এই চরণটি কবি সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতা থেকে নেয়া হয়েছে। এই পোস্টে কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী ব্যাখ্যা করে দিলাম।
কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী ব্যাখ্যা
প্রশ্ন ১। ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তরঃ ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি সুফিয়া কামাল শীত ঋতুর রিক্ততা ও সন্ন্যাসীর নিরাসক্ততার প্রতি ইঙ্গিত দিয়েছেন। ‘মাঘের সন্ন্যাসী’ দ্বারা শীতকে নির্দেশ করা হলেও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি তাঁর প্রিয়তম স্বামীর না ফেরার দেশে চলে যাওয়াকে বুঝিয়েছেন।
‘মাঘ মাসে প্রকৃতিতে প্রচন্ড শীতের আগমন ঘটে। প্রকৃতি হারায় সজীবতা, আর মাঘের শেষে রিক্ত হাতে মাঘের সন্ন্যাশী সেজে শীতও বিদায় নেয় পুষ্পশূন্য দিগন্তের পথে। বস্তুত মাঘের সন্ন্যাসীর মতো কবির স্বামীও বিদায় নিয়েছে বিশ্ব চরাচর থেকে। আর স্বামীর এই মহাপ্রয়াণকেই কবি কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসীকে চলে যাওয়া বুঝিয়েছেন।
প্রশ্ন ২। “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী – গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে।”-ব্যাখ্যা কর।
উত্তর : শীতের জীর্ণতা আর রিক্ততার মাঝে কবি খুঁজে পান নিজের জীবনের সাদৃশ্য। বসন্ত জাগ্রত দ্বারে। দখিনা দুয়ার আজ খোলা। চারদিকে প্রকৃতি সেজেছে নবোঢ়া কন্যার মতন। অথচ আমাদের কবি তা থেকে অন্যথা। কবিমন এই দ্বিধাদ্বন্দ্ব এবং বসন্ত সমাগমনে ভূক্ষেপহীনতার কারণ বিশ্লেষণ করে বলেছেন। কবি আজ বহুদিন ধরে প্রিয়জন বিরহিত। কবির প্রথম জীবনের আলোর দিশারী, বর্তমান সম্পদপূর্ণ সুখী জীবনে আর নেই। যে দিয়েছে কবিকে অনুপ্রেরণা, কবিকে প্রস্ফুটিত ও বিকশিত করার জন্য যার আয়োজন ছিল ব্যাপক, সে রিক্ত শীতের মতন পুষ্পশূন্য দিগন্তের পথে হারিয়ে গেছে। কবির বসন্ত দিনে সেই সর্বশক্তি মাঘের সন্ন্যাসী গভীর বিষাদের রাগিনী ধ্বনিত করেছে দিক হতে দিগন্তে। তাইতো কবি বসন্ত বন্দনায় নিজেকে করেননি ব্যাপৃত। ফিরে গেছেন অতীত জীবনের স্মৃতির কাছে। তাই চারদিকের পুষ্পিত ফাল্গুন মনে হয় কবির কাছে বেদনাবিধুর। স্মৃতির দংশন জ্বালায় কবিমন উদাসী এক বাউল- যেখানে সুখ নেই, নেই কোন আনন্দের বার্তা।