জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৩য় অধ্যায় (স্বপ্নগুলো সত্যি করি)

নিত্যনতুন আবিষ্কার আর প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত আমাদের জীবন বদলে যাচ্ছে। আজকের পোস্টে আমরা জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৩য় অধ্যায়ের (স্বপ্নগুলো সত্যি করি) সবগুলো ছক সমাধান করে দিলাম।

Image with Link Descriptive Text

জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৩য় অধ্যায়ের সমাধান

আমরা আজকের অধ্যায়ে বিভিন্ন নতুন প্রযুক্তি সম্পর্কে জানবো। আমাদের বাস্তব জীবনে সেসকল প্রযুক্তি কিভাবে ব্যবহার করব ও পরিবেশের উপর তার প্রভাব সম্পর্কে জানবো।

৮ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায়

জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৪৭ পৃষ্ঠা

গল্পে কোন প্রযুক্তিগুলো ইতোমধ্যেই বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো, তা খুুঁজে বের করো। একইসঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও।

ছক ৩.১: নতুন প্রযু্ক্তির সন্ধান

ক্রমিক
নং
ইতোমধ্যে জানিজানতে হবে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ,থ্রিডি প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং, চ্যাট জিপিটি
মেটাভার্স ,হলোগ্রাফরোবটিং ,এজিআই ,এএসআই
এক্সটেন্ডেট রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটিক্লাউড কম্পিউটিং

জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৪৮ পৃষ্ঠা

প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কীভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি। কাল্পনিক সেইসব নতুন পেশা নিয়ে একটি গল্প লিখি।

গল্পের নাম:  সোহানের সফলতা

ষোলো বছর বয়স সোহানের। ছোটকাল থেকেই মেধার স্বাক্ষর রাখেন সোহান। বড় হওয়ার সাথে সাথে তার প্রতিভা ও বিকশিত হতে থাকে। সোহানের প্রতিভা দেখে তার মামা আলিফ সাহেব আধুনিক প্রযুক্তির ব্যবহার ও এর মাধ্যমে তার মেধাকে আরও বিকশিত করার জন্য পরামর্শ দেন। সেই থেকে সোহান প্রযুক্তি বিষয় খুব আগ্রহী ৷ তার এলাকায় বিদ্যুৎ সমস্যা ছিল প্রকট ৷ তাই তার স্বপ্ন বড় হয়ে নবায়নযোগ্য, শক্তি বিশেষজ্ঞ হবে এবং পানিশক্তি ও বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন। কারণ এ সম্পদ নবায়নযোগ্য , কিন্তু তেল ,গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এক সময় কাঁচামালের অভাবে শেষ হয়ে যাবে। নতুন আইডিয়া কাজে লাগানোর উদ্দেশ্যে সোহান তার পড়াশোনায় গতি বাড়িয়ে দিল, ইংরেজি, বিজ্ঞান , অঙ্কসহ সব বিষয়েই ভালো ফলাফল করতে লাগল। বড় হয়ে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করে বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলেন। ছয় বছর পর বি এসসি এবং এমএস করলেন। যুক্তরাষ্ট্র থেকে নবায়নযোগ্য শক্তি বিষয়ে পি এইচ ডি ডিগ্রিলাভ করে বাংলাদেশে  বিদ্যুৎ বিভাগে নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। তিনি বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়ে দিতে সক্ষম হয়েছেন।

ছক ৩.২: কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার

পেশার নামকাল্পনিক পেশায় ব্যবহার
হতে পারে এমন প্রযুক্তির
নাম
কাল্পনিক পেশার জন্য
প্রয়োজনীয় নতুন দক্ষতা
উক্ত পেশা মানব কল্যাণে
যে ধরনের ভূমিকা
রাখতে পারে



নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ





ডে লাইট হারভেস্টিং প্রযুক্তি , কম্পিউটার , ইন্টারনেট , আধুনিক জেনারেটর ও টারবাইন , ব্লেড প্রভৃতিআধুনিক টারবাইন ও ব্লেড পরিচালনার দক্ষতা এবং তা কীভাবে কাজ করে তার সম্পর্কে সূক্ষ্ম ধারণানিম্ন মধ্যবিত্ত দেশের বেকার সমস্যা নিরসন করে নতুন নতুন পেশার সৃষ্টি করতে পারবে। দেশ ও জাতিকে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবে।

জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৫৫ পৃষ্ঠা

ছক ৩.৩: প্রজেক্ট আইডিয়া

দলের নামশাপলা
দলের সদস্যদের নামজাবের (অধিনায়ক) ,আব্দুল্লাহ ,জোবায়ের , মাহমুদ ও খালেদ
নির্বাচিত সমস্যানিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যা।
ব্যবহৃত প্রযুক্তি বায়োটেকনোলজি ,Soil mosture sensor.
প্রস্তাবিত সমাধান
প্রজেক্ট থেকে যেসব
সুবিধা পাওয়া যাবে
প্রত্যন্ত অঞ্চলের কৃষি ক্ষেত্রগুলোতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে।
পরিবেশের ওপর
প্রজেক্টটির প্রভাব
তাৎক্ষণিক বিরূপ প্রভাব প্রতিফলিত হলেও সকলের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনুকূল অবস্থার সৃষ্টি করা যাবে।
সমাজ বা
মানবকল্যাণে
প্রজেক্টটির ভূমিকা
উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে আমাদের কৃষিপ্রধান সমাজ অনেকাংশে উন্নত হবে ৷
মডেল (ছবি/
প্রেজেন্টেশন/স্কেচ/
ইত্যাদি)
(পৃথক কাগজ ব্যবহার করা যেতে পারে)
প্রজেক্ট বাস্তবায়নে
সম্ভাব্য সময়
৩ মাস
প্রজেক্ট বাস্তবায়নে
সম্ভাব্য খরচ
২-৩ কোটি
প্রজেক্টটি নিয়ে বাস্তবে
কাজ করার জন্য
সুপারিশকৃত পদক্ষেপ
অত্যাধুনিক প্রযুক্তিগুলো ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর ব্যবহারের সুফল সামাজিকভাবে প্রচার করতে হবে।
প্রজেক্ট টেকসই করার
জন্য প্রয়োজনীয়
পরামর্শ
কৃষককে আধুনিক প্রযুক্তির যথার্থ ব্যবহার শিখাতে হবে এবং যোগ্যতার সাথে প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে।
প্রজেক্ট সম্পর্ক
অন্যান্য দলের মতামত
দলের সকল সদস্যকে সর্বোচ্চ সচেতনতার সাথে কাজ করতে হবে।
প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি:প্রজেক্ট সম্পর্কে আমার অনুভূতি হলো  প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
শিক্ষকের মন্তব্য:শিক্ষক লিখবেন।

আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিচের চেকলিস্টটি অবশ্যই পূরণ করে অবস্থান যাচাই করব।

ক্রমবিবৃতিহ্যাঁ নামন্তব্য
প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার যথাসাধ্য চেষ্টা করেছিসফল ভাবে করেছি
বিভিন্ন সমাধান পর্যালোচনা করতে কার্যকর যোগাযোগ করেছিব্যর্থ। করতে পারি নি
সময়মতো প্রজেক্টটি সম্পন্ন করার জন্য সহযোগিতামূলকভাবে কাজ
করেছি
সফল ভাবে করেছি
প্রজেক্টের কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিসফল ভাবে করেছি
প্রযুক্তিসংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করেছিসফল ভাবে করেছি
প্রজেক্টটি সম্পর্কে অন্যদের সমালোচনামূলক মতামতের ভিত্তিতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছিসফল ভাবে করেছি
এই সমাধান আমাদের সমাজ ও পরিবেশে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কি না তা যাচাই করে দেখেছিসফল ভাবে করেছি
প্রজেক্টটি কাজ করছে কি না তার একটি নমুনা পরীক্ষা (ডামি
এক্সপিরিমেন্ট) করেছি
সফল ভাবে করেছি
চূড়ান্ত উপস্থাপনের দিন প্রজেক্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছিসফল ভাবে করেছি
১০প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক হয়েছে বলে মনে করছিসফল ভাবে করেছি

জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ৫৮ পৃষ্ঠা

ক) ২০৩০ সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও?
২০৩০ সালে আমি নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেশার জন্য প্রস্তুত দেখতে চাই।

খ) উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কী কী প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছ?
কম্পিউটার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কম্পিউটারের বিভিন্ন ভাষায় প্রোগ্রামিংয়ের দক্ষতাসহ অত্যাধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কে যথাযথ যোগ্যতা অর্জন করতে হবে।

গ) উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কী কী যোগ্যতা প্রয়োজন হতে পারে?
বিভিন্ন ভাষার ওপর দক্ষতা অর্জন করতে হবে। নিজেকে বৈশ্বিক হিসেবে উপস্থাপনার যোগ্যতা অর্জন করতে হবে।

ঘ) তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কীভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছ?
আমার পেশায় দেশকে আর্থিকভাবে ও প্রযুক্তিগতভাবে অনেক সমৃদ্ধ এবং উন্নত করতে পারব।

ঙ) উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কী কী কাজের অনুশীলন শুরু করবে?
কোডিং , ওয়েব ডিজাইনিংসহ কম্পিউটারে বিশেষ দক্ষতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিশেষ যোগ্যতা অর্জন করতে হবে।

এই অধ্যায়ে আমরা যা যা করেছি … … [প্রযোজ্য ঘরে টিক (✔) চিহ্ন দাও]

ক্রমকাজসমূহকরতে পারিনি
(১)
আংশিক করেছি
(৩)
ভালোভাবে করেছি
(৫)
প্রযুক্তির সঙ্গে বসবাস গল্পটি ভালোভাবে পড়ে আগামীর প্রযুক্তি
সম্পর্কে ধারণা অর্জন
ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানের জন্য নির্ধারিত দলগত কাজ
কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি
কাল্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ
দলগতভাবে ভবিষ্যৎ পেশার দক্ষতা অনুসন্ধান
দলগতভাবে আগামীর প্রকল্প তৈরি
তৈরিকৃত আগামীর প্রকল্প মূল্যায়ন
‘২০৩০ সালের আমি’ পূরণ
মোট স্কোর: ৪০আমার প্রাপ্ত স্কোর: ৩৬
১০অভিভাবকের মতামত:

এই অধ্যায়ে নতুন যা শিখেছি …

নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে জীবনকে সহজ করতে হয় তা শিখেছি। নিজেকে কি করে যোগ্য করতে হয় সেই অনুপ্রেরণা পেয়েছি।

শিক্ষকের মন্তব্যঃ শিক্ষক লিখবেন।

Related Posts