আবু ইসহাকের “জোঁক” একটি অত্যন্ত প্রতীকী এবং গভীর অর্থবহ গল্প, যা বাংলাদেশের গ্রামীণ জীবন এবং কৃষক শ্রেণির সংগ্রামের একটি বাস্তব চিত্র তুলে ধরে। এই পোস্টে জোঁক গল্পের mcq প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
জোঁক গল্পের mcq প্রশ্ন উত্তর
১। আবু ইসহাকের গল্প-উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
(ক) গ্রামবাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম
(খ) হাসি-তামাসা নিয়ে
(গ) গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য
(ঘ) শহুরে জীবন-যাত্রা
উত্তরঃ (ক) গ্রামবাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম।
২। ‘জোঁক’ নামের গল্পগ্রন্থটি কোন লেখকের?
(ক) আবদুল্লাহ আল-মামুন
(খ) জহির রায়হান
(গ) আবু ইসহাক
(ঘ) সেলিনা হোসেন
উত্তরঃ (গ) আবু ইসহাক।
৩। আবু ইসহাকের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে একটি কী?
(ক) ‘দিগন্ত’
(খ) ‘সূর্য-দীঘল বাড়ি’
(গ) ‘চিলেকোঠার সেপাই’
(ঘ) ‘কবি’
উত্তরঃ (খ) ‘সূর্য-দীঘল বাড়ি’।
৪। আবু ইসহাকের জন্ম ও মৃত্যুর সাল কত?
(ক) ১৯১৮-২০০০
(খ) ১৯৩০-১৯৯৫
(গ) ১৯২৬-২০০৩
(ঘ) ১৯৪০-২০১০
উত্তরঃ (গ) ১৯২৬-২০০৩।
৫। ‘পদ্মার পলিদ্বীপ’ কোন লেখকের লেখা?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) আবু ইসহাক
(গ) জসীম উদ্দীন
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (খ) আবু ইসহাক।
৬। ‘জোঁক’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) ‘পথের পাঁচালী’
(খ) ‘বাবার পকেট’
(গ) ‘জোঁক’
(ঘ) ‘আকাশ ভরা সূর্য’
উত্তরঃ (গ) ‘জোঁক’ নামের গল্পগ্রন্থ থেকে।
৭। আবু ইসহাক কোন ধরনের সাহিত্যিক হিসেবে পরিচিত?
(ক) কবি
(খ) নাট্যকার
(গ) ঔপন্যাসিক
(ঘ) কথাসাহিত্যিক
উত্তরঃ (ঘ) কথাসাহিত্যিক।
৮। ওসমান ভাতের অভাবে কী খেয়ে উদরপূর্তি করে?
(ক) কলা
(খ) শালুক ফুল
(গ) সেদ্ধ মিষ্টি আলু
(ঘ) আখ
উত্তরঃ (গ) সেদ্ধ মিষ্টি আলু খেয়ে।
৯। মাজু বিবি কী নিয়ে আসে ওসমানের জন্য?
(ক) তামাক
(খ) রয়নার তেল
(গ) শুকনো মাছ
(ঘ) পান্তা ভাত
উত্তরঃ (খ) রয়নার তেলের বোতল।
১০। তেল মালিশ করলে কী হয় বলে মাজু বিবি টুনিকে বলে?
(ক) শক্তি বাড়ে
(খ) জ্বর কমে
(গ) চামড়া নরম হয়
(ঘ) পানিতে কামড়ায় না
উত্তরঃ (ঘ) পানিতে কামড়ায় না।
১১। পানিতে কামড়ানোর কারণ কী বলে মাজু বিবি?
(ক) খারাপ মাটি থাকে
(খ) ঘাস-লতা-পাতা থাকে
(গ) মাছ থাকে
(ঘ) কাদামাটি থাকে
উত্তরঃ (খ) খারাপ ঘাস-লতা-পাতা থাকলে কুটকুট করে।
১২। ওসমান জমিতে কাজের জন্য কী কী নিয়ে যায়?
(ক) গামছা ও কাস্তে
(খ) কাস্তে ও হুক্কা
(গ) মই ও বেলচা
(ঘ) ছাতা ও পানির বোতল
উত্তরঃ (খ) কাস্তে ও হুক্কা।
১৩। ওসমানের ছেলের নাম কী?
(ক) খোকা
(খ) সাদেক
(গ) তোতা
(ঘ) আজাদ
উত্তরঃ (গ) তোতা।
১৪। আউশ ধান উঠার পর জমিতে কী গাছ উঠে?
(ক) গম
(খ) আমন ধানের গাছ
(গ) পাট
(ঘ) মাটির নল
উত্তরঃ (খ) আমন ধানের গাছ।
১৫। ওসমানের জমির মালিক কে?
(ক) মাসুদ রানা
(খ) আবদুল্লাহ খান
(গ) ওয়াজেদ চৌধুরী
(ঘ) আলমগীর হোসেন
উত্তরঃ (গ) ওয়াজেদ চৌধুরী।
১৬। ওয়াজেদ চৌধুরী কোথায় থাকেন?
(ক) বরিশাল
(খ) ঢাকা
(গ) কুমিল্লা
(ঘ) রাজশাহী
উত্তরঃ (খ) ঢাকায়।
১৭। চৌধুরীর ছেলে ইউসুফ কোথা থেকে আসে?
(ক) রাজশাহী
(খ) ঢাকা
(গ) সিলেট
(ঘ) চট্টগ্রাম
উত্তরঃ (খ) ঢাকা থেকে।
১৮। ওসমান জমিতে কী ফসল চাষ করে?
(ক) গম
(খ) পাট
(গ) আউশ ধান
(ঘ) গাছ
উত্তরঃ (খ) পাট।
১৯। পাট কাটতে ওসমানের কী লাগে?
(ক) বেলচা
(খ) কাস্তে
(গ) ছুরি
(ঘ) কুড়াল
উত্তরঃ (খ) কাস্তে।
২০। ওসমান পেটে জামিন দেয়ার জন্য কী খায়?
(ক) শালুক ফুল
(খ) কলা
(গ) তেঁতুল
(ঘ) মিষ্টি আলু
উত্তরঃ (ক) শালুক ফুল।
২১। পাট কাটতে গিয়ে ওসমান কোন সমস্যায় পড়ে?
(ক) কাঁদায় পা আটকে যায়
(খ) পায়ে জোঁক ধরে
(গ) পানিতে পড়ে যায়
(ঘ) বৃষ্টি শুরু হয়
উত্তরঃ (খ) পায়ে জোঁক ধরে।
২২। তোতা কোন জিনিস দেখে শিউরে ওঠে?
(ক) মাছ
(খ) মাটি
(গ) ওসমানের পায়ের জোঁক
(ঘ) কাস্তে
উত্তরঃ (গ) ওসমানের পায়ের জোঁক।
২৩। ওসমান তোতাকে তাড়াতাড়ি আসতে কেন বলে?
(ক) তাকে সাহায্য করার জন্য
(খ) পাট তুলে নেয়ার জন্য
(গ) তামাক খাওয়ার আগুন নিভে যায়
(ঘ) কাজ শেষ করার জন্য
উত্তরঃ (গ) তামাক খাওয়ার আগুন নিভে যায়।
২৪। পাট শুকানোর কাজ কে করে?
(ক) মাজু বিবি
(খ) ওসমান
(গ) তোতা
(ঘ) ওসমান ও তোতা
উত্তরঃ (ঘ) ওসমান ও তোতা।
২৫। ওসমান কয়টা পাটের হাতা কেটে জমিতে আসে?
(ক) ষাট হাতা
(খ) আশি হাতা
(গ) নব্বই হাতা
(ঘ) একশো হাতা
উত্তরঃ (খ) আশি হাতা।
২৬। ওসমান কাজ শেষ না করেই কেন ফিরে আসে?
(ক) শরীর খারাপের জন্য
(খ) তার মেজাজ বিগড়ে যায়
(গ) বাড়ি ফিরে আসার জন্য
(ঘ) খাওয়া দরকার
উত্তরঃ (খ) তার মেজাজ বিগড়ে যায়।
২৭। তেভাগা আইন নিয়ে ওসমান কী ভাবে?
(ক) সে তিন ভাগ পাবে
(খ) সে এক ভাগ পাবে
(গ) সে দুই ভাগ পাবে
(ঘ) সে কিছুই পাবে না
উত্তরঃ (গ) সে দুই ভাগ পাবে।
২৮। গোস্বামী ওসমানের কত ভাগ পাট দাবি করে?
(ক) এক ভাগ
(খ) দুই ভাগ
(গ) তিন ভাগ
(ঘ) চার ভাগ
উত্তরঃ (খ) দুই ভাগ।
২৯। ওসমান কবে টাকা নিয়েছিল বলে ইউসুফ জানায়?
(ক) গত মাস
(খ) গত বছর
(গ) দুই বছর আগে
(ঘ) পাঁচ বছর আগে
উত্তরঃ (খ) গত বছর।
৩০। ইউসুফ কেন আইনকে বাইপাস করার কথা বলে?
(ক) আইন নতুন বলে
(খ) আইনকে সে মেনে চলে
(গ) আইন তাদের আটকাতে পারে না বলে
(ঘ) সে আইন জানে না বলে
উত্তরঃ (গ) আইন তাদের আটকাতে পারে না বলে।
৩১। ওসমান পেটে জামিন দিলে কী খায়?
(ক) কলা
(খ) তেঁতুল
(গ) শালুক ফুল
(ঘ) কাঁচা লঙ্কা
উত্তরঃ (গ) শালুক ফুল।
৩২। ওসমানের জন্য মাজু বিবি কী রান্না করে?
(ক) মুরগির মাংস
(খ) ট্যাংরা মাছ ও কলমি শাক
(গ) ডাল-ভাত
(ঘ) আলু ভর্তা
উত্তরঃ (খ) ট্যাংরা মাছ ও কলমি শাক।
৩৩। তেভাগা আইন পাশ হওয়ার আগেই ইউসুফ কী শুরু করে?
(ক) অনুশীলন
(খ) রিহার্সাল
(গ) নতুন জমি কিনে নেয়
(ঘ) কাজ বন্ধ করে
উত্তরঃ (খ) রিহার্সাল।
৩৪। জমি থেকে পাট কেটে ওসমান কোন কাজগুলো করে?
(ক) জমি পরিষ্কার করে
(খ) পাট কেটে, জাগ দেয়, কোষ্ঠা ছাড়ায়, পরিষ্কার করে, ও শুকায়
(গ) পাট গাছ কেটে জমিতে রাখে
(ঘ) পাটের আঁশ বের করে
উত্তরঃ (খ) পাট কেটে, জাগ দেয়, কোষ্ঠা ছাড়ায়, পরিষ্কার করে, ও শুকায়।
৩৫। তোতা স্কুলে যেত কেন?
(ক) খেলার জন্য
(খ) বই পড়ার জন্য
(গ) পড়ালেখার জন্য
(ঘ) বন্ধুদের সাথে দেখা করার জন্য
উত্তরঃ (গ) পড়ালেখার জন্য।
৩৬। ওসমানের পায়ে জোঁক ধরলে কীভাবে তাকে সরায়?
(ক) কাঁদায় ফেলে দেয়
(খ) কাস্তে দিয়ে
(গ) আগুন দিয়ে
(ঘ) লাঠি দিয়ে
উত্তরঃ (খ) কাস্তে দিয়ে।
৩৭। তেভাগা আইনে ওসমান কী আশা করেছিল?
(ক) তিন ভাগ পাওয়া
(খ) এক ভাগ পাওয়া
(গ) দুই ভাগ পাওয়া
(ঘ) কিছুই পাওয়া না
উত্তরঃ (গ) দুই ভাগ পাওয়া।
৩৮। পাট কাটতে গিয়ে ওসমান কতবার ডুব দেয়?
(ক) পাঁচবার
(খ) দশবার
(গ) দশ-বারোবার
(ঘ) পনেরোবার
উত্তরঃ (গ) দশ-বারোবার।
৩৯। মাজু বিবি মেয়েকে কী বোঝায় পানিতে কামড়ায় কেন?
(ক) পানির তাপমাত্রা কম থাকে
(খ) খারাপ পানি শরীরে লাগলে কুটকুট করে
(গ) পানিতে মাছ থাকে
(ঘ) পানিতে জোঁক থাকে
উত্তরঃ (খ) খারাপ পানি শরীরে লাগলে কুটকুট করে।
৪০। তোতার হাতে কাস্তে দেখে কেন শিউরে ওঠে?
(ক) সে জোঁক দেখে
(খ) সে ভয় পায়
(গ) সে রেগে যায়
(ঘ) সে কাস্তে ভয় পায়
উত্তরঃ (ক) সে জোঁক দেখে।
৪১। গোস্বামী ওসমানের পাটের ভাগ কত দাবি করে?
(ক) এক ভাগ
(খ) দুই ভাগ
(গ) তিন ভাগ
(ঘ) চার ভাগ
উত্তরঃ (খ) দুই ভাগ।
৪২। ইউসুফ ওসমানকে কিসের জন্যে টিপসই দিয়েছিল বলে?
(ক) ঘর বানানোর জন্যে
(খ) গরু-লাঙ্গল কেনার জন্যে
(গ) পাটের জন্যে
(ঘ) দোকান করার জন্যে
উত্তরঃ (খ) গরু-লাঙ্গল কেনার জন্যে।
৪৩। ওসমানের কাজ করার সময় কী সমস্যা হয়?
(ক) মাটি শুকিয়ে যায়
(খ) তার শরীর দুর্বল হয়ে যায়
(গ) পাট কাটতে পারছিল না
(ঘ) পানির অভাব হয়
উত্তরঃ (খ) তার শরীর দুর্বল হয়ে যায়।
৪৪। ওসমান তেভাগা আইন পাস হলে কী আশা করে?
(ক) জমি কিনে নিবে
(খ) জমি বাড়বে
(গ) তার কাজের ফসলের ন্যায্য ভাগ পাবে
(ঘ) সে বড়লোক হবে
উত্তরঃ (গ) তার কাজের ফসলের ন্যায্য ভাগ পাবে।
৪৫। ওসমান কতটা কঠোর পরিশ্রম করে?
(ক) দিনের বেলা কাজ করে
(খ) সে রোদ-বৃষ্টি মাথায় করে খেত চাষ করে
(গ) রাতে কাজ করে
(ঘ) বসে কাজ করে
উত্তরঃ (খ) সে রোদ-বৃষ্টি মাথায় করে খেত চাষ করে।
৪৬। ওসমান পেটে ক্ষুধা সহ্য না করতে পেরে কী খায়?
(ক) কলা
(খ) তেঁতুল
(গ) শালুক ফুল
(ঘ) আখ
উত্তরঃ (গ) শালুক ফুল।
৪৭। ইউসুফ তেভাগা আইনকে কীভাবে দেখায়?
(ক) সে আইন মানে
(খ) সে আইন ভাঙে
(গ) সে আইনকে বাইপাস করার কথা বলে
(ঘ) সে আইন জানে না
উত্তরঃ (গ) সে আইনকে বাইপাস করার কথা বলে।
৪৮। ‘অজম’ শব্দের অর্থ কী?
(ক) বিরতি
(খ) জমি
(গ) হজম
(ঘ) পেটে ব্যথা
উত্তরঃ (গ) হজম।
৪৯। ‘উদরপূর্তি করা’ বলতে কী বোঝানো হয়?
(ক) পেট ভরে খাওয়া
(খ) একটু খাওয়া
(গ) বেশি খাওয়া
(ঘ) কিছুই না খাওয়া
উত্তরঃ (ক) পেট ভরে খাওয়া
Related Posts
- আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
- জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় (সবগুলো ছকের সমাধান)
- সময়ের প্রয়োজনে জহির রায়হান প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা
- আষাঢ়ের এক রাতে গল্পের এক কথায় প্রশ্ন উত্তর ও সৃজনশীল প্রশ্ন -৭ম শ্রেণি
- শব্দ থেকে কবিতা গল্পের মূলভাব হুমায়ুন আজাদের লেখা – ৮ম শ্রেণির বাংলা