বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি

যখন ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অন্য কাউকে নিজের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা ব্যবহার করতে দেব, আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। আজকের পোস্টে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি করে দিলাম।

Image with Link Descriptive Text

বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার প্রশ্ন উত্তর

১। বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষার্থে আমাদের কী করা উচিত?
উত্তর: ট্রেডমার্ক করা

২। WTO এর পূর্ণরূপ কোনটি?
উত্তর: World Trade Organization

৩। বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিকীকরণ করার জন্য কী প্রয়োজন?
উত্তর: ট্রেডমার্ক

৪। কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করাকে কী বলে?
উত্তর: পাইরেটেড কপি

৫। লেখকদের অধিকার সংরক্ষণ আইন প্রথম কোন দেশে চালু হয়?
উত্তর: যুক্তরাজ্যে

৬। সৃজনশীল কর্মকে শর্তসাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দেওয়াকে কী বলে?
উত্তর: ফেয়ার ইউজ

৭। লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর পর কপিরাইট আইন কত বছর বলবৎ থাকে?
উত্তর: ৫০-৭০ বছর

৮। কোনো সফটওয়্যার বিনা অনুমতিতে কপি করাকে কী বলে?
উত্তর: পাইরেসি

৯। কপিরাইট আইনের লক্ষ্য কী?
উত্তর: সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা

১০। ‘মৈমনসিংহ গীতিকায়’ কী লিপিবদ্ধ আছে?
উত্তর: (গ) ময়মনসিংহ অঞ্চলের পালাগান

১১। বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারে করণীয় কী?
উত্তর : বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে গেলে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পদটির যিনি স্বত্বাধিকারী তার থেকে যথাযথ আনুষ্ঠানিক অনুমতি নিয়ে, তার সঙ্গে চুক্তিপত্র করে তবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে।

১২। বুদ্ধিবৃত্তিক সম্পদ বিনা অনুমতিতে কেউ ব্যবহার করলে আমাদের করণীয় কী?
উত্তর : বুদ্ধিবৃত্তিক সম্পদ বিনা অনুমতিতে কেউ ব্যবহার করলে আমাদের করণীয় হলো-
প্রথমে আমাদেরকে বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক করিয়ে নিতে হবে। ট্রেডমার্ক করার পরও যদি কেউ নকল করে তবে আমরা একজন বিজ্ঞ উকিলের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

৩। ট্রেডমার্ক কী?
উত্তর : ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়।

৪। বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষার্থে করণীয় কী?
উত্তর : একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদকে ‘বাণিজ্যিকভাবে বাজারজাত করার সময় তাদের সেই সম্পদের জন্য নির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করেন। ফলে অন্য কেউ চাইলেই ইচ্ছামতো তার সেই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাজারজাত করতে পারে না। এর ফলে স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষিত হয় ও অন্য কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদের অপব্যবহার করতে গেলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

৫। বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণে করণীয় কী?
উত্তর : বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণে করণীয় হলো, স্বত্বাধিকারী সর্বপ্রথম তাঁর সম্পদটির ট্রেডমার্ক করে নিবেন। বাজার মনিটরিং করবেন যেন কেউ তাঁর সম্পদের ক্ষতি করার স্বার্থে তাঁর সম্পদের অপব্যবহার করতে না পারে।

১৬। Pirated বা চোরাই কপি কী?

উত্তর : Pirated বা চোরাই কপি : কপিরাইট আইন ভঙ্গ করে পুনরুৎপাদন করা কোনো কর্মকে বলা হয় পাইরেটেড বা চোরাই কপি। কম্পিউটারের বিষয়গুলো সহজে কপি করা যায়। তাই এগুলোর চোরাই কপি পাওয়া যায় সবচেয়ে বেশি। চোরাই কপি ব্যবহার করা কপিরাইট আইনের পরিপন্থি ও অনৈতিক কাজ।

বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

১। “মৈমনসিংহ গীতিকা” কী?
ক) রচনাগ্রন্থ
(খ) সংকলনগ্রন্থ
(গ) ব্যাখ্যাগ্রন্থ
(ঘ) প্রবন্ধগ্রন্থ
উত্তর: (খ) সংকলনগ্রন্থ

২। ‘মৈমনসিংহ গীতিকায়’ কী লিপিবদ্ধ আছে?
ক) কুমিল্লা অঞ্চলের জারিগান
(খ) ময়মনসিংহ অঞ্চলের পালাগান
(গ) হাওর এলাকার সারিগান
(ঘ) হাওর এলাকার ভাটিয়ালিগান
উত্তর: (খ) ময়মনসিংহ অঞ্চলের পালাগান

৩। ‘মৈমনসিংহ গীতিকা’ কে প্রথম সংগ্রহ করেন?
ক) চন্দ্রকুমার দাস
(খ) অতীশ দীপঙ্কর
(গ) চন্দ্রকুমার সাহা
(ঘ) শ্রী রাম চক্রবর্তী
উত্তর: (গ) চন্দ্রকুমার সাহা

৪। কোন শিল্প ও সাহিত্যকর্ম কখন বুদ্ধিবৃত্তিক সম্পদে রূপান্তর হয়?
ক) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ হলে
(খ) নিজের কাছে গোপন রাখলে
(গ) নিজে প্রকাশ করলে
(ঘ) কাউকে ব্যবহার করতে দিলে
উত্তর: (ক) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ হলে

৫। বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষার্থে আমাদের কী করা উচিত?
ক) ট্রেডমার্ক করা
(খ) গোপন রাখা
(গ) বাজারজাত করা
(ঘ) কম দামে বিক্রি করা
উত্তর: (ক) ট্রেডমার্ক করা

৬। WTO এর পূর্ণরূপ কোনটি?
ক) World Transfer Organization
(খ) World Trade Organization
(গ) World Tander Organization
(ঘ) World Transition Organization
উত্তর: (খ) World Trade Organization

৭। কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষতিপুরণ বা আইনি সুবিধা পাওয়ার পূর্বশর্ত কী?
ক) সম্পদের গোপনীয়তা
(খ) সম্পদের ট্রেডমার্ক
(গ) সম্পদের প্রক্রিয়াকরণ
(ঘ) যে সম্পদ যথাযথভাবে সংরক্ষণ
উত্তর: (খ) সম্পদের ট্রেডমার্ক

৮। কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের ধাপ কয়টি?
ক) ৩
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৮
উত্তর: (খ) ৫

৯। বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিকীকরণ করার জন্য কী প্রয়োজন?
ক) ট্রেডমার্ক
(খ) আইডি কার্ড
(গ) জন্ম নিবন্ধন
(ঘ) সম্মতিপত্র
উত্তর: (ক) ট্রেডমার্ক

১০। বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী নিতে হয় কোন অধিদপ্তর থেকে?
ক) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর
(খ) স্বাস্থ্য অধিদপ্তর
(গ) শিক্ষা অধিদপ্তর
(ঘ) শিল্প অধিদপ্তর
উত্তর: (ক) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর

১১। বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না-
i) স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া
ii) হীন স্বার্থ হাসিলের জন্য
iii) রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে
নিচের কোনটি সঠিক?
i) i
(খ) ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

১২। বাণিজ্যিক কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তাদের কী মেনে চলতে হবে?
ক) আচরণ-বিধি
(খ) ৩ নিয়ম-শৃঙ্খলা
(গ) নীতিমালা
(ঘ) কোম্পানি আইন
উত্তর: (গ) নীতিমালা

১৩। কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ এর ব্যবহারকারীর জন্য স্বত্বাধিকারী কী তৈরি করবেন?
ক) আচরণ-বিধি
(খ) শৃঙ্খলা-বিধি
(গ) নীতিমালা
(ঘ) ব্যবহার কৌশল
উত্তর: (গ) নীতিমালা

১৪। কপিরাইট আইনের লক্ষ্য কী?
ক) সঠিক অর্থ প্রদান করা
(খ) পাইরেসি রোধ করা
(গ) সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা
(ঘ) উৎসাহিত করা
উত্তর: (গ) সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা

১৫। কম্পিউটারে তৈরি করা সৃজনশীল কর্মের অনুমতি ব্যতীত প্রতিলিপি তৈরি করাকে কী বলে?
ক) কপি
(খ) পাইরেসি
(গ) অনুলিপি
(ঘ) কপিরাইট
উত্তর: (খ) পাইরেসি

১৬। কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধাটি পায়?
ক) সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার
(খ) মূল্য পাবার অধিকার
(গ) পরিমার্জন করার অধিকার
(ঘ) কপি করার অধিকার
উত্তর: (ক) সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার

১৭। কোনো সফটওয়্যার বিনা অনুমতিতে কপি করাকে কী বলে?
ক) পাইরেসি
(খ) হ্যাকিং
(গ) কপি
(ঘ) অনুলিপি
উত্তর: (ক) পাইরেসি

১৮। পাইরেসি কী?
ক) কপিরাইট বিঘ্নিত করা
(খ) কপিরাইট পরিবর্তন করা
(গ) সম্পদ চুরি করা
(ঘ) সৃষ্টিকর্মের অনুমতি ছাড়া ব্যবহার করা
উত্তর: (ক) কপিরাইট বিঘ্নিত করা

১৯। পাইরেসি বলতে বুঝায় –
i) অনুমতি ব্যতীত কোনো সৃষ্টিকর্মের প্রতিলিপি তৈরি করা
ii) কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ করে এমন কাজ করা
iii) মুদ্রিত পুস্তকের পুনর্মুদ্রণ করা:
নিচের কোনটি সঠিক?
i) i
(খ) ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

২০। পাইরেসি করা যায়-
i) হার্ডওয়্যারের
ii) গ্রন্থের
iii) সফটওয়্যারের
নিচের কোনটি সঠিক?
ক) i
(খ) ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (গ) ii ও iii

২১। কে সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার সৃষ্টকর্মের ওপর স্বত্বাধিকার দেয়?
ক) রাষ্ট্র
(খ) কপিরাইট আইন
(গ) নিয়মনীতি
(ঘ) তথ্য অধিকার আইন
উত্তর: (খ) কপিরাইট আইন

২২। কে সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিয়োগের সুফল ভোগ করার অধিকার দিয়েছে?
ক) কপিরাইট
(খ) তথ্য অধিকার আইন
(গ) কপিরাইট আইন
(ঘ) মানবাধিকার সংস্থা
উত্তর: (গ) কপিরাইট আইন

২৩। কপিরাইট আইনের কার্যকারিতা কাদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে?
ক) সৃজনশীল কর্মীদের
(খ) নির্মাতাদের
(গ) প্রোগ্রামারদের
(ঘ) ডিজাইনারদের
উত্তর: (ক) সৃজনশীল কর্মীদের

২৪। কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত?
ক) প্রকাশকের
(খ) পাঠকের
(গ) সৃষ্টিকর্মের মালিকের
(ঘ) রাষ্ট্রের
উত্তর: (গ) সৃষ্টিকর্মের মালিকের

২৫। সৃজনশীল কর্মপদ্ধতির প্রয়োজন-
i) মেধা
ii) মূল্য
iii) শ্রম
নিচের কোনটি সঠিক?
ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

২৬। কপিরাইট আইনের আওতাধীন ব্যক্তি-
i) লেখক
ii) শিল্পী
iii) প্রোগ্রামার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

২৭। কপিরাইট আইনের লক্ষ্য হলো-
i) সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান
ii) নতুন নতুন উদ্যোক্তা তৈরি
iii) সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii

২৮। বইয়ের বিক্রয়মূল্যের যে অংশ লেখক পান তাকে কী বলে?
ক) রয়্যালটি
(খ) এ্যাসেট
(গ) প্রোপার্টি
(ঘ) লাইবেলিটিস
উত্তর: (ক) রয়্যালটি

২৯। কখন থেকে বই কপি বা নকল করাটা সহজ হয়েছে?
ক) মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পূর্বে
(খ) মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর
(গ) কম্পিউটার তৈরির পর
(ঘ) ইন্টারনেট চালুর পর
উত্তর: (খ) মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর

৩০। কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয়?
ক) নেপালে
(খ) যুক্তরাজ্যে
(গ) যুক্তরাষ্ট্রে
(ঘ) রাশিয়ায়
উত্তর: (খ) যুক্তরাজ্যে

৩১। লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর পর কপিরাইট আইন কত বছর বলবৎ থাকে?
ক) ৪০-৫০ বছর
(খ) ৬০-৮০ বছর
(গ) ৫০-৭০ বছর
(ঘ) ৭০-৯০ বছর
উত্তর: (গ) ৫০-৭০ বছর

৩২। সৃজনশীল কর্মকে শর্তসাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দেওয়াকে কী বলে?
ক) পাইরেটেড
(খ) ফেয়ার ইউজ
(গ) ওপেন সোর্স ফিলসফি
(ঘ) ওপেন সোর্স সফটওয়্যার
উত্তর: (গ) ওপেন সোর্স ফিলসফি

৩৩। কপিরাইটের একেবারে উল্টোটি কী?
ক) পাইরেটেড কপি
(খ) ফেয়ার ইউজ
(গ) কপিলেফট
(ঘ) ওপেন সোর্স ফিলসফি
উত্তর: (গ) কপিলেফট

৩৪। বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয় তাকে আমরা কী বলি?
ক) বুদ্ধিবৃত্তিক সম্পদ
(খ) আর্থিক সম্পদ
(গ) সৃষ্টিশীল সম্পদ
(ঘ) শিল্প সম্পদ
উত্তর: (ক) বুদ্ধিবৃত্তিক সম্পদ

৩৫। সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা নিয়ে তৈরি আইনকে কী বলে?
ক) Indemnity আইন
(খ) Copyright আইন
(গ) বুদ্ধিসহায়ক সম্পদ
(ঘ) জাগতিক সম্পদ পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ
উত্তর: (খ) Copyright আইন

৩৬। লেখকদের অধিকার সংরক্ষণ আইন প্রথম কোন দেশে চালু হয়?
ক) যুক্তরাষ্ট্রে
(খ) ফ্রান্সে
(গ) যুক্তরাজ্যে
(ঘ) ভারতে
উত্তর: (ক) যুক্তরাষ্ট্রে

৩৭। কীভাবে সৃজনশীল কর্মের নকল রোধ করা যায়?
ক) কপিলেফট আইন প্রয়োগ করে মুক্ত দর্শন প্রতিষ্ঠা করে
(খ) কর্মটি রেজিস্ট্রেশনের মাধ্যমে লাইসেন্স নিয়ে
(গ) সৃজনী সাধারণ ব্যবস্থা গ্রহণ করে
(ঘ) শিল্পী কর্তৃক অনুমোদন নিয়ে
উত্তর: (ব) কর্মটি রেজিস্ট্রেশনের মাধ্যমে লাইসেন্স নিয়ে

৩৮। কোনটি আবিষ্কারের ফলে যেকোনো মেধাস্বত্ব সহজেই সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যায়?
ক) মুদ্রণ যন্ত্র
(খ) কম্পিউটার
(গ) টেলিফোন
(ঘ) ইন্টারনেট
উত্তর: (ঘ) ইন্টারনেট

৩৯। সৃজনশীল কাজ কপি করা যায় কোন ক্ষেত্রে?
ক) লেখাপড়া
(খ) উপন্যাস
(গ) গল্প
(ঘ) কবিতা
উত্তর: (ক) লেখাপড়া

৪০। কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা কপিকে কী বলে?
ক) ডুপ্লিকেট কপি
(খ) সেকেন্ড হ্যান্ড কপি
(গ) পাইরেটেড কপি
(ঘ) ফেয়ার কপি
উত্তর: (গ) পাইরেটেড কপি

৪১। নিচের কোন কাজটি কপিরাইট আইন ভঙ্গ করে না?
ক) কম্পিউটার থেকে গান কপি করা
(খ) এক মোবাইল থেকে অন্য মোবাইলে গান কপি করা
(গ) অনুমতি ছাড়া কোনো বই কপি করা
(ঘ) পড়ালেখার কাজে বই ফটোকপি করা
উত্তর: (ঘ) পড়ালেখার কাজে বই ফটোকপি করা

৪২। Copyright আইনের বিধান হলো সৃজনশীল সৃষ্টিকর্মের-
i) কপি বা পুনরুৎপাদন বন্ধ করা
ii) অবৈধ ব্যবহার বন্ধ করা
iii) রপ্তানি বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i, ii ও iii
(ঘ) i ও iii
উত্তর: (গ) i ও ii

৪৩। বুদ্ধিভিত্তিক সম্পদ বা মেধাযত্ন সংরক্ষণের আওতার পড়ে-
i) বিভিন্ন আবিষ্কার
ii) ব্যবসার মার্কা
iii) চিত্রকল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii

৪৪। যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে বলে-
i) চোরাই কপি
ii) মেইন কপি
iii) পাইরেটেড কপি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (গ) i ও iii

Related Posts