গণঅভ্যুত্থানের কথা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে। যে কোনো সমাজের শাসনকাজ পরিচালনা করে শাসকেরা। অতীতে রাজা-রানি বা সম্রাটেরা শাসনকাজ পরিচালনা করত। এই পোস্টে গণঅভ্যুত্থানের কথা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

গণঅভ্যুত্থানের কথা mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। গণঅভ্যুত্থান সাধারণত কোথায় সংঘটিত হয়?
ক) বিশ্বজুড়ে
খ) ইউরোপে
গ) বাংলাদেশে
ঘ) আফ্রিকার দেশগুলোতে
উত্তর: ক) বিশ্বজুড়ে

২। বাংলাদেশের ইতিহাসে কয়বার বড় ধরনের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে?
ক) দুইবার
খ) তিনবার
গ) চারবার
ঘ) পাঁচবার
উত্তর: খ) তিনবার

৩। বাংলাদেশে প্রথম গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল কোন সালে?
ক) ১৯৬৯
খ) ১৯৬৬
গ) ১৯৭১
ঘ) ২০২৪
উত্তর: ক) ১৯৬৯

৪। বাংলাদেশে দ্বিতীয় গণঅভ্যুত্থান কোন নামে পরিচিত?
ক) উনসত্তরের গণঅভ্যুত্থান
খ) নব্বইয়ের গণঅভ্যুত্থান
গ) সত্তরের গণঅভ্যুত্থান
ঘ) ছাত্র-জনতার অভ্যুত্থান
উত্তর: খ) নব্বইয়ের গণঅভ্যুত্থান

৫। উনসত্তরের গণঅভ্যুত্থান কত সালে সংঘটিত হয়েছিল?
ক) ১৮৬৯
খ) ১৯৬৯
গ) ১৭৬৯
ঘ) ২০৬৯
উত্তর: খ) ১৯৬৯

৬। নব্বইয়ের গণঅভ্যুত্থান কোন সালে সংঘটিত হয়?
ক) ১৭৯০
খ) ১৮৯০
গ) ১৯৯০
ঘ) ১৫৯০
উত্তর: গ) ১৯৯০

৭। বাংলাদেশের সর্বশেষ গণঅভ্যুত্থান কোন সালে সংঘটিত হয়েছিল?
ক) ১৯২৪
খ) ২০২৪
গ) ১৯৯০
ঘ) ১৯৬৯
উত্তর: খ) ২০২৪

৮। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান কোন মাসে হয়েছিল?
ক) জুন
খ) সেপ্টেম্বর
গ) জুলাই
ঘ) অক্টোবর
উত্তর: গ) জুলাই

৯। ২০২৪ সালের অভ্যুত্থান কোন নামে ইতিহাসে পরিচিত?
ক) ফেব্রুয়ারির গণঅভ্যুত্থান
খ) জুনের গণঅভ্যুত্থান
গ) জুলাইয়ের গণঅভ্যুত্থান
ঘ) আগস্টের গণঅভ্যুত্থান
উত্তর: গ) জুলাইয়ের গণঅভ্যুত্থান

১০। জুলাইয়ের গণঅভ্যুত্থান আর কী নামে পরিচিত?
ক) ছাত্র-জনতার আন্দোলন
খ) ছাত্র-শিক্ষকের আন্দোলন
গ) সাধারণ জনগণের আন্দোলন
ঘ) ছাত্র-পুলিশ সংঘাত
উত্তর: ক) ছাত্র-জনতার আন্দোলন

১১। উনসত্তরের গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল কয়টি?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তর: ক) তিনটি

১২। আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন কোন সালে?
ক) ১৯৫৭
খ) ১৯৫৮
গ) ১৯৬৯
ঘ) ১৯৫৬
উত্তর: খ) ১৯৫৮

১৩। ১৯৭১ সালের আগে বাংলাদেশের নাম কী ছিল?
ক) পাকিস্তান
খ) পূর্ব পাকিস্তান
গ) পশ্চিম পাকিস্তান
ঘ) বঙ্গদেশ
উত্তর: খ) পূর্ব পাকিস্তান

১৪। পশ্চিম পাকিস্তান বর্তমানে কোন নামে পরিচিত?
ক) লাহোর
খ) পাঞ্জাব
গ) পাকিস্তান
ঘ) রাওয়ালপিন্ডি
উত্তর: গ) পাকিস্তান

১৫। আইয়ুব খানের সরকার পূর্ব পাকিস্তানের প্রতি কেমন আচরণ করেছিল?
ক) সমতার ভিত্তিতে
খ) সহযোগিতার নীতি
গ) সুবিচারের নীতি
ঘ) বৈষম্যমূলক নীতি
উত্তর: ঘ) বৈষম্যমূলক নীতি

১৬। প্রাচীনকাল থেকেই মানুষ কোথায় বসবাস করে আসছে?
ক) নির্দিষ্ট এলাকা
খ) রাষ্ট্র
গ) সমাজ
ঘ) পরিবার
উত্তর: গ) সমাজ

১৭। কোনো সমাজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে কারা?
ক) সরকার
খ) বুদ্ধিজীবী
গ) জনগণ
ঘ) শাসক
উত্তর: ঘ) শাসক

১৮। বর্তমান যুগে শাসক নির্বাচন সাধারণত কীভাবে হয়?
ক) বংশানুক্রমে
খ) ভোট প্রদানের মাধ্যমে
গ) দলীয় প্রভাবের মাধ্যমে
ঘ) ব্যক্তিগত উদ্যোগে
উত্তর: খ) ভোট প্রদানের মাধ্যমে

১৯। ইতিহাসে দেখা যায় শাসকেরা কর্তব্য সম্পর্কে কী হয়ে যায়?
ক) উদাসীন
খ) সচেতন
গ) মনোযোগী
ঘ) কর্তব্যপরায়ণ
উত্তর: ক) উদাসীন

২০। অনেক সময় শাসকের চরিত্র কেমন হয়ে ওঠে?
ক) অসচেতন
খ) স্বৈরাচারী
গ) ন্যায়পরায়ণ
ঘ) সাহসী
উত্তর: খ) স্বৈরাচারী

২১। শাসকের নির্যাতন চরমে পৌঁছালে মানুষ কী করে?
ক) হাল ছেড়ে দেয়
খ) অরাজকতা সৃষ্টি করে
গ) বিদ্রোহ করে
ঘ) সবকিছু মেনে নেয়
উত্তর: গ) বিদ্রোহ করে

২২। একজন শাসকের সবচেয়ে বড় দায়িত্ব কী?
ক) শপথ নেওয়া
খ) নির্বাচনে জয়লাভ করা
গ) জনগণের কল্যাণ সাধন
ঘ) প্রশাসনিক কাজ চালানো
উত্তর: গ) জনগণের কল্যাণ সাধন

২৩। গণঅভ্যুত্থানে কারা অংশগ্রহণ করে থাকে?
ক) সরকারি পক্ষ
খ) কেবল দলীয় কর্মীরা
গ) বিরোধী শক্তি
ঘ) সর্বস্তরের সাধারণ মানুষ
উত্তর: ঘ) সর্বস্তরের সাধারণ মানুষ

২৪। “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” স্লোগান লিখে কে শহিদ হন?
ক) নূর হোসেন
খ) শহিদ বরকত
গ) শহিদ আসাদ
ঘ) শহিদ সালাম
উত্তর: ক) নূর হোসেন

২৫। নূর হোসেন কীভাবে শহিদ হয়েছিলেন?
ক) এরশাদের নির্যাতনে
খ) বোমা বিস্ফোরণে
গ) পুলিশের গুলিতে
ঘ) পাক সেনাদের গুলিতে
উত্তর: গ) পুলিশের গুলিতে

২৬। পতন ঠেকাতে এরশাদ সরকার কী কৌশল নেয়?
ক) বিরোধীদের হত্যা করে
খ) ছলনা অবলম্বন করে
গ) জনগণের সব দাবি মেনে নেয়
ঘ) আংশিক দাবি পূরণ করে
উত্তর: ঘ) আংশিক দাবি পূরণ করে

২৭। এরশাদবিরোধী আন্দোলন চরম রূপ নেয় কবে?
ক) ১৯৮২ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৯০ সালে
উত্তর: ঘ) ১৯৯০ সালে

২৮। ছাত্র আন্দোলন কী কারণে আরও তীব্র হয়ে ওঠে?
ক) ডাকসু নির্বাচনের পর
খ) জাতীয় নির্বাচনের পর
গ) ছয় দফার পর
ঘ) গণহত্যার পর
উত্তর: ক) ডাকসু নির্বাচনের পর

২৯। আইয়ুব সরকারের বৈষম্যের বিরুদ্ধে কয় দফা ঘোষণা করা হয়েছিল?
ক) ৬ দফা
খ) ১১ দফা
গ) ২১ দফা
ঘ) ২৪ দফা
উত্তর: ক) ৬ দফা

৩০। ঐতিহাসিক ৬ দফা দাবি কোন সালে প্রকাশিত হয়?
ক) ১৯৬৮ সালে
খ) ১৯৫৮ সালে
গ) ১৯৬৬ সালে
ঘ) ১৯৬৯ সালে
উত্তর: গ) ১৯৬৬ সালে

৩১। আইয়ুব খানের পতনের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয় কবে?
ক) ১৯৫৯ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে
উত্তর: গ) ১৯৬৮ সালে

৩২। কে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল?
ক) জেনারেল নিয়াজি
খ) ইয়াহিয়া খান
গ) আইয়ুব খান
ঘ) হুসেইন মুহম্মদ এরশাদ
উত্তর: ঘ) হুসেইন মুহম্মদ এরশাদ

৩৩। হুসেইন মুহম্মদ এরশাদ কোন সালে বাংলাদেশে ক্ষমতা দখল করেন?
ক) ১৯৮১ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯১ সালে
উত্তর: খ) ১৯৮২ সালে

৩৪। এরশাদ কত বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন?
ক) ৮ বছর
খ) ৯ বছর
গ) ১০ বছর
ঘ) ১১ বছর
উত্তর: খ) ৯ বছর

৩৫। জেনারেল এরশাদ রাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেন?
ক) প্রজাতন্ত্র
খ) রাজতন্ত্র
গ) গণতন্ত্র
ঘ) স্বৈরতন্ত্র
উত্তর: ঘ) স্বৈরতন্ত্র

৩৬। এরশাদের শাসনামলে বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল?
ক) সমৃদ্ধ দেশ
খ) শান্তিপূর্ণ সমাজ
গ) বৈষম্যহীন পরিবেশ
ঘ) দুর্নীতি ও সন্ত্রাসপ্রবণ
উত্তর: ঘ) দুর্নীতি ও সন্ত্রাসপ্রবণ

৩৭। এরশাদের শাসনকে জনগণ কীভাবে দেখেছিল?
ক) সাদরে গ্রহণ করেছে
খ) অনেকেই মেনে নিয়েছে
গ) কিছুটা মানিয়েছে
ঘ) মেনে নেয়নি
উত্তর: ঘ) মেনে নেয়নি

৩৮। এরশাদের ক্ষমতা দখলের পর প্রথম সারা দেশে প্রতিবাদ শুরু হয় কবে?
ক) ১৯৮২-৮৩ সালে
খ) ১৯৮৩-৮৪ সালে
গ) ১৯৮৪-৮৫ সালে
ঘ) ১৯৮৯-৯০ সালে
উত্তর: খ) ১৯৮৩-৮৪ সালে

৩৯। এরশাদবিরোধী আন্দোলনের প্রথম গুরুত্বপূর্ণ কেন্দ্র কোথায় ছিল?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

৪০। ১৯৮৩-৮৪ সালের এরশাদবিরোধী আন্দোলনে কোন ছাত্রনেতারা শহিদ হন?
ক) রফিক-শফিক
খ) আসাদ-নূর হোসেন
গ) সালাম-বরকত
ঘ) সেলিম-দেলোয়ার
উত্তর: ঘ) সেলিম-দেলোয়ার

৪১। দ্বিতীয় দফায় এরশাদবিরোধী আন্দোলন শুরু হয় কত সালে?
ক) ১৯৮২ সালে
খ) ১৯৮৩ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৭ সালে
উত্তর: ঘ) ১৯৮৭ সালে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৪২। উনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে ঘটে-
i. রাজবন্দিদের মুক্তি
ii. পূর্ব বাংলার স্বাধীনতা
iii. আইয়ুব খানের পদত্যাগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৪৩। উনসত্তরের গণআন্দোলনে শহিদ হন-
i. সার্জেন্ট জহুরুল হক
ii. শিক্ষার্থী মতিয়ুর
iii. শিক্ষক শামসুজ্জোহা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৪৪। আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন-
i. ছাত্ররা
ii. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
iii. শেরে বাংলা একে ফজলুল হক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৪৫। স্বাধীনতার পর এদেশের মানুষের-
i. আশাভঙ্গ শুরু হয়
ii. সুবিচার মেলে
iii. বৈষম্য কমে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৪৬। ২০২৪-এর জুলাই মাসের অভ্যুত্থানকে বলা হয়-
i. ছাত্র-জনতার অভ্যুত্থান
ii. সামরিক অভ্যুত্থান
iii. জুলাই গণঅভ্যুত্থান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৪৭। উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রধান দাবি ছিল-
i. আইয়ুব খানের পদত্যাগ
ii. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার
iii. ছাত্রসমাজের ১১ দফা বাস্তবায়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৪৮। অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন হয়ে ওঠে-
i. ভীতু
ii. সংগ্রামী
iii. বিদ্রোহী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৪৯। গণঅভ্যুত্থান বলতে বোঝায়-
i. শুধু রাজনৈতিক দলের অংশগ্রহণ
ii. সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
iii. দাবি আদায়ের আন্দোলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৫০। আইয়ুববিরোধী আন্দোলনে জোরালোভাবে উচ্চারিত হয়-
i. রাজনৈতিক দলের কথা
ii. কৃষক-শ্রমিকদের কথা
iii. মেহনতি মানুষের মুক্তির কথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

Related Posts

Leave a Comment