তথ্য প্রযুক্তি বর্তমান সময়ে সবার জীবনে গুরুত্বপূর্ণ। আমি আজকে ডিজিটাল প্রযুক্তি ৮ম শ্রেণির ১ম অধ্যায়ের (শিখন অভিজ্ঞতা-১) এর সমাধান করে দিলাম ।
ডিজিটাল প্রযুক্তি ৮ম শ্রেণির ১ম অধ্যায়ের সবগুলো ছক
তথ্য যাচাই অভিযান
ছক: ১.১
আমরা তিনটি ভিন্ন কাল্পনিক পরিস্থিতির উদাহরণ পড়লাম। কীভাবে আমরা বুঝতে পারব উপরের
বিভিন্ন পরিস্থিতির তথ্যগুলো ভুল? নিচে আমাদের ধারণাগুলো লিখি।
Table of Contents
পরিস্থিতি ১ |
একই সংবাদ অন্য একটি সংবাদ মাধ্যমে কীভাবে প্রচার হয়েছে তা যাচাই করার জন্য অন্য ২টি সংবাদ মাধ্যম যাচাই করতাম। তাহলে ছবিটি যে ভুল তা আমি বুঝতে পারতাম। সংবাদটির শিরোনাম বা শিরোনামের কী-ওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের একই খবর চলে আসবে। |
পরিস্থিতি ২ |
আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম (এই ঘরে আমার ধারণাগুলো লিখি) আমি প্রথমে ‘গ’ রেস্টুরেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতাম এবং সেখান থেকে তথ্য নিতাম । ‘গ’ রেস্টুরেন্ট থেকে প্রকাশিত অন্যান্য ভিডিওর সাথে ফেইক ভিডিওটি মিলিয়ে দেখতাম । এছাড়াও ‘গ’ রেস্টুরেন্ট সম্পর্কে আমি অন্যান্য ইন্টারনেটের ভিডিওগুলো যাচাই করে দেখতাম । এছাড়াও টেলিভিশন কিংবা সংবাদ মাধ্যমে যদি ‘গ’ রেস্টুরেন্টের কোন তথ্য থাকে তাহলে সেটাও যাচাই করে দেখতাম । |
পরিস্থিতি ৩ |
আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম (এই ঘরে আমার ধারণাগুলো লিখি) আমি প্রথমে এই সংবাদটিকে ঠিকভাবে বোঝার জন্য ‘ক’ নামক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চলে যেতাম। সেখানে বর্তমান এবং সাবেক চেয়ারম্যান কে আমি পৃথকভাবে আলাদা করতাম এবং যিনি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন তার ছবি দেখতাম। তারপর যিনি পরিকল্পিত অপরাধ করেছেন তার ছবি আলাদা করতাম। আমি সংবাদের টাইটেল কিংবা শিরোনাম দেখেই সংবাদটিকে সাথে সাথে বিশ্বাস করতাম না। এর ভিতরের পুরো সংবাদ আমি আগে পড়তাম। বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যানের সম্পর্কে ভালোভাবে পড়ে নিতাম। |
ছক ১.২
নিচের ছকে কিছু নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। ডানপাশের খালি ঘরে আমার দেখা এই ধরনের একটি কনটেন্ট এর নাম লিখব –
কনটেন্ট | উদ্দেশ্য | এরকম একটি কনটেন্ট এর উদাহরণ লিখি |
নাটক/ ফিকশান | বিনোদন | সংশপ্তক |
চলচ্চিত্র | বিনোদন | গেরিলা |
জনসচেতনামূলক ঘোষণা (পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট) | সাধারণ জনগণকে সচেতন করা | পোলিও টিকা |
সংবাদ প্রতিবেদন | তথ্য প্রচার এবং সচেতন করা | তালাশ |
পত্রিকার সম্পাদকীয় | তথ্যসমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান/ প্রচার | নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি |
টেলিভিশন টকশো | কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক | দেশ ভাবনা |
গান | বিনোদন | প্রিয়তমা |
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, ভিডিও, ছবি | ব্যক্তিগত মতামত প্রদান | স্বাধীনতার পর রাজনীতি |
ব্লগ/ভ্লগ | ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা বিনিময় | পিরামিডের দেশ ভ্রমন |
ঐতিহাসিক ঘটনা নিয়ে বই | ঐতিহাসিক তথ্য প্রচার | বিষাদসিন্ধু |
ছক ১.৩
এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কী তা নিজেরা আলোচনা করে বের করি।
প্রয়োজনীয় তথ্য | সম্ভাব্য ভুল উৎস (একটি বা দুটি উত্তর লিখব) | সম্ভাব্য সঠিক উৎস (একটি বা দুটি উত্তর লিখব) |
বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? | ১। নাটক ২। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত | ১। বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট ২। বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম |
পুইুঁশাকে কী পুষ্টিগুণ রয়েছে? | ১। ICT ওয়েবসাইট ২। গণিত বই | ১। উইকিপিডিয়া ২। চিকিৎসকের বই |
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কি না? | ১। সাধারন জ্ঞানের বই ২। হাসপাতাল | ১। বাংলাদেশ সরকারের শিক্ষা ওয়েবসাইট ২। উপজেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট |
কোন কনফিগারেশানের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারব? | ১। ধর্মীয় উপাসনালয় ২। কৃষি অফিস | ১। ইনটেল অফিসিয়াল সাইটে ২। ম্যাক এর অফিসিয়াল সাইট |
সেশন-৩: ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার
আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শিগগির আমরা পেয়ে যাব,তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আজকের অনুশীলন কেমন লাগলো
তা আমরা বাড়িতে গিয়ে নিচের ঘরে লিখব-
আজকের অনুষ্ঠানে আমার কাছে খুব ভালো লেগেছে। ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির কিভাবে সঠিক ব্যবহার করতে হয় সে সম্পর্কে জেনেছি। কেউ যদি আমাকে ভুল তথ্য প্রেরণ করে সেক্ষেত্রে আমি কিভাবে সত্যতা যাচাই করব তা বুঝতে পেরেছি। কেউ ছবি অথবা ভিডিও এডিট করে ভুল তথ্য করলে কিভাবে সঠিক তথ্যটি বের করব তা শিখেছি। কিভাবে ইন্টারনেটে সঠিক তথ্য পেতে হয় তার কৌশলগুলো শিখেছি। গুগল থেকে কিভাবে সঠিক তথ্য বের করতে হয় সে সম্পর্কে জানতে পেরেছি। আমি এর আগে এত ভালোভাবে কখনো সঠিক তথ্য যাচাই শিখতে পারিনি। আজকের অনুশীলনের মাধ্যমে আমি তথ্য যাচাইয়ের নতুন পদ্ধতি সম্পর্কে জেনেছি। এই অনুশীলনে আমি যা যা শিখেছি , সবগুলো প্র্যাকটিক্যালি করেছি। সর্বোপরি আজকের অনুশীলনটি করে নতুন কিছু শিখে আমার খুব আনন্দ লাগছে। |
সেশন-৮: অভিযান শেষে
কীভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার ১০ টি প্রক্রিয়া লিখব। এটি আমার নিজের ভাবনা এবং অভিজ্ঞতা থেকে লিখব ।
১। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনঃ facebook, whatsapp ইত্যাদির মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য মানুষের মাঝে ছড়ানো। ২। দাদা-দাদির মুখ থেকে শোনা পুরানো, তথ্য যার কোন ভিত্তি নেই তা প্রকাশ করা। ৩। টেলিভিশনে রাজনৈতিকভাবে দলীয় ভুল তথ্য প্রচার করা। ৪। পত্রিকার কোন সংবাদ সঠিক উৎস থেকে না নিয়ে জনসাধারণের মুখ থেকে শুনে কলাম লেখা। ৫। কিছু সুবিধাবাদী মানুষ তার নিজের স্বার্থের জন্য ছবি অথবা ভিডিওতে ভুল তথ্য দিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। ৬। বিতর্কমূলক কোন সংবাদ পেলে সেটা সঠিকভাবে যাচাই-বাছাই না করে প্রচার করে দেওয়া। ৭। সংবাদ প্রচারে নির্দলীয় অবস্থানে না থাকার কারণে অনেক সময় ভুল তথ্য প্রচার হয়। ৮। অনেকগুলো ওয়েবসাইট যাচাই-বাছাই না করে কেবলমাত্র একটি ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া। ৯। কোন সংবাদের সঠিক তথ্য না পেয়ে নিজের মতামত প্রকাশ করা। ১০। কোন সংবাদের ভিতরের তথ্য না পড়ে টাইটেল বা শিরোনাম দেখে প্রচার করা। |
এই পুরো অভিজ্ঞতায় আমি কি নতুন জেনেছি যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটি চিঠি লিখব। চিঠিটি বাড়িতে গিয়েই লিখব। লিখা শেষ হলে আমার অভিভাবককে পড়ে শোনাবো ।
১৭ জানুয়ারী ২০২৪ মিরপুর ১০,ঢাকা [তারিখ ও ঠিকানা ডান দিকে লিখবেন] প্রিয় বাবা, আশা করি ভালোই আছেন। এই পুরো অভিজ্ঞতায় আমি ডিজিটাল প্রযুক্তির নতুন নতুন বিষয় সম্পর্কে জেনেছি। তথ্য কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে জেনেছি। যাতে মানুষের মাঝে ভুল তথ্য না ছড়িয়ে যায় সেই সম্পর্কে কি কি পদক্ষেপ নিতে হয় তা বুঝতে পেরেছি। আপনি জেনে আরো খুশি হবেন যে, আমি তথ্যের সমন্বয় সম্পর্কে বুঝেছি। কিভাবে স্পেসশিপ ব্যবহার করতে হয় তা শিখেছি। এই পুরো সেশন আমি সবগুলো প্রাক্টিক্যালি করেছি। স্পেসিটে যোগ, বিয়োগ, গুন ভাগ করে আমি মজার অভিজ্ঞতা অর্জন করেছি। এর আগে আমি সবকিছু খাতায় লিখে রাখতাম। এখন থেকে আমি কোন তথ্য সংরক্ষণ করলে আমার কম্পিউটারের স্পেসশিটে সংরক্ষণ করতে পারব। আপনি জেনে আরো খুশি হবেন যে, আমি আপনার অফিসের যে কোন তথ্য কম্পিউটারে স্পেসিটে সেভ করে রাখতে পারব। আপনাকে যদি কেউ ভুল তথ্য দেয় তাহলে আমি সেটা আপনাকে যাচাই করে দিতে পারব এবং সঠিক তথ্যটি বের করে দিতে পারব। ইতি আপনার আদরের দুলাল মুস্তাফিজুর রহমান |
Related Posts
- স্বাস্থ্য সুরক্ষা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় (সব ছকের সমাধান)
- আমি যদি হই রোবট প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি
- A Good Reader Class 7 English Chapter 6 (বাংলা অর্থসহ উত্তর)
- বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি
- জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায়-আগামীর স্বপ্ন