আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা

কাজী নজরুল ইসলামের “আমার পথ” প্রবন্ধে তিনি সত্যের সন্ধানে এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এই পোস্টে আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

. কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

৩. কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ।

৪. কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের মাতার নাম জাহেদা খাতুন।

৫. বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় কাকে?
উত্তর: বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে।

৬. বাংলাদেশের জাতীয় কবি বলা হয় কাকে?
উত্তর: বাংলাদেশের জাতীয় কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে।

৭. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯১৭ খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন।

৮. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন।

৯. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।

১০. কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
উত্তর: কাজী নজরুল ইসলামের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত।

১১. ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিক তাঁর পথ চলার আগে কাকে সালাম জানাচ্ছেন?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিক তাঁর পথ চলার আগে ‘তাঁর সত্যকে’ সালাম জানাচ্ছেন।

১২. ‘আমার পথ’ প্রবন্ধের কোন ভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধের রাজভয়-লোকভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না।

১৩. অন্তরে ‘আমার পথ’ প্রবন্ধের ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না?
উত্তর: অন্তরে ‘আমার পথ’ প্রবন্ধের কোনো মিথ্যার ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না।

১৪. কে বাইরের ভয় পায়?
উত্তর: যার ভেতরে ভয় সে বাইরের ভয় পায়।

১৫. কাজী নজরুল ইসলাম-এর মতে, কী চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?
উত্তর: কাজী নজরুল ইসলাম-এর মতে, নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।

১৬. অনেক সময় কী দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর: অনেক সময় বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।

১৭. অতিরিক্ত বিনয় মানুষকে কী করে?
উত্তর: অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে।

১৮. গান্ধীজি তাঁর দেশবাসীকে কী শেখাচ্ছিলেন?
উত্তর: গান্ধীজি তার দেশবাসীকে স্বাবলম্বন শেখাচ্ছিলেন।

১৯. কাজী নজরুল ইসলামের মতে, অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না।

২০. প্রাবন্ধিকের মতে, কী চিনলে আত্মনির্ভরতা আসে?
উত্তর: প্রাবন্ধিকের মতে, আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে।

২১. নজরুলের মতে, কী থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেও দেশ উদ্ধার হবে না?
উত্তর: নজরুলের মতে নিজে থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেও দেশ উদ্ধার হবে না।

২২. ‘আমার পথ’ প্রবন্ধে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।

২৩. কী থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না?
উত্তর: সত্যের মিল থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না।

২৪. নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কী বলা হয়?
উত্তর: নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কর্ণধার বলা হয়।

২৫. ‘কুর্নিশ’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘কুর্নিশ’ শব্দটির অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন।

২৬. কী করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়?
উত্তর: সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়।

২৭. সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়?
উত্তর: সমাজের নিয়ম পাল্টাতে গেলে সমাজ-রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়।

২৮. ‘মেকি’ শব্দের অর্থ কী?
উত্তর: মেকি শব্দের অর্থ কপট।

২৯. ‘আগুনের ঝান্ডা’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘আগুনের ঝান্ডা’ শব্দটির অর্থ অগ্নিপতাকা।

৩০. ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধটি ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

৩১. কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায়?
উত্তর: কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়।

৩২. ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে কী পাওয়া যায়?
উত্তর: ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।

৩৩. কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস কিন্দু কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু হচ্ছে সত্যের উপলব্ধি।

৩৪. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
উত্তর: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।

৩৫. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৫ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬)।

৩৬. কাজী নজরুল ইসলামের বাবার নাম কী?
উত্তর: কাজী ফকির আহমেদ।

৩৭. কাজী নজরুল ইসলামের মায়ের নাম কী?
উত্তর: জাহেদা খাতুন।

৩৮. কাজী নজরুল ইসলাম আমৃত্যু কীসের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিলেন?
উত্তর: সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে।

৩৯. বাংলা সাহিত্যের কী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি।

৪০. কোমল দরদি মন নিয়ে কাদের পাশে থেকেছেন তিনি?
উত্তর: ব্যথিত ও বঞ্চিত মানুষের পাশে।

৪১. এক হাতে বাঁশি আরেক হাতে কী নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল?
উত্তর: রণতূর্য।

৪২. প্রচলিত শিল্পধারাকে পাল্টে নজরুল বাংলা সাহিত্য ও সংগীতকে কীভাবে সমৃদ্ধ করেছেন?
উত্তর: নতুন বিষয় ও নতুন শব্দ সংযোগে।

৪৩. তাঁর কর্মজীবন কেমন ছিল?
উত্তর: অত্যন্ত বৈচিত্র্যময়।

৪৪. কত সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: ১৯১৭ খ্রিষ্টাব্দে।

৪৫. তাঁর ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায় কত বছর বয়সে?
উত্তর: মাত্র তেতাল্লিশ বছর বয়সে।

৪৬. কখন জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেয়া হয়?
উত্তর: বাংলাদেশ স্বাধীন হলে।

৪৭. কবির মৃত্যুর পর তাঁকে কোথায় সমাধিস্থ করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

৪৮. ‘বাঁধনহারা’, ‘মৃত্যু-ক্ষুধা’ কী ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।

৪৯. ‘রিক্তের বেদন’, ‘শিউলিমালা’ কী ধরনের রচনা?
উত্তর: গল্পগ্রন্থ।

৫০. ‘রুদ্রমঙ্গল’, ‘রাজবন্দির জবানবন্দি’ কী ধরনের রচনা?
উত্তর: প্রবন্ধ গ্রন্থ।

৫১. কাজী নজরুল ইসলাম কত সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩)।

৫২. ‘কর্ণধার’ অর্থ কী?
উত্তর: নেতৃত্ব প্রদানে সামর্থ্য আছে এমন ব্যক্তি।

৫৩. ‘কুর্ণিশ’ অর্থ কী?
উত্তর: অভিবাদন।

৫৪. ‘মেকি’ অর্থ কী?
উত্তর: মিথ্যা।

৫৫. ‘সম্মার্জনা’ অর্থ কী?
উত্তর: মেজে ঘষে পরিষ্কার করা।

৫৬. ‘আগুনের ঝান্ডা’ অর্থ কী?
উত্তর: অগ্নিপতাকা।

৫৭. ‘আমার পথ’ প্রবন্ধটি কোথা থেকে সংকলিত হয়েছে?
উত্তর: রুদ্র মঙ্গল।

৫৮. ‘আমার পথ’ প্রবন্ধে নজরুল ইসলাম যে ‘আমি’র আহ্বান করেছেন তার পথ কেমন?
উত্তর: সত্যের পথ।

৫৯. তাঁর এই ‘আমি’ ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ্বাস জাগায়?
উত্তর: সিন্দুর।

৬০. রুদ্র-তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে কী?
উত্তর: নজরুলের ‘আমি’ সত্তা।

আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৬১. তাঁর পথ নির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু কী সহ্য করে না?
উত্তর: অন্যায়কে।

৬২. সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল কী সম্ভব?
উত্তর: অসাধ্য সাধন।

৬৩. মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলে কীসের সত্য উন্মোচিত হবে?
উত্তর: ধর্মের সত্য।

৬৪. এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে কীভাবে?
উত্তর: মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলে।

৬৫. গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করার মূল শক্তি রয়েছে কার?
উত্তর: সম্প্রীতি।

৬৬. ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিক তাঁর পথ চলার আগে কাকে সালাম জানান?
উত্তর: তাঁর সত্যকে।

৬৭. কে বাইরের ভয় পায়?
উত্তর: যার ভেতরে ভয় আছে সে বাইরের ভয় পায়।

৬৮. কাজী নজরুল ইসলামের মতে কী চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?
উত্তর: নিজেকে চিনলে।

৬৯. অনেক সময় কী দেখতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর: বিনয় দেখাতে গিয়ে।

৭০. অতিরিক্ত বিনয় মানুষকে কী করে?
উত্তর: অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে।

৭১. গান্ধীজী তাঁর দেশবাসীকে কী শেখাচ্ছিলেন?
উত্তর: স্বাবলম্বন।

৭২. নজরুলের মতে অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?
উত্তর: অন্তরে গোলামি ভাব থাকলে।

৭৩. কী চিনলে আত্মনির্ভরতা আসে?
উত্তর: আত্মাকে চিনলে।

৭৪. ‘আমার পথ’ প্রবন্ধে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
উত্তর: নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।

৭৫. ‘আমার পথ’ প্রবন্ধে কোন ভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না?
উত্তর: রাজভয় ও লোকভয়।

৭৬. কী থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না?
উত্তর: মানুষে মানুষে প্রাণের মিল, আদত সত্যের মিল থাকলে।

৭৭. কী করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়?
উত্তর: সমাজের নিয়ম পাল্টাতে গেলে।

৭৮. সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়?
উত্তর: সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়।

৭৯. কাজী নজরুল ইসলাম মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে কী হয়ে উঠতে চেয়েছেন?
উত্তর: আমরা।

৮০. কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস কিন্দু?
উত্তর: সত্যের উপলব্ধি।

৮১. নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধি।

৮২. ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিক কারো বাণীকে কী বলে মেনে নেবেন না?
উত্তর: বেদবাক্য।

৮৩. কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?
উত্তর: পরাবলম্বন।

৮৪. ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কোন মানুষকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না?
উত্তর: যে মানুষ নিজেকে চিনে।

৮৫. কী দূর করতে আগুনের সম্মাননা প্রয়োজন হবে?
উত্তর: দেশের শত্রু, মিথ্যা, ভন্ডামি, মেকি দূর করতে।

৮৬. কেউ নিজের ধর্ম চিনলে সে কী ঘৃণা করতে পারে না?
উত্তর: অন্যের ধর্ম ঘৃণা করতে পারে না।

Related Posts

Leave a Comment