়ার আগে গুলির আওয়াজ আসছিল-
উত্তর: মিরপুর ব্রিজের দিক থেকে।
২৪। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ-
উত্তর: অন্য ঘরে অন্যস্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল।
২৫। ‘রেইনকোট’ গল্পে মিলিটারিরা প্রথমে কোন দিকে কামান তাক করেছিল?
উত্তর: এ দেশের সব শহিদ মিনারের দিকে।
২৬। নুরুল হুদা বাসা শিফট করেছে-
উত্তর: জুলাইয়ের পয়লা তারিখ।
২৭। ‘আব্বু তাহলে ওরা মুক্তিবাহিনী’ উক্তিটি কার?
উত্তর: নুরুল হুদার পাঁচ বছরের ছেলের।
২৮। কলেজের প্রিন্সিপাল পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল থেকে শহিদ মিনার সরানোর প্রস্তাব করেছিলেন-
উত্তর: কলেজের প্রিন্সিপাল।
২৯। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়-
উত্তর: মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর জন্য।
৩০। রেডিও-টেলিভিশনে হরদম বলছে-
উত্তর: সিচুয়েশন নর্মাল।
৩১। মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে চলে যায়?
উত্তর: মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু জুন মাসের ২৩ তারিখ চলে যায়।
৩২। কাদের সঙ্গে নুরুল হুদার আঁতাত রয়েছে?
উত্তর: ছদ্মবেশি কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাত রয়েছে, যারা মূলত মুক্তিযোদ্ধা।
৩৩। ‘রেইনকোট’ গল্পে লেখক প্রথমে কার সঙ্গে ইসহাকের তুলনা করেছেন-
উত্তর: মিলিটারির কর্নেলের সঙ্গে।
৩৪। ‘রেইনকোট’ গল্পে যুদ্ধের ভয়াবহতার প্রভাব কোথায় সবচেয়ে বেশি অনুভূত হয়?
উত্তর: সাধারণ মানুষের জীবনে।
৩৫। দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
উত্তর: প্রেসিডেন্ট।
৩৬। কিছুদিন বাদে কার ভাষণ শোনা যায়?
উত্তর: প্রেসিডেন্টের।
৩৭। নুরুল হুদার মগবাজারের ফ্ল্যাট বাসায় কামরা ছিল-
উত্তর: দুটি।
৩৮। মিলিটারি আসার পর থেকে সবাই তটস্থ থাকে-
উত্তর: ইসহাককে দেখে।
৩৯। ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের পিওন কে?
উত্তর: প্রিন্সিপালের পিওন ঘরে ঢোকে।
৪০। ‘রেইনকোট’ গল্পে কাকে তোয়াজ করতেন প্রিন্সিপাল?
উত্তর: উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল তোয়াজ করতেন।
৪১। নুরুল হুদার পেশাগত পরিচিতি কী?
উত্তর: প্রভাষক: করটিয়া সাদত কলেজ, টাঙ্গাইল; সহযোগী অধ্যাপক: বাংলা বিভাগ, জগন্নাথ কলেজ, ঢাকা; উপপরিচালক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর; অধ্যাপক: বাংলা বিভাগ, ঢাকা কলেজ।
৪২। পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল থেকে শহিদ মিনার সরানোর প্রস্তাব করেছিলেন কোন মাসে?
উত্তর: এপ্রিলের মাঝামাঝি।
৪৩। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থের সংখ্যা কত?
উত্তর: ৫টি।
৪৪। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস-
উত্তর: চিলে কোঠার সেপাই, খোয়াবনামা।
৪৫। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থের সংখ্যা কত?
উত্তর: ৫টি।