শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নর দিনগুলো’ কাহিনী বাংলাদেশের স্বাধীনতার জন্য তার নেতৃত্বের মূল্যবোধ ও অবদানের প্রতীক। এই পোস্টে বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন (জ্ঞানমূলক প্রশ্ন উত্তর) – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন সাহেব কিসের জন্য প্রস্তুত হচ্ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন সাহেব জেলের ভেতর অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
২. জেলের সুপারিনটেনডেন্টের নাম কী?
উত্তর: জেলের সুপারিটেনডেন্টের নাম আমীর হোসেন।
৩. মোখলেসুর রহমান কোন পদে চাকরি করতেন?
উত্তর: মোখলেসুর রহমান ডেপুটি জেলার পদে চাকরি করতেন।
৪. কোন আমলা খুবই লেখাপড়া করতেন?
উত্তর: ডেপুটি জেলার মোখলেসুর রহমান খুবই লেখাপড়া করতেন।
৫. ঢাকা থেকে শেখ মুজিব ও মহিউদ্দিনকে কোন জেলে পাঠানো হয়?
উত্তর: ঢাকা থেকে শেখ মুজিব ও মহিউদ্দিনকে ফরিদপুর জেলে পাঠানো হয়।
৬. সুবেদার কোথাকার ছিল?
উত্তর: সুবেদার ছিলেন একজন বেলুচি ভদ্রলোক।
৭. ‘ইয়ে কেয়াবাত হ্যায়, আপ জেলখানা মে’-এর উত্তরে শেখ মুজিব কী বলেছিলেন?
উত্তর: ‘ইয়ে কেয়াবাত হ্যায়, আপ জেলখানা মে’-এর উত্তরে শেখ মুজিব বলেছিলেন ‘কিসমত’।
৮. প্রবন্ধে কোন পার্ক-এর কথা উল্লেখ আছে?
উত্তর: প্রবন্ধে ভিক্টোরিয়া পার্ক-এর উল্লেখ আছে।
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারটি চিঠি লিখেছিলেন।
১০. বাংলা ভাষার বিরুদ্ধে কারা ফতোয়া দিতেন?
উত্তর: মাওলানা সাহেবরা বাংলা ভাষার বিরুদ্ধে ফতোয়া দিতেন।
১১. জেলের ভেতর দুজন কী জন্য প্রস্তুত হচ্ছিলেন?
উত্তর: জেলের ভেতর দুজন অনশন ধর্মঘট পালন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
১২. দুজন আলোচনা করে কী ঠিক করেছিলেন?
উত্তর: দুজন আলোচনা করে যাই হোক না কেন, তারা অনশন ভাঙবেন না ঠিক করেছিলেন।
১৩. বঙ্গবন্ধুকে কত তারিখে মুক্তি দেয়া হয়েছে?
উত্তর: ২৭ তারিখ।
১৪. বায়ান্নর দিনগুলো রচনায় কোন পত্রিকা শ্লিখ রয়েছে?
উত্তর: সাপ্তাহিক ইত্তেফাক।
১৫. মহিউদ্দিনকে সবাই কী নামে ডাকতেন?
উত্তর: মহি।
১৬. বঙ্গবন্ধুকে কী বলা হয়?
উত্তর: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।
১৭. বঙ্গবন্ধু প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন কোথায়?
উত্তর: জাতিসংঘে।
১৮. বঙ্গবন্ধু ১৯৭৩ সালে কোন পুরস্কারটি পান?
উত্তর: জুলি ও কুরি।
১৯. ভাষা আন্দোলন হয় কত সালে?
উত্তর: ১৯৫২ সালে।
২০. শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে কয়টি চিঠি লিখেছিলেন?
উত্তর: ৪টি।
২১. শেখ মুজিবুর রহমানের বড় ভাইয়ের নাম কী?
উত্তর: শেখ নাসের।
২২. মানুষ কীসের জন্য অন্ধ হয়ে যায়?
উত্তর: স্বার্থের জন্য।
২৩. ছয় দফার প্রবর্তক কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
২৪. ১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার আহ্বান করেন?
উত্তর: ৭ মার্চ।
২৫. বঙ্গবন্ধুদের নারায়ণগঞ্জের কোথায় নিয়ে যাওয়া হলো?
উত্তর: বঙ্গবন্ধুদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো।
২৬. নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু কাকে খবর দিতে বললেন?
উত্তর: নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু শামসুজ্জোহা সাহেবকে খবর দিতে বললেন।
২৭. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত কার বাড়ি সকলেই চেনে?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত খান সাহেব ওসমান আলী সাহেবের বাড়ি সকলেই চেনে।
২৮. ঢাকা-নারায়ণগঞ্জ রোডের ওপরে নতুন কী হয়েছে?
উত্তর: ঢাকা-নারায়ণগঞ্জ রোডের ওপরে একটা হোটেল হয়েছে।
২৯. কতজন কর্মী নিয়ে জোহা সাহেব বসেছিলেন?
উত্তর: আট-দশজন কর্মী নিয়ে জোহা সাহেব বসেছিলেন।
৩০. কাদের ত্যাগ ও তিতিক্ষার কথা কোনো রাজনৈতিক কর্মী ভুলতে পারে না?
উত্তর: নারায়ণগঞ্জের কর্মীদের ত্যাগ ও তিতিক্ষার কথা কোনো রাজনৈতিক কর্মী ভুলতে পারে না।
৩১. কোন তারিখে নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হয়?
উত্তর: ২১এ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হয়।
বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
৩২. জেল গেটে বন্ধুবন্ধকে কে নিতে এসেছিলেন?
উত্তর: তাঁর পিতা।
৩৩. কাকে বিশ্বাসের ব্যাপারে নেতারা বঙ্গবন্ধুকে প্রশ্ন করলেন?
উত্তর: মহিউদ্দিন সাহেবকে বিশ্বাসের ব্যাপারে নেতারা বঙ্গবন্ধুকে প্রশ্ন করলেন।
৩৪. মানুষকে কী দিয়ে জয় করা যায়?
উত্তর: মানুষকে ব্যবহার, ভালোবাসা ও প্রীতি দিয়ে জয় করা যায়।
৩৫. মানুষকে কী দিয়ে জয় করা যায় না?
উত্তর: মানুষকে অত্যাচার, জুলুম ও ঘৃণা দিয়ে জয় করা যায় না।
৩৬. নারায়ণগঞ্জের সহকর্মীরা কতক্ষণ অপেক্ষা করল?
উত্তর: নারায়ণগঞ্জের সহকর্মীরা জাহাজ না ছাড়া পর্যন্ত অপেক্ষা করল।
৩৭. নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে ভিড়ল?
উত্তর: নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ গোয়ালন্দ ঘাটে ভিড়ল।
৩৮. বঙ্গবন্ধু ও তাঁর সহযাত্রীরা কখন ফরিদপুর পৌঁছলেন?
উত্তর: বঙ্গবন্ধু ও তাঁর সহযাত্রীরা রাত চারটায় ফরিদপুর পৌঁছলেন।
৩৯. বঙ্গবন্ধু কাকে তাঁর নাম বললেন?
উত্তর: বঙ্গবন্ধু চায়ের দোকানের মালিককে তাঁর নাম বললেন।
৪০. ফরিদপুরের আওয়ামী লীগের কর্মীর নাম কী ছিল?
উত্তর: ফরিদপুরের আওয়ামী লীগের কর্মীর নাম মহিউদ্দিন।
৪১. ১৯৪৬ সালের ইলেকশনে বঙ্গবন্ধু ফরিদপুরে কী ছিলেন?
উত্তর: ১৯৪৬ সালের ইলেকশনে বঙ্গবন্ধু ফরিদপুরে ওয়ার্কার ইনচার্জ ছিলেন।
৪২. ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী মহির সাথে আলাপ করতে কে নিষেধ করেছিল?
উত্তর: ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী মহির সাথে আলাপ করতে আইবির লোক নিষেধ করেছিল।
৪৩. বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি তাড়াতাড়ি ওষুধ খেলেন কেন?
উত্তর: বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি তাড়াতাড়ি ওষুধ খেলেন পেট পরিষ্কার করার জন্য।
৪৪. অনশন শুরু করার কতদিন পর বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো?
উত্তর: অনশন শুরু করার দু’দিন পর বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
৪৫. মহিউদ্দিন সাহেব যে-রোগে ভুগছিলেন সেটা কী?
উত্তর: মহিউদ্দিন সাহেব যে-রোগে ভুগছিলেন সেটা প্লুরিসিস।
৪৬. কত দিন পরে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল?
উত্তর: চারদিন পরে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল।
৪৭. বঙ্গবন্ধুর নাকে কী ছিল?
উত্তর: একটা ব্যারাম ছিল।
৪৮. অনশন শুরু করার কত দিন পরে বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন?
উত্তর: অনশন শুরু করার পাঁচ-ছয় দিন পরে বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন।
৪৯. ২১ এ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি কীভাবে দিন কাটালেন?
উত্তর: ২১ এ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটালেন।
৫০. ফরিদপুরে ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রা করে কোথায় গিয়েছিল?
উত্তর: জেল গেটে।
৫১. বঙ্গবন্ধুর সঙ্গে কে অনশন ধর্মঘট পালন করেছিলেন?
উত্তর: মহিউদ্দিন সাহেব।
৫২. শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতেখড়ি ঘটে কখন?
উত্তর: ছাত্রজীবনে।
৫৩. কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরে।
৫৪. বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৫৫. কত সালে বঙ্গবন্ধু সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে নিহত হন?
উত্তর: ১৯৭৫ সালে।
৫৬. শেখ মুজিবুর রহমান যে জেলে ছিলেন তার ডেপুটি জেলার কে ছিলেন?
উত্তর: মোখলেসুর রহমান।
৫৭. জেলের ভিতর দু’জন কী জন্য প্রস্তুত হচ্ছিলেন?
উত্তর: অনশন ধর্মঘট।
৫৮. ঢাকা জেল সুপারিনটেনডেন্টের নাম কী ছিল?
উত্তর: আমীর হোসেন সাহেব।
৫৯. সরকার বছরের পর বছর রাজবন্দিদের কীভাবে আটকে রেখেছে?
উত্তর: বিনা বিচারে।
৬০. কে বন্ধুবন্ধুকে খুবই ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার।
৬১. নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু কাকে খবর দিতে বললেন?
উত্তর: শামসুজ্জোহা সাহেবকে।
৬২. বায়ান্নর দিনগুলো রচনায় উল্লেখকৃত কার বাড়ি সকলেই চেনে?
উত্তর: ওসমান আলী।
৬৩. ঢাকা-নারায়ণগঞ্জ রোডের উপরে নতুন কী হয়েছে?
উত্তর: একটা হোটেল।
৬৪. কতজন কর্মী নিয়ে জোহা সাহেব বসেছিলেন?
উত্তর: আট-দশ জন।