জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ১ম অধ্যায়ের সবগুলো ছকের সমাধান এই পোস্টে পাবে। আমরা সবাই বিশ্বাস করি- নিজের হাতে কাজ করলে আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরিবারে সুখ-শান্তিও বিরাজ করে। একইভাবে বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর ও আনন্দদায়ক রাখার জন্য আমাদের যা কিছু করণীয়, সেগুলো নিয়মিত করলে বিদ্যালয়ে কাটানো সময়টুকু আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।
জীবন ও জীবিকা ৮ম শ্রেণি ১ম অধ্যায়ের সবগুলো ছক
আনন্দময় কাজের সন্ধানে
Table of Contents
ছক ১.১: ফিরে দেখা
যেসব ‘নিজ কাজ’ আমি নিয়মিত করি | আমার নিজের বিছানা এবং পড়ার টেবিল নিজেই গুছিয়ে রাখি। স্কুলের জুতা এবং মোজা নিজেই পরিষ্কার করি। |
যেসব ‘পারিবারিক কাজ’ আমি নিয়মিত করি | পরিবারের রান্নার কাজে আম্মুকে সাহায্য করি। ছোটবোনের পড়াশোনার খোঁজখবর সবসময় রাখি। |
বিদ্যালয়ের যেসব কাজ আমি নিয়মিত করি | বিদ্যালয়ে দুর্বল ছাত্রছাত্রীদের খোঁজখবর রাখি এবং তাদের পড়াশোনায় সাহায্য করি।প্রতিদিনের স্কুলের এসেম্বিলিতে অংশগ্রহণ করি। |
সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি | যারা গরীব এবং অসহায় রয়েছে তাদের খোঁজ রাখি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই। সমাজে নানা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করি। |
অভিভাবকের মতামত ও স্বাক্ষর: সে তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং নিজের কাজ নিজেই করে থাকে। | নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করছিঃ নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ আছে। অন্যকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের ভালোবাসা অর্জন করা যায়। তাই আমি নিয়মিত এই কাজগুলো করতে গিয়ে নিজেকে গর্বিত মনে করছি। |
তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো, সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকাটি পূরণ করো এবং এর আনুমানিক আর্থিক (সাপ্তাহিক/মাসিক হিসেবে) মূল্য নিরূপণ করো।
ছক ১.২: পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা
আর্থিক সহযোগিতামূলক কাজ | সম্ভাব্য আয় (আনুমানিক আর্থিক মূল্য) |
১। আম্মুকে রান্নার কাজে সহযোগিতার ফলে কাজের লোকের প্রয়োজন হয় না। | ৪,০০০ টাকা |
২। ছোট বোনকে আমি নিজেই পড়াই প্রাইভেট পড়াতে হয় না। | ৩,০০০ টাকা |
৩। বাগানের কাজে বাবাকে সাহায্য করি। | ২,৫০০ টাকা |
৪। বড় ভাইকে আউটসোর্সিং এর কাজে সময় দিয়ে সাহায্য করি। | ৩,৫০০ টাকা |
৫। দাদিকে হাঁস মুরগি পালনে সহায়তা করি। | ২,২০০ টাকা |
এই কাজটি অভিভাবকের সহায়তায় করতে হবে। ছকটি জীবন ও জীবিকা খাতায় লিখে নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লেখো।
ছক:১.৩: সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা
নং | পণ্যের নাম | সপ্তাহে কী পরিমাণ প্রয়োজন? | কী পরিমাণ আছে? | কী পরিমাণ ক্রয় করতে হবে? | আনুমানিক মূল্য কত? (টাকায়) |
১. | চাল | ৮ কেজি | ২ কেজি | ৬ কেজি | ৩০০ টাকা |
২. | ডাল | ১ কেজি | ২৫০ গ্রাম | ৭৫০ গ্রাম | ৯০ টাকা |
৩. | আটা | ৪ কেজি | ১ কেজি | ৩ কেজি | ১৫০ টাকা |
৪. | খাতা | ৩ টি | ১ টি | ২ টি | ৬০ টাকা |
৫. | কলম | ১ ডজন | ৩ টি | ৯ টি | ৪৫ টাকা |
মোট মূল্য | ৬৪৫ টাকা |
ফায়ার ড্রিল পরিচালনায় কী কী সবল ও দুর্বল দিক তোমার চোখে পড়েছে তা উল্লেখ করো।
ছক ১.৪: ইভেন্ট মূল্যায়ন
সবল দিক | দুর্বল দিক |
১. আগুন নেভাতে ফায়ার ড্রিল এর ব্যবহার পানির থেকে বেশি উপযোগী। ২. ফায়ার ড্রিল পরিচালনা করা একেবারেই সহজ ও পরিবেশবান্ধব। ৩. ফায়ার ড্রিল হালকা হাওয়ায় আগুন নিভাতে পানির পরিবর্তে এটি ব্যবহার সুবিধাজনক। ৪. আগুন নেভাতে সব সময় হাতের কাছে পানি পাওয়া যায় না। তখন এটি ব্যবহার করা হয়। ৫. ফায়ার ড্রিলের ভেতর কার্বন-ডাই-অক্সাইড থাকায় এটি অনেক হালকা এবং ছোট বড় সবাই ব্যবহার করতে পারে। | ১. অনেকেই প্রথমে ফায়োডিল ব্যবহার সম্পর্কে না জানার কারণে একটু ভীত হয়েছিল। ২. আগুনের বেশি কাছ থেকে ব্যবহার করা যায় না। ৩. ফায়ার ড্রিল ব্যবহারে আমাদের মধ্যে অনেকেই অভ্যস্ত নয় । ৪. বড় কোন স্থানের আগুন নেভাতে এটি ব্যবহার হয় না। ৫. এটি ব্যবহারের পূর্বে অবশ্যই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। |
স্বমূল্যায়ন
ক) তোমার পরিবারে মজুত ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কী কী পদক্ষেপ নিয়েছ?
১। আগে ক্রয়কৃত মজুদ দ্রব্য আগে ব্যবহার করব। যাতে দ্রুত পচে না যায়। যেমন শাকসবজি ও মাছ-মাংস ইত্যাদি। ২। পরিবারের খাদ্যদ্রব্য শেষ হওয়ার আগে পরিমান মজুদ হাতে রেখে পুনরায় কেনার উদ্যোগ নিব । ৩। আমি বেশি পরিমাণে পাইকারি পণ্যদ্রব্য কেনার চেষ্টা করব। যাতে খরচের সাশ্রয় হয়। ৪। কি পরিমান নতুন পণ্য কিনব সেদিকে বিশেষ করে খেয়াল রাখবো। যাতে একই পণ্য অতিরিক্ত না হয় এবং অর্থের অপচয় না হয়। |
খ) মনে করো, তুমি তোমার মায়ের ছোটবেলার বান্ধবীদের একটা মিলনমেলা আয়োজনের দায়িত্ব পেয়েছ। আনন্দঘন পরিবেশে দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কীভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো।
আমি আমার মায়ের ছোটবেলার বান্ধবীদের মিলনমেলার আনন্দঘন পরিবেশ উপহার দেওয়ার জন্য প্রথমে তাদের ছোটবেলার স্মৃতিময় একটি স্থান বেছে নিব। সেখানে তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো। মিলন মেলায় তাদের সময়ের স্মৃতি জড়িত কোন গান শোনাবো। তাদের ছেলেবেলার কতগুলো স্মৃতি যেমনঃ ফটোগ্রাফ, লেখালেখি,অডিও রেকর্ড ইত্যাদি তাদের সামনে তুলে ধরব। মিলন মেলার আয়োজনটি আরো আনন্দঘন মুখর পরিবেশ করার জন্য টি-পার্টির আয়োজন করতে পারি। সুস্বাদু কিছু খাবারের ব্যবস্থা রাখতে পারি। আয়োজনের শেষে তাদেরকে ছোটবেলার পছন্দনীয় কিছু উপহার দিব। |
গ) তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠানসূচি তৈরি করো।
‘ক’ মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সূচিতে অংশগ্রহণের অনুরোধ করা হলো। অনুষ্ঠানসূচি নিম্নরূপঃ | |
১। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ | রাত ০০ঃ০৫ মিনিট |
২। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিতকরণ | সকাল ৬ঃ০০ মিনিট |
৩। ভাষা আন্দোলনের কবিতা আবৃত্তি | সকাল ৯ঃ৩০ মিনিট |
৪। ভাষা শহীদদের স্মরণে গান | সকাল ১০ঃ৩০ মিনিট |
৫। মাতৃভাষার গুরুত্বের উপর বক্তৃতা | দুপুর ১১ঃ৩০ মিনিট |
৬। পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান | দুপুর ১২ঃ১৫ মিনিট |
এই অধ্যায়ে আমরা যা যা করেছি … … [প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও]
ক্রম | কাজসমূহ | করতে পারিনি (১) | আংশিক করেছি (৩) | ভালোভাবে করেছি (৫) |
১. | ফিরে দেখা ছকটি পূরণ | ৫ | ||
২. | পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা | ৫ | ||
৩. | পরিবারের আর্থিক কাজে সহায়তা করার লক্ষ্যে নিজ এলাকার ঐতিহ্যবাহী কোনো পণ্য নিয়ে আইডিয়া তৈরি | ৪ | ||
৪. | মজুত ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা অর্জন | ৫ | ||
৫. | পরিবারের মজুত ব্যবস্থাপনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ | ৫ | ||
৬. | পারিবারিক মজুদের স্টক লেজার তৈরি | ৫ | ||
৭. | ইভেন্ট ম্যানেজমেন্টের ধারণা | ৪ | ||
৮. | ফায়ার ড্রিল ইভেন্টটি পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ | ৫ | ||
মোট স্কোর: ৪০ | আমার প্রাপ্ত স্কোর: | ৩৮ | ||
অভিভাবকের মতামত: সকল কাজ সে মনোযোগ সহকারে করেছে। আমরা তার কাজে তাকে যথেষ্ট সহযোগিতা করেছি । |
এই অধ্যায়ে নতুন যা শিখেছি …
এই অধ্যায়ে আমার পরিবারের বাজেট ও পরিবারের মজুদ কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জেনেছি। নিজের কাজ নিজে করার গুরুত্ব সম্পর্কে বুঝেছি। পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে ধারণা লাভ করেছি। বিদ্যালয় অনুষ্ঠান পরিচালনা করতে শিখেছি। ফায়ার ড্রিল এর সাথে পরিচিত হয়েছি। পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে কি কি পদক্ষেপ নিতে হয় সেই সম্পর্কে জেনেছি। |
শিক্ষকের মন্তব্য
শিক্ষক লিখবেন । |
Related Posts
- সপ্তম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা pdf ২০২৪ (বার্ষিক পরীক্ষার সিলেবাস)
- যোগাযোগে নিয়ম মানি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি
- শওকত আলীর যাত্রা গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা
- নোলক কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন – ৭ম শ্রেণি
- স্বাস্থ্য সুরক্ষা ৮ম শ্রেণির ১ম অধ্যায় (সবগুলো ছকের সমাধান)