রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “জন্মভূমি” কবিতাটি একটি গভীর দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি অন্তরঙ্গ মমত্ববোধে ভরা গীতবাণী। কবি তাঁর জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন এবং এই ভালোবাসার মধ্যেই তাঁর জীবনের সার্থকতা খুঁজে পান। এই পোস্টে জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর – ষষ্ঠ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা; তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা; ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা; এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে-আমার জন্মভূমি। ক. কবির অঙ্গ জুড়ায় কীসে? খ. কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে ‘জন্মভূমি’ কবিতার কোন দিকটির মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে ‘রানি’ সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা কর। |
উত্তরঃ
ক. জন্মভূমির স্নেহচ্ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।
খ. কবির শেষ ইচ্ছা হলো, তিনি যেন নিজের জন্মভূমির মাটিতেই চিরদিনের জন্য শুয়ে থাকতে পারেন।
এই দেশে জন্ম নিয়ে এবং জন্মভূমিকে ভালোবাসতে পারার মধ্যেই কবি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এ দেশের মাটিতে জন্ম নিয়ে, এখানকার সূর্যের আলোয় চোখ মেলে এবং মাতৃভূমির স্নেহে তিনি সুখ ও শান্তি পেয়েছেন। জন্মভূমির সুন্দর রূপে মুগ্ধ কবির শেষ কামনা হলো, এই দেশের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান।
গ. জন্মভূমিকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে উদ্দীপকের সঙ্গে ‘জন্মভূমি’ কবিতার মিল পাওয়া যায়।
স্বাভাবিকভাবেই মানুষের মনে জন্মভূমির প্রতি গভীর টান তৈরি হয়। জন্মভূমির মাটিতে বড় হওয়ার কারণে দেশটিকে নিজের খুব কাছের মনে হয় এবং এই ভালোবাসার জন্যই মানুষ তার দেশকে অন্য সব দেশের চেয়ে সেরা মনে করে।
‘জন্মভূমি’ কবিতায় কবি এই দেশে জন্ম নিতে পেরে নিজের জীবনকে সার্থক মনে করেছেন। জন্মভূমির প্রতিটি বিষয় কবিকে আকর্ষণ করেছে। তাই তিনি এই দেশের মাটিতেই চিরদিনের জন্য শুয়ে থাকতে চান। উদ্দীপকে কবি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করেছেন। তার কাছে জন্মভূমি অন্য সব দেশের রানি বলে মনে হয়েছে। এই ভালোবাসার কারণেই ‘জন্মভূমি’ কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ ভাবার বিষয়ে মিল দেখা যায়।
ঘ. উদ্দীপক ও ‘জন্মভূমি’ কবিতায় জন্মভূমিকে রানি বলা হয়েছে । রানি যেমন সৌন্দর্য ও ধনসম্পদে ভরপুর থাকেন, ঠিক তেমনি আমাদের দেশও শস্য-শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ।
আমাদের এই দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর। বাংলার প্রকৃতির এই সৌন্দর্য ও ঐশ্বর্যের কারণেই এ দেশ পৃথিবীর সব দেশের মধ্যে সেরা।
উদ্দীপকের শুরুতে পৃথিবীর প্রশংসা করা হয়েছে। এরপর পৃথিবীর সব দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কবির মনে হয়েছে, এ দেশের মতো সুন্দর দেশ আর কোথাও পাওয়া যাবে না। ‘জন্মভূমি’ কবিতাতেও কবি এই দেশে জন্ম নিতে পেরে নিজের জীবনকে সার্থক মনে করেছেন। জন্মভূমির অসাধারণ সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছেন। কবি মনে করেন, জন্মভূমির স্নেহচ্ছায়ায় বড় হওয়াই তাঁর জীবনের বড় প্রাপ্তি।
আমাদের দেশে সৌন্দর্য ও শস্য-শ্যামলের যে প্রাচুর্য আছে, তা রানির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানি বলা একেবারেই যুক্তিসংগত হয়েছে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। “এই মাটির গন্ধে মিশে আছে আমার শৈশবের সব স্মৃতি, এই মাটিতেই ফিরে আসে মন যখন দূরে থাকি অতি। নদীর জল, মাঠের হাওয়া, গাঁয়ের পথ—সবই তো আমার, এই মাটির টানে কেউ বা ফেরে, কেউ বা থাকে দূর দূরান্তর।” ক. ‘আকুল’ শব্দের অর্থ কী? খ. “জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন”— কবি এ কথা বলেছেন কেন? গ. উদ্দীপকের মাটির টানের ভাবটি ‘জন্মভূমি’ কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ঘ. “উদ্দীপক ও ‘জন্মভূমি’ কবিতা উভয়ই জন্মভূমির প্রতি আবেগকে প্রকাশ করে, কিন্তু প্রকাশভঙ্গিতে রয়েছে পার্থক্য।”— মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ এক বীরের ডায়েরিতে লেখা ছিল: “মা, তুমি যে মাটিতে আমাকে জন্ম দিয়েছ, সেই মাটির মুক্তির জন্য আজ আমার রক্ত ঝরছে। এই রক্তে যেন তুমি আরও সুন্দর হয়ে ফুলে ফলে ভরে উঠো। আমার এই দেশ, আমার এই মাটিই আমার শেষ আকাঙ্ক্ষার ঠিকানা।” ক. ‘সার্থক জনম’ বলতে কবি কী বুঝিয়েছেন? খ. “আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো”— চরণটির ভাবার্থ ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের বীরের মনোভাব ‘জন্মভূমি’ কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ঘ. “জন্মভূমি কবিতায় প্রেম যেমন নিবিড়, উদ্দীপকের প্রেম তেমনই ত্যাগে উজ্জ্বল”— উক্তিটির আলোকে দুটি রচনাই বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। নীলাম্বর চাকমা পার্বত্য চট্টগ্রামের এক যুবক। উচ্চশিক্ষার জন্য তিনি কানাডায় পাড়ি জমান। বছর কয়েক পর এক সন্ধ্যায় ফেসবুক লাইভে তিনি বললেন, “এখানে সব আছে। সুযোগ-সুবিধা, আধুনিক জীবন। কিন্তু যে জায়গায় চাঁদের আলোয় পাহাড়ি ঝরনা ভেসে যায়, যে বাতাসে বনফুলের গন্ধ মিশে থাকে। সেই স্মৃতি আমাকে টানে। জন্মভূমির টান কখনোই ছাড়া যায় না।” ক. ‘মুদব’ শব্দের অর্থ লেখ। খ. “কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে”— কবি এভাবে বলেছেন কেন? গ. উদ্দীপকের নীলাম্বরের বক্তব্যের সাথে ‘জন্মভূমি’ কবিতার কবির কোন মিল রয়েছে? ঘ. “জন্মভূমির প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা স্থান-কাল-পাত্রের উর্ধ্বে”— উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। “তোমারই নামে আমার পরিচয়, তোমারই মাটি আমার অস্তিত্বের শিকড়। তুমি শুধু ভূখণ্ড নও, তুমি আমার অস্তিত্বের ধারক, আমার স্মৃতির আধার। তোমার আকাশে উড়েছি স্বপ্নের ডানা মেলে, তোমার নদীর কুলুকুলু ধ্বনিতে জড়িয়েছি কান। তুমি আমার প্রথম প্রেম, আমার শেষ গন্তব্য।” ক. কবি জন্মভূমিকে কিসের সাথে তুলনা করেছেন? খ. “শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে”— এই উক্তিটি দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? গ. উদ্দীপকের ‘তুমি আমার প্রথম প্রেম’ অংশটি ‘জন্মভূমি’ কবিতার কোন ভাবের সাথে মিলে যায়? ঘ. উদ্দীপক ও ‘জন্মভূমি’ কবিতা উভয়ই জন্মভূমিকে ব্যক্তিগত ও অন্তরঙ্গ সম্পর্কে আবদ্ধ করেছে— পক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। প্রকৌশলী সজীব বিদেশে একটি উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেশে ফিরে এলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “বিদেশে আমি শুধু উপার্জন করতাম, বাঁচতাম না। এখানে গ্রামের মেঠোপথে হাঁটলে পাখির ডাক শুনি, আমের বাগানে বসে বিকেল কাটাই। এই সুখটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। এখানকার আলো-বাতাসেই আমার মন শান্তি পায়।” ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? খ. “সার্থক জনম মা গো, তোমায় ভালোবেসে”— এই ভালোবাসার বিশেষত্ব কী? গ. উদ্দীপকের সজীবের কথার মধ্যে ‘জন্মভূমি’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ঘ. “উদ্দীপক ও কবিতা উভয়েই জন্মভূমির প্রতি ভালোবাসাকে ‘অস্তিত্বের শান্তি’ হিসেবে চিহ্নিত করেছে”— বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম একটি স্লোগান লিখলেন তাঁর দলের পোস্টারে: “এই মাটি আমার অহংকার, এই মাটি আমার পরিচয়, এই মাটির ধুলো মেখে আমি হয়েছি মহীয়ান। এই মাটির বুকে রোপিত আমার স্বপ্নের বীজ, এই মাটিতেই আমি গড়ব আমার ভবিষ্যৎ, এই মাটিতেই হবে আমার শেষ বিজয়।” ক. ‘জনম’ শব্দটি কীভাবে গঠিত হয়েছে? খ. “কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল”— কবি কেন এভাবে বলেছেন? গ. উদ্দীপকের তাসনিমের স্লোগানের সাথে ‘জন্মভূমি’ কবিতার কোন চরণের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. “উদ্দীপকে জন্মভূমি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা, কবিতায় তা অতীত-বর্তমানের নিবিড় স্মৃতি”— মন্তব্যটি কবিতা ও উদ্দীপকের আলোকে যাচাই কর। |
নিচে জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।
জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
আরও পড়ুনঃ জন্মভূমি কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর