আমাদের লোকশিল্প ৬ষ্ঠ শ্রেণি প্রশ্ন উত্তর

কামরুল হাসানের ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধ লেখক বাংলাদেশের লোকশিল্প ও লোক-ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। এই পোস্টে আমাদের লোকশিল্প ৬ষ্ঠ শ্রেণি প্রশ্ন উত্তর বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আমাদের লোকশিল্প ৬ষ্ঠ শ্রেণি প্রশ্ন উত্তর

১। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে কী তৈরির রেওয়াজ ছিল?
উত্তর: এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল।

২। জামদানি কারিগরদের বসবাস কোথায়?
উত্তর: নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস।

৩। এক সময় এদেশের গ্রামের কুটিরে কী তৈরি হতো?
উত্তর: এক সময় এদেশের গ্রামের কুটিরে ঘর-গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্য তৈরি হতো।

৪। ঢাকাই মসলিনের বিশেষত্ব কী ছিল?
উত্তর: ঢাকাই মসলিন ছিল খুবই মিহি এবং এতো সূক্ষ্ম সুতা দিয়ে বোনা যে, ছোট্ট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েক শ গজ মসলিন কাপড় প্রবেশ করানো সম্ভব ছিল।

৫। কুটিরশিল্প কাকে বলে?
উত্তর: ঘর-গৃহস্থালির নিত্য ব্যবহারের জন্য গ্রামের কুটিরে যেসব পণ্য তৈরি করা হয় তাকে কুটিরশিল্প বলে।

৬। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে?
উত্তর: ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি ‘আমাদের লোককৃষ্টি’ গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে।

৭। নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কবে?
উত্তর: বর্ষাকালে যখন চারদিকে পানিতে থই থই করে, ঘরের বাইরে বের হওয়া যায় না- এমন মৌসুমে নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়।

৮। খাদি কাপড়ের বিশেষত্ব কী?
উত্তর: খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এটি পুরোটাই হাতে তৈরি।

৯। আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কোনটি?
উত্তর: আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ হলো কাপড়ের পুতুল তৈরি করা।

১০। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তর: ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কামরুল হাসান।

১১। খাদি কাপড় কীভাবে প্রস্তুত করা হয়?
উত্তর: গ্রামের বাড়িতে তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করে অবসর সময়ে তুলা থেকে সুতা কেটে হস্তচালিত তাঁতে যে কাপড় প্রস্তুত করা হয় তাই খাদি কাপড়।

১২। কাটুনি কাকে বলে?
উত্তর: তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে। তাদেরকেই কার্টুনি বলা হয়।

১৩। কোথায় খাদি কাপড়ের যথেষ্ট সমাদর রয়েছে?
উত্তর: খাদি কাপড় শুধু গ্রামে নয়, শহরেও যথেষ্ট সমাদর রয়েছে।

১৪। সানকি কী?
উত্তর: সানকি হলো মাটির থালা।

১৫। চাকমা, কুকি ও মুরং মেয়েরা কোথায় তাদের কাপড় বুনে থাকে?
উত্তর: রাঙামাটি, বান্দরবান, রামগড় এলাকায় চাকমা, কুকি ও মুরং মেয়েরা এবং সিলেটের মাছিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের এবং পুরুষদের পরিধেয় কাপড় বুনে থাকে।

১৬। কোথায় ঢাকাই মসলিন তৈরি করা হতো?
উত্তর: ঢাকার অদূরে ডেমরা এলাকায় ঢাকাই মসলিন করা হতো।

১৭। ‘টোপর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘টোপর’ শব্দের অর্থ হলো মাথার মুকুট।

১৮। এক সময় দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল কোন শিল্প?
উত্তর: ঢাকাই মসলিন এককালে দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল।

১৯। খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে কোন জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িত আছে?
উত্তর: খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে এখানকার কুটিরশিল্প জড়িত আছে।

২০। পোড়ামাটির কাজের ঐতিহ্য কতো বছর ধরে এদেশে আছে?
উত্তর: পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের।

২১। আমাদের লোকশিল্প কী করার মাধ্যমে সমস্যার কিছুটা সমাধান সম্ভব?
উত্তর: সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে আমাদের লোকশিল্পের সমস্যা কিছুটা হলেও সমাধান সম্ভব।

২২। জামদানি সম্পর্কে শীতলক্ষ্যার পানির বৈজ্ঞানিক বিশ্লেষণ কী ছিল?
উত্তর: বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় যে, শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতা সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগীই নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে।

২৩। ‘রেওয়াজ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রেওয়াজ’ শব্দের অর্থ হলো প্রচলন।

২৪। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে কী তৈরির রেওয়াজ ছিল?
উত্তর: এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল।

২৫। কোথায় খাদি কাপড়ের যথেষ্ট সমাদর রয়েছে?
উত্তর: খাদি কাপড় শুধু গ্রামে নয়, শহরেও যথেষ্ট সমাদর রয়েছে।

২৬। ঢাকাই মসলিন এককালে কাদের বিলাসের বস্তু ছিল?
উত্তর: ঢাকাই মসলিন এককালে মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল।

২৭। এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কী পরিমাণ সময় লাগত?
উত্তর: এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে ছয় মাস সময় লাগত।

২৮। ‘বড়া’ কী?
উত্তর: ‘বড়া’ হলো কলসি।

২৯। কুটিরশিল্পের মাধ্যমে তৈরিকৃত সামগ্রী শিক্ষগুণ বিচারে কী ধরনের পণ্য হিসেবে গণ্য?
উত্তর: কুটিরশিল্পের মাধ্যমে তৈরিকৃত সামগ্রী শিল্পগুণ বিচারে লোকশিল্পের পণ্য হিসেবে গণ্য।

৩০। ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন?
উত্তর: ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন।

৩১। প্রতীকধর্মী বলতে কী বোঝ?
উত্তর: যা কোনো বিষয়কে ইঙ্গিত করে তাকে প্রতীকধর্মী বোঝায়।

৩২। এক সময় এদেশের গ্রামের কুটিরে কী তৈরি হতো?
উত্তর: এক সময় এদেশের গ্রামের কুটিরে ঘর-গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্য তৈরি হতো।

৩৩। কোথায় জামদানি কাপড়ের যথেষ্ট সমাদর রয়েছে?
উত্তর: জামদানি কাপড় শুধু গ্রামে নয়, শহরেও যথেষ্ট সমাদর রয়েছে।

৩৪। খাদি বা খদ্দরের কাপড় কোথায় প্রস্তুত হতো?
উত্তর: কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে খাদি বা খদ্দরের কাপড় প্রস্তুত হতো।

৩৫। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তর: ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কামরুল হাসান।

৩৬। আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে কোনটি?
উত্তর: কাপড়ের পুতুল আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে।

৩৭। এক সময় গ্রামের মহিলারা কী করতো?
উত্তর: গ্রামের মহিলারা কাজের অবসরে এসব নকশিকাঁথা সেলাই করতো।

৩৮। গলিত কাঁসা কীসে ঢালতে হয়?
উত্তর: গলিত কাঁসা মাটির ছাঁচে ঢালতে হয়।

৩৯। খাদি কাপড় সাধারণত কীভাবে হয়?
উত্তর: খাদি কাপড় সাধারণত মোটা ও টেকসই হয়।

৪০। কোথায় খাদি কাপড়ের যথেষ্ট সমাদর রয়েছে?
উত্তর: খাদি কাপড় শুধু গ্রামে নয়, শহরেও যথেষ্ট সমাদর রয়েছে।

৪১। বিক্রি করা যায় এমন জিনিসকে কী বলে?
উত্তর: বিক্রি করা যায় এমন জিনিসকে পণ্য বলে।

৪২। পোড়ামাটির কাজের ঐতিহ্য কতো বছর ধরে এদেশে আছে?
উত্তর: পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের।

৪৩। জামদানি কারিগরদের বসবাস কোথায়?
উত্তর: নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস।

৪৪। শীতলপাটি কোথায় পরিচিত?
উত্তর: সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত।

৪৫। এক সময় বাংলাদেশে গ্রামে গ্রামে কী তৈরির রেওয়াজ ছিল?
উত্তর: এক সময় বাংলাদেশে গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল।

৪৬। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তর: ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কামরুল হাসান।

৪৭। ঢাকাই মসলিন এককালে কাদের বিলাসের বস্তু ছিল?
উত্তর: ঢাকাই মসলিন এককালে মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল।

৪৮। কাপড়ের পুতুল কীভাবে আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
উত্তর: কাপড়ের পুতুল আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে।

৪৯। কোথায় খাদি কাপড়ের যথেষ্ট সমাদর রয়েছে?
উত্তর: খাদি কাপড় শুধু গ্রামে নয়, শহরেও যথেষ্ট সমাদর রয়েছে।

৫০। মাটির তৈরি সামগ্রী কীভাবে উৎপাদিত হয়?
উত্তর: মাটির তৈরি সামগ্রী পোড়ানো হয় এবং এই কাজের ঐতিহ্য বহু যুগ ধরে চলে আসছে।

Related Posts

Leave a Comment