যৌবনের গান MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধে যৌবন মানে মানবতার সেবায় সর্বশক্তি দিয়ে এগিয়ে যাওয়া। এই শক্তিই জাতিকে বদলে দেয়, পৃথিবীকে বদলে দেয়, মানুষকে মহামানব করে তোলে। এই পোস্টে যৌবনের গান MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

যৌবনের গান MCQ

১। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন —
ক) কুষ্টিয়ায়
খ) চুরুলিয়া গ্রামে
গ) ত্রিশালে
ঘ) বর্ধমানে
উত্তর: খ) চুরুলিয়া গ্রামে

২। নজরুলের জন্মসনের বাংলা তারিখ —
ক) ১০ জ্যৈষ্ঠ ১৩০৭
খ) ১১ জ্যৈষ্ঠ ১৩০৬
গ) ১২ জ্যৈষ্ঠ ১৩০৫
ঘ) ১৩ জ্যৈষ্ঠ ১৩০৮
উত্তর: খ) ১১ জ্যৈষ্ঠ ১৩০৬

৩। নজরুল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) কুষ্টিয়া
খ) দিনাজপুর
গ) বর্ধমান
ঘ) চট্টগ্রাম
উত্তর: গ) বর্ধমান

৪। নজরুল শৈশবে কোন দলে যোগ দেন?
ক) নৌকা দল
খ) কীর্তন দল
গ) লাঠিখেলা দল
ঘ) লেটো গান দল
উত্তর: ঘ) লেটো গান দল

৫। নজরুল কোন স্কুলে পড়েছেন?
ক) কলকাতা হাই স্কুল
খ) দরিরামপুর হাই স্কুল
গ) বগুড়া হাই স্কুল
ঘ) নীলফামারী হাই স্কুল
উত্তর: খ) দরিরামপুর হাই স্কুল

৬। নজরুল সেনাবাহিনীতে যোগ দেন —
ক) ১৯১৫ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯২০ সালে
ঘ) ১৯২২ সালে
উত্তর: খ) ১৯১৭ সালে

৭। নজরুল কোন পল্টনে যোগ দিয়েছিলেন?
ক) রাজপুত পল্টন
খ) গুর্খা পল্টন
গ) বাংলা পল্টন
ঘ) পাঞ্জাব পল্টন
উত্তর: গ) বাংলা পল্টন

৮। নজরুল সাহিত্যচর্চা শুরু করেন কোথায়?
ক) কলকাতা
খ) করাচি
গ) ঢাকা
ঘ) ময়মনসিংহ
উত্তর: খ) করাচি

৯। নজরুলকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় কেন?
ক) দেশপ্রেমের জন্য
খ) সামাজিক অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য
গ) ব্যঙ্গ রচনার জন্য
ঘ) নাট্যসাহিত্যে অবদানের জন্য
উত্তর: খ) সামাজিক অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য

১০। নজরুল কোন রোগে বাকশক্তি হারান?
ক) যক্ষ্মা
খ) ক্যানসার
গ) দুরারোগ্য স্নায়ুরোগ
ঘ) হৃদরোগ
উত্তর: গ) দুরারোগ্য স্নায়ুরোগ

১১। বাংলাদেশ নজরুলকে নাগরিকত্ব প্রদান করে —
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৬ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তর: ক) ১৯৭২ সালে

১২। বাংলাদেশ নজরুলকে কোন মর্যাদায় ভূষিত করে?
ক) জাতীয় শিক্ষক
খ) জাতীয় কবি
গ) স্বাধীনতা কবি
ঘ) জনকবি
উত্তর: খ) জাতীয় কবি

১৩। নজরুলের কোনটি কাব্যগ্রন্থ?
ক) পালা গীতি
খ) অগ্নি-বীণা
গ) সোনার তরী
ঘ) মহুয়া
উত্তর: খ) অগ্নি-বীণা

১৪। নিচের কোনটি নজরুলের কাব্য নয়?
ক) বিষের বাঁশি
খ) সিন্ধু-হিন্দোল
গ) চক্রবাক
ঘ) সোনার তরী
উত্তর: ঘ) সোনার তরী

১৫। নিচের কোনটি নজরুলের গল্প/উপন্যাস?
ক) ব্যথার দান
খ) অগ্নিবীণা
গ) রুদ্র-মঙ্গল
ঘ) যুগবাণী
উত্তর: ক) ব্যথার দান

১৬। নজরুলের কোনটি প্রবন্ধগ্রন্থ?
ক) শিউলিমালা
খ) মৃত্যুক্ষুধা
গ) দুর্দিনের যাত্রী
ঘ) বিষের বাঁশি
উত্তর: গ) দুর্দিনের যাত্রী

১৭। নজরুলের উপন্যাস কোনটি?
ক) মৃত্যুক্ষুধা
খ) চক্রবাক
গ) রুদ্র-মঙ্গল
ঘ) প্রলয়-শিখা
উত্তর: ক) মৃত্যুক্ষুধা

১৮। নিচের কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়?
ক) সিন্ধু-হিন্দোল
খ) প্রলয়-শিখা
গ) শিউলিমালা
ঘ) ছায়ানট
উত্তর: গ) শিউলিমালা

১৯। ‘রাজবন্দীর জবানবন্দী’ —
ক) কবিতা
খ) গল্প
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) নাটক
উত্তর: গ) প্রবন্ধগ্রন্থ

২০। নজরুল মৃত্যুবরণ করেন —
ক) কলকাতায়
খ) আসানসোলে
গ) ময়মনসিংহে
ঘ) ঢাকায়
উত্তর: ঘ) ঢাকায়

২১। নজরুলের মৃত্যু তারিখ —
ক) ২৮ আগস্ট ১৯৭৫
খ) ২৯ আগস্ট ১৯৭৬
গ) ৩০ আগস্ট ১৯৭৫
ঘ) ২৬ আগস্ট ১৯৭৬
উত্তর: খ) ২৯ আগস্ট ১৯৭৬

২২। নজরুলকে কোথায় সমাহিত করা হয়?
ক) সোহরাওয়ার্দী উদ্যান
খ) শাহবাগ
গ) ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে
ঘ) কবি নজরুল কলেজ প্রাঙ্গণে
উত্তর: গ) ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে

২৩। ‘লেটো গান’ কোন ধরনের দল?
ক) নাট্যদল
খ) কীর্তন-বহর
গ) পালাগান দল
ঘ) বাউলদল
উত্তর: গ) পালাগান দল

২৪। নজরুলের সাহিত্যচর্চার সূচনা হয় —
ক) দরিরামপুর
খ) চুরুলিয়া
গ) করাচি
ঘ) কলকাতা
উত্তর: গ) করাচি

২৫। লেখক নিজেকে কোন দলে অন্তর্ভুক্ত বলেছেন?
ক) কর্মী
খ) ধ্যানী
গ) বক্তা
ঘ) যোদ্ধা
উত্তর: খ) ধ্যানী

২৬। ‘বনের পাখির মতো স্বভাব’ — বাক্যটি লেখকের কোন বৈশিষ্ট্য বোঝায়?
ক) নাচ
খ) গান
গ) শিকার
ঘ) উড্ডয়ন
উত্তর: খ) গান

২৭। বায়স-ফিঙে কাকে তাড়া করে?
ক) চড়ুইকে
খ) গানের পাখিকে
গ) বককে
ঘ) জলকাককে
উত্তর: খ) গানের পাখিকে

২৮। বক্তৃতায় দিগ্বিজয়ী ব্যক্তিদের তুলনা করা হয়েছে—
ক) আকবরের সঙ্গে
খ) বখতিয়ার খিলজির সঙ্গে
গ) আলাউদ্দিন খিলজির সঙ্গে
ঘ) তিমুরের সঙ্গে
উত্তর: খ) বখতিয়ার খিলজির সঙ্গে

২৯। কবিদের বাক্যধারা কেমন বলা হয়েছে?
ক) বজ্রের মতো
খ) ঝরনার মতো ক্ষীণ
গ) সমুদ্রের ঢেউয়ের মতো
ঘ) ঝড়ের মতো প্রবল
উত্তর: খ) ঝরনার মতো ক্ষীণ

৩০। লেখকের চোখে ‘তারুণ্য’ কাকে বলা হয়েছে?
ক) অশান্ত মানুষ
খ) বিজয়প্রত্যাশী মানুষ
গ) তিমিরবিদারী শক্তিমান সত্তা
ঘ) যুদ্ধপ্রিয় মানুষ
উত্তর: গ) তিমিরবিদারী শক্তিমান সত্তা

৩১। ‘রঙের খেলা খেলিতে তাহার উদয়’ — এখানে ‘তাহার’ দ্বারা বোঝানো হয়েছে—
ক) চাঁদ
খ) তারুণ্য
গ) রজনী
ঘ) সমুদ্র
উত্তর: খ) তারুণ্য

৩২। যৌবন-সূর্য কোথায় অস্তমিত হয়?
ক) তরুণ অরুণের মাঝে
খ) দুঃখের রাত্রির লীলাভূমিতে
গ) সমুদ্র বুকে
ঘ) আকাশে
উত্তর: খ) দুঃখের রাত্রির লীলাভূমিতে

৩৩। লেখকের মতে তরুণদের প্রতি তাঁর প্রধান সম্বল—
ক) অভিজ্ঞতা
খ) সম্পদ
গ) অপরিসীম ভালোবাসা
ঘ) জ্ঞান
উত্তর: গ) অপরিসীম ভালোবাসা

৩৪। বার্ধক্যকে তিনি কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) মৃত্যুর সঙ্গে
খ) পুরাতন, মিথ্যা ও জড়তার সঙ্গে
গ) অগ্নির সঙ্গে
ঘ) শক্তির সঙ্গে
উত্তর: খ) পুরাতন, মিথ্যা ও জড়তার সঙ্গে

৩৫। কারা বৃদ্ধ নয়?
ক) জড় মানুষ
খ) সংস্কার আঁকড়ে থাকা লোক
গ) যাঁদের বার্ধক্যে যৌবন প্রদীপ্ত থাকে
ঘ) অলস মানুষ
উত্তর: গ) যাঁদের বার্ধক্যে যৌবন প্রদীপ্ত থাকে

৩৬। ‘মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন’ — কার ক্ষেত্রে বলা হয়েছে?
ক) তরুণের
খ) বৃদ্ধের
গ) শিশুর
ঘ) নারীর
উত্তর: খ) বৃদ্ধের

৩৭। ‘মার্তণ্ডপ্রায়’ শব্দটি ব্যবহৃত হয়েছে—
ক) তারুণ্যের তেজ বোঝাতে
খ) বৃষ্টি
গ) অন্ধকার
ঘ) সমুদ্র
উত্তর: ক) তারুণ্যের তেজ বোঝাতে

৩৮। লেখক তারুণ্য দেখেছেন—
ক) শুধু গ্রামে
খ) শুধু সৈনিকদের মাঝে
গ) আরব বেদুইন, সৈনিক, দুঃসাহসীদের মাঝে
ঘ) কেবল কবিদের মাঝে
উত্তর: গ) আরব বেদুইন, সৈনিক, দুঃসাহসীদের মাঝে

৩৯। কামাল-করিম-মুসোলিনি-সানইয়াত-লেনিন— কার শক্তির উদাহরণ?
ক) ধনসম্পদ
খ) রাজতন্ত্র
গ) তারুণ্য
ঘ) ধর্ম
উত্তর: গ) তারুণ্য

৪০। যারা গৌরীশৃঙ্গ ও কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে প্রাণ হারায়— তারা কার প্রতীক?
ক) পরাজয়ের
খ) দুর্বলতার
গ) নির্ভীক যৌবনের
ঘ) হতাশার
উত্তর: গ) নির্ভীক যৌবনের

৪১। ‘যৌবনের মাতৃরূপ’ কোথায় দেখা যায়?
ক) যুদ্ধক্ষেত্রে
খ) শোকবাহী দাহকাজে ও সেবায়
গ) ধনীদের প্রাসাদে
ঘ) মেলায়
উত্তর: খ) শোকবাহী দাহকাজে ও সেবায়

৪২। যৌবনের ধর্ম কী?
ক) অলসতা
খ) ভয়
গ) শক্তি, সাহস, উদারতা
ঘ) ভোগ
উত্তর: গ) শক্তি, সাহস, উদারতা

৪৩। যৌবন কাদের দেশ-জাতি-ধর্ম নেই?
ক) শিশুদের
খ) বৃদ্ধদের
গ) তরুণদের
ঘ) রোগীদের
উত্তর: গ) তরুণদের

৪৪। লেখক মুসলিম তরুণদের কী বলতে উৎসাহিত করেন?
ক) ইসলামই সবকিছু
খ) শুধু জাতি বড়
গ) ধর্ম ইসলাম, প্রাণের ধর্ম তারুণ্য
ঘ) দেশই প্রথম
উত্তর: গ) ধর্ম ইসলাম, প্রাণের ধর্ম তারুণ্য

৪৫। মহামানব কাদের বলা হয়েছে?
ক) বয়স্কদের
খ) যারা জ্ঞানী
গ) যারা জাতি-ধর্ম-কাল অতিক্রম করেছেন
ঘ) যারা রাজা
উত্তর: গ) যারা জাতি-ধর্ম-কাল অতিক্রম করেছেন

৪৬। পুরনো ধর্ম অট্টালিকা ভেঙে ফেলার কারণ—
ক) সৌন্দর্য বৃদ্ধি
খ) অনেক খরচ
গ) তা চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হতে পারে
ঘ) বিদেশি প্রভাব
উত্তর: গ) তা চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হতে পারে

৪৭। জীর্ণ ঘর ভেঙে নতুন করে গড়ার দুঃসাহস কার থাকে?
ক) বৃদ্ধের
খ) ভীরুর
গ) কেবল তরুণের
ঘ) অলসের
উত্তর: গ) কেবল তরুণের

৪৮। খোদার দেওয়া পৃথিবীর নিয়ামত ভোগ না করলে—
ক) খোদা রুষ্ট হবেন
খ) মানুষ অসুস্থ হবে
গ) দারিদ্র্য আসবে
ঘ) বৃষ্টি কমবে
উত্তর: ক) খোদা রুষ্ট হবেন

৪৯। খোদা হাত দিয়েছেন কেন?
ক) ভিক্ষা করার জন্য
খ) শ্রম না করার জন্য
গ) বেহেশতি চিজ অর্জনের জন্য
ঘ) যুদ্ধ করার জন্য
উত্তর: গ) বেহেশতি চিজ অর্জনের জন্য

৫০। লেখকের মতে পৃথিবী গড়বে কারা?
ক) রাজারা
খ) ধনী ব্যক্তিরা
গ) তরুণেরা
ঘ) বৃদ্ধ পণ্ডিতরা
উত্তর: গ) তরুণেরা

৫১। মানুষ জড় হয়ে যায় কেন?
ক) বয়স কম হলে
খ) অতিরিক্ত অভ্যাস ও সংস্কার আঁকড়ে থাকলে
গ) পড়াশোনা কম করলে
ঘ) বেশি ঘুমালে
উত্তর: খ) অতিরিক্ত অভ্যাস ও সংস্কার আঁকড়ে থাকলে

৫২। ‘অতী জ্ঞানের অগ্নিমান্দ্য’ বোঝায়—
ক) অজ্ঞতা
খ) বেশি জ্ঞানেই হজম না হওয়া
গ) জ্ঞানচর্চা
ঘ) বই পড়া
উত্তর: খ) বেশি জ্ঞানেই হজম না হওয়া

৫৩। ‘সংস্কারাতীত’ শব্দের অর্থ—
ক) মেরামতযোগ্য
খ) মেরামত অযোগ্য
গ) আধুনিক
ঘ) উন্নত
উত্তর: খ) মেরামত অযোগ্য

৫৪। কারা বিভ্রান্ত হয়ে দ্বার রুদ্ধ করে রাখে?
ক) শিশুরা
খ) তরুণেরা
গ) বৃদ্ধেরা
ঘ) শিক্ষকরা
উত্তর: গ) বৃদ্ধেরা

৫৫। ‘জীর্ণ পুঁথি চাপা পড়িয়া নাভিশ্বাস’ — কার ক্ষেত্রে ব্যবহৃত?
ক) জ্ঞানী শিশু
খ) বয়স্ক পণ্ডিত
গ) বৃদ্ধ জড় মানুষ
ঘ) সৈনিক
উত্তর: গ) বৃদ্ধ জড় মানুষ

৫৬। লেখক তারুণ্যকে কী হিসেবে দেখেন?
ক) অহংকার
খ) ভয়
গ) আলোর দেবতা
ঘ) মায়ার প্রতীক
উত্তর: গ) আলোর দেবতা

৫৭। যৌবনের সীমা কী?
ক) ধনসম্পদ
খ) বংশ
গ) শক্তি ও দুঃসাহস
ঘ) বয়স
উত্তর: গ) শক্তি ও দুঃসাহস

৫৮। তারুণ্যের জয়-মুকুট কাদের?
ক) দুর্বলদের
খ) অলসদের
গ) যারা শক্তিশালী, তেজী, অসীম উৎসাহী
ঘ) যারা রোগী
উত্তর: গ) যারা শক্তিশালী, তেজী, অসীম উৎসাহী

৫৯। ‘তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে’— এখানে তারুণ্য বোঝানো হয়েছে—
ক) অস্ত্রে
খ) বয়সে
গ) সাহস ও শক্তিতে
ঘ) ভয়ভীতিতে
উত্তর: গ) সাহস ও শক্তিতে

৬০। যে তরুণরা সমুদ্রের অতলে রত্ন আহরণ করতে গিয়ে মারা যায়— তারা কার উদাহরণ?
ক) মূর্খতা
খ) হঠকারিতা
গ) দুঃসাহসী যৌবন
ঘ) উদাসীনতা
উত্তর: গ) দুঃসাহসী যৌবন

৬১। ‘মুরিদ যৌবনের’ — এর অর্থ—
ক) যৌবনের শত্রু
খ) যৌবনের দাস
গ) যৌবনের শিষ্য
ঘ) যৌবনের শিক্ষক
উত্তর: গ) যৌবনের শিষ্য

৬২। লেখকের মতে খোদা কী গ্রহণ করবেন না?
ক) শক্তি
খ) জ্ঞান
গ) ভিক্ষার মতো মিনতি
ঘ) পরিশ্রম
উত্তর: গ) ভিক্ষার মতো মিনতি

৬৩। তরুণের সাধনা কী হওয়া উচিত?
ক) পুরনো পৃথিবী মেনে নেওয়া
খ) সবকিছু ছেড়ে দেওয়া
গ) পৃথিবীকে নিজের মতো করে গড়ে নেওয়া
ঘ) নিজেকে দূরে রাখা
উত্তর: গ) পৃথিবীকে নিজের মতো করে গড়ে নেওয়া

৬৪। ‘দ্বিধা’ শব্দের অর্থ —
ক) ক্রোধ
খ) সংকোচ
গ) উচ্ছ্বাস
ঘ) আনন্দ
উত্তর: খ) সংকোচ

৬৫। ‘রুধির ধারা’ বলতে বোঝায় —
ক) নদীর পানি
খ) অশ্রু
গ) রক্তপ্রবাহ
ঘ) বাতাস
উত্তর: গ) রক্তপ্রবাহ

৬৬। ‘অলক্ষ্যে’ শব্দের অর্থ —
ক) সামনে
খ) দৃষ্টির অগোচরে
গ) নিকটে
ঘ) মাঝখানে
উত্তর: খ) দৃষ্টির অগোচরে

৬৭। ‘বায়স’ শব্দের অর্থ —
ক) ঘুঘু
খ) কবুতর
গ) কাক
ঘ) শালিক
উত্তর: গ) কাক

৬৮। ‘বেচারা গানের পাখি’ বলতে বোঝানো হয়েছে —
ক) টিয়া
খ) কোকিল
গ) ঘুঘু
ঘ) ময়না
উত্তর: খ) কোকিল

৬৯। ‘চঞ্চু’ শব্দের অর্থ —
ক) ডানা
খ) ঠোঁট
গ) চোখ
ঘ) নখ
উত্তর: খ) ঠোঁট

৭০। ‘অলসতন্দ্রা’ কী বোঝায়?
ক) অতিরিক্ত আনন্দ
খ) অতিরিক্ত ক্ষুধা
গ) আলস্য থেকে সৃষ্ট ঘুম
ঘ) ভয়
উত্তর: গ) আলস্য থেকে সৃষ্ট ঘুম

৭১। ‘মোহনিদ্রা’ শব্দের অর্থ —
ক) পূর্ণ সুস্থতা
খ) গভীর আসক্তির ঘুম
গ) তন্দ্রাভঙ্গ
ঘ) জাগরণ
উত্তর: খ) গভীর আসক্তির ঘুম

৭২। ‘দৈব’ শব্দের অর্থ —
ক) দুঃখজনক
খ) আকস্মিক
গ) বিলম্বিত
ঘ) বিপজ্জনক
উত্তর: খ) আকস্মিক

৭৩। ‘পরিক্রমণ’ বলতে বোঝায় —
ক) লেখা
খ) প্রদক্ষিণ
গ) বিশ্রাম
ঘ) পতন
উত্তর: খ) প্রদক্ষিণ

৭৪। ‘ভরা-ভাদরে’ বলতে বোঝায় —
ক) শুষ্ক অবস্থা
খ) খরা
গ) পরিপূর্ণ ভাদ্রে
ঘ) শীতকাল
উত্তর: গ) পরিপূর্ণ ভাদ্রে

৭৫। ‘অগোচরে’ শব্দের অর্থ —
ক) সামনে
খ) বাইরে
গ) চোখের বাইরে
ঘ) ওপরে
উত্তর: গ) চোখের বাইরে

৭৬। ‘না-ওয়াকিফ’ অর্থ —
ক) অভিজ্ঞ
খ) অনভিজ্ঞ
গ) ধনী
ঘ) বুদ্ধিমান
উত্তর: খ) অনভিজ্ঞ

৭৭। ‘কমবক্তা’ বলতে বোঝায় —
ক) রাগী ব্যক্তি
খ) অল্পভাষী
গ) অলস ব্যক্তি
ঘ) অসভ্য
উত্তর: খ) অল্পভাষী

৭৮। বখতিয়ার খিলজি ছিলেন —
ক) কবি
খ) সেনানায়ক
গ) ব্যবসায়ী
ঘ) দার্শনিক
উত্তর: খ) সেনানায়ক

৭৯। বখতিয়ার খিলজি আক্রমণ করেন —
ক) ঢাকা
খ) নদীয়া
গ) কাশ্মীর
ঘ) কেরালা
উত্তর: খ) নদীয়া

৮০। লক্ষ্মণ সেন ছিলেন —
ক) গুপ্ত বংশের রাজা
খ) সেন বংশের শেষ রাজা
গ) পাল বংশের প্রতিষ্ঠাতা
ঘ) কাশ্মীরের রাজা
উত্তর: খ) সেন বংশের শেষ রাজা

৮১। ‘অভিভূত’ শব্দের অর্থ —
ক) দুঃখিত
খ) ভীত
গ) ভাবাবিষ্ট
ঘ) অস্থির
উত্তর: গ) ভাবাবিষ্ট

৮২। ‘ছন্দের দুকুল’ বলতে বোঝায় —
ক) দুই নদীর মাঝ
খ) দুই পথ
গ) ভাব ও ভাষা
ঘ) চন্দ্র-সূর্য
উত্তর: গ) ভাব ও ভাষা

৮৩। ‘জবাকুসুমসঙ্কাশ’ অর্থ —
ক) চাঁদের মতো
খ) জবাফুলের মতো
গ) সূর্যের মতো
ঘ) পানির মতো
উত্তর: খ) জবাফুলের মতো

৮৪। ‘প্রথম জাগরণ-প্রভাতে’ বোঝায় —
ক) রাত্রি
খ) দুপুর
গ) সচেতনতার শুরু
ঘ) ঝড়
উত্তর: গ) সচেতনতার শুরু

৮৫। ‘তিমিরবিদারী’ বলতে বোঝায় —
ক) চাঁদ
খ) রাত
গ) সূর্য
ঘ) তারা
উত্তর: গ) সূর্য

৮৬। ‘আলোর দেবতা’ বলতে বোঝায় —
ক) মঙ্গল
খ) বৃহস্পতি
গ) সূর্য
ঘ) ধ্রুবতারা
উত্তর: গ) সূর্য

৮৭। ‘তিমিরকুন্তলা’ অর্থ —
ক) পূর্ণ সূর্য
খ) অন্ধকার যার চুল
গ) আলো
ঘ) শব্দ
উত্তর: খ) অন্ধকার যার চুল

৮৮। ‘লীলাভূমি’ বলতে বোঝায় —
ক) খেলার মাঠ
খ) বিচারালয়
গ) ক্রীড়াক্ষেত্র/বিচরণস্থান
ঘ) নদী
উত্তর: গ) ক্রীড়াক্ষেত্র/বিচরণস্থান

৮৯। ‘জীর্ণ পুঁথি’ বোঝায় —
ক) নতুন বই
খ) জাদুঘর
গ) প্রথার চাপ
ঘ) মন্দির
উত্তর: গ) প্রথার চাপ

৯০। ‘নাভিশ্বাস’ অর্থ —
ক) স্বাভাবিক নিঃশ্বাস
খ) দ্রুত হাঁটাহাঁটি
গ) মৃত্যুকালীন শ্বাসকষ্ট
ঘ) দৌড়
উত্তর: গ) মৃত্যুকালীন শ্বাসকষ্ট

৯১। ‘অগ্নিমান্দ্য’ বলতে বোঝায় —
ক) অতিরিক্ত ক্ষুধা
খ) ক্ষুধামন্দা/অজীর্ণতা
গ) শক্তি বৃদ্ধি
ঘ) আনন্দ
উত্তর: খ) ক্ষুধামন্দা/অজীর্ণতা

৯২। ‘উর্দি’ বলতে বোঝায় —
ক) জুতা
খ) টুপি
গ) নির্দিষ্ট পোশাক
ঘ) বর্ম
উত্তর: গ) নির্দিষ্ট পোশাক

৯৩। ‘জীর্ণাবরণ’ অর্থ —
ক) নতুন পোশাক
খ) ক্ষতবিক্ষত শরীর
গ) পুরনো পোশাক
ঘ) দুর্বলতা
উত্তর: গ) পুরনো পোশাক

৯৪। ‘মার্তণ্ডপ্রায়’ বলতে বোঝায় —
ক) চাঁদের মতো
খ) সূর্যের মতো
গ) বৃষ্টির মতো
ঘ) কুয়াশার মতো
উত্তর: খ) সূর্যের মতো

৯৫। কালাপাহাড় ছিলেন —
ক) দার্শনিক
খ) কবি
গ) মুসলিম যোদ্ধা
ঘ) বৌদ্ধ ভিক্ষু
উত্তর: গ) মুসলিম যোদ্ধা

৯৬। কালাপাহাড় আক্রমণ করেন —
ক) মথুরা
খ) পুরী
গ) বরোদা
ঘ) ত্রিপুরা
উত্তর: খ) পুরী

৯৭। কামাল আতাতুর্ক ছিলেন —
ক) কবি
খ) রুশ রাজা
গ) তুরস্কের জনক
ঘ) চীনা সেনাপতি
উত্তর: গ) তুরস্কের জনক

৯৮। আতাতুর্ক কোন সংস্কার আনেন?
ক) বানান সংস্কার
খ) নারীর সমান অধিকার
গ) গণপরিবহন
ঘ) টোল কর
উত্তর: খ) নারীর সমান অধিকার

৯৯। মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
ক) জার্মানি
খ) ইতালি
গ) ফ্রান্স
ঘ) রাশিয়া
উত্তর: খ) ইতালি

১০০। মুসোলিনি কোন মতবাদের নেতা ছিলেন?
ক) সাম্যবাদ
খ) উদারবাদ
গ) ফ্যাসিবাদ
ঘ) পুঁজিবাদ
উত্তর: গ) ফ্যাসিবাদ

১০১। মুসোলিনি আক্রমণ করেন —
ক) আফগানিস্তান
খ) আবিসিনিয়া
গ) ফ্রান্স
ঘ) স্পেন
উত্তর: খ) আবিসিনিয়া

১০২। সান-ইয়াত-সেন ছিলেন —
ক) রুশ নেতা
খ) চীনের বিপ্লবী
গ) তুরস্কের সৈন্য
ঘ) জাপানের রাজা
উত্তর: খ) চীনের বিপ্লবী

১০৩। সান-ইয়াত-সেন নেতৃত্ব দেন —
ক) চীনা প্রজাতন্ত্র
খ) কোরীয় সাম্রাজ্য
গ) অটোমান সাম্রাজ্য
ঘ) গ্রীস
উত্তর: ক) চীনা প্রজাতন্ত্র

১০৪। লেনিন ছিলেন —
ক) চীনের রাষ্ট্রপতি
খ) প্রথম মার্কসবাদী বিপ্লবী
গ) ফরাসি দার্শনিক
ঘ) ভারতীয় লেখক
উত্তর: খ) প্রথম মার্কসবাদী বিপ্লবী

১০৫। লেনিন নেতৃত্ব দেন —
ক) ফরাসি বিপ্লব
খ) রুশ বিপ্লব ১৯১৭
গ) আমেরিকান বিপ্লব
ঘ) চীনা বিপ্লব
উত্তর: খ) রুশ বিপ্লব ১৯১৭

১০৬। লেনিন কী জাতীয়করণ করেন?
ক) স্কুল
খ) ব্যাংক ও সম্পত্তি
গ) থিয়েটার
ঘ) নৌবাহিনী
উত্তর: খ) ব্যাংক ও সম্পত্তি

১০৭। ‘নীল মঞ্জুষার মণি’ বলতে বোঝায় —
ক) সবুজ পাথর
খ) সমুদ্রের মূল্যবান রত্ন
গ) নীল কাপড়
ঘ) কাঁচের দানা
উত্তর: খ) সমুদ্রের মূল্যবান রত্ন

১০৮। ‘যৌবনের মাতৃরূপ’ বোঝায় —
ক) রাগ
খ) অহং
গ) কোমল সেবা
ঘ) দুর্বলতা
উত্তর: গ) কোমল সেবা

১০৯। ‘মুরিদ’ শব্দের অর্থ —
ক) শিক্ষক
খ) বন্ধু
গ) শিষ্য
ঘ) অতিথি
উত্তর: গ) শিষ্য

১১০। ‘সংস্কারাতীত’ অর্থ —
ক) সহজেই ঠিক করা যায়
খ) মেরামত অসম্ভব
গ) দামী
ঘ) দ্রুত বর্ধনশীল
উত্তর: খ) মেরামত অসম্ভব

১১১। ‘নিয়ামত’ শব্দের অর্থ —
ক) কষ্ট
খ) ধন-সম্পদ/অনুগ্রহ
গ) রোগ
ঘ) ঝড়
উত্তর: খ) ধন-সম্পদ/অনুগ্রহ

১১২। কালাপাহাড় মূলত ছিলেন —
ক) মুসলিম পরিবারে জন্ম
খ) ব্রাহ্মণ থেকে ধর্মান্তরিত
গ) রাজপুত পরিবারের ছেলে
ঘ) চীনা বংশোদ্ভূত
উত্তর: খ) ব্রাহ্মণ থেকে ধর্মান্তরিত

১১৩। কাজল-কালো ধ্বংসের প্রতীক হিসেবে পরিচিত ঐতিহাসিক ব্যক্তি —
ক) আতাতুর্ক
খ) লেনিন
গ) কালাপাহাড়
ঘ) মুসোলিনি
উত্তর: গ) কালাপাহাড়

১১৪। কাজী নজরুল ইসলাম ‘যৌবনের গান’-এ কাকে জীবনের গতিশীল শক্তি হিসেবে দেখিয়েছেন?
ক) শৈশব
খ) কৈশোর
গ) যৌবন
ঘ) বার্ধক্য
উত্তর: গ) যৌবন

১১৫। নিচের কোনটি যৌবনের বৈশিষ্ট্য নয়?
ক) দুর্বার উদ্দীপনা
খ) ক্লান্তিহীন উদ্যম
গ) জড়তা ও রক্ষণশীলতা
ঘ) অফুরন্ত প্রাণচঞ্চলতা
উত্তর: গ) জড়তা ও রক্ষণশীলতা

১১৬। কবির মতে যৌবন কীকে তুচ্ছ করে এগিয়ে যায়?
ক) বন্ধুত্বকে
খ) মৃত্যুকে
গ) সম্পদকে
ঘ) সীমাবদ্ধতাকে
উত্তর: খ) মৃত্যুকে

১১৭। কবির মতে কোনটি সমাজের প্রাণবন্ত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে?
ক) উদ্যম
খ) রক্ষণশীলতা ও জড়তা
গ) নতুন চিন্তা
ঘ) উদারতা
উত্তর: খ) রক্ষণশীলতা ও জড়তা

১১৮। যৌবন কোন বাঁধন মানে না বলে উল্লেখ করেছেন কবি?
ক) প্রকৃতির
খ) সমাজ-রাজনীতি
গ) দেশ-জাতি-কাল ও ধর্মের
ঘ) পরিবার-পরিজনের
উত্তর: গ) দেশ-জাতি-কাল ও ধর্মের

১১৯। বিপন্ন মানবতার পাশে যৌবন কী ভূমিকা পালন করে?
ক) দর্শক হয়ে থাকে
খ) দূরে সরে যায়
গ) সেবাব্রতী ভূমিকা নেয়
ঘ) উপদেশ দেয়
উত্তর: গ) সেবাব্রতী ভূমিকা নেয়

১২০। কবির আহ্বান মতে যৌবনকে কী ধ্বংস করতে হবে?
ক) পুরোনো মানবতা
খ) জীর্ণ পুরানো সংস্কার
গ) নতুন উদ্যম
ঘ) যৌবনের অহংকার
উত্তর: খ) জীর্ণ পুরানো সংস্কার

১২১। যৌবনকে কবি কোন পথে এগিয়ে যেতে বলেছেন?
ক) অতীত চিন্তার পথে
খ) জড় সংস্কারের পথে
গ) আনন্দ-বিলাসের পথে
ঘ) নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে
উত্তর: ঘ) নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে

Related Posts

Leave a Comment