আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করি যা জীবন জীবিকার অন্তর্ভুক্ত। তোমরা যারা ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের ছক করতে পার না । তাদের জন্য আমি সবগুলো ছক পূরণ করে এই পোস্ট লিখেছি ।
৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের সবগুলো ছক
কাজের মাঝে আনন্দ
ছক ১.১: ফিরে দেখা
ক্রম | কাজের বিবৃতি | ১ম মাস | ২য় মাস | ৩য় মাস | ৪র্থ মাস | ৫ম মাস | ৬ষ্ঠ মাস | মোট নম্বর |
১ | নিজের বিছানা গুছিয়েছি | ৩ | ২ | ৩ | ৩ | ৩ | ১ | ১৬ |
২ | সময়মত পড়াশুনা করেছি | ৩ | ৩ | ৩ | ৩ | ২ | ৩ | ১৭ |
৩ | নিজের খাবারের প্লেট, মগ, চামচ ধুয়েছি | ৩ | ৩ | ১ | ২ | ২ | ৩ | ১৪ |
৪ | পড়ার টেবিল, বই, খাতা, কলম ইত্যাদি গুছিয়ে রেখেছি | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ১৮ |
৫ | নিজের জামা- কাপড়, জুতা- মোজা ইত্যাদি গুছিয়ে রেখেছি | ৩ | ২ | ৩ | ৩ | ২ | ৩ | ১৬ |
৬ | খাবারের সময় রীতিনীতি মেনে চলেছি | ৩ | ৩ | ২ | ৩ | ৩ | ৩ | ১৭ |
৭ | নিজের শারীরিক পরিচ্ছন্নতা বজায় রেখেছি | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ১৮ |
৮ | রান্নার কাজে সহায়তা করেছি | ৩ | ২ | ১ | ৩ | ৩ | ৩ | ১৫ |
৯ | কাপড় ধোয়ার কাজে সাহায্য করেছি | ৩ | ২ | ১ | ৩ | ৩ | ৩ | ১৫ |
১০ | ঘর গোছানোর কাজে সাহায্য করেছি | ৩ | ৩ | ৩ | ২ | ৩ | ৩ | ১৭ |
১১ | ছোট/বড় ভাই-বোনদের কাজে সহায়তা করেছি | ২ | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ১৭ |
১২ | অন্যান্য সদস্যদের (অসুস্থ/বৃদ্ধ/ শিশু) সেবাযত্ন করেছি | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ৩ | ১৮ |
১৩ | বাড়িতে অতিথি আসলে যত্ন করেছি | ৩ | ২ | ৩ | ৩ | ৩ | ২ | ১৬ |
১৪ | ………………. | |||||||
১৫ | …………….. | |||||||
সর্বমোট স্কোর | ২১৪ | |||||||
অভিভাবকের মতামত | মাসের বেশিরভাগ সময় কাজে মনোযোগ দেয় । | |||||||
শিক্ষকের মন্তব্য | শিক্ষক লিখবেন |
Table of Contents
আমার কথা
আমি প্রতিদিনের নিয়মাবলী সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি । পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করেছি । ছোট- বড় সকলের সাথে ভালো ব্যবহার করেছি । কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করেছি । বাড়িতে কেউ বেড়াতে আসলে তাদের ভালভাবে আপ্যায়ন করেছি । নিজের কাজ অপরের ওপর চাপিয়ে দেই নি । নিজের সব কিছু গুছিয়ে রেখেছি । |
ছক ১.২ : সাপ্তাহিক পারিবারিক ব্যয়
৭ম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের সাপ্তাহিক পারিবারিক ব্যয় সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে ।তোমরা এখান থেকে ধারণা গুলো নিয়ে নিজে লিখতে পারো অথবা এই ধারণাগুলোই বইয়ে তুলে দিতে পারো।
তারিখ | ব্যয়ের খাত | ব্যয় | মন্তব্য |
০৪/০১/২০২৪ | খাদ্য- চাল, ডাল, সবজি ইত্যাদি | ২,০০০ | ব্যয় বাড়াতে হবে |
০৫/০১/২০২৪ | চিকিৎসা- প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম | ১,০০০ | ব্যয় ঠিক আছে |
০৬/০১/২০২৪ | শিক্ষা- খাতা, কলম, পেন্সিল ইত্যাদি | ৫০০ | ব্যয় বাড়াতে হবে |
০৭/০১/২০২৪ | বিল পরিশোধ- বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল | ৬০০ | ব্যয় ঠিক আছে |
০৮/০১/২০২৪ | পরিবহন- যাতায়াত খরচ | ৫০০ | ঠিক আছে |
০৯/০১/২০২৪ | পোশাক- জামা কাপড় কেনা | ১,০০০ | ব্যয় বাড়াতে হবে |
১০/০১/২০২৪ | বিনোদন ও খেলার সামগ্রী | ৫০০ | ব্যয় কমাতে হবে |
অভিভাবকের মতামতঃ তার ব্যয়ের হিসাব ঠিক আছে । আমরা তাকে অভিনন্দন জানাই । | শিক্ষকের মন্তব্যঃ শিক্ষক দিবেন |
ছক ১.৩ : রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা
আয়ের উৎস | আয়ের পরিমাণ (টাকা) | ব্যয়ের খাত (টাকা) | ব্যয় বরাদ্দ (টাকা) | মন্তব্য |
বাবার আয় | ২০,০০০ | খাদ্য | ১২,০০০ | |
বাসা ভাড়া | ৮,০০০ | |||
চিকিৎসা ব্যয় | ২,০০০ | ব্যয় বেশি হয়েছে | ||
মায়ের আয় | ২০,০০০ | পরিবারের বিলসমূহ | ৩,০০০ | |
শিক্ষা ব্যয় | ২,০০০ | |||
যাতায়াত খরচ | ১,৫০০ | আয় বেশি হয়েছে | ||
মাছ বিক্রির আয় | ৫,০০০ | বিনোদন খরচ | ১,৫০০ | |
অন্যান্য খরচ | ৫,০০০ | আয় বেশি হয়েছে | ||
মোট আয় | ৪৫,০০০ | মোট ব্যয় | ৩৫,০০০ | ব্যয়ের থেকে আয় বেশি হয়েছে |
উদ্বৃত্ত বা ঘাটতি | ১০,০০০ |
জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ১ম অধ্যায়ের নিজ পারিবারিক বাজেট
মাসের নাম: ফেব্রুয়ারি
আয়ের উৎস | আয়ের পরিমাণ (টাকা) | ব্যয়ের প্রধান খাত | প্রধান খাতের | ব্যয় বরাদ্দ (টাকা) |
চাকরি | ২৫,০০০ | খাদ্য | চাল শাকসবজি মাছ-মাংস-ডিম-দুধ মসলা অন্যান্য | ৩,০০০ ২,০০০ ৩,০০০ ১,০০০ ৫,০০০ |
সেলাই কাজ | ২,০০০ | বাসস্থান | বাসা ভাড়া | ৭,০০০ |
পোশাক | জামা ,প্যান্ট | ১,৫০০ | ||
টিউশন | ৫,০০০ | শিক্ষা | কলম , খাতা | ১,০০০ |
পরিবহন | স্কুলে যাতায়াত | ১,২০০ | ||
দোকানের আয় | ৪,০০০ | পরিবারের বিলসমূহ | বিদ্যুৎ , গ্যাস | ১,৫০০ |
চিকিৎসা ব্যয় | স্যালাইন , ওষুধ | ১,২০০ | ||
আউটসোর্সিং | ৩,০০০ | বিনোদন | খেলার সামগ্রী | ১,০০০ |
মোবাইল ফোন/ ইন্টারনেট | ইন্টারনেট বিল | ৫০০ | ||
অন্যান্য (উল্লেখ করো) | কাজের বুয়ার বিল | ৫,০০০ | ||
মোট আয় | ৩৯,০০০ | মোট ব্যয় | ৩৩,৯০০ | |
উদ্বৃত্ত বা ঘাটতি | ৫,১০০ |
ছক ১.৫ : আর্থিক ডায়েরি
জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ১ম অধ্যায়ের আর্থিক ডায়েরি কিভাবে করতে হয়, সেটা আমি নিচে তোমাদের সুবিধার্থে করে দিয়েছি।তোমরা এখান থেকে আর্থিক ডাইরির ধারণা নিতে পারো।
তারিখ | আয়ের খাত | আয় (টাকা) | ব্যয়ের খাত | ব্যয় (টাকা) | মন্তব্য |
০১/০১/২০২৪ | টিফিনের টাকা | ৪০০ | টিফিনের ব্যয় | ৫০০ | ব্যয় বেশি হয়েছে |
০৫/০১/২০২৪ | ইউটিউব থেকে আয় | ১,০০০ | কন্টেন্ট তৈরি খরচ | ৪০০ | আয় বেশি হয়েছে |
০৮/০১/২০২৪ | বাগানের ফুল বিক্রি | ৬০০ | বাগানের সার কেনা | ২০০ | আয় বেশি হয়েছে |
১৫/০১/২০২৪ | স্কুলের উপবৃত্তি | ১,২০০ | খাতা,কলম ক্রয় | ৬০০ | আয় বেশি হয়েছে |
১৮/০১/২০২৪ | বাবার থেকে পাওয়া | ৪০০ | বোনের জন্য খেলনা ক্রয় | ৩০০ | আয় বেশি হয়েছে |
২২/০১/২০২৪ | বড় ভাইয়ের থেকে পাওয়া | ৩০০ | আম্মুর জন্য উপহার | ৩০০ | আয় ও ব্যয় সমান |
২৫/০১/২০২৪ | আত্মীয়র থেকে পাওয়া | ৩০০ | গরিদের দান | ২০০ | আয় বেশি হয়েছে |
৩০/০১/২০২৪ | মাস শেষে মোট | ৪,২০০ |
ছক ১.৬: পরিকল্পিত আয়-ব্যয়ের সঙ্গে প্রকৃত আয়-ব্যয়ের তুলনা
আয়ের খাত | সম্ভাব্য আয় (টাকা) | প্রকৃত আয় (টাকা) | ব্যয়ের খাত | পরিকল্পিত ব্যয় (টাকা) | প্রকৃত ব্যয় (টাকা) | উদ্বৃত্ত বা ঘাটতি ব্যয় (টাকা) |
চাকরি | ২৫,০০০ | ২৫,০০০ | খাদ্য | ১৪,০০০ | ১২,০০০ | ২,০০০ |
বাসস্থান | ৭,০০০ | ৭০০০ | ||||
সেলাই কাজ | ২,০০০ | ১,৮০০ | পোশাক | ১,৫০০ | ২,০০০ | ৫০০ |
শিক্ষা | ১,০০০ | ২,০০০ | ১,০০০ | |||
টিউশন | ৫,০০০ | ৫,০০০ | পরিবহন | ১,২০০ | ১,৫০০ | ৩০০ |
দোকানের আয় | ৪,০০০ | ৪,৫০০ | পরিবারের বিলসমূহ (পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি) | ১,৫০০ | ২,৫০০ | ১,০০০ |
আউটসোর্সিং | ৩,০০০ | ৫,০০০ | চিকিৎসা ব্যয় | ১,২০০ | ১,৫০০ | ৩০০ |
বিনোদন | ১,০০০ | ১,২০০ | ২০০ | |||
মোবাইল ফোন/ ইন্টারনেট | ৫০০ | ৫০০ | ||||
অন্যান্য (উল্লেখ করো) | ৫,০০০ | ৪,৫০০ | ৫০০ | |||
মোট আয় | ৩৯,০০০ | ৪১,৩০০ | মোট ব্যয় | ৩৩,৯০০ | ৩৪,৭০০ |
প্রশ্ন ১: সুমন আর সুমি কীভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে?
সুমন হাঁস-মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে। পরিবারে ডিম ও মুরগির চাহিদা মিটানোর পাশাপাশি পাড়া-প্রতিবেশীরাও
এখন সুমনের মুরগির ডিম, মুরগি কিনে নিয়ে যায়। এভাবে সুমন পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করছে । অন্য দিকে সুমি মোবাইল রিপিয়ারিং ও কোডিং শিখেছে। সুমির আউটসোর্সিংয়ের ফলে আর্থিক স্বচ্ছলতা বাড়বে ।
প্রশ্ন ২: তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে
একটি তালিকা তৈরি করো।
পরিবারের যেসব আর্থিক কাজে সহযোগিতা করতে পারি | আর্থিক মূল্য (টাকা) |
১। অবসর সময়ে আমি ফুলের বাগান করি । বিভিন্ন উৎসবে ফুল বিক্রি হলে অর্থ পাই । | ৫,০০০ |
২। ছোট বোনকে আমি নিজেই পড়াই । গৃহ শিক্ষক রাখতে হয় না । | ৩,০০০ |
৩। দাদিকে হাঁস-মুরগি পালনে সহয়তা করি । | ২,৫০০ |
৪। বড় ভাইকে আউটসোর্সিংয়ের কাজে সহয়তা করি । ফলে তার অনেক সময় বেঁচে যায় । | ৩,০০০ |
৫। বাবাকে বাগানে নানান কাজে সহয়তা করার ফলে শ্রমিক খরচ বেঁচে যায় । | ৫,০০০ |
প্রশ্ন ৩: তুমি তোমার বাবা-মা/অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান
থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা
করতে পারবে।
কাজের নাম: | ||
১ম মাসের পরিকল্পনা | ২য় মাসের পরিকল্পনা | ৩য় মাসের পরিকল্পনা |
আমরা কতগুলো হাঁস-মুরগির বাচ্চা এনে পালন করতে পারি । প্রয়োজনে গৃহপালিত পশুও আনা যেতে পারে । | হাঁস-মুরগির বাচ্চাদের কে নিয়মিত খাবার দিতে হবে । অতি যত্নের সাথে পালন করে বড় করে তুলতে হবে । | হাঁস-মুরগির বাচ্চাগুলো বড় হলে বাজারে বিক্রি করব অথবা ডিম দেয়া পর্যন্ত অপেক্ষা করব । |
চূড়ান্ত ফলঃ হাঁস-মুরগির বাচ্চাগুলো বিক্রির মাধ্যমে অর্থ উপার্জিত হবে অথবা নিজেদের আমিষের চাহিদা মিটবে । | ||
অভিভাবকের মতামত: আমাদের কাছে তার পরিকল্পনা খুব ভালো এবং লাভজনক মনে হয়েছে । | ||
শিক্ষকের মন্তব্য: |
আমার কথা
আমার আর্থিক কাজের পরিকল্পনা শুনে মা-বাবা অনেক খুশি । তারা আমার পরিকল্পনাকে অনেক লাভজনক মনে করে । আমি পড়াশোনার পাশাপাশি এমন একটি আর্থিক কাজে অংশগ্রহণ করতে পারব এবং পরিবারকে আর্থিক সহায়তা করতে পারব । আমার পরিকল্পনা অনুযায়ী তারা আমাকে অনেকগুলো হাঁস মুরগির বাচ্চা এনে দিবে এবং আমি সেগুলো আমার অবসর সময়ে লালন পালন করে বড় করে তুলব । |
স্বমূল্যায়ন
১। পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লাগছে, কী কী নতুন বিষয় শিখতে
পেরেছ এবং এসব দক্ষতা পরবর্তী সময়ে তোমার কী কী কাজে লাগাতে পারবে?
আমার অনুভূতি | নতুন যেসব দক্ষতা শিখেছি | একই দক্ষতা যে কাজে লাগবে |
পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমার খুব খুশি লাগছে । আমি এর আগে কখনো এরকম বাজেট উপস্থাপন করেনি । নিজের পরিবারের জন্য এভাবে আয় ব্যয় এর হিসাব করে নিজেকে গর্বিত মনে করছি ।পারিবারিক বাজেটের হিসাব রাখার কারণে বাবা-মা আমার উপর অনেক খুশি । তারা আমার আয় ব্যয়ের হিসাব গুলো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য লিখে রাখছে । | পারিবারিক বাজেট উপস্থাপন করে আমি নতুন অনেক কিছু শিখতে পেরেছি । আয়ের সাথে ব্যয়কে কিভাবে সামঞ্জস্য রাখতে হয় তা বুঝতে পেরেছি । যাতে ব্যয় বেশি না হয় সেজন্য দিকনির্দেশনা পেয়েছি । কিভাবে সঞ্চয় করতে হয় তার নিয়ম শিখেছি । পারিবারিক বাজেটে পরিবারের আর্থিক হিসাব নিকাশ কিভাবে রাখতে হয় তা বুঝেছি । আয়ের থেকে সব সময় ব্যয়কে কম রাখার কৌশলগুলো শিখেছি । সর্বোপরি আমি পরিবারের আর্থিক বাজেট প্রণয়নে নতুন দক্ষতা অর্জন করেছি । | বাজেট উপস্থাপনের দক্ষতা আমার ভবিষ্যতের জন্য অতীত জরুরী । আমার পরিবারের আর্থিক উন্নতির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । আয়-ব্যয়ের এই দক্ষতার ফলে আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারব । যা আমার উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করবে এবং অভাব অনটনকে ঘুছিয়ে দিবে । পারিবারিক বাজেট উপস্থাপনের দক্ষতা আমার পরিবারের ঘাটতি কমাতে সাহায্য করবে । আমার এই দক্ষতা দিয়ে আমি অন্য কাউকে সহায়তা করতে পারব এবং তার পারিবারিক বাজেট উপস্থাপন করে তার পরিবারের ঘাটতি লাঘবে সহায়তা করতে পারব । |
২। এই অধ্যায়ে আমরা যা যা করেছি … … (√ টিক চিহ্ন দাও)
কাজসমূহ | করতে পারিনি (১) | আংশিক করেছি (২) | ভালোভাবে করেছি (৩) |
বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখা | ✔ | ||
আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা | ✔ | ||
বাজেট প্রণয়নের অনুশীলন করা | ✔ | ||
পরিবারের পারিবারিক বাজেট প্রণয়ন করা | ✔ | ||
আর্থিক ডায়রিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা | ✔ | ||
পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করা | ✔ | ||
পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা | ✔ | ||
পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা | ✔ | ||
কেসস্টাডি থেকে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ করা | ✔ | ||
অর্থ উপার্জিত হবে একটি কাজের পরিকল্পনা করা | ✔ | ||
মোট স্কোর: ৩০ | |||
অভিভাবকের মন্তব্য: | |||
শিক্ষকের মন্তব্য: |
এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি-
এই অধ্যায় আমি যে পরিকল্পনাগুলো করেছি সেগুলোও লাভজনক হবে কিনা সেটা আরো আমার ভালোভাবে জানতে হবে । পরিবারের না কোন আর্থিক বিষয়ে ঘাটতি আছে কিনা সেটা জেনে তার সমাধান দিতে হবে । পরিবারে কোন কোন ক্ষেত্রে বেশি ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলো কমাতে হবে । এই অধ্যায়ের মতো এমন কোন আরো আর্থিক সহযোগিতার কাজ আছে কিনা সেগুলো জেনে পরিবারকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হবে । |
যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি-
প্রথমে আমাকে পরিবারের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতে হবে । কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করতে হবে । পরিবারের ব্যয় কিভাবে কমানো যায় সেসব বিষয়ে সব সময় লক্ষ্য রাখতে হবে । কিভাবে পরিবারে সঞ্চয় বাড়ানো যায় সেসব বিষয়ে নিয়মিত চর্চা করতে হবে । পরিবারের আর্থিক লেনদেনের হিসাব ডায়রিতে লিখে রাখতে হবে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে আমাকে নিয়মিত পারিবারিক বাজেটের হিসাব চালিয়ে যেতে হবে । |