কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নি-বীণা থেকে সংকলিত এবং এটি বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। এই কবিতার মাধ্যমে রবীন্দ্রযুগে এক নতুন, শক্তিশালী ও স্বতন্ত্র কবিকণ্ঠের আবির্ভাব ঘটে। এই পোস্টে বিদ্রোহী কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
বিদ্রোহী কবিতার mcq
১। কাজী নজরুল ইসলামকে কী নামে অভিহিত করা হয়?
ক) জাতীয় কবি
খ) বিদ্রোহী কবি
গ) বাংলাদেশের জাতীয় কবি
ঘ) সবগুলোই
উত্তর: ঘ) সবগুলোই
২। নজরুল কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯০
খ) ১৮৯৯
গ) ১৯০০
ঘ) ১৯১০
উত্তর: খ) ১৮৯৯
৩। নজরুলের জন্মতারিখ কোনটি?
ক) ২৪শে মে
খ) ২৪শে আগস্ট
গ) ২৯শে আগস্ট
ঘ) ১৫ই আগস্ট
উত্তর: ক) ২৪শে মে
৪। নজরুলের জন্মস্থান কোথায়?
ক) বাংলাদেশের চট্টগ্রাম
খ) ভারতের পশ্চিমবঙ্গ
গ) কলকাতা
ঘ) ঢাকা
উত্তর: খ) ভারতের পশ্চিমবঙ্গ
৫। কত বছর বয়সে নজরুল পিতাকে হারান?
ক) আট বছর
খ) দশ বছর
গ) বারো বছর
ঘ) পনেরো বছর
উত্তর: ক) আট বছর
৬। নজরুল কোথায় নিম্ন প্রাইমারি পাস করেন?
ক) গ্রামের মক্তব
খ) কলকাতার স্কুল
গ) ঢাকার স্কুল
ঘ) করাচির স্কুল
উত্তর: ক) গ্রামের মক্তব
৭। নজরুল কত বছর বয়সে লেটোর দলে যোগ দেন?
ক) দশ বছর
খ) বারো বছর
গ) পনেরো বছর
ঘ) আঠারো বছর
উত্তর: খ) বারো বছর
৮। লেটোর দলে নজরুল কী রচনা করতেন?
ক) উপন্যাস
খ) পালাগান
গ) প্রবন্ধ
ঘ) গান
উত্তর: খ) পালাগান
৯। নজরুল কোন যুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ) প্রথম বিশ্বযুদ্ধ
গ) স্বাধীনতা যুদ্ধ
ঘ) বঙ্গভঙ্গ আন্দোলন
উত্তর: খ) প্রথম বিশ্বযুদ্ধ
১০। নজরুল কোন পল্টনে যোগ দেন?
ক) ৪৯ নম্বর বাঙালি পল্টন
খ) ৪৯ নম্বর ইউরোপীয় পল্টন
গ) ৪৯ নম্বর মাদ্রাজ পল্টন
ঘ) ৪৯ নম্বর পাঞ্জাব পল্টন
উত্তর: ক) ৪৯ নম্বর বাঙালি পল্টন
১১। নজরুল কোথায় সৈনিক হিসেবে যান?
ক) কলকাতা
খ) করাচি
গ) ঢাকা
ঘ) দিল্লি
উত্তর: খ) করাচি
১২। নজরুল কোন পদে উন্নীত হন?
ক) ল্যান্স নায়েক
খ) হাবিলদার
গ) ক্যাপ্টেন
ঘ) মেজর
উত্তর: খ) হাবিলদার
১৩। নজরুল কবে কলকাতায় ফিরে আসেন?
ক) ১৯১৭ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯৩০ সালে
ঘ) ১৯৪০ সালে
উত্তর: খ) ১৯২০ সালে
১৪। কোন কবিতা প্রকাশিত হলে নজরুল ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাতি লাভ করেন?
ক) বিদ্রোহী
খ) অগ্নিবীণা
গ) সাম্যবাদী
ঘ) সর্বহারা
উত্তর: ক) বিদ্রোহী
১৫। ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) লাঙল
খ) বিজলী
গ) ধুমকেতু
ঘ) নবযুগ
উত্তর: খ) বিজলী
১৬। নজরুলকে বাংলাদেশে কী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক) জাতীয় কবি
খ) জাতীয় শিল্পী
গ) জাতীয় নেতা
ঘ) জাতীয় গায়ক
উত্তর: ক) জাতীয় কবি
১৭। নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
ক) গীতাঞ্জলি
খ) অগ্নি-বীণা
গ) সোনার তরী
ঘ) মানসী
উত্তর: খ) অগ্নি-বীণা
১৮। নিম্নের কোনটি নজরুলের কাব্য নয়?
ক) বিষের বাঁশি
খ) সাম্যবাদী
গ) সর্বহারা
ঘ) চোখের বালি
উত্তর: ঘ) চোখের বালি
১৯। কোন সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক) ১৯১৭
খ) ১৯২০
গ) ১৯২২
ঘ) ১৯২৫
উত্তর: খ) ১৯২০
২০। ভারত সরকার নজরুলকে কোন উপাধি দেন?
ক) পদ্মশ্রী
খ) পদ্মভূষণ
গ) ভারত রত্ন
ঘ) পদ্মবিভূষণ
উত্তর: খ) পদ্মভূষণ
২১। পদ্মভূষণ উপাধি কোন সালে দেওয়া হয়?
ক) ১৯৫০
খ) ১৯৬০
গ) ১৯৭০
ঘ) ১৯৭২
উত্তর: খ) ১৯৬০
২২। নজরুলকে কোন পুরস্কার দেওয়া হয়?
ক) একুশে পদক
খ) জগত্তারিণী স্বর্ণপদক
গ) উভয়ই
ঘ) কোনোটাই নয়
উত্তর: গ) উভয়ই
২৩। কোন সালে নজরুলকে বাংলাদেশে আনা হয়?
ক) ১৯৭০
খ) ১৯৭২
গ) ১৯৭৬
ঘ) ১৯৮০
উত্তর: খ) ১৯৭২
২৪। নজরুল কবে মৃত্যুবরণ করেন?
ক) ২৯শে আগস্ট, ১৯৭৬
খ) ২৯শে আগস্ট, ১৯৭২
গ) ২৪শে মে, ১৯৭৬
ঘ) ১৫ই আগস্ট, ১৯৭৬
উত্তর: ক) ২৯শে আগস্ট, ১৯৭৬
২৫। নজরুলের মৃত্যুস্থান কোথায়?
ক) কলকাতা
খ) ঢাকা
গ) করাচি
ঘ) দিল্লি
উত্তর: খ) ঢাকা
২৬। নজরুল কোন পত্রিকায় সম্পাদক ছিলেন?
ক) ধুমকেতু
খ) বিজলী
গ) লাঙল
ঘ) সবগুলোই
উত্তর: ঘ) সবগুলোই
২৭। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) বিষের বাঁশি
খ) অগ্নি-বীণা
গ) সাম্যবাদী
ঘ) সর্বহারা
উত্তর: খ) অগ্নি-বীণা
২৮। ‘বিদ্রোহী’ কবিতা অগ্নি-বীণা কাব্যগ্রন্থের কোন কবিতা?
ক) প্রথম কবিতা
খ) দ্বিতীয় কবিতা
গ) শেষ কবিতা
ঘ) মাঝের কবিতা
উত্তর: খ) দ্বিতীয় কবিতা
২৯। নজরুলের প্রথম সাহিত্যচর্চা কোথায় শুরু হয়?
ক) সেনাবাহিনীতে
খ) লেটোর দলে
গ) মক্তবে
ঘ) কলকাতায়
উত্তর: খ) লেটোর দলে
৩০। কবিতার প্রথম লাইনে কবি কী বলতে বলা হয়েছে?
ক) বল দুর্বল
খ) বল বীর
গ) বল শান্ত
ঘ) বল দয়ালু
উত্তর: খ) বল বীর
৩১। ‘উন্নত মম শির’ বলে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) মাথা নত করা
খ) মাথা উঁচু রাখা
গ) মাথা ঘোরানো
ঘ) মাথা লুকানো
উত্তর: খ) মাথা উঁচু রাখা
৩২। ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির’ বাক্যে কবি কী বলেছেন?
ক) হিমালয়ের শিখর তার শিরের কাছে নত
খ) তার শির হিমালয়ের শিখরের কাছে নত
গ) হিমালয়ের শিখর তার শিরের সমান
ঘ) তার শির হিমালয়ের চেয়ে উঁচু
উত্তর: ক) হিমালয়ের শিখর তার শিরের কাছে নত
৩৩। কবি নিজেকে কী বলে পরিচয় দিয়েছেন?
ক) চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস
খ) চিরশান্ত, সৌম্য, দয়ালু
গ) চিরদুর্বল, লজ্জিত, ভীরু
ঘ) চিরঅনুসারী, শান্তিপ্রিয়
উত্তর: ক) চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস
৩৪। ‘মহা-প্রলয়ের আমি নটরাজ’ বলে কবি নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক) বিষ্ণুর
খ) শিবের (নটরাজ)
গ) ব্রহ্মার
ঘ) ইন্দ্রের
উত্তর: খ) শিবের (নটরাজ)
৩৫। কবি নিজেকে কী বলে উল্লেখ করেছেন?
ক) আমি সাইক্লোন, আমি ধ্বংস
খ) আমি শান্তি, আমি সৃষ্টি
গ) আমি ফুল, আমি পাতা
ঘ) আমি নদী, আমি পাহাড়
উত্তর: ক) আমি সাইক্লোন, আমি ধ্বংস
৩৬। ‘আমি মানি না কো কোন আইন’ বাক্যে কবি কী প্রকাশ করেছেন?
ক) আইনের প্রতি সম্মান
খ) আইনের প্রতি অসম্মান ও বিদ্রোহ
গ) আইনের প্রতি ভয়
ঘ) আইনের প্রতি আনুগত্য
উত্তর: খ) আইনের প্রতি অসম্মান ও বিদ্রোহ
৩৭। ‘আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন’ বলে কবি নিজেকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) ধ্বংসাত্মক অস্ত্রের
খ) শান্তির প্রতীকের
গ) ফুলের
ঘ) পাখির
উত্তর: ক) ধ্বংসাত্মক অস্ত্রের
৩৮। ‘আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর’ বাক্যে কবি নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক) বিষ্ণুর
খ) শিবের
গ) ব্রহ্মার
ঘ) ইন্দ্রের
উত্তর: খ) শিবের
৩৯। ‘আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর’ বাক্যে কবি নিজেকে কার পুত্র বলে দাবি করেছেন?
ক) বিশ্ব বিধাতার বিদ্রোহী পুত্র
খ) শিবের পুত্র
গ) বিষ্ণুর পুত্র
ঘ) ব্রহ্মার পুত্র
উত্তর: ক) বিশ্ব বিধাতার বিদ্রোহী পুত্র
৪০। কবি নিজেকে কী বলে উল্লেখ করেছেন?
ক) আমি সৃষ্টি, আমি ধ্বংস
খ) আমি শুধু সৃষ্টি
গ) আমি শুধু ধ্বংস
ঘ) আমি কিছুই নই
উত্তর: ক) আমি সৃষ্টি, আমি ধ্বংস
৪১। ‘আমি ইন্দ্রাণী-সুত’ বলে কবি নিজেকে কার পুত্র বলেছেন?
ক) ইন্দ্রের পুত্র জয়ন্ত
খ) শিবের পুত্র
গ) বিষ্ণুর পুত্র
ঘ) ব্রহ্মার পুত্র
উত্তর: ক) ইন্দ্রের পুত্র জয়ন্ত
৪২। ‘আমি বেদুঈন, আমি চেঙ্গিস’ বাক্যে কবি নিজেকে কাদের সঙ্গে তুলনা করেছেন?
ক) যাযাবর ও যোদ্ধাদের
খ) শান্তিপ্রিয় লোকদের
গ) কবিদের
ঘ) সাধুদের
উত্তর: ক) যাযাবর ও যোদ্ধাদের
৪৩। ‘আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার’ বাক্যে কবি নিজেকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) বজ্র ও ওঙ্কার ধ্বনির
খ) ফুল ও পাতার
গ) নদী ও সমুদ্রের
ঘ) পাহাড় ও নদীর
উত্তর: ক) বজ্র ও ওঙ্কার ধ্বনির
৪৪। ‘আমি ইস্রাফিলের শিঙ্গার মহা-হুঙ্কার’ বলে কবি কীসের সঙ্গে নিজেকে তুলনা করেছেন?
ক) প্রলয়ের শিঙ্গার ধ্বনির
খ) শান্তির ধ্বনির
গ) গানের সুরের
ঘ) হাসির শব্দের
উত্তর: ক) প্রলয়ের শিঙ্গার ধ্বনির
৪৫। কবি নিজেকে ‘পিণাক-পাণির ডমরু ত্রিশূল’ বলে কার অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন?
ক) শিবের
খ) বিষ্ণুর
গ) ব্রহ্মার
ঘ) ইন্দ্রের
উত্তর: ক) শিবের
৪৬। ‘আমি চক্র ও মহাশঙ্খ’ বলে কবি কার অস্ত্রের সঙ্গে নিজেকে তুলনা করেছেন?
ক) বিষ্ণুর
খ) শিবের
গ) ব্রহ্মার
ঘ) গণেশের
উত্তর: ক) বিষ্ণুর
৪৭। কবি নিজেকে ‘ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য’ বলে কাদের সঙ্গে তুলনা করেছেন?
ক) কোপন মুনি ও তাঁর শিষ্যের
খ) শান্ত মুনির
গ) যোদ্ধাদের
ঘ) কবিদের
উত্তর: ক) কোপন মুনি ও তাঁর শিষ্যের
৪৮। ‘আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব’ বলে কবি কী করতে চান?
ক) বিশ্বকে পুড়িয়ে দিতে
খ) বিশ্বকে শান্তি দিতে
গ) বিশ্বকে ভালোবাসতে
ঘ) বিশ্বকে রক্ষা করতে
উত্তর: ক) বিশ্বকে পুড়িয়ে দিতে
৪৯। ‘আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস’ বলে কবি কার বেদনার সঙ্গে নিজেকে তুলনা করেছেন?
ক) বিধবার ক্রন্দনের
খ) ধনীর আনন্দের
গ) শিশুর হাসির
ঘ) যুবকের উৎসাহের
উত্তর: ক) বিধবার ক্রন্দনের
৫০। ‘আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া’ বলে কবি কীসের সঙ্গে নিজেকে তুলনা করেছেন?
ক) বিভিন্ন বায়ুর
খ) ফুলের
গ) পাখির
ঘ) নদীর
উত্তর: ক) বিভিন্ন বায়ুর
৫১। ‘আমি আকুল নিদাঘ-তিয়াসা’ বলে কবি কোন ঋতুর সঙ্গে নিজেকে তুলনা করেছেন?
ক) গ্রীষ্মের তৃষ্ণার
খ) বসন্তের
গ) বর্ষার
ঘ) শীতের
উত্তর: ক) গ্রীষ্মের তৃষ্ণার
৫২। ‘আমি অর্ফিয়াসের বাঁশরি’ বলে কবি নিজেকে কার বাঁশির সঙ্গে তুলনা করেছেন?
ক) গ্রিক পুরাণের অর্ফিয়াসের
খ) শ্যামের
গ) কৃষ্ণের
ঘ) শিবের
উত্তর: ক) গ্রিক পুরাণের অর্ফিয়াসের
৫৩। ‘আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ হাপিয়া’ বাক্যে কবি কী করেন?
ক) মহাকাশ জয় করেন
খ) রুষ্ট হয়ে মহাকাশে ছুটে যান
গ) শান্ত হন
ঘ) গান গান
উত্তর: খ) রুষ্ট হয়ে মহাকাশে ছুটে যান
৫৪। ‘আমি পরশুরামের কঠোর কুঠার’ বলে কবি কী করতে চান?
ক) নিঃক্ষত্রিয় করিব বিশ্ব
খ) ক্ষত্রিয়দের রক্ষা করবেন
গ) শান্তি আনবেন না
ঘ) যুদ্ধ করবেন না
উত্তর: ক) নিঃক্ষত্রিয় করিব বিশ্ব
৫৫। ‘আমি হল বলরাম-স্কন্ধে’ বলে কবি কার লাঙ্গলের সঙ্গে নিজেকে তুলনা করেছেন?
ক) বলরামের
খ) কৃষ্ণের
গ) পরশুরামের
ঘ) ভীমের
উত্তর: ক) বলরামের
৫৬। কবিতার শেষ লাইনে কবি নিজেকে কী বলে উল্লেখ করেছেন?
ক) চির-বিদ্রোহী বীর
খ) চিরশান্ত বীর
গ) চিরদুর্বল বীর
ঘ) চিরঅনুসারী বীর
উত্তর: ক) চির-বিদ্রোহী বীর
৫৭। ‘নেহারি’ শব্দের অর্থ কী?
ক) শোনে
খ) দেখে বা প্রত্যক্ষ করে
গ) লেখে
ঘ) গায়
উত্তর: খ) দেখে বা প্রত্যক্ষ করে
৫৮। ‘শির নেহারি… শিখর হিমাদ্রির’ বাক্যাংশের অর্থ কী?
ক) মাথা উঁচু করে হিমালয় দেখছে
খ) মস্তক নত করে হিমালয়ের শিখর পর্যন্ত দেখছে
গ) হিমালয়ের শিখরে মাথা রেখেছে
ঘ) হিমালয়ের দিকে তাকিয়ে আছে
উত্তর: খ) মস্তক নত করে হিমালয়ের শিখর পর্যন্ত দেখছে
৫৯। ‘মহাপ্রলয়’ বলতে কী বোঝায়?
ক) সৃষ্টির শুরু
খ) সৃষ্টির ধ্বংসকাল
গ) বসন্তকাল
ঘ) বর্ষাকাল
উত্তর: খ) সৃষ্টির ধ্বংসকাল
৬০। ‘নটরাজ’ কার আর এক নাম?
ক) বিষ্ণুর
খ) শিবের বা মহাদেবের
গ) ব্রহ্মার
ঘ) ইন্দ্রের
উত্তর: খ) শিবের বা মহাদেবের
৬১। ‘কানুন’ শব্দের অর্থ কী?
ক) গান
খ) আইন
গ) নাচ
ঘ) খেলা
উত্তর: খ) আইন
৬২। ‘টর্পেডো’ কী?
ক) ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র
খ) এক ধরনের বন্দুক
গ) তলোয়ার
ঘ) গদা
উত্তর: ক) ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র
৬৩। ‘ভীম’ শব্দের অর্থ কী?
ক) শান্ত
খ) ভয়ানক
গ) দুর্বল
ঘ) ছোট
উত্তর: খ) ভয়ানক
৬৪। ‘ধূর্জটি’ কার অন্য নাম?
ক) বিষ্ণুর
খ) শিবের
গ) ব্রহ্মার
ঘ) ইন্দ্রের
উত্তর: খ) শিবের
৬৫। ‘এলোকেশে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) এলানো চুল
খ) সুন্দর চুল
গ) ছোট চুল
ঘ) কালো চুল
উত্তর: ক) এলানো চুল
৬৬। ‘আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর’ বাক্যাংশের অর্থ কী?
ক) আমি বিশ্ব বিধাতার সাধারণ পুত্র
খ) আমি বিশ্ব বিধাতার বিদ্রোহী পুত্র
গ) আমি বিশ্ব বিধাতার বন্ধু
ঘ) আমি বিশ্ব বিধাতার শত্রু
উত্তর: খ) আমি বিশ্ব বিধাতার বিদ্রোহী পুত্র
৬৭। ‘নিশাবসান’ অর্থ কী?
ক) রাতের শুরু
খ) রাতের শেষ বা অবসান
গ) দিনের শুরু
ঘ) দিনের শেষ
উত্তর: খ) রাতের শেষ বা অবসান
৬৮। ‘ইন্দ্রানী সুত’ কে?
ক) ইন্দ্রের পুত্র জয়ন্ত
খ) শিবের পুত্র
গ) বিষ্ণুর পুত্র
ঘ) ব্রহ্মার পুত্র
উত্তর: ক) ইন্দ্রের পুত্র জয়ন্ত
৬৯। ‘বেদুঈন’ কোন জাতি?
ক) মোঙ্গল
খ) আরবদেশের যাযাবর জাতি
গ) তুর্কি
ঘ) পারস্য
উত্তর: খ) আরবদেশের যাযাবর জাতি
৭০। ‘চেঙ্গিস’ কে?
ক) মোঙ্গল যোদ্ধা ও সামরিক নেতা
খ) রোমান সম্রাট
গ) গ্রিক যোদ্ধা
ঘ) ভারতীয় রাজা
উত্তর: ক) মোঙ্গল যোদ্ধা ও সামরিক নেতা
৭১। ‘কুর্নিশ’ কী?
ক) যুদ্ধের অস্ত্র
খ) সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন
গ) গান
ঘ) নাচ
উত্তর: খ) সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন
৭২। ‘ঈশান-বিষাণে ওঙ্কার’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ঈশান কোণ থেকে শিঙায় ওঙ্কার ধ্বনি
খ) পূর্ব কোণ থেকে ধ্বনি
গ) দক্ষিণ কোণ থেকে ধ্বনি
ঘ) পশ্চিম কোণ থেকে ধ্বনি
উত্তর: ক) ঈশান কোণ থেকে শিঙায় ওঙ্কার ধ্বনি
৭৩। ‘ইস্রাফিলের শিঙ্গা’ কীসের সঙ্গে সম্পর্কিত?
ক) প্রলয়কালে কিয়ামত
খ) সৃষ্টির শুরু
গ) বসন্তের আগমন
ঘ) বর্ষার শুরু
উত্তর: ক) প্রলয়কালে কিয়ামত
৭৪। ‘পিণাক পাণির ডমরু ত্রিশূল’ কার?
ক) বিষ্ণুর
খ) শিবের
গ) ব্রহ্মার
ঘ) ইন্দ্রের
উত্তর: খ) শিবের
৭৫। ‘আমি চক্র ও মহাশঙ্খ’ কার হাতের অস্ত্র?
ক) শিবের
খ) বিষ্ণুর
গ) ব্রহ্মার
ঘ) গণেশের
উত্তর: খ) বিষ্ণুর
৭৬। ‘প্রণব নাদ’ কী?
ক) ওঙ্কার ধ্বনি
খ) ঢাকের শব্দ
গ) বাঁশির সুর
ঘ) গানের সুর
উত্তর: ক) ওঙ্কার ধ্বনি
৭৭। ‘দুর্বাসা’ কার জন্য পরিচিত?
ক) কোপন-স্বভাব বিশিষ্ট মুনি
খ) শান্ত মুনি
গ) যোদ্ধা মুনি
ঘ) গায়ক মুনি
উত্তর: ক) কোপন-স্বভাব বিশিষ্ট মুনি
৭৮। ‘বিশ্বামিত্র’ কে?
ক) ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভকারী ব্রহ্মর্ষি
খ) শুধু ক্ষত্রিয় রাজা
গ) শুধু ব্রাহ্মণ
ঘ) যোদ্ধা
উত্তর: ক) ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভকারী ব্রহ্মর্ষি
৭৯। ‘হুতাশী’ বলতে কী বোঝায়?
ক) হা হুতাশ করে যে
খ) হাসে যে
গ) গায় যে
ঘ) নাচে যে
উত্তর: ক) হা হুতাশ করে যে
৮০। ‘নিদাঘ’ অর্থ কী?
ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) শীত
ঘ) বর্ষা
উত্তর: খ) গ্রীষ্ম
৮১। ‘মরু নির্ঝর’ কী?
ক) মরুভূমির ঝরনা
খ) পাহাড়ের ঝরনা
গ) নদীর স্রোত
ঘ) সমুদ্রের ঢেউ
উত্তর: ক) মরুভূমির ঝরনা
৮২। ‘অর্ফিয়াস’ কে?
ক) গ্রিক পুরাণের গানের দেবতা
খ) রোমান যোদ্ধা
গ) ভারতীয় মুনি
ঘ) আরব যোদ্ধা
উত্তর: ক) গ্রিক পুরাণের গানের দেবতা
৮৩। ‘তান’ বলতে কী বোঝায়?
ক) সুরের বিস্তার
খ) নাচের ধরন
গ) গানের ধরন
ঘ) কবিতার ছন্দ
উত্তর: ক) সুরের বিস্তার
৮৪। ‘পাশরি’ অর্থ কী?
ক) মনে রাখি
খ) ভুলে যাই বা বিস্মৃত হওয়া
গ) দেখি
ঘ) শুনি
উত্তর: খ) ভুলে যাই বা বিস্মৃত হওয়া
৮৫। ‘হাবিয়া দোজখ’ কী?
ক) স্বর্গের একটি স্তর
খ) সাতটি দোজখের একটি, সবচেয়ে ভয়ানক দোজখ
গ) পৃথিবীর একটি অংশ
ঘ) সমুদ্রের নাম
উত্তর: খ) সাতটি দোজখের একটি, সবচেয়ে ভয়ানক দোজখ
৮৬। ‘পরশুরাম’ কে?
ক) বিষ্ণুর ষষ্ঠ অবতার
খ) শিবের অবতার
গ) ব্রহ্মার পুত্র
ঘ) ইন্দ্রের পুত্র
উত্তর: ক) বিষ্ণুর ষষ্ঠ অবতার
৮৭। ‘হল’ কী?
ক) তলোয়ার
খ) লাঙ্গল
গ) গদা
ঘ) ত্রিশূল
উত্তর: খ) লাঙ্গল
৮৮। ‘বলরাম’ কে?
ক) শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা
খ) শ্রীকৃষ্ণের ছোট ভাই
গ) পরশুরামের পুত্র
ঘ) বিষ্ণুর অবতার
উত্তর: ক) শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা
৮৯। ‘খড়গ’ কী?
ক) লাঙ্গল
খ) অস্ত্রবিশেষ (বলিদানে ব্যবহৃত)
গ) গদা
ঘ) ত্রিশূল
উত্তর: খ) অস্ত্রবিশেষ (বলিদানে ব্যবহৃত)
৯০। ‘কৃপাণ’ কী?
ক) তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্র
খ) লাঙ্গল
গ) গদা
ঘ) ত্রিশূল
উত্তর: ক) তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্র
৯১। ‘ঈশান-বিষাণে ওঙ্কার’ কোন কোণ থেকে উচ্চারিত?
ক) উত্তর-পূর্ব কোণ
খ) দক্ষিণ-পূর্ব কোণ
গ) উত্তর-পশ্চিম কোণ
ঘ) দক্ষিণ-পশ্চিম কোণ
উত্তর: ক) উত্তর-পূর্ব কোণ
৯২। ‘পিণাক পাণির’ কোন অস্ত্র?
ক) ধনুক
খ) ত্রিশূল
গ) গদা
ঘ) চক্র
উত্তর: ক) ধনুক
৯৩। ‘অর্ফিয়াস’ কোন পুরাণের?
ক) ভারতীয় পুরাণ
খ) গ্রিক পুরাণ
গ) আরবি পুরাণ
ঘ) মোঙ্গল পুরাণ
উত্তর: খ) গ্রিক পুরাণ
৯৪। ‘হাবিয়া দোজখ’ কোন ধর্মগ্রন্থে উল্লিখিত?
ক) রামায়ণ
খ) কোরআন
গ) মহাভারত
ঘ) বাইবেল
উত্তর: খ) কোরআন
আরও পড়ুনঃ বিদ্রোহী কবিতার মূলভাব ও ব্যাখ্যা লাইন বাই লাইন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
Related Posts
- আঠারো বছর বয়স কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী ব্যাখ্যা – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- সাহিত্যে খেলা প্রবন্ধের মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
- ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ব্যাখ্যা – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- পদ্মা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)