আমি যদি হই রোবট প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি

বিভিন্ন রোবট দিয়েও এখন বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। যেমন-বিভিন্ন স্থানে যখন আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণে আনতে ও সেখান থেকে আটকে পড়া বিভিন্ন মানুষকে উদ্ধার করতে দমকল বাহিনীর সময় লাগে। এই পোস্টে আমি যদি হই রোবট প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আমি যদি হই রোবট প্রশ্ন উত্তর

১। মেশিন কোড কী?
উত্তর : ০ ও ১ এর সমন্বয়ে গঠিত নির্দেশ বা কোডকে মেশিন কোড বলে।

২। কোড কী?
উত্তর : কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড।

৩। যন্ত্র বা কম্পিউটার কীসের মাধ্যমে নির্দেশ বুঝে?
উত্তর : যন্ত্র বা কম্পিউটার বাইনারি ডিজিট (০ ও ১) দ্বারা সকল কমান্ড বা নির্দেশ বুঝে থাকে।

৪। ফাংশন কী?
উত্তর : ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা। যেমন- আগুন নিভানোর ফাংশন হতে পারে আগুন নিভাই ( )।

৫। মেশিন ভাষা কী?
উত্তর : মেশিন ভাষার সহজ অর্থ হচ্ছে যন্ত্রের নিজস্ব ভাষা। কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই ভাষাই হচ্ছে কম্পিউটারের মেশিন ভাষা।

৬। অ্যালগোরিদম কী?
উত্তর : যেকোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে গণিতের ভাষায় অ্যালগোরিদম বলে।

৭। ফ্লোচার্ট কী?
উত্তর : অ্যালগোরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনাকে বলা হয় ফ্লোচার্ট।

৮। প্রোগ্রাম কী?
উত্তর : কম্পিউটারের সাহায্যে যেকোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক কতকগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিই হচ্ছে প্রোগ্রাম।

৯। রোবটিক্স কী?
উত্তর : বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।

১০। অ্যাকচুয়েটর কী?
উত্তর : রোবটের হাত-পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো (Actuator) অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা হয়।

১১। কোনো সমস্যা সমাধানে কয়টি বিষয়ের উপর নির্ভরশীল হতে হয় এবং বিষয়গুলো কী কী?
উত্তর : যেকোনো সমস্যা সমাধানে পাঁচটি বিষয়ের উপর নির্ভরশীল হতে হয়। যথা-
(১) অর্থনৈতিক; (২) সামাজিক; (৩) ব্যবহারিক; (৪) কারিগরি; (৫) পরিবেশগত

১২। বুকিং সফটওয়্যার বা রিজার্ভেশন সিস্টেম বলতে কী বুঝ?
উত্তর : বুকিং সফটওয়্যার বা রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে আসন সংরক্ষণ ব্যবস্থা। বিমানে, বাসে, ট্রেনে, হোটেলে নির্ধারিত পরিমাণ আসন থেকে প্রয়োজনীয় আসন বরাদ্দ করার ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশে বিমান, বাস এবং রেলওয়ে কম্পিউটার ভিত্তিক এ রিজার্ভেশন ব্যবস্থা ব্যবহার করে থাকে।

১৩। ই-লার্নিং সার্ভিস কী?
উত্তর : ইলেকট্রনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাই হচ্ছে ই-লার্নিং। ই-লার্নিং পদ্ধতিতে যেকোনো সময় যেকোনো স্থানে শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করে। বর্তমানে করোনা মহামারির কারণে পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের ই-লার্নিং পোর্টাল চালু হয়েছ। এর সাহায্যে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ক্লাস উপভোগ করছে। করোনা মহামারির সময় জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ক্লাস আয়োজন করা হয়েছিল।

১৪। কিউ আর (QR) কোড কী?
উত্তর : কুইক রেসপন্স কোড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিউ আর (QR) কোড। এটি সর্বপ্রথম জাপানে স্বয়ং চালিত-শিল্পের জন্য পরিকল্পিত ম্যাট্রিক্স বারকোড বা দ্বিমাত্রিক বারকোড ধরনের একটি ট্রেডমার্ক। বারকোড হলো মেশিনে পাঠযোগ্য অপটিক্যাল লেবেল যা এতে সংযুক্ত উপাত্ত সম্পর্কে তথ্য ধারণ করে থাকে।

১৫। রোবট কী? সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর : রোবট শব্দটির উৎপত্তি চেক শব্দ ‘রোবোট’ থেকে যার অর্থ মানুষের দাসত্ব কিংবা একঘেয়েমি খাটুনি বা পরিশ্রম করতে পারে এমন ইলেকট্রনিক যন্ত্র। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেইভাবেই কাজ করতে পারে অথবা এর ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। বর্তমানে নানাবিধ কাজে রোবট ব্যবহার করা হচ্ছে। যেমন- ম্যানুফ্যাকচারিং, ভারী শিল্প- কারখানায়, চিকিৎসায়, মহাকাশ গবেষণায়, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে।

১৬। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বুঝ?
উত্তর : মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তিনির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে যন্ত্রের মধ্যে যৌক্তিক চিন্তা, জ্ঞান, পরিকল্পনা, শিক্ষণ, যোগাযোগ, উপলব্ধি এবং যন্ত্র চলাচল করার সামর্থ্য পায়। প্রোগ্রামিং ভাষা LISP PROLOG, C/C++, Java ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়।

আমি যদি হই রোবট বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

১। সুডো শব্দের অর্থ কী?
(ক) শৃঙ্খলা
(খ) ছদ্ম
(গ) পদ্ধতি
(ঘ) জুটি
উত্তর: (খ) ছদ্ম

২। প্রোগ্রামে → এই চিহ্নটি দ্বারা কী বুঝানো হয়?
(ক) প্রবাহের দিক
(খ) টাকা
(গ) সংযোগ
(ঘ) শুরু
উত্তর: (ক) প্রবাহের দিক

৩। যেকোনো সমস্যা সমাধানে কয়টি বিষয় নিয়ে ভাবতে হয়?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (ঘ) ৫টি

৪। যেকোনো সমস্যা সমাধান করতে ভাবতে হয়-
i) অর্থনৈতিক দিক নিয়ে
ii) সামাজিক দিক নিয়ে
iii) পরিবেশগত দিক নিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

৫। অপরিচিত জায়গায় যেতে ব্যবহৃত সফটওয়্যার নিচের কোনটি?
(ক) ম্যাপ সফটওয়্যার
(খ) এমএস সফটওয়্যার
(গ) অনলাইন সফটওয়্যার
(ঘ) এন্টিভাইরাস সফটওয়্যার
উত্তর: (ক) ম্যাপ সফটওয়্যার

৬। বিভিন্ন যানবাহন বুকিং করতে ব্যবহৃত হয় নিচের কোনটি?
(ক) ম্যাপ সফটওয়্যার
(খ) বুকিং সফটওয়্যার
(গ) কোনোটিই নয়
(ঘ) এমএস সফটওয়্যার
উত্তর: (খ) বুকিং সফটওয়্যার

৭। করোনা অভিমারির সময় শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতো নিচের কোনটি দিয়ে?
(ক) ম্যাপ সফটওয়্যার
(খ) এমএস ওয়ার্ড
(গ) বুকিং সফটওয়্যার
(ঘ) অনলাইন সফটওয়্যার
উত্তর: (ঘ) অনলাইন সফটওয়্যার

৮। মিটিং সফটওয়্যার হলো-
i) জুম
ii) গুগল মিট
iii) মাইক্রোসফট টিম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

৯। নিচের কোনটি অনলাইন মিটিং সফটওয়্যার?
(ক) জুম
(খ) বুকিং সফটওয়্যার
(গ) ম্যাপ সফটওয়্যার
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) জুম

১০। পূর্বে এক জায়গা থেকে অন্য জায়গার টাকা কীভাবে পাঠানো হতো?
(ক) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
(খ) গিয়ে দিয়ে আসা হতো
(গ) মানি অর্ডার করে
(ঘ) ডাকযোগে
উত্তর: (গ) মানি অর্ডার করে

১১। বর্তমানে আমরা কিভাবে টাকা-পয়সা লেনদেন করি?
(ক) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে
(খ) মানি অর্ডার করে
(গ) ডাকযোগে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে

১২। মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহৃত হয় –
i) টাকা-পয়সা লেনদেনে
ii) বাসাবাড়ির ইলেকট্রিসিটির বিল প্রদানে
iii) গ্যাস ও পানির বিল প্রদানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii

১৩। আগুন নিভানোর কাজে নিয়োজিত কারা?
(ক) দমকল বাহিনী
(খ) সেনাবাহিনী
(গ) অ্যাভাটার
(ঘ) পুলিশ বাহিনী
উত্তর: (ক) দমকল বাহিনী

১৪। বর্তমানে বিপজ্জনক কাজে কোনটি ব্যবহৃত হচ্ছে?
(ক) ক্যাপসা
(খ) রোবট
(গ) হার্ডওয়্যার
(ঘ) সফটওয়্যার
উত্তর: (খ) রোবট

১৫। কত সালে সীতাকুণ্ডে আগুন লাগে?
(ক) ২০২০
(খ) ২০২১
(গ) ২০২২
(ঘ) ২০১৯
উত্তর: (ক) ২০২২

১৬। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২২ সালে আগুন নেভাতে কী ব্যবহার করে?
(ক) রোবট
(খ) ড্রোন
(গ) অ্যাভাটার
(ঘ) সফটওয়্যার
উত্তর: (ক) রোবট

১৭। যন্ত্রের কাছে বোধগম্য-
i) অ্যালগোরিদম
ii) ফ্লোচার্ট
iii) প্রোগ্রাম বা কোড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (গ) iii

১৮। যন্ত্রের বোধগম্য ভাষা কোনটি?
(ক) যান্ত্রিক ভাষা
(খ) উচ্চস্তরের ভাষা
(গ)মধ্যস্তরের ভাষা
(ঘ) অতি উচ্চস্তরের ভাষা
উত্তর: (ক) যান্ত্রিক ভাষা

১৯। কম্পিউটারের বোধগম্য ভাষা কোনটি?
(ক) ডেসিমেল
(খ) বাইনারি
(গ) অক্টাল
(ঘ) হেক্সাডেসিমেল
উত্তর: (খ) বাইনারি

২০। ০ ও ১ দ্বারা গঠিত কোডকে কী বলে?
(ক) মেশিন কোড
(খ) অ্যাসেম্বলি কোড
(গ) উচ্চস্তরের ভাষা
(ঘ) মধ্যস্তরের ভাষা
উত্তর: (ক) মেশিন কোড

২১। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা?
(ক) সি
(খ) পাইথন
(গ) জাভা
(ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো

২২। প্রোগ্রামিং ভাষা হলো-
(ক) মধ্যস্তরের ভাষা
(খ) অতি উচ্চস্তরের ভাষা
(গ) মানুষের কোড
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) মানুষের কোড

২৩। বাইনারি ডিজিট (০ এবং ১) ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে বলে –
(ক) অ্যাসেম্বলি ভাষা
(খ) মেশিন ভাষা
(গ) উচ্চস্তরের ভাষা
(ঘ) চতুর্থ প্রজন্মের ভাষা
উত্তর: (খ) মেশিন ভাষা

২৪। ফ্লোচার্ট শুরু ও শেষ করতে কোন চিত্রটি ব্যবহৃত হয়?
(ক) ডায়মন্ড
(খ) বৃত্ত
(গ) ত্রিভুজ
(ঘ) সরলরেখা
উত্তর: (খ) বৃত্ত

২৫। মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
(ক) বায়োমেট্রিক্স
(খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
(গ) বায়োইনফরমেটিক্স
(ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: (খ) কৃত্রিম বুদ্ধিমত্তা

২৬। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
(ক) বায়োমেট্রিক্স
(খ) রোবটিক্স
(গ) সফটওয়্যার
(ঘ) ডেটাবেজ
উত্তর: (খ) রোবটিক্স

২৭। রোবটিক্স কী?
(ক) রোবট বিজ্ঞান
(খ) শিল্পে ব্যবহৃত রোবট
(গ) রোবটের ক্রিয়ানীতি
(ঘ) রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা
উত্তর: (ক) রোবট বিজ্ঞান

২৮। রোবট কোন কাজে ব্যবহার করা হয়?
(ক) প্রশাসনিক কাজে
(খ) সিদ্ধান্ত গ্রহণে মানুষের বিকল্প হিসেবে
(গ) মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে
(ঘ) মানুষের কর্মক্ষেত্র বৃদ্ধি করতে
উত্তর: (গ) মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে

২৯। রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে?
(ক) স্প্যানিশ
(খ) গ্রিক
(গ) ল্যাটিন
(ঘ) স্লাভিক
উত্তর: (ঘ) স্লাভিক

৩০। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?
(ক) রোবটিক্স
(খ) ন্যানোটেকনোলজি
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: (ক) রোবটিক্স

৩১। কোন পদ্ধতিতে Actuator ব্যবহার করা হয়?
(ক) রোবটিক্স
(খ) ভার্চুয়াল রিয়েলিটি
(গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
(ঘ) বায়োইনফরমেটিক্স
উত্তর: (ক) রোবটিক্স

৩২। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?
(ক) ১৮০°
(খ) ২৯০°
(গ) ৩৬০°
(ঘ) ৪৫০°
উত্তর: (গ) ৩৬০°

৩৩। রোবটিক্স-এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
i) হার্ডওয়্যার
ii) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
iii) নতুন গবেষণা পরিচালনা
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii

৩৪। রোবটের বৈশিষ্ট্য-
i) এটি নিখুঁত কর্মক্ষম
ii) এটি ক্লান্তিহীন
iii) এটি ধীরগতিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii

৩৫। কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে বড় বড় কারখানায় করা হয়-
i) পরিশ্রমসাধ্য কাজ
ii) সহজ কাজ
iii) বিপজ্জনক কাজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii

Related Posts

Leave a Comment