পরিবর্তনশীল সমাজে টিকে থাকার জন্য আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন করতে হয়। আজকের পোস্টে আমরা দক্ষতার উন্নয়নের জানালা শিরোনামের জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ২য় অধ্যায়ের সবগুলো ছক সম্পর্কে জানবো।
জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ২য় অধ্যায়ের সমাধান
দক্ষতা উন্নয়নের জানালা
জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ২৩ পৃষ্ঠা
আমরা সময়ের চাহিদার কারণে আমাদের নিজ এলাকার পরিচিত কোনো ব্যক্তি কিংবা পরিবার/আত্মীয় স্বজনদের কেউ পরিবর্তনশীল এ রকম কোনো পেশায় কাজ করছেন কি না তা খুুঁজে বের করব। তার সঙ্গে আলাপ করে নতুন ধরনের এই কাজ বা পেশার অভিজ্ঞতার গল্প শুনব এবং ছক ২.১ পূরণ করব।
Table of Contents
ছক ২.১: নতুন পেশার গল্প
পেশার বর্ণনা | উদ্যোক্তা (ঘরোয়া শপ) |
তার এই পেশায় আসার পেছনে গল্প | সাক্ষাৎকার নেওয়া ব্যক্তির নাম সালমা খাতুন। তিনি পূর্বে একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন। সেখানে প্রতিনিয়ত কাজের চাপ ও বেতন বৈষম্যের কারণে একসময় নিজেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। তারপর থেকেই তার স্বপ্নের এই ‘ঘরোয়া শপ’। |
কীভাবে এই পেশায় কাজের ক্ষেত্র তৈরি করেছেন | কোম্পানির বেতন থেকে বাঁচানো টাকা দিয়ে তিনি ঘরোয়াভাবে বিভিন্ন রান্না সামগ্রী বিক্রয় করা শুরু করেন। পরে ধীরে ধীরে তার ব্যবসা প্রসারিত হয়েছে। |
এই পেশায় কী কী দক্ষতা কাজে লাগছে | এই পেশার বিভিন্ন দক্ষতা কাজে লাগছে। ক্রেতাদের সাথে যোগাযোগ , পণ্যদ্রব্যের মূল্য নির্ধারণ , অনলাইনে প্রচারের দক্ষতা ইত্যাদি। |
এই পেশায় কী কী মূল্যবোধ তিনি মেনে চলেন | এই পেশায় মূল্যবোধগুলো হলো খাঁটি ও প্রাকৃতিক উপায় তৈরিকৃত স্বাস্থ্যসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা। |
এই পেশায় কাজের পরিসর কতটুকু | এই পেশায় কাজের পরিসর গ্রাম্য হাট থেকে নিয়ে অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক বাজার পর্যন্ত বিস্তৃত। |
এই পেশার চাহিদা কেমন | এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে । |
এই পেশা নিয়ে তার স্বপ্ন বা পরিকল্পনা | এই পেশা নিয়ে স্বপ্ন বা পরিকল্পনা হচ্ছে—- এই সপের একটি ব্র্যান্ড তৈরি করা। যার মাধ্যমে বিশ্ববাজারেও আমাদের দেশের খ্যাতি ছড়িয়ে পড়বে। |
ছক ২.২: কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন
২৫ পৃষ্ঠা
পেশার নাম | কাজের ধরন পরিবর্তন | দক্ষতার পরিবর্তন |
সেলুন বা পার্লার | বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার যেমন: ট্রিমার, স্টিম মেশিন ইত্যাদি। বিভিন্ন প্রসাধনীর ব্যবহার যেমন: হেয়ার ইমপ্ল্যান্ট, হেয়ার এক্সটেনশন ইত্যাদি। উন্নত দেশে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার করে সেবা প্রদান। | আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করার দক্ষতা। বিভিন্ন প্রসাধনী সসম্পর্কে জ্ঞান, সঠিকভাবে প্রয়োগের দক্ষতা। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে দক্ষতা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিত্যনতুন হেয়ার স্টাইল, হেয়ার সেটিং উন্নয়ন-সংক্রান্ত দক্ষতা। |
বুক শপ | বইয়ের অনলাইন ভার্সন ; যেমন—- ই-বুক , পিডিএফ প্রভৃতি। অনলাইনের মাধ্যমে বই বিক্রি। যেমন— আমাজন, রকমারি। বিভিন্ন মোবাইল আ্যপ্লিকেশন ব্যবহার করে সেবা প্রদান। | মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। বই প্রকাশ এবং পরিবেশ দক্ষতা অর্জন ৷ নির্দিষ্ট গ্রাহক / সেবাগ্রহীতার সাথে যোগাযোগের দক্ষতা অর্জন। |
ছক ২.৩: বিভিন্ন পেশায় দক্ষতার পরিবর্তন
২৯ পৃষ্ঠা
পেশার ক্ষেত্র | পেশার নাম | বর্তমান কাজের বিবরণ | ভবিষ্যৎ পেশার ক্ষেত্র | দক্ষতার পরিবর্তন |
পোশাক শিল্প | সুইং অপারেটর | পোশাক সেলাই যন্ত্র ব্যবহার করা | রোবটের মাধ্যামে সেলাই করা | রোবট পরিচালনা করা, প্রোগ্রামিং করা |
পোশাক বিক্রয় কর্মী | দোকানে বিতরণ ও বিক্রয় পরিচালনা করা | অনলাইনে বিতরণ ও বিক্রয় পরিচালনা করা | ইন্টারনেট ব্যবহার, বিক্রয় ওয়েবসাইট পরিচালনা করা | |
মৎস্য শিল্প | পাহাড়াদার | রক্ষণাবেক্ষণ, খাবার দেয়া | নিজে খামারি হওয়া | মৎস্য শিল্পের প্রসার ও সম্ভাবনা সম্পর্কে জানা |
তাঁত শিল্প | তাঁতি | কাপড় বুনন | তাঁতশিল্পের কারখানা দেওয়া | আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্বয়ংক্রিয় উপায়ে তাঁত তৈরি |
ছক ২.৪: পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা
৮ম শ্রেণির জীবন ও জীবিকা ২য় অধ্যায়ের ৩৩ পৃষ্ঠার সমাধান নিচের ছকে করে দেয়া হল।
ক্রম | পেশার নাম | প্রয়োজনীয় দক্ষতা |
১ | পরিচ্ছন্নতা কর্মী | ভ্যাকুয়াম ক্লিনার (কার্পেট, পর্দা পরিষ্কার করার যন্ত্র), ওয়াইপার (ফ্লোর,গ্লাস পরিষ্কার করার যন্ত্র) ইত্যাদির যথাযথ ব্যবহার। |
২ | শিক্ষক | নিজের লব্ধ জ্ঞান, পড়ানোর যোগ্যতা, আইটি দক্ষতা। |
৩ | কম্পিউটার অপারেটর | কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা, সফটওয়্যারে ব্যবহার সম্পর্কে ধারণা। |
৪ | ট্যুর গাইড | বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা , দর্শনীয় স্থান সম্পর্কে বিশদ ধারণা ও ইতিহাস সম্পর্কে ধারণা। |
৫ | লাইব্রেরিয়ান | বিভিন্ন বই সম্পর্কে ধারণা, কম্পিউটার চালানোর দক্ষতা, ম্যানেজমেন্ট দক্ষতা। |
৬ | কিউরেটর | জাদুঘর সম্পর্কে ধারণা, সংরক্ষণ দক্ষতা। |
৭ | আইনজীবী | বিভিন্ন আইন সম্পর্কে বিশদ ধারণা। সংবিধান সম্পর্কে ধারণা। |
ছক ২.৫: ২০৩০ সালের সম্ভাব্য পেশার দক্ষতা
৩৪ ও ৩৫ পৃষ্ঠা
পেশার নাম | দক্ষতার নাম |
ব্যবসা | ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন |
অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন | |
বাজেট প্রণয়ন | |
বাজারের চাহিদা বিশ্লেষণ | |
উদ্যোক্তা | পরিকল্পনা প্রণয়ন |
অর্থনৈতিক বাজেট প্রণয়ন | |
বাজারের চাহিদা বিশ্লেষণ | |
কাজের ক্ষেত্র তৈরি | |
কাজের পরিধি বা পরিসর নির্ধারণ | |
মূল্যবোধ নির্ধারণ |
ছক ২.৬: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা
৩৭ পৃষ্ঠা
কোর্সের নাম | কোর্সের সময়কাল | কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন |
এসএসসি ভোকেশনাল | ০১ বছর | টিএসসি |
এইচএসসি ভোকেশনাল | ০২ বছর | টিএসসি |
কম্পিউটার অপারেটর | ৫ মাস | কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস | ৬ মাস | কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
অটোমেকানিক্স উইথ ড্রাইভিং | ৬ মাস | কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন | ৬ মাস | কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
স্বমূল্যায়ন
৩৯ পৃষ্ঠা
ক) তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে তা উল্লেখ করো।
আমার এলাকায় ‘ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ’ অবস্থিত। এ প্রতিষ্ঠানটিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। যারা এই কোর্সে অংশগ্রহণ করে তারা সহজেই নানান জায়গায় চাকরি পাচ্ছে। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা বেশ দক্ষ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
খ) তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো?
কম্পিউটার প্রশিক্ষণ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি
ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার ,ফরেস্ট্রি, ফিসারিস ৷
ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি প্রভৃতি ৷
গ) কৃষি, শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষার কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো।
কৃষি, শিল্প ও সেবা খাতের একটি করে পেশা হল কৃষি। বাংলাদেশে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ রয়েছে।
শিল্প খাতের একটি করে পেশা ইঞ্জিনিয়ার। বাংলাদেশের বুয়েট ,কুয়েট, রুয়েট ও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়সমূহে পড়ার সুযোগ রয়েছে।
সেবা খাতের একটি করে পেশা ডাক্তার। বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
ঘ) মনে করো, তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও। সে ক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে? উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন করার কারণ কী? উক্ত ট্রেডটি আগামীর শ্রমবাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো।
আমি পরবর্তী পড়াশোনা কারিগরি প্রতিষ্ঠানে করলে ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সকে বেছে নিব।
উক্ত ট্রেড বেছে নেবার কারণ হলো—-
প্রকৃতির খুব কাছে থেকে কাজ করার সুযোগ পাব।
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বেশ সহজ হবে।
বৈদেশিক মুদ্রা অর্জন সহজ হবে ; যা দেশীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
৪০ পৃষ্ঠা
এই অধ্যায়ে আমরা যা যা করেছি … [ প্রযোজ্য ঘরে টিক (✔) চিহ্ন দাও]
ক্রম | কাজসমূহ | করতে পারিনি (১) | আংশিক করেছি (৩) | ভালোভাবে করেছি (৫) |
১ | কেসস্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুুঁজে বের করা | ✔ | ||
২ | কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্ত করা | ✔ | ||
৩ | পোশাকশিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান | ✔ | ||
৪ | সেবা, শিল্প ও কৃষি খাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত করা | ✔ | ||
৫ | ২০৩০ সালের পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিত করা | ✔ | ||
৬ | কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন | ✔ | ||
৭ | কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার (কেসস্টাডির মাধ্যমে) কৌশল সম্পর্কে ধারণা অর্জন | ✔ | ||
৮ | কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন | ✔ | ||
৯ | মোট স্কোর: ৪০ | আমার প্রাপ্ত স্কোর: ৩৪ | ||
অভিভাবকের মতামত: সবগুলো কাজ মনোযোগ দিয়ে করেছে। |
এই অধ্যায়ে নতুন যা শিখেছি
সময়ের সাথে পেশার ধরনের পরিবর্তন। বর্তমান সময় কোন কোন পেশার চাহিদা বাড়ছে। কোন পেশার জন্য কোন দক্ষতা প্রয়োজন হবে। একজন কৃষিবিজ্ঞানীর দক্ষ হয়ে উঠার গল্প। ভবিষ্যৎ পেশার ধারণা। দক্ষতা উন্নয়নের মাধ্যমে পদোন্নতি সম্পর্কে জেনেছি। খাতভিত্তিক পেশার ভিন্নতা ও সেবা পেশায় প্রযুক্তির ব্যবহার শিখেছি।
Related Posts
- কোষ পরিভ্রমণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই সমাধান ৩য় অধ্যায়
- সময়ের প্রয়োজনে জহির রায়হান প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা
- জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় (আর্থিক ভাবনা সব ছক সমাধান)
- পুতুল গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা
- চিঠি বিলি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ)- ৬ষ্ঠ শ্রেণির বাংলা