গোলাম মোস্তফা ‘পল্লি-মা’ কবিতায় কবি গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরেছেন এবং সেখানকার মানুষের জয়গান গেয়েছেন। এই পোস্টে গোলাম মোস্তফার পল্লী মা কবিতার প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা বিষয় দিলাম।
পল্লী মা কবিতার প্রশ্ন উত্তর
১। ‘পল্লি-মা’ কবিতায় বিয়োগ-ব্যথায় কার চোখে অশ্রু আসে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় বিয়োগ-ব্যথায় কবির চোখে অশ্রু আসে।
২। ‘পল্লি-মা’ কবিতায় পল্লি মা কোন রূপ ধরে দাঁড়িয়ে আছে?
উত্তর: স্নেহময়ী রূপ ধরে
৩। ‘পল্লি-মা’ কবিতার মাঠে লেজ দুলিয়ে কী চরে?
উত্তর: গোরু
৪। গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: গোলাম মোস্তফা ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।
৫। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ধেনু অর্থ কী?
উত্তর: গরু
৬। ‘পল্লি-মা’ কবিতার কবির মতে কে স্নিগ্ধ-শীতল আঁচল-হাওয়া দেয়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতার কবির মতে পল্লি প্রকৃতি-মা স্নিগ্ধ-শীতল আঁচল-হাওয়া দেয়।
৭। ‘পল্লি-মা’ কবিতায় কবি কোথায় গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কবি পল্লি-প্রকৃতিতে গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন।
৮। ‘পল্লি-মা’ কবিতায় কৃষক কোন জলে তৃষ্ণা মেটাল?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কৃষক কালো দিঘির জলে তৃষ্ণা মেটাল।
৯। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত কালো চাষা কী হাতে নিয়ে চলে?
উত্তর: কাস্তে
১০। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘বেণু’ অর্থ কী?
উত্তর: বাঁশি
১১। ‘পল্লি-মা’ কবিতায় মা কী দেখে আনন্দিত?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় মা সন্তানের পুলক দেখে আনন্দিত।
১২। ‘পল্লি-মা’ কবিতায় কবি কার গানে বনের বুকে কম্পন জাগার কথা বলেছেন?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কবি পাখির গানে বনের বুকে কম্পন জাগার কথা বলেছেন।
১৩। ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত ‘জালা’ অর্থ কী?
উত্তর: মাটির বড়ো পাত্র
১৪। ‘পল্লি-মা’ কবিতায় কথকের উদাস হৃদয় কোথায় তাকিয়ে থাকে?
উত্তর: মায়ের শ্যামল মুখের পানে
১৫। ‘পল্লি-মা’ কবিতায় ট্রেন কোথা দিয়ে ছুটে চলে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় ট্রেন গ্রামের মুক্ত মাঠ দিয়ে ছুটে চলে।
১৬। ‘পল্লি-মা’ কবিতায় কে মায়ের আপন ছেলে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় গ্রামের কৃষকেরা মায়ের আপন ছেলে।
১৭। ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত ‘টোটা’ কী?
উত্তর: দূর হওয়া
১৮। ‘পল্লি-মা’ কবিতার কথক কোন বাহনের মাধ্যমে যাত্রা করছে?
উত্তর: বাষ্প-রথ
১৯। ‘পল্লি-মা’ কবিতায় বিদায়বেলার বিয়োগ-ব্যথা কী আনে?
উত্তর: অশ্রু আনে
২০। ‘বনি আদম’ কার লেখা বিখ্যাত গ্রন্থ?
উত্তর: ‘বনি আদম’ গোলাম মোস্তফার লেখা বিখ্যাত গ্রন্থ।
২১। ‘পল্লি-মা’ কবিতায় দুপুরবেলার রৌদ্র-তাপে কারা ক্লান্ত হয়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কৃষক দুপুরবেলার রৌদ্র-তাপে ক্লান্ত হয়।
২২। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘জাংলা’ অর্থ কী?
উত্তর: মাচা
২৩। ‘পল্লি-মা’ কবিতায় কে অশথ-মূলে বাঁশি বাজায়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় রাখাল ছেলে অশথ-মূলে বাঁশি বাজায়।
২৪। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘চিকুর’ অর্থ কী?
উত্তর: চুল
২৫। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত সবুজ ধানে কী চরে?
উত্তর: শালিক
২৬। ‘পল্লি-মা’ কবিতায় কোথায় গরু চরে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় মাঠে গরু চরে।
২৭। ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত কৃষক-বালা কোথা থেকে ফিরে আসছে?
উত্তর: নদী থেকে
২৮। ‘পল্লি-মা’ কবিতায় কোন দিঘির জলে তৃষ্ণা-জ্বালা মিটে?
উত্তর: কালো দিঘি
২৯। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘অশত্থ’ কী?
উত্তর: গাছ
৩০। রক্তরাগ, হাস্নাহেনা, বিশ্বনবী — গ্রন্থগুলো কার লেখা?
উত্তর: রক্তরাগ, হাস্নাহেনা, বিশ্বনবী গ্রন্থগুলো কবি গোলাম মোস্তফার লেখা।
৩১। গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: গোলাম মোস্তফা ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন।
৩২। ‘পল্লি-মা’ কবিতার কথক পরিমায়ের বুক ছেড়ে কোথায় যাচ্ছে?
উত্তর: প্রবাস পথে
৩৩। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘বাম্প-রথ’ অর্থ কী?
উত্তর: রেলগাড়ি
৩৪। ‘পল্লি-মা’ কবিতায় গোরু-মহিষের পাশে কী চরে?
উত্তর: শালিক
৩৫। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘ভুঞ্জিতে’ অর্থ কী?
উত্তর: ভোগ করতে
৩৬। ‘পল্লি-মা’ কবিতায় ‘পল্লি-মা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
উত্তর: ‘পল্লি-মা’ বলতে কবি গ্রামের প্রকৃতিকে বুঝিয়েছেন।
৩৭। ‘পল্লি-মা’ কবিতার কবির মতে কোনটি সুখের জায়গা নয়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতার কবির মতে, অট্টালিকা এবং রাজার ঘর সুখের জায়গা নয়।
৩৮। ‘পল্লি-মা’ কবিতায় কবি কোন সবুজ ধানের মাঠের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় সবুজ ধানের মাঠের কথা উল্লেখ করেছেন।
৩৯। ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত গোরু-মহিষের পাশের মাঠে কোন পাখি চরে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় গোরু-মহিষের পাশে শালিক পাখি চরে।
৪০। ‘পল্লি-মা’ কবিতায় পল্লি প্রকৃতিকে গভীর তৃপ্তির জায়গা হিসেবে কেমন করে উল্লেখ করেছেন?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কবি পল্লি প্রকৃতিকে গভীর তৃপ্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন।
৪১। ‘পল্লি-মা’ কবিতার কৃষকেরা কোন শস্যের খেতের পাশে বিশ্রাম নেয়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতার কৃষকেরা সবুজ ধানের খেতের পাশে বিশ্রাম নেয়।