শামসুর রাহমানের ‘বাঁচতে দাও’ কবিতাটিতে কবি প্রকৃতি, মানুষ এবং প্রাণীদের স্বাভাবিক জীবনযাপনের কথা বলেছেন। তিনি চান, সবাই মুক্তভাবে বাঁচুক, কেউ যেন কারও স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের ছোট ছোট আনন্দগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই পোস্টে বাঁচতে দাও কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
বাঁচতে দাও কবিতার বহুনির্বাচনি (MCQ)
১। কবিতায় গোলাপ ফোটার কথা কোথায় বলা হয়েছে?
ক) ফুলবাগানে
খ) নদীর পাড়ে
গ) পাহাড়ে
ঘ) বনে
উত্তর: ক) ফুলবাগানে
২। কবিতায় কোন পাখি আকাশে ডানা মেলে উড়ছে?
ক) ঘুঘু
খ) চিল
গ) শ্যামা
ঘ) পানকৌড়ি
উত্তর: খ) চিল
৩। কবিতায় জোনাকি পোকা কী করছে?
ক) ডাকছে
খ) আলোর খেলা খেলছে
গ) নাচছে
ঘ) সাঁতার কাটছে
উত্তর: খ) আলোর খেলা খেলছে
৪। কবিতায় ঘুঘু পাখি কোথায় ডাকছে?
ক) নদীতে
খ) নরম ছায়ায়
গ) আকাশে
ঘ) বাগানে
উত্তর: খ) নরম ছায়ায়
৫। কবিতায় শিশুরা কী করছে?
ক) ঘুড়ি উড়াচ্ছে
খ) গান গাইছে
গ) নাচছে
ঘ) পড়াশোনা করছে
উত্তর: ক) ঘুড়ি উড়াচ্ছে
৬। কবিতায় পানকৌড়ি পাখি কোথায় সাঁতার কাটছে?
ক) নদীতে
খ) কাজল বিলে
গ) সমুদ্রে
ঘ) পুকুরে
উত্তর: খ) কাজল বিলে
৭। কবিতায় মাঝি কী করছে?
ক) নৌকা বাইছে
খ) মাছ ধরছে
গ) গান গাইছে
ঘ) নাচছে
উত্তর: ক) নৌকা বাইছে
৮। কবিতায় শ্যামা পাখি কী করছে?
ক) ডাকছে
খ) নাচছে
গ) উড়ছে
ঘ) সাঁতার কাটছে
উত্তর: খ) নাচছে
৯। কবিতায় শিশুরা বালিতে কী করছে?
ক) আঁকছে
খ) খেলছে
গ) গান গাইছে
ঘ) পড়াশোনা করছে
উত্তর: ক) আঁকছে
১০। কবিতায় কবি কী বলতে চেয়েছেন?
ক) সবাইকে বাঁচতে দাও
খ) সবাইকে শিখতে দাও
গ) সবাইকে কাজ করতে দাও
ঘ) সবাইকে খেলতে দাও
উত্তর: ক) সবাইকে বাঁচতে দাও
১১। কবিতায় কোন পাখি নাচছে?
ক) ঘুঘু
খ) চিল
গ) শ্যামা
ঘ) পানকৌড়ি
উত্তর: গ) শ্যামা
১২। কবিতায় নদীতে কে নৌকা বাইছে?
ক) শিশু
খ) মাঝি
গ) পাখি
ঘ) কবি
উত্তর: খ) মাঝি
১৩। কবিতায় জোনাকি পোকা কখন আলোর খেলা খেলছে?
ক) সকালে
খ) দুপুরে
গ) রাতে
ঘ) সন্ধ্যায়
উত্তর: গ) রাতে
১৪। কবিতায় ঘুঘু পাখি কখন ডাকছে?
ক) সকালে
খ) দুপুরে
গ) সন্ধ্যায়
ঘ) রাতে
উত্তর: খ) দুপুরে
১৫। কবিতায় পানকৌড়ি পাখি কোথায় সাঁতার কাটছে?
ক) নদীতে
খ) কাজল বিলে
গ) সমুদ্রে
ঘ) পুকুরে
উত্তর: খ) কাজল বিলে
১৬। কবিতায় শিশুরা কী উড়াচ্ছে?
ক) পাখি
খ) ঘুড়ি
গ) বেলুন
ঘ) ফুল
উত্তর: খ) ঘুড়ি
১৭। কবিতায় কবি কাদের বাঁচতে দিতে বলেছেন?
ক) শুধু মানুষ
খ) শুধু পাখি
গ) শুধু ফুল
ঘ) সবাইকে
উত্তর: ঘ) সবাইকে
১৮। কবিতায় শ্যামা পাখি কখন নাচছে?
ক) সকালে
খ) দুপুরে
গ) নরম রোদে
ঘ) রাতে
উত্তর: গ) নরম রোদে
১৯। কবিতায় মাঝি কোথায় নৌকা বাইছে?
ক) নদীতে
খ) গহিন গাঙে
গ) সমুদ্রে
ঘ) পুকুরে
উত্তর: খ) গহিন গাঙে
২০। পানকৌড়ির রং কী?
ক) সাদা
খ) কালো
গ) বাদামি
ঘ) ধূসর
উত্তরঃ খ) কালো
২১। কবিতায় গোলাপ ফোটার মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) প্রকৃতির সৌন্দর্য
খ) মানুষের শ্রম
গ) পাখির উড়াল
ঘ) শিশুর খেলা
উত্তর: ক) প্রকৃতির সৌন্দর্য
২২। কবিতায় শিশুদের বালিতে আঁকার মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) সৃজনশীলতা
খ) শ্রম
গ) সংগ্রাম
ঘ) আনন্দ
উত্তর: ক) সৃজনশীলতা
২৩। কবিতায় জোনাকির আলোর খেলা কী বোঝায়?
ক) প্রকৃতির সৌন্দর্য
খ) জীবনের আনন্দ
গ) পাখির উড়াল
ঘ) শিশুর খেলা
উত্তর: ক) প্রকৃতির সৌন্দর্য
২৪। কবিতায় ঘুঘু পাখির ডাক কী বোঝায়?
ক) প্রকৃতির শান্তি
খ) জীবনের আনন্দ
গ) পাখির উড়াল
ঘ) শিশুর খেলা
উত্তর: ক) প্রকৃতির শান্তি
২৫। কবিতায় পানকৌড়ির সাঁতার কী বোঝায়?
ক) প্রকৃতির সুখ
খ) জীবনের আনন্দ
গ) পাখির উড়াল
ঘ) শিশুর খেলা
উত্তর: ক) প্রকৃতির সুখ
২৬। ‘নাইতে’ শব্দের অর্থ কী?
ক) খেলা করা
খ) গোসল করা
গ) বিশ্রাম নেওয়া
ঘ) হাঁটাহাঁটি করা
উত্তরঃ খ) গোসল করা
২৭। কবিতায় শ্যামা পাখির নাচ কী বোঝায়?
ক) প্রকৃতির আনন্দ
খ) জীবনের আনন্দ
গ) পাখির উড়াল
ঘ) শিশুর খেলা
উত্তর: ক) প্রকৃতির আনন্দ
২৮। ‘গাঙে’ শব্দের অর্থ কী?
ক) সমুদ্রে
খ) নদীতে
গ) খালে
ঘ) জলাশয়ে
উত্তরঃ খ) নদীতে
২৯।। ‘রঙিন কাটা ঘুড়ি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) কাগজের তৈরি ঘুড়ি
খ) রঙিন ঘুড়ি
গ) লড়াইয়ে সুতো কেটে যাওয়া ঘুড়ি
ঘ) ছোটদের খেলার ঘুড়ি
উত্তরঃ গ) লড়াইয়ে সুতো কেটে যাওয়া ঘুড়ি
৩০। সন্ধ্যার অন্ধকারে কে আলো জ্বালিয়ে খেলে?
ক) জোনাক পোকা
খ) মেঘ
গ) তারা
ঘ) চাঁদ
উত্তরঃ ক) জোনাক পোকা
৩০। পানকৌড়ি কী ধরনের পাখি?
ক) শিকারি পাখি
খ) মাংসাশী পাখি
গ) হাঁস জাতীয় মাছ-শিকারি পাখি
ঘ) জলচর পাখি
উত্তরঃ গ) হাঁস জাতীয় মাছ-শিকারি পাখি
৩১। ‘গহিন’ শব্দের অর্থ কী?
ক) অগভীর
খ) পরিষ্কার
গ) গভীর
ঘ) চওড়া
উত্তরঃ গ) গভীর
৩২। শামসুর রাহমান কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
ক) শিক্ষক
খ) চিকিৎসক
গ) সাংবাদিক
ঘ) আইনজীবী
উত্তরঃ গ) সাংবাদিক
৩৩। শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯২৯
খ) ১৯৩২
গ) ১৯৪১
ঘ) ১৯৫০
উত্তরঃ ক) ১৯২৯
৩৪। শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
ক) ঢাকা
খ) কুমিল্লা
গ) নরসিংদী
ঘ) ফরিদপুর
উত্তরঃ গ) নরসিংদী
৩৫। শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০০১
খ) ২০০৬
গ) ২০১০
ঘ) ২০১৫
উত্তরঃ খ) ২০০৬
৩৬। শামসুর রাহমান কত বছর দৈনিক বাংলা’র সম্পাদক ছিলেন?
ক) ৫ বছর
খ) ১০ বছর
গ) ১৫ বছর
ঘ) ২০ বছর
উত্তরঃ খ) ১০ বছর
Related Posts
- ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় সমাধান (সবগুলো ছক)
- ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ PDF সহ
- আমাদের লোকশিল্প ৬ষ্ঠ শ্রেণি প্রশ্ন উত্তর (অনুধাবনমূলক)
- NCTB Class 6 Book 2024-ষষ্ঠ শ্রেণির বই ২০২৪ (মাধ্যমিক ও দাখিল)
- সময়ের প্রয়োজনে জহির রায়হান প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা