ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা

শামসুর রাহমানের ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি সামগ্রিকভাবে শহিদদের আত্মত্যাগ এবং তাদের সংগ্রামের কথা বলে। এই পোস্টে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১. রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে কে?
উত্তর: রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম।

২. মরা, আধমরা, ভীষণ জেদিরা কী করে?
উত্তর: মরা, আধমরা, ভীষণ জেদিরা ফেটে পড়ে।

৩. আমাদের চেতনার রং কী?
উত্তর: একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং।

৪. ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিত কারা?
উত্তর: কবি ও কবির মতোই বহুলোক ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিত।

৫. কৃষ্ণচূড়া থরে থরে কোথায় ফুটেছে?
উত্তর: কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে ফুটেছে।

৬. পথঘাট, সারাদেশ ছাড়াও সে রং আর কোথায় ছেয়ে গেছে?
উত্তর: পথঘাট, সারাদেশ ছাড়াও সে রং ঘাতকের অশুভ আস্তানায় ছেয়ে গেছে।

৭. চতুর্দিকে কী হচ্ছে?
উত্তর: চতুর্দিকে মানবিক বাগান আর কমলবন তছনছ হচ্ছে।

৮. গাঢ় উচ্চারণে কথা বলে কে?
উত্তর: গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।

৯. কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?
উত্তর: কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে।

১০. কোন ফুল স্মৃতিগন্ধে ভরপুর?
উত্তর: কৃষ্ণচূড়া ফুল স্মৃতিগন্ধে ভরপুর।

১১. পথঘাট কোন রঙে ছেয়ে গেছে?
উত্তর: যে রং সন্ত্রাস আনে, সে রঙে পথঘাট ছেয়ে গেছে।

১২. কার অশ্রুজলে ফুল ফোটে?
উত্তর: মায়ের অশ্রুজলে ফুল ফোটে।

১৩. ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?
উত্তর: ‘হরিৎ উপত্যকা’ অর্থ সবুজ উপত্যকা।

১৪. কোথায় দিনরাত ভূলুণ্ঠিত?
উত্তর: ঘাতকের আস্তানায় দিনরাত ভূলুণ্ঠিত।

১৫. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি শামসুর রাহমান ঢাকার মাহুড’ টুলিতে জন্মগ্রহণ করেন।

১৬. ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর: ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের লেখক শামসুর রাহমান।

১৭. শামসুর রাহমান কী দিয়ে কর্মজীবন শুরু করেন?
উত্তর: শামসুর রাহমান ‘দৈনিক মনিং নিউজ’ এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।

১৮. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: শামসুর রাহমানের প্রথম কবিতা সাপ্তাহিক ‘সোনার বাংলা’ পত্রিকায় প্রকাশিত হয়।

১৯. ড. শামসুজ্জোহা কখন শহিদ হন?
উত্তর: ড. শামসুজ্জোহা গণঅভ্যুত্থানের সময় শহিদ হন।

২০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি গদ্যছন্দে রচিত।

২১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় রাজপথে কে নামে?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালাম রাজপথে নামে।

২২. ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে?
উত্তর: ঘাতকের থাবার সম্মুখে বরকত বুক পাতে।

২৩. কার চোখে আজ আলোচিত ঢাকা?
উত্তর: সালামের চোখে আজ আলোচিত ঢাকা।

২৪. কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা?
উত্তর: সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।

২৫. কার হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে?
উত্তর: সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে।

২৬. কোন উপত্যকায় বাস্তবের বিশাল ফুল ফোটে?
উত্তর: হৃদয়ের হরিৎ উপত্যকায় বাস্তবের বিশাল ফুল ফোটে।

২৭. ছয় দফা ঘোষণা করেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন।

২৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ এর রচয়িতা কে?
উত্তর: শামসুর রাহমান।

২৯. শামসুর রাহমান-এর জন্ম কত সালে?
উত্তর: ১৯২৯ সালে।

৩০. শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ঢাকা জেলায়।

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

৩১. শামসুর রাহমান-এর পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: নরসিংদী।

৩২. শামসুর রাহমান-এর পিতার নাম কী?
উত্তর: মুখলেসুর রাহমান।

৩৩. শামসুর রাহমান-এর মায়ের নাম কী?
উত্তর: আমেনা বেগম।

৩৪. শামসুর রাহমান কোথা থেকে প্রবেশিকা পাশ করেন?
উত্তর: ঢাকার পোগোজ স্কুল।

৩৫. শামসুর রাহমান কোথা থেকে বি এ পাশ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।

৩৬. কোন পেশায় শামসুর রাহমান-এর কর্মজীবন শুরু হয়?
উত্তর: সাংবাদিকতায়।

৩৭. কোন পত্রিকায় শামসুর রাহমান সাংবাদিকতা শুরু করেন?
উত্তর: দৈনিক মর্নিং নিউজ।

৩৮. কবি শামসুর রাহমান-এর প্রথম কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর: সাপ্তাহিক সোনার বাংলা।

৩৯. কত সালে শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে।

৪০. শামসুর রাহমান মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৭ আগস্ট ২০০৬।

৪১. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘নিজবাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে।

৪২. কবিতাটি কোন পটভূমিতে লেখা?
উত্তর: ১৯৬৯-এর গণজাগরণ।

৪৩. শহরের পথে থরে থরে কোন ফুল ফুটেছে?
উত্তর: কৃষ্ণচূড়া।

৪৪. সারা দেশ কীসে ছেয়ে গেছে?
উত্তর: ঘাতকের অশুভ আস্তানায়।

৪৫. চতুর্দিকে কী তছনছ হচ্ছে?
উত্তর: মানবিক বাগান ও কমল বন।

৪৬. আবার সালাম রাজপথে নামে কবে?
উত্তর: ১৯৬৯ সালে।

৪৭. কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা?
উত্তর: সালামের।

৪৮. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
উত্তর: বরকত।

৪৯. শূন্যে ফ্ল্যাগ তুলে ধরে কে?
উত্তর: সালাম।

৫০. সালামের হাত থেকে কী ঝরে পড়ে?
উত্তর: অবিনাশী বর্ণমালা।

৫১. মায়ের অশ্রুজলে যে ফুল ফোটে, তা কোথায় ফোটে?
উত্তর: হৃদয়ের হরিৎ উপত্যকায়।

৫২. সেই ফুল আমাদের কাছে কেমন?
উত্তর: আমাদের প্রাণ।

Related Posts

Leave a Comment