‘নিমগাছ’ গল্পে বনফুল মাধুর্যের সঙ্গে সামাজিক সত্যগুলোকে প্রতীকীভাবে তুলে ধরেছেন। নিমগাছের ঔষধি গুণ ও উপকারী দিক আলোচিত হয়েছে। এই পোস্টে নিমগাছ গল্পের mcq (বহুনির্বাচনি প্রশ্ন উত্তর)- ৯ম-১০ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
নিমগাছ গল্পের MCQ
১। “মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’— এখানে ‘শিকড়’ বলতে বোঝানো হয়েছে?
ক) শিকড়ের বিস্তৃতি
খ) বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া ✔
গ) নিমগাছের বিস্তৃতি
ঘ) নিমগাছটির স্থিরতা
২। ঘৃতকুমারীর সাথে “নিমগাছ’ গল্পের নিমগাছের যেদিক থেকে সাদৃশ্য রয়েছে, তা হলো—
ক) সৌন্দর্যের
খ) আকৃতির
গ) কল্যাণের ✔
ঘ) অবহেলার
৩। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। নিমগাছ’ গল্পে “এক দশা” শব্দটি নিমগাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে—
ক) জীবনধারায় ✔
খ) প্রশংসা প্রাপ্তিতে
গ) উপকারী মনোভাব
ঘ) নিরহংকারী চেতনায়
৪। ‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’— এখানে ‘নক্ষত্র’ বলতে বোঝানো হয়েছে—
ক) নিমগাছের কচি পাতাগুলোকে
খ) নিমগাছের সুন্দর রূপকে
গ) নিমগাছের ফুলের বাহারকে ✔
ঘ) নিমগাছের কচি ডালগুলোকে
৫। ‘নিমগাছ’ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন —
ক) নিমের ঔষধি গুণের কথা
খ) নিমগাছের প্রতি দায়িত্বহীনতা
গ) সমাজে গৃহিণীর বাস্তবতা ✔
ঘ) পরিবেশবান্ধবতা
৬। নিমগাছের কচি ডাল ভেঙে লোকেরা কী করে?
ক) চিবোয় ✔
খ) খেলা করে
গ) মশা তাড়ায়
ঘ) বেত মারে
৭। ‘শিকড়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পরোপকার
খ) সাংসারিক বন্ধন ✔
গ) নতুন লোক
ঘ) দায়িত্বশীলতা
৮। “নিমের হাওয়া ভালো, থাক, কেটো না– কে বলে?”
ক) কবি
খ) বিজ্ঞরা ✔
গ) কবিরাজ
ঘ) লক্ষ্মী বউ
৯। ‘কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ’ লাইনটি দ্বারা কোনটি বোঝায়?
ক) এটি বাড়ির শোভাবর্ধনকারী
খ) এটি খর্বকায়, ক্ষুদ্রাকৃতি
গ) এটি পরিবেশবান্ধব
ঘ) নিমগাছ উপকারী ✔
১০। ‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে’— এখানে ‘সবুজ সায়র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) নিমফুল ✔
খ) নিমপাতা
গ) নিমফল
ঘ) নিমগাছ
১১। “নিমগাছটার ইচ্ছা করতে লাগল লোকটার সাথে চলে যায়”— এখানে প্রকাশ পেয়েছে—
ক) মুক্তির অদম্য বাসনা ✔
খ) বন্দিত্বের যন্ত্রণা
গ) ভালোবাসার ব্যাকুলতা
ঘ) বাড়ির মানুষের প্রতি ঘৃণা
১২। বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
ক) বাড়ির বউ-ঝিরা
খ) পথচারী
গ) অতিথি
ঘ) বিজ্ঞরা ✔
১৩। বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হয় কেন?
ক) এটা পরিবেশ বান্ধব ✔
খ) এটা দেখতে সুন্দর
গ) এটা উপকারী
ঘ) এটা আকারে ছোট
১৪। বনফুলের প্রকৃত নাম কী?
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায় ✔
খ) প্রমথ চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
১৫। ‘ঊর্মিমালা’ কার রচনা?
ক) মোহাম্মদ ওয়াজেদ আলী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বনফুল ✔
১৬। নিমগাছের কোন অংশ চর্মরোগের মহৌষধ?
ক) ফুল
খ) ডাল
গ) মূল
ঘ) পাতা ✔
১৭। “নিমগাছ” গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত?
ক) বেণু-বীণা
খ) দূরদর্শী
গ) মায়াকানন
ঘ) অদৃশ্যলোক ✔
১৮। নিচের কোন বাক্যটি সীমাহীন কথার আখ্যান?
ক) মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে
খ) এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে
গ) মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে
ঘ) ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা ✔
১৯। “শিকড় অনেক দূর চলে গেছে’— প্রতীকাশ্রয়ী বাক্যটি দ্বারা লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?
ক) সন্তান বাৎসল্য
খ) নিঃস্বার্থ মনোভাব
গ) মাতৃভক্তি
ঘ) পারিবারিক বন্ধন ✔
২০। বিজ্ঞরা নিমগাছের কোন জিনিসটির পক্ষে বলেন?
ক) পাতা
খ) ছাল
গ) ডাল
ঘ) হাওয়া ✔
২১। ‘নিমগাছ’ গল্পে আগন্তুক কবি কোন রঙের সায়রের কথা বলেছেন?
ক) কালো
খ) সবুজ ✔
গ) নীল
ঘ) সাদা
২২। নিমের থোকা থোকা ফুলের সৌন্দর্য বোঝাতে লেখক কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক) তারকারাজি ✔
খ) সবুজ ঢেউ
গ) পূর্ণিমার চাঁদ
ঘ) উজ্জ্বলতা
২৩। ‘নিমগাছ’ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন—
ক) নিমের ঔষধি গুণের কথা
খ) নিমগাছের প্রতি দায়িত্বহীনতা
গ) সমাজে গৃহিণীর বাস্তবতা ✔
ঘ) পরিবেশবান্ধবতা
২৪। বিজ্ঞরা নিমের হাওয়া ভালো বলেন কেন?
ক) স্বাস্থ্যকর ✔
খ) অক্সিজেনের আধিক্য
গ) পরিবেশবান্ধবতা
ঘ) ঔষধি গুণসম্পন্ন
২৫। নিমগাছটির অবস্থান আবর্জনার মধ্যে কেন?
ক) নিমগাছ অপকারী বলে
খ) যত্নের অভাব ✔
গ) আবর্জনা গাছের জন্য উপকারী বলে
ঘ) এটির বাজার দর নেই বলে
২৬। ‘নিমগাছ’ গল্পে নিমপাতা খাওয়ার ক্ষেত্রে কোন সবজির নাম সমর্থনযোগ্য?
ক) বেগুন ✔
খ) শশা
গ) টমেটো
ঘ) পটল
২৭। ‘নিমগাছ’ কী ধরনের গল্প?
ক) আখ্যানমূলক
খ) বাস্তবধর্মী
গ) প্রতীকী ✔
ঘ) স্বপ্নময়
২৮। নিমগাছ ‘অব্যর্থ মহৌষধ’ কিসের?
ক) চর্মরোগের ✔
খ) হাপানির
গ) ডায়রিয়ার
ঘ) যকৃতের
২৯। ‘হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এল।’ লোকটি কে?
ক) কবি ✔
খ) একজন লোক
গ) বাড়ির লোক
ঘ) অতিথি
৩০। নিমগাছটির অবস্থান কোথায়?
ক) বাড়ির সামনে
খ) বাড়ির পাশে
গ) বাড়ির পেছনে ✔
ঘ) বাড়ির মাঝখানে
৩১। নিমগাছের উপকারী রূপ বর্ণনায় লেখক আসলে কী প্রকাশ করেছেন?
ক) গৃহিণীর গুণ ✔
খ) ছেলেমেয়েদের গুণ
গ) সংসারের বৃদ্ধদের গুণ
ঘ) গৃহ কর্তার গুণ
নিমগাছ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
৩২। কবি নিমগাছের পাতাগুলোকে কল্পনা করেছেন—
ক) সবুজ আকাশ রূপে
খ) সবুজ প্রান্তর রূপে
গ) সবুজ সাগর রূপে ✔
ঘ) সবুজ মেঘমালা রূপে
৩৩। কোন পত্রিকায় ব্যঙ্গ কবিতা ও প্যারডি লিখে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
ক) বঙ্গদর্শন
খ) শনিবারের চিঠি ✔
গ) সবুজপত্র
ঘ) প্রবাসী
৩৪। ‘নিমগাছ’ গল্পের নিমগাছটি বর্তমান প্রেক্ষাপটে একটি—
ক) আদর্শ বাঙালি নারী
খ) একজন প্রতিবাদী নারী
গ) একজন নির্যাতিত নারী
ঘ) সংসারের সর্বংসহা নারী ✔
৩৫। ‘নিমগাছ’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো—
ক) বৃক্ষের অবদান
খ) আত্মত্যাগ ও উপেক্ষা ✔
গ) আত্মত্যাগ ও ঔষধিগুণ ঘ) আত্মত্যাগ ও অহংকার
৩৬। বাড়ির পাশে অর্জুন গাছের চারা দেখে শাহেদ সাহেব প্রশংসায় পঞ্চমুখ। ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) লেখক
খ) কবি ✔
গ) কবিরাজ
ঘ) লক্ষ্মীবউ
৩৭। নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ—
i. ঔষধি বৃক্ষ
ii. নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী
iii. চর্ম রোগের অব্যর্থ মহৌষধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii ✔
৩৮। বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিমগাছের—
i. পাতা, বাকল
ii. শিকড়, পাতা
iii. বাকল ও ছায়া
নিচের কোনটি সঠিক?
ক) i ✔
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৯। বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন যে কারণে—
i. নিমগাছের হাওয়া ভালো
ii. নিম একটি উপকারী গাছ
iii. এটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii ✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০। ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’— নিমগাছ’ গল্পে বোঝানো হয়েছে—
i. শিকড় চারিদিকে বিস্তৃত হয়েছে
ii. বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে
iii. উপযুক্ত পরিবেশ পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ✔
গ) ii ও iii
ঘ) i, ii ও ii
৪১। নিমগাছের প্রশংসা করে—
i. কবি
ii. কবিরাজ
iii. ডাক্তার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii ✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪২। ‘ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা’- বাক্যটিতে লেখক বউটি সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছেন—
i. অসহায়
ii. নির্যাতিত
iii. অবহেলিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii ✔
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৩। বনফুলের পরিচয়, তিনি একজন—
i. কবি
ii. গল্পকার
iii. নাট্যকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii ✔
৪৪। কবিকে মুগ্ধ করেছে নিমগাছের —
i. ডাল
ii. পাতা
iii. ফুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii ✔
ঘ) i, ii ও iii
৪৫। উপকার যে অর্থে ব্যবহৃত হয়েছে?
i. হীনতা
ii. উৎকর্ষ
iii. বিশেষ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ✔
গ) i ও ii
ঘ) ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬২ থেকে ৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নি ও বধূদের ত্যাগ হইয়াছে মহীয়ান কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে ।
৪৬. উদ্দীপকের মাতা, ভগ্নি, বধূদের সাথে ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক) কবি
খ) নিপুণা লক্ষ্মী বউ ✔
গ) কবিরাজ
ঘ) গৃহকর্তা
৪৭. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পে নারীর প্রতি যে আচরণ আমরা প্রত্যক্ষ করি—
i. অবহেলা
ii. ভালোবাসা
iii. মায়া
নিচের কোনটি সঠিক?
ক) i ✔
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৪৮. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্প যে দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ—
i. সংসারে নারীদের অবদান
ii. সংসারে পুরুষের অবদান
iii. সংসারে নারীর প্রতি উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii ✔
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
রহিমা স্বামীর অনেক অত্যাচারের শিকার হয়। তবুও সন্তানের টানে ঐ সংসারেই পড়ে থাকে।
৪৯. উদ্দীপকের রহিমার সাথে কোন চরিত্রের মিল রয়েছে?
ক) কাঙালীর মা
খ) মমতাদি
গ) নিরুপমা
ঘ) নিমগাছরূপী লক্ষ্মী বউ ✔
৫০. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পে সংসার ফেলে চলে যেতে পারে না কেন?
i. অসহায় বলে
ii. মায়া জন্মে যাওয়ায়
iii. দায়িত্ব উপলব্ধি করে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii ✔
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬৭ থেকে ৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
ঝরনা আঠারো বছর ধরে স্বামীর সংসার করছে। সংসারে সবার কথা ভাবতে হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করে এবং মধ্যরাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তা চলে। কিন্তু তার কথা কেউ ভাবে না। মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেতে চাইলেও পারে না ।
৫১. উদ্দীপকের ঝরনা নিচের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) কবিরাজ
খ) গৃহকর্তা
গ) নিপুণা লক্ষ্মীবউ ✔
ঘ) মমতাদি
৫২. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্প আলোচনায় যা বোঝা যায়—
ক) সংসারে পুরুষের অবদান
খ) সংসারে নারীর প্রতি সহনশীলতা
গ) সংসারে নারীর প্রতি উদাসীনতা ✔
ঘ) সংসারে নারীর মর্যাদা
৫৩. উদ্দীপকে ঝরনা সংসারের বেড়াজাল ফেলে চলে যেতে পারে না কেন?
i. অসহায় বলে
ii. মায়া জন্মে যাওয়ায়
iii. দায়িত্ব উপলব্ধি করে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii ✔
ঘ) i, ii ও iii
Related Posts
- কিশলয়ের জন্ম মৃত্যু গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ)- ৯ম শ্রেণির বাংলা
- বৃষ্টি কবিতার ব্যাখ্যা প্রতি লাইনের – ৯ম শ্রেণির বাংলা
- বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখ
- সুভা গল্পের মূলভাব বা বিষয়বস্তু – নবম-দশম শ্রেণির বাংলা
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্ন উত্তর -আলাউদ্দিন আল আজাদ -৯ম শ্রেণির বাংলা
- ৯ম শ্রেণির বাংলা ষষ্ঠ অধ্যায় PDF (চূড়ান্ত সিলেবাসের প্রস্তুতি)
- সভ্যতার সংকট প্রবন্ধের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- Class 9 Math Book Bangla and English Version PDF