ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৩ (সবগুলো ছকের সমাধান)

ভার্চুয়াল পরিচিতি হলো আমাদের সম্পর্কে দেওয়া কিছু তথ্য যা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করার জন্য একটি পরিচিতি। ভার্চুয়াল জগৎ হলো যেখানে সরাসরি আমাকে কেউ দেখে না, কিন্তু আমার ডিজিটাল উপস্থিতি দেখে। আজকের পোস্টে তোমাদের ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৩ এর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি অধ্যায়ের সব ছক সমাধান করে দিলাম।

Image with Link Descriptive Text

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৩

সামাজিক, পারিবারিক বা শিক্ষাকেন্দ্রিক সবারই একটা পরিচিতি বা প্রোফাইল থাকে। অনেক সময় আমরা ছদ্মনামেও আমাদের পরিচিতি তুলে ধরি, তখন সরাসরি আমাদের নিজের পরিচয় প্রকাশ করি না। কোনো কোনো ক্ষেত্রে ভুল বা ছদ্ম পরিচয় দিলে চলবে না, এতে আমাদের সমস্যা হতে পারে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বস্ত কোনো ওয়েবসাইট ছাড়া ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।

তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি

সেশন-১: ভার্চুয়াল পরিচিতির ধারণা

আমরা ৬টি দলে ভাগ হয়ে যাব এবং প্রতিটি দল উপরের যে কোনো একজন পেশাজীবী সম্পর্কে লিখব তাদের কী কী আমাদের জানা থাকে আর কী কী জানা থাকে না। সেই পয়েন্টগুলো নিচের ছকে লিখব।

জানাঅজানা
১। নাম১। পাসপোর্ট নম্বর
২। পেশা২। ব্যাংক একাউন্ট নাম্বার
৩। পদ মর্যাদা৩। এটিএম কার্ড এর পিন নাম্বার
৪।  ই-মেল আইডি৪।  ই-মেইল এর পাসওয়ার্ড
৫। ফেসবুক আইডি৫। ফেসবুক পাসওয়ার্ড

সেশন-২: নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি

আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দমতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি। পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি। ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভাটার দিব।

আমার প্রোফাইল
আমার নামমো: মামুন হোসেন
আমার বিদ্যালয়ের নামদীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়
আমি কি কি করতে পছন্দ করি খেলাধুলা করতে 
ছবি আঁকতে
গল্পের বই পড়তে
টিভি দেখতে
বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে 
গাছ লাগাতে 
মাছ ধরতে
আমি যে ভালো কাজগুলো করেছিপরিবারের বিভিন্ন কাজে সহায়তা করি।
মনোযোগ দিয়ে পড়াশোনা করি।
সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন করেছি।
বন্ধুদের বিপদে-আপদে সহায়তা করেছি।

সেশন-৩: ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা

উপরের তথ্যগুলো বিবেচনা করে আমরাও তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিই। আমাদের বয়সি শিক্ষার্থীদের জন্য তৈরি করা ‘কিশোর বাতায়ন’-এর স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই। এবার আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি :


১. বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে?
উত্তর : বিল গেটসের প্রোফাইলটি জুন ২০০৯ খোলা হয়েছে।

২. বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে?
উত্তর : বিল গেটসের প্রোফাইলটি ৬০.৩ মিলিয়ন বা ৬ কোটি ৩০ লক্ষ অনুসরণ করছে।

৩. কীভাবে বুঝব যে এটি তাঁর প্রকৃত প্রোফাইল বা পরিচিতি?
উত্তর : এই ভেরিফাইড আইকনটি দেখে আমরা বুঝতে পারি যে, এটি তার প্রকৃত প্রোফাইল।

৪. এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে?
উত্তর : টুইটার ছাড়াও লিংকডইন এবং ফেসবুক মাধ্যমেও তার প্রোফাইল রয়েছে।

৫. মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কী কী প্রতিষ্ঠান রয়েছে?
উত্তর : মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের ‘বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, টেরাস ভেন্টার কোম্পানি রয়েছে।

Related Posts