আবু ইসহাকের ‘জোঁক’ বাংলাদেশের গ্রামীণ জীবন ও কৃষক শ্রেণির সংগ্রামের উপর ভিত্তি করে লেখা একটি গল্প। এই গল্পে গ্রামীণ জীবনের বাস্তবতা এবং দরিদ্র কৃষকদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো ফুটে উঠেছে। এই পোস্টে আবু ইসহাকের জোঁক গল্পের প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
জোঁক গল্পের প্রশ্ন উত্তর
১. আবু ইসহাকের গল্প-উপন্যাসের বিষয়বস্তু কী?
উত্তর: গ্রামবাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম।
২. ইউসুফ ওসমানকে কিসের জন্যে টিপসই দিয়েছিল বলে?
উত্তর: গরু-লাঙ্গল কেনার জন্যে।
৩. ‘রয়নারের তেল’ কী থেকে তৈরি হয়?
উত্তর: রয়না গাছের বীজ থেকে।
৪. ‘অজম’ শব্দের অর্থ কী?
উত্তর: হজম।
৫. ওসমান তেভাগা আইন পাস হলে কী আশা করে?
উত্তর: তার কাজের ফসলের ন্যায্য ভাগ পাওয়ার আশা করে।
৬. ‘কবিরাজ’ শব্দের আরেকটি রূপ কী?
উত্তর: কবরেজ।
৭. মাজু বিবি কী নিয়ে আসে ওসমানের জন্য?
উত্তর: রয়নার তেলের বোতল।
৮. তোতার হাতে কাস্তে দেখে কেন শিউরে ওঠে?
উত্তর: কারণ সে ওসমানের পায়ে জোঁক দেখে।
৯. ইউসুফ কেনো আইনকে বাইপাস করার কথা বলে?
উত্তর: কারণ আইন তাদের আটকাতে পারে না বলে।
১০. ‘টাঙনা’ কী কাজে ব্যবহার হয়?
উত্তর: যাতে ঝুলিয়ে রাখা হয়।
১১. ‘পদ্মার পলিদ্বীপ’ কোন লেখকের লেখা?
উত্তর: আবু ইসহাক।
১২. ‘বাছট’ শব্দের অর্থ কী?
উত্তর: বাছাই।
১৩. ‘কাস্তে’ কী ধরনের অস্ত্র?
উত্তর: বাঁকা দাঁতালো অস্ত্র।
১৪. ‘তেভাগা আইন’ কী?
উত্তর: ফসলের তিন ভাগের এক ভাগ জমির মালিক পাবে এমন আইন।
১৫. ওসমান জমিতে কী ফসল চাষ করে?
উত্তর: পাট।
১৬. ওসমান কবে টাকা নিয়েছিল বলে ইউসুফ জানায়?
উত্তর: গত বছর।
১৭. ‘গোমস্তা’ কারা?
উত্তর: জমিদারের কর্মচারী।
১৮. ইউসুফ তেভাগা আইনকে কীভাবে দেখায়?
উত্তর: সে আইনকে বাইপাস করার কথা বলে।
১৯. ‘ঢেলা’ বলতে কী বোঝায়?
উত্তর: শক্ত মাটির টুকরা।
২০. ওসমান জমিতে কাজের জন্য কী কী নিয়ে যায়?
উত্তর: কাস্তে ও হুক্কা।
২১. ‘উদরপূর্তি করা’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: পেট ভরে খাওয়া।
২২. ওসমান পেটে জামিন দেয়ার জন্য কী খায়?
উত্তর: শালুক ফুল।
২৩. তোতা স্কুলে যেত কেন?
উত্তর: পড়ালেখার জন্য।
২৪. ‘কোস্টা’ কী?
উত্তর: পাটের আঁশ।
২৫. ওসমান কয়টা পাটের হাতা কেটে জমিতে আসে?
উত্তর: আশি হাতা।
২৬. ‘বাইনের সময়’ বলতে কী বোঝায়?
উত্তর: চাষের উপযুক্ত সময়।
২৭. ‘কাছা’ কীভাবে পরিধান করা হয়?
উত্তর: কাপড়ের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কোমরের পেছনে গোঁজা হয়।
২৮. ‘অজম’ শব্দের অর্থ কী?
উত্তর: হজম।
২৯. ওসমানের জমির মালিক কে?
উত্তর: ওয়াজেদ চৌধুরী।
৩০. ওয়াজেদ চৌধুরী কোথায় থাকেন?
উত্তর: ঢাকায়।
৩১. তেভাগা আইন নিয়ে ওসমান কী ভাবে?
উত্তর: সে ভাবে সে দুই ভাগ পাবে।
৩২. ওসমান পেটে ক্ষুধা সহ্য না করতে পেরে কী খায়?
উত্তর: শালুক ফুল।
৩৩. মাজু বিবি মেয়েকে কী বোঝায় পানিতে কামড়ায় কেন?
উত্তর: খারাপ পানি শরীরে লাগলে কুটকুট করে বলে।
৩৪. ‘রয়নারের তেল’ কী থেকে তৈরি হয়?
উত্তর: রয়না গাছের বীজ থেকে।
৩৫. ‘বাছট’ শব্দের অর্থ কী?
উত্তর: বাছাই।
৩৬. ওসমান পেটে জামিন দিলে কী খায়?
উত্তর: শালুক ফুল।
৩৭. ‘উড়া’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: আগাছা বিশেষ।
৩৮. ‘গোস্বামী’ ওসমানের পাটের ভাগ কত দাবি করে?
উত্তর: দুই ভাগ।
৩৯. ‘দুর্মূল্য’ শব্দের অর্থ কী?
উত্তর: অত্যন্ত বেশি দাম।
৪০. ‘আউশ ধান’ কী ধরনের ধান?
উত্তর: বর্ষাকালে পাকে এমন ধান।
৪১. পাট কাটতে গিয়ে ওসমানের কোন সমস্যায় পড়ে?
উত্তর: তার পায়ে জোঁক ধরে।
৪২. ওসমান পায়ে জোঁক ধরলে কীভাবে তাকে সরায়?
উত্তর: কাস্তে দিয়ে।
৪৩. আবু ইসহাকের গল্প-উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
উত্তর: গ্রামবাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম।
৪৪. তেভাগা আইনে ওসমান কী আশা করেছিল?
উত্তর: দুই ভাগ পাওয়া।
৪৫. ‘কোস্টা’ কী?
উত্তর: পাটের আঁশ।
৪৬. ‘জাগ দেওয়া’ বলতে কী বোঝায়?
উত্তর: পচানোর জন্য পানিতে ভিজিয়ে রাখা।
৪৭. ওসমান জমিতে কী ফসল চাষ করে?
উত্তর: পাট।
৪৮. ওসমান পেটে জামিন দেওয়ার জন্য কী খায়?
উত্তর: শালুক ফুল।
৪৯. ইউসুফ ওসমানকে কিসের জন্য টিপসই দিয়েছিল?
উত্তর: গরু-লাঙ্গল কেনার জন্য।
৫০. ‘টাঙনা’ কী কাজে ব্যবহার হয়?
উত্তর: যাতে ঝুলিয়ে রাখা হয়।
৫১. ‘রয়নারের তেল’ কী থেকে তৈরি হয়?
উত্তর: রয়না গাছের বীজ থেকে।
৫২. ‘মালসা’ কী ধরনের পাত্র?
উত্তর: মাটির তৈরি একটি বিশেষ পাত্র।
৫৩. ‘দুর্মূল্য’ শব্দের অর্থ কী?
উত্তর: অত্যন্ত বেশি দাম।
৫৪. ‘ঢেলা’ শব্দের অর্থ কী?
উত্তর: শক্ত মাটির টুকরা।
৫৫. ওসমান জমিতে কী কী নিয়ে যায়?
উত্তর: কাস্তে ও হুক্কা।
৫৬. ‘কোস্টা’ কী?
উত্তর: পাটের আঁশ।
৫৭. ‘কয়াল’ কারা?
উত্তর: যারা ওজন করার কাজ করে।
৫৮. ‘উদরপূর্তি করা’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: পেট ভরে খাওয়া।
৫৯. ইউসুফ তেভাগা আইনকে কীভাবে দেখায়?
উত্তর: সে আইনকে বাইপাস করার কথা বলে।
৬০. ‘বাইনের সময়’ বলতে কী বোঝায়?
উত্তর: চাষের উপযুক্ত সময়।
৬১. ‘আউশ ধান’ কী ধরনের ধান?
উত্তর: বর্ষাকালে পাকে এমন ধান।
৬২. ‘গোমস্তা’ কারা?
উত্তর: জমিদারের কর্মচারী।
৬৩. ওসমান পাট কাটতে গিয়ে কতবার ডুব দেয়?
উত্তর: দশ-বারোবার।
৬৪. তোতার হাতে কাস্তে দেখে কেন শিউরে ওঠে?
উত্তর: কারণ সে ওসমানের পায়ে জোঁক দেখে।
৬৫. ‘কবিরাজ’ শব্দের আরেকটি রূপ কী?
উত্তর: কবরেজ।
৬৬. ‘পদ্মার পলিদ্বীপ’ কোন লেখকের লেখা?
উত্তর: আবু ইসহাক।
৬৭. তেভাগা আইনে ওসমান কী আশা করেছিল?
উত্তর: দুই ভাগ পাওয়া।
Related Posts
- সুখী মানুষ গল্পের মূলভাব – মমতাজ উদ্দিন আহমেদ
- ৭ম শ্রেণির বাংলা ৫ম অধ্যায় ১ম ও ২য় পরিচ্ছেদ-বুঝে পড়ি লিখতে শিখি
- Have You Filled a Bucket Today Class 7 English Chapter 5 (বাংলা অর্থসহ)
- ৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সমাধান-ভগ্নাংশের গসাগু ও লসাগু
- ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৭ম শ্রেণি ২য় ও ৩য় অধ্যায়
- জীবন ও জীবিকা ৬ষ্ঠ শ্রেণি ২য় অধ্যায় (পেশার রূপ বদল)
- আমি সাগর পাড়ি দেবো কবিতার প্রশ্ন উত্তর – ৬ষ্ঠ শ্রেণির বাংলা
- ৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় সমাধান-অর্থ বুঝে বাক্য লিখি
- কোষ পরিভ্রমণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই সমাধান ৩য় অধ্যায়
- The Frog and The Ox Class 7 English Chapter 4 Solution (বাংলা অর্থসহ)