৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায় (কাজের মাঝে আনন্দ)

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করি যা জীবন জীবিকার অন্তর্ভুক্ত। তোমরা যারা ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের ছক করতে পার না । তাদের জন্য আমি সবগুলো ছক পূরণ করে এই পোস্ট লিখেছি ।

Image with Link Descriptive Text

৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের সবগুলো ছক

কাজের মাঝে আনন্দ

ছক ১.১: ফিরে দেখা

ক্রমকাজের বিবৃতি১ম মাস২য় মাস৩য় মাস৪র্থ মাস৫ম মাস৬ষ্ঠ মাসমোট
নম্বর
নিজের বিছানা
গুছিয়েছি
১৬
সময়মত
পড়াশুনা করেছি
১৭
নিজের খাবারের
প্লেট, মগ, চামচ
ধুয়েছি
১৪
পড়ার টেবিল,
বই, খাতা,
কলম ইত্যাদি
গুছিয়ে রেখেছি
১৮
নিজের জামা-
কাপড়, জুতা-
মোজা ইত্যাদি
গুছিয়ে রেখেছি
১৬
খাবারের সময়
রীতিনীতি মেনে
চলেছি
১৭
নিজের
শারীরিক
পরিচ্ছন্নতা
বজায় রেখেছি
১৮
রান্নার কাজে
সহায়তা করেছি
১৫
কাপড় ধোয়ার
কাজে সাহায্য
করেছি
১৫
১০ঘর গোছানোর
কাজে সাহায্য
করেছি
১৭
১১ছোট/বড়
ভাই-বোনদের
কাজে সহায়তা
করেছি
১৭
১২অন্যান্য
সদস্যদের
(অসুস্থ/বৃদ্ধ/
শিশু) সেবাযত্ন
করেছি
১৮
১৩বাড়িতে অতিথি
আসলে যত্ন
করেছি
১৬
১৪……………….
১৫……………..
সর্বমোট স্কোর ২১৪
অভিভাবকের মতামতমাসের বেশিরভাগ সময় কাজে মনোযোগ দেয় ।
শিক্ষকের মন্তব্যশিক্ষক লিখবেন

আমার কথা



আমি প্রতিদিনের নিয়মাবলী সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি । পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করেছি । ছোট- বড় সকলের সাথে ভালো ব্যবহার করেছি । কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করেছি । বাড়িতে কেউ বেড়াতে আসলে তাদের ভালভাবে আপ্যায়ন করেছি । নিজের কাজ অপরের ওপর চাপিয়ে দেই নি । নিজের সব কিছু গুছিয়ে রেখেছি ।


ছক ১.২ : সাপ্তাহিক পারিবারিক ব্যয়

৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের সাপ্তাহিক পারিবারিক ব্যয় সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে ।তোমরা এখান থেকে ধারণা গুলো নিয়ে নিজে লিখতে পারো অথবা এই ধারণাগুলোই বইয়ে তুলে দিতে পারো।

তারিখব্যয়ের খাতব্যয়মন্তব্য
০৪/০১/২০২৪খাদ্য- চাল, ডাল, সবজি ইত্যাদি ২,০০০ব্যয় বাড়াতে হবে
০৫/০১/২০২৪চিকিৎসা- প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম১,০০০ব্যয় ঠিক আছে
০৬/০১/২০২৪শিক্ষা- খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ৫০০ব্যয় বাড়াতে হবে
০৭/০১/২০২৪বিল পরিশোধ- বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল৬০০ব্যয় ঠিক আছে
০৮/০১/২০২৪পরিবহন- যাতায়াত খরচ৫০০ঠিক আছে
০৯/০১/২০২৪পোশাক- জামা কাপড় কেনা ১,০০০ব্যয় বাড়াতে হবে
১০/০১/২০২৪বিনোদন ও খেলার সামগ্রী ৫০০ব্যয় কমাতে হবে
অভিভাবকের মতামতঃ
তার ব্যয়ের হিসাব ঠিক আছে ।
আমরা তাকে অভিনন্দন জানাই ।
শিক্ষকের মন্তব্যঃ শিক্ষক দিবেন

ছক ১.৩ : রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা

আয়ের উৎসআয়ের পরিমাণ
(টাকা)
ব্যয়ের খাত
(টাকা)
ব্যয় বরাদ্দ
(টাকা)
মন্তব্য

বাবার আয়
২০,০০০খাদ্য
১২,০০০
বাসা ভাড়া৮,০০০
চিকি‌ৎসা ব্যয়২,০০০ব্যয় বেশি হয়েছে

মায়ের আয়
২০,০০০পরিবারের বিলসমূহ৩,০০০
শিক্ষা ব্যয়২,০০০
যাতায়াত খরচ১,৫০০আয় বেশি হয়েছে
মাছ বিক্রির
আয়
৫,০০০বিনোদন খরচ১,৫০০
অন্যান্য খরচ৫,০০০আয় বেশি হয়েছে
মোট আয়৪৫,০০০মোট ব্যয়৩৫,০০০ব্যয়ের থেকে আয়
বেশি হয়েছে
উদ্বৃত্ত বা ঘাটতি১০,০০০

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ১ম অধ্যায়ের নিজ পারিবারিক বাজেট

মাসের নাম: ফেব্রুয়ারি

আয়ের উৎসআয়ের পরিমাণ
(টাকা)
ব্যয়ের প্রধান খাতপ্রধান খাতেরব্যয় বরাদ্দ
(টাকা)
চাকরি২৫,০০০খাদ্যচাল
শাকসবজি
মাছ-মাংস-ডিম-দুধ মসলা
অন্যান্য
৩,০০০
২,০০০
৩,০০০
১,০০০
৫,০০০
সেলাই কাজ২,০০০বাসস্থানবাসা ভাড়া৭,০০০
পোশাকজামা ,প্যান্ট ১,৫০০
টিউশন৫,০০০শিক্ষাকলম , খাতা ১,০০০
পরিবহনস্কুলে যাতায়াত১,২০০
দোকানের আয় ৪,০০০পরিবারের বিলসমূহবিদ্যুৎ , গ্যাস১,৫০০
চিকি‌ৎসা ব্যয়স্যালাইন , ওষুধ১,২০০
আউটসোর্সিং৩,০০০বিনোদনখেলার সামগ্রী১,০০০
মোবাইল ফোন/
ইন্টারনেট
ইন্টারনেট বিল৫০০
অন্যান্য (উল্লেখ
করো)
কাজের বুয়ার বিল৫,০০০
মোট আয়৩৯,০০০মোট ব্যয়৩৩,৯০০
উদ্বৃত্ত বা ঘাটতি৫,১০০

ছক ১.৫ : আর্থিক ডায়েরি

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ১ম অধ্যায়ের আর্থিক ডায়েরি কিভাবে করতে হয়, সেটা আমি নিচে তোমাদের সুবিধার্থে করে দিয়েছি।তোমরা এখান থেকে আর্থিক ডাইরির ধারণা নিতে পারো।

তারিখআয়ের খাতআয় (টাকা)ব্যয়ের খাতব্যয় (টাকা)মন্তব্য
০১/০১/২০২৪টিফিনের টাকা ৪০০টিফিনের ব্যয়৫০০ব্যয় বেশি হয়েছে
০৫/০১/২০২৪ইউটিউব থেকে আয়১,০০০কন্টেন্ট তৈরি
খরচ
৪০০আয় বেশি হয়েছে
০৮/০১/২০২৪বাগানের ফুল বিক্রি৬০০বাগানের সার
কেনা
২০০আয় বেশি হয়েছে
১৫/০১/২০২৪ স্কুলের উপবৃত্তি১,২০০খাতা,কলম ক্রয়৬০০আয় বেশি হয়েছে
১৮/০১/২০২৪বাবার থেকে পাওয়া ৪০০ বোনের জন্য
খেলনা ক্রয়
৩০০আয় বেশি হয়েছে
২২/০১/২০২৪বড় ভাইয়ের থেকে
পাওয়া
৩০০আম্মুর জন্য
উপহার
৩০০আয় ও ব্যয় সমান
২৫/০১/২০২৪আত্মীয়র থেকে পাওয়া৩০০গরিদের দান২০০আয় বেশি হয়েছে
৩০/০১/২০২৪মাস শেষে মোট৪,২০০

ছক ১.৬: পরিকল্পিত আয়-ব্যয়ের সঙ্গে প্রকৃত আয়-ব্যয়ের তুলনা

আয়ের খাতসম্ভাব্য
আয়
(টাকা)
প্রকৃত
আয়
(টাকা)
ব্যয়ের খাতপরিকল্পিত
ব্যয় (টাকা)
প্রকৃত ব্যয়
(টাকা)
উদ্বৃত্ত বা ঘাটতি
ব্যয় (টাকা)
চাকরি২৫,০০০২৫,০০০খাদ্য১৪,০০০১২,০০০২,০০০
বাসস্থান৭,০০০৭০০০
সেলাই কাজ২,০০০১,৮০০পোশাক১,৫০০২,০০০৫০০
শিক্ষা১,০০০২,০০০১,০০০
টিউশন৫,০০০৫,০০০পরিবহন১,২০০১,৫০০৩০০
দোকানের আয় ৪,০০০৪,৫০০পরিবারের
বিলসমূহ (পানি,
বিদ্যুৎ, গ্যাস
ইত্যাদি)
১,৫০০২,৫০০১,০০০
আউটসোর্সিং৩,০০০৫,০০০চিকি‌ৎসা ব্যয়১,২০০১,৫০০৩০০
বিনোদন১,০০০১,২০০২০০
মোবাইল ফোন/
ইন্টারনেট
৫০০৫০০
অন্যান্য (উল্লেখ
করো)
৫,০০০৪,৫০০৫০০
মোট আয়৩৯,০০০৪১,৩০০মোট ব্যয়৩৩,৯০০৩৪,৭০০

সুমন হাঁস-মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে। পরিবারে ডিম ও মুরগির চাহিদা মিটানোর পাশাপাশি পাড়া-প্রতিবেশীরাও
এখন সুমনের মুরগির ডিম, মুরগি কিনে নিয়ে যায়। এভাবে সুমন পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করছে । অন্য দিকে সুমি মোবাইল রিপিয়ারিং ও কোডিং শিখেছে। সুমির আউটসোর্সিংয়ের ফলে আর্থিক স্বচ্ছলতা বাড়বে ।

পরিবারের যেসব আর্থিক কাজে সহযোগিতা করতে
পারি
আর্থিক মূল্য (টাকা)
১। অবসর সময়ে আমি ফুলের বাগান করি । বিভিন্ন উৎসবে ফুল বিক্রি হলে অর্থ পাই ।৫,০০০
২। ছোট বোনকে আমি নিজেই পড়াই । গৃহ শিক্ষক রাখতে হয় না ।৩,০০০
৩। দাদিকে হাঁস-মুরগি পালনে সহয়তা করি ।২,৫০০
৪। বড় ভাইকে আউটসোর্সিংয়ের কাজে সহয়তা করি । ফলে তার অনেক সময় বেঁচে যায় ।৩,০০০
৫। বাবাকে বাগানে নানান কাজে সহয়তা করার ফলে শ্রমিক খরচ বেঁচে যায় ।৫,০০০
কাজের নাম:
১ম মাসের পরিকল্পনা২য় মাসের পরিকল্পনা৩য় মাসের পরিকল্পনা

আমরা কতগুলো হাঁস-মুরগির বাচ্চা এনে পালন করতে পারি । প্রয়োজনে গৃহপালিত পশুও আনা যেতে পারে ।


হাঁস-মুরগির বাচ্চাদের কে নিয়মিত খাবার দিতে হবে । অতি যত্নের সাথে পালন করে বড় করে তুলতে হবে ।হাঁস-মুরগির বাচ্চাগুলো বড় হলে বাজারে বিক্রি করব অথবা ডিম দেয়া পর্যন্ত অপেক্ষা করব ।
চূড়ান্ত ফলঃ হাঁস-মুরগির বাচ্চাগুলো বিক্রির মাধ্যমে অর্থ উপার্জিত হবে অথবা নিজেদের আমিষের চাহিদা মিটবে ।
অভিভাবকের মতামত: আমাদের কাছে তার পরিকল্পনা খুব ভালো এবং লাভজনক মনে হয়েছে ।
শিক্ষকের মন্তব্য:

আমার কথা



আমার আর্থিক কাজের পরিকল্পনা শুনে মা-বাবা অনেক খুশি । তারা আমার পরিকল্পনাকে অনেক লাভজনক মনে করে । আমি পড়াশোনার পাশাপাশি এমন একটি আর্থিক কাজে অংশগ্রহণ করতে পারব এবং পরিবারকে আর্থিক সহায়তা করতে পারব । আমার পরিকল্পনা অনুযায়ী তারা আমাকে অনেকগুলো হাঁস মুরগির বাচ্চা এনে দিবে এবং আমি সেগুলো আমার অবসর সময়ে লালন পালন করে বড় করে তুলব ।

স্বমূল্যায়ন

আমার অনুভূতিনতুন যেসব দক্ষতা শিখেছিএকই দক্ষতা যে কাজে লাগবে

পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমার খুব খুশি লাগছে । আমি এর আগে কখনো এরকম বাজেট উপস্থাপন করেনি । নিজের পরিবারের জন্য এভাবে আয় ব্যয় এর হিসাব করে নিজেকে গর্বিত মনে করছি ।পারিবারিক বাজেটের হিসাব রাখার কারণে বাবা-মা আমার উপর অনেক খুশি । তারা আমার আয় ব্যয়ের হিসাব গুলো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য লিখে রাখছে ।
পারিবারিক বাজেট উপস্থাপন করে আমি নতুন অনেক কিছু শিখতে পেরেছি । আয়ের সাথে ব্যয়কে কিভাবে সামঞ্জস্য রাখতে হয় তা বুঝতে পেরেছি ।  যাতে ব্যয় বেশি না হয় সেজন্য দিকনির্দেশনা পেয়েছি । কিভাবে সঞ্চয় করতে হয় তার নিয়ম শিখেছি । পারিবারিক বাজেটে পরিবারের আর্থিক হিসাব নিকাশ কিভাবে রাখতে হয় তা বুঝেছি । আয়ের থেকে সব সময় ব্যয়কে কম রাখার কৌশলগুলো শিখেছি । সর্বোপরি আমি পরিবারের আর্থিক বাজেট প্রণয়নে নতুন দক্ষতা অর্জন করেছি ।
বাজেট উপস্থাপনের দক্ষতা আমার ভবিষ্যতের জন্য অতীত জরুরী । আমার পরিবারের আর্থিক উন্নতির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । আয়-ব্যয়ের এই দক্ষতার ফলে আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারব । যা আমার উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করবে এবং অভাব অনটনকে ঘুছিয়ে দিবে । পারিবারিক বাজেট উপস্থাপনের দক্ষতা আমার পরিবারের ঘাটতি কমাতে সাহায্য করবে । আমার এই দক্ষতা দিয়ে আমি অন্য কাউকে সহায়তা করতে পারব এবং তার পারিবারিক বাজেট উপস্থাপন করে তার পরিবারের ঘাটতি লাঘবে সহায়তা করতে পারব ।
কাজসমূহকরতে
পারিনি (১)
আংশিক
করেছি (২)
ভালোভাবে
করেছি (৩)
বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখা
আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা
বাজেট প্রণয়নের অনুশীলন করা
পরিবারের পারিবারিক বাজেট প্রণয়ন করা
আর্থিক ডায়রিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা
পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের
তুলনা করা
পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা
পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা
কেসস্টাডি থেকে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ করা
অর্থ উপার্জিত হবে একটি কাজের পরিকল্পনা করা
মোট স্কোর: ৩০
অভিভাবকের মন্তব্য:
শিক্ষকের মন্তব্য:

এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি-


এই অধ্যায় আমি যে পরিকল্পনাগুলো করেছি সেগুলোও লাভজনক হবে কিনা সেটা আরো আমার ভালোভাবে জানতে হবে । পরিবারের না কোন আর্থিক বিষয়ে ঘাটতি আছে কিনা সেটা জেনে তার সমাধান দিতে হবে । পরিবারে কোন কোন ক্ষেত্রে বেশি ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলো কমাতে হবে । এই অধ্যায়ের মতো এমন কোন আরো আর্থিক সহযোগিতার কাজ আছে কিনা সেগুলো জেনে পরিবারকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হবে ।

যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি-



প্রথমে আমাকে পরিবারের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতে হবে । কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করতে হবে । পরিবারের ব্যয় কিভাবে কমানো যায় সেসব বিষয়ে সব সময় লক্ষ্য রাখতে হবে । কিভাবে পরিবারে সঞ্চয় বাড়ানো যায় সেসব বিষয়ে নিয়মিত চর্চা করতে হবে । পরিবারের আর্থিক লেনদেনের হিসাব ডায়রিতে লিখে রাখতে হবে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে আমাকে নিয়মিত পারিবারিক বাজেটের হিসাব চালিয়ে যেতে হবে ।

Related Posts