১৯ পদে খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে । যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন।
খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানঃ খাদ্য মন্ত্রণালয় (mofood)
পদের নামঃ বিভিন্ন পদ
পদ সংখ্যাঃ ১৯টি
আবেদন ফীঃ ২২৩/- ও ১১২/- টাকা
আবেদন শুরুঃ ১১ জানুয়ারি ২০২৪
আবেদনের লিংকঃ Apply Now
আবেদনের শেষ তারিখঃ সার্কুলারে দেখুন
নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাঃ
১ । সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখা ০৮ টি
- বেতন ১১,০০০-২৬,৫৯০/-
- গ্রেড ১৩
২। ড্রাফটসম্যান
- পদ সংখা ০১ টি
- বেতন ১১,০০০-২৬,৫৯০/-
- গ্রেড ১৩
৩ । ক্যাশিয়ার
- পদ সংখা ০১ টি
- বেতন ১০,২০০-২৪,৬৮০/-
- গ্রেড ১৪
৪ । অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখা ০৫ টি
- বেতন ৯,৩০০-২২,৪৯০/-
- গ্রেড ১৬
৫ । অফিস সহায়ক
- পদ সংখা ০৪ টি
- বেতন ৮,২৫০-২০,০১০/-
- গ্রেড ২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক্রম | পদের নাম | বয়স | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
১ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | অনূর্ধ্ব ৩০ তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর শিথিলযোগ্য | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (গ) সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৭০ এবং বাংলা সর্বনিম্ন ৪৫ শব্দ। (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ। (ঙ) কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ। |
২ | ড্রাফটসম্যান | অনূর্ধ্ব ৩০ | (ক) কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি; অথবা (খ) কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশীপ পাস । |
৩ | ক্যাশিয়ার | ৩০ বছর | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে । |
৪ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | অনূর্ধ্ব ৩০ তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর শিথিলযোগ্য | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ। |
৫ | অফিস সহায়ক | ১৮-৩০ বছর | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
১-৪ নং পদের জন্য
ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ময়মনসিংহ,ফরিদপুর,মাদারীপুর, টাঙ্গাইল,জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম,বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি,জয়পুরহাট, নওগাঁ, নাটোর,চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ।
৫ নং পদের জন্য
গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ,নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ।
এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আরও বিস্তারিত তথ্য পেতে নিচের অফিসিয়াল সার্কুলারটি পড়ুন ।
খাদ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল সার্কুলার
সার্কুলারটি ভালভাবে দেখার জন্য zoom করে দেখুন ।
আবেদন করার নিয়মঃ
ক। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mofood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১-০১-২০২৪ খ্রি. তারিখ সকাল ১০.০০ Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫-০২-২০২৪ খ্রি. তারিখ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ ii. Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। খ। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। গ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ঙ । SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application’s Copy পাবেন। Application’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Application’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Application’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা Teletalk -এর সার্ভিস চার্য ২৩/- টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk -এর সার্ভিস চার্য ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”। প্রথম SMS: MOFOOD User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: MOFOOD ABCDEF Reply: Applicant’s Name, Tk.112 or Tk. 223 will be charged as application fee. Your PIN is XXXXXXXXxx. To pay fee Type MOFOODYesPIN and send to 16222. দ্বিতীয় SMS: MOFOOD Yes PIN নম্বর লিখে Send করতে হবে 16222 নম্বরে Example: MOFOOD YES xxxxxxxxxx Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for MOFOOD Application for xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx). প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mofood.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা খাদ্য মন্ত্রণালয়ের Website: www.mofood.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। |
Related Posts
- ১০১ পদে গাইবান্ধা সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF সহ
- ৫৫১ পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৪ (এস এস সি পাসেই সরকারি চাকরি)
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ