কুরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ, যা মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা নবী মুহাম্মদ (সা) এর মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। কুরআন আরবি ভাষায় লেখা, এবং এটি ইসলামের প্রধান ধর্মীয় নির্দেশিকা। এর মাধ্যমে মুসলমানরা জীবনের সব দিক নিয়ে আল্লাহর নির্দেশনা ও আইন জানতে পারে। আজকের পোস্টে আমি কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তালিকা করে দিলাম।
Table of Contents
কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
ক্রম | কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন | উত্তর |
---|---|---|
১ | পবিত্র কুরআনের কোন সূরাটি প্রথমে নাযিল হয়েছিল? | সূরা আলাক |
২ | কুরআনের সবচেয়ে সংক্ষিপ্ত সূরার নাম কী? | সূরা কাওছার |
৩ | কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান বিবেচিত হয়? | সূরা ইখলাছ |
৪ | কুরআনের প্রথম কোন আয়াতটি নাযিল হয়েছিল? | সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত |
৫ | পবিত্র কুরআনের সর্বশেষ নাযিল হওয়া আয়াত কোনটি? | সূরা বাকারা, আয়াত ২৮১ |
৬ | পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? | সূরা বাকারা |
৭ | পবিত্র কুরআনে মোট কতটি সিজদার স্থান রয়েছে? | ১৫টি |
৮ | কোন আয়াত পাঠ করলে মৃত্যুর আগে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা থাকে? | আয়াতুল কুরসী (সূরা বাকারা, আয়াত ২৫৫) |
৯ | পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে পড়া সুন্নাত? | সূরা সাজদা ও সূরা দাহার |
১০ | কুরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরার নাম কী? | সূরা ফাতিহা |
১১ | কোন সূরাটি কবরের শাস্তি থেকে মুক্তি দেয়? | সূরা মুলক |
১২ | জুমার নামাজে কোন দুটি সূরা পড়া সুন্নাত? | সূরা আ’লা ও সূরা গাশিয়া |
১৩ | কুরআনে ‘মুহাম্মাদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামটি কতবার এসেছে? | চারবার |
১৪ | পবিত্র কুরআনে ‘রহমান’ শব্দটি কতবার এসেছে? | ৫৭ বার |
১৫ | কোন সূরার প্রথম দশটি আয়াত পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়? | সূরা কাহাফ |
১৬ | কুরআনের হরকত সংযোজনের কাজ কে করেছিলেন? | খলীল বিন আহমাদ আল ফারাহীদী (রহ.) |
১৭ | পবিত্র কুরআনে কতবার ‘জান্নাত’ শব্দটি উল্লেখ হয়েছে? | ১৩৯ বার |
১৮ | কোন সূরার শেষ দুইটি আয়াত রাতে পড়লে তা পাঠকারীকে সুরক্ষিত রাখে? | সূরা বাকারা, শেষ দুই আয়াত (২৮০-২৮১) |
১৯ | কুরআনে মোট কতটি আয়াত রয়েছে? | ৬২৩৬টি |
২০ | কুরআনের কোন সূরার প্রতি ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে? | সূরা ইখলাছ |
২১ | কোন সূরাটি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক? | সূরা মুলক |
২২ | পবিত্র কুরআনে ‘জাহান্নাম’ শব্দটি কতবার উল্লেখ হয়েছে? | ৭৭ বার |
২৩ | পবিত্র কুরআন নাজিল হতে কত বছর লেগেছিল? | ২৩ বছর |
২৪ | পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? | আয়াতুল কুরসী |
২৫ | কুরআনের কোন আয়াতকে ‘আয়াতুল কুরসী’ বলা হয়? | সূরা বাকারা, আয়াত ২৫৫ |
২৬ | জুমার দিনে কোন সূরা পাঠ করা বিশেষ ফজিলতপূর্ণ? | সূরা কাহাফ |
২৭ | কুরআনের প্রথম তেলাওয়াত করা সূরা কোনটি? | সূরা আলাক |
২৮ | কোন সাহাবী পবিত্র কুরআন একত্রিত করার কাজে নিয়োজিত ছিলেন? | যায়েদ বিন সাবিত (রাঃ) |
২৯ | পবিত্র কুরআনে মোট কতটি অক্ষর রয়েছে? | ৩২,৩৬৭টি |
৩০ | কুরআনে ‘দুনিয়া’ শব্দটি কতবার এসেছে? | ১১৫ বার |
৩১ | পবিত্র কুরআনের প্রথম কোন আয়াতটি নাযিল হয়েছিল? | সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত |
৩২ | কুরআনের প্রথম সম্পূর্ণরূপে নাযিল হওয়া সূরা কোনটি? | সূরা ফাতিহা |
৩৩ | কুরআনে ‘আখিরাত’ শব্দ কতবার এসেছে? | ১১৫ বার |
৩৪ | কুরআনে ‘আগুন’ শব্দটি কতবার উল্লেখিত হয়েছে? | ১২৬ বার |
৩৫ | পবিত্র কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? | সূরা বাকারা, আয়াত ২৮২ |
৩৬ | কোন সূরার প্রথম দশটি আয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে? | সূরা কাহাফ |
৩৭ | কুরআন একত্রিত করার পরামর্শ প্রথম কে দিয়েছিলেন? | ওমর বিন খাত্তাব (রাঃ) |
৩৮ | কুরআনে নকতা সংযোজনের কাজ কে করেছিলেন? | নসর বিন আসেম |
৩৯ | পবিত্র কুরআনে মোট কতটি শব্দ রয়েছে? | ৭৭,৪৩৯টি |
৪০ | পবিত্র কুরআনে ‘জান্নাত’ শব্দটি মোট কতবার এসেছে? | ১৩৯ বার |
৪১ | কুরআনের কোন আয়াত পাঠ করলে তা জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দেয়? | আয়াতুল কুরসী |
৪২ | কোন সূরার শেষ দুটি আয়াত রাতে পড়লে তা পাঠকারীকে সুরক্ষিত রাখে? | সূরা বাকারা, শেষ দুই আয়াত |
৪৩ | কুরআনের প্রথম কোন আয়াত নাযিল হয়েছিল এবং কোথায় পাওয়া যাবে? | সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত |
৪৪ | পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? | সূরা কাওছার |
৪৫ | পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? | আয়াতুল কুরসী |
কোরআন সম্পর্কে সাধারণ জ্ঞান
১. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে যুল ক্বারানাইন বাদশাহর ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা কাহাফ- আয়াত নং- ৮৩-৯৮।
২. প্রশ্নঃ কুরআনের কোন সূরায় মুবাহালার আয়াত রয়েছে?
উত্তরঃ সূরা আলে ইমরান- আয়াত নং- ৬১।
৩. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে মীরাছ (উত্তরাধীকার সম্পদ বন্টন) সম্পর্কে আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা নিসা- আয়াত নং- ১১, ১২ ও ১৭৬।
৪. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহনের দুআ উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সূরা যুখরুফ- আয়াত নং- ১৩।
৫. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেয়া হয়েছে?
উত্তরঃ সূরা নিসা- আয়াত নং- ২৩, ২৪।
৬. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ত্বালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ২৪৬-২৫২।
৭. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা তওবা- আয়াত নং- ২৫, ২৬।
৮. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইসরা-মেরাজের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বানী ইসরাঈল (আয়াত নং ১) ও সূরা নজম (আয়াত: ৮-১৮)।
৯. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দন্ডবিধি উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা মায়েদা- আয়াত নং- ৩৮।
১০. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং ১৪২-১৫০।
১১. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ)এর সাথে হুদহুদ পাখীর ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা নমল- আয়াত নং ২০, ৪৪।
১২. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে?
উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ৫৮, ৫৯।
১৩. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি দরূদ পড়ার আদেশ করা হয়েছে?
উত্তরঃ সূরা আহযাব- আয়াত নং ৫৬।
১৪. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হারূত-মারূতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ১০২।
১৫. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ৪।
১৬. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ছিয়াম সম্পর্কিত বিধি-বিধান উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং ১৮৩-১৮৭।
১৭. প্রশ্নঃ কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সূরা আনফাল- আয়াত নং 5-19, 41-48, 67-69।
১৮. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে ওযুর ফরয সমূহ উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সূরা মায়েদা- আয়াত নং- ৬।
১৯. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ‘মীম’ অক্ষরটি নেই?
উত্তরঃ সূরা কাওছার।
২০. প্রশ্নঃ কোন সূরায় বনী নযীরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা হাশর- আয়াত নং ২-১৪।
২১. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে?
উত্তরঃ সূরা নূর- আয়াত নং ৩০-৩১।
২২. প্রশ্নঃ কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা আহযাব- আয়াত নং ৯-২৭।
২৩. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতে ‘আল্লাহ্ শব্দ আছে?
উত্তরঃ সূরা মুজাদালা (৫৮ নং সূরা)।
২৪. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রাহীম রয়েছে?
উত্তরঃ সূরা নামল (২৭ নং সূরা)।
২৫. প্রশ্নঃ কোন সূরায় নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর হিজরতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা তওবা- আয়াত নং ৪০।
২৬. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ত্বালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং ২৪৬-২৫২।
২৭. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ক ‘কাফ’ অক্ষরটি নেই?
উত্তরঃ সূরা কুরায়শ, ফালাক ও আছর।
২৮. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় কুরআনের প্রতিটি আয়াতে আল্লাহর নাম এসেছে?
উত্তরঃ সূরা মুজাদালা (৫৮ নং সূরা)।
২৯. প্রশ্নঃ কোন সূরায় জাহান্নামের ৬টি নাম উল্লেখ আছে?
উত্তরঃ সূরা নাবা: 21, সূরা নিসা: 10, হুমাযা: 4, সূরা মাআরেজ: 15, সূরা মুদ্দাসসির: 42, সূরা কারিয়া: 9।
৩০. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে কারূনের কাহিনী উল্লেখ আছে?
উত্তরঃ সূরা ক্বাছাছ- আয়াত নং ৭৬-৮৩।
আরো পড়ুনঃ ১০০+ ইসলামিক শর্ট প্রশ্ন উত্তর (কুইজ প্রতিযোগিতার জন্য)
Related Posts
- ম দিয়ে মহিলা সাহাবীদের নাম অর্থসহ তালিকা ও তাদের পরিচয়
- মেয়েদের আনকমন নামের তালিকা ইসলামিক অর্থসহ
- আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
- মহিলা সাহাবীদের নাম অর্থসহ (মেয়েদের নাম রাখার জন্য)
- জাহান্নাম কয়টি ও জাহান্নামের বর্ণনা
- ম দিয়ে সাহাবীদের নাম অর্থসহ তালিকা
- সূরা হাশরের শেষ তিন আয়াত বাংলা অর্থসহ – surah hashr last 3 ayat bangla
- ন দিয়ে সাহাবীদের নাম অর্থসহ তালিকা ও তাদের পরিচিতি
- জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও তাদের পরিচয়
- দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ