কামরুল হাসান ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের মাধ্যমে সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি এবং আবেগকে ফুটিয়ে তুলেছেন। তিনি প্রচলিত লোককাহিনী ও জনগণের দৈনন্দিন জীবন থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পকর্ম সৃষ্টি করেন, যা প্রজন্মের পর প্রজন্মে আমাদের সংস্কৃতির চেতনা জাগ্রত রাখে। এই পোস্টে আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দিলাম।
আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন
১। কামরুল হাসান কী নামে পরিচিত?
(ক) প্রাবন্ধিক
(খ) চিত্রকর
(গ) পটুয়া
(ঘ) গল্পকার
উত্তরঃ (গ) পটুয়া
২। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির রচয়িতা কে?
(ক) কামরুল হাসান
(খ) মমতাজউদ্দীন আহমদ
(গ) জসীমউদ্দীন
(ঘ) জাহানারা ইমাম
উত্তরঃ (ক) কামরুল হাসান
৩। নিচের কোনটি কামরুল হাসানের বই?
(ক) জলে-ডাঙায়
(খ) আমাদের লোককৃষ্টি
(গ) রাখালি
(ঘ) পথের পাঁঁচালি
উত্তরঃ (খ) আমাদের লোককৃষ্টি
৪। খাদ্য শস্যের পরেই বাংলাদেশের মানুষের সঙ্গে জড়িয়ে আছে কোনটি?
(ক) পোশাকশিল্প
(খ) তাঁতশিল্প
(গ) কুটিরশিল্প
(ঘ) শোলাশিল্প
উত্তরঃ (গ) কুটিরশিল্প
৫। আমাদের দেশের কোনটি এক সময় অনেক উচ্চমানের ছিল, যা স্মরণ করে আমরা গর্ববোধ করি?
(ক) বাঁশ-বেতের শিল্প
(খ) লোকশিল্প
(গ) তামা-কাঁসার শিল্প
(ঘ) শোলাশিল্প
উত্তরঃ (খ) লোকশিল্প
৬। এককালে দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল কোন সৃষ্টিকর্মটি?
(ক) নকশিকাঁথা
(খ) খাদি কাপড়
(গ) ঢাকাই মসলিন
(ঘ) শীতলপাটি
উত্তরঃ (গ) ঢাকাই মসলিন
৭। ঢাকাই মসলিন কোন এলাকার তাঁতিরা তৈরি করতো?
(ক) নারায়ণগঞ্জের
(খ) ডেমরার
(গ) শীতলক্ষ্যা পাড়ের
(ঘ) সিলেটের
উত্তরঃ (খ) ডেমরার
৮। কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
(ক) মসলিন
(খ) কুটিরশিল্প
(গ) খাদি কাপড়
(ঘ) শীতলপাটি
উত্তরঃ (ক) মসলিন
৯। কীসের ভিতর দিয়ে অনায়াসে কয়েক শ গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সব ছিল?
(ক) চোঙোর
(খ) আংটির
(গ) পাইপের
(ঘ) ঘড়ির
উত্তরঃ (খ) আংটির
১০। মসলিন কাপড়ের সুতা কেমন ছিল?
(ক) খুব সুক্ষ্ম
(খ) খসখসে
(গ) অনেক মোটা
(ঘ) হালকা
উত্তরঃ (ক) খুব সুক্ষ্ম
১১। একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে কী তৈরির রেওয়াজ ছিল?
(ক) হাঁড়ি পাতিল
(খ) নকশিকাঁথা
(গ) খদ্দর কাপড়
(ঘ) মাদুর
উত্তরঃ (খ) নকশিকাঁথা
১২। একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কেমন সময় লাগত?
(ক) দুই-তিন মাস
(খ) ছয় মাস
(গ) চার-পাঁচ মাস
(ঘ) সাত মাস
উত্তরঃ (খ) ছয় মাস
১৩। সাধারণত নকশিকাঁথা তৈরি করার উপযুক্ত সময় কোনটি?
(ক) শীতকাল
(খ) বর্ষাকাল
(গ) গ্রীষ্মকাল
(ঘ) শরৎকাল
উত্তরঃ (খ) বর্ষাকাল
১৪। নকশিকাঁথা কারা সেলাই করেন?
(ক) ছেলেমেয়েরা
(খ) মেয়েরা
(গ) বুড়োবুড়িরা
(ঘ) পুরুষরা
উত্তরঃ (খ) মেয়েরা
১৫। নকশিকাঁথা সেলাইয়ের সময় মেয়েরা সঙ্গে কী রাখত?
(ক) ঘটি-বাটি
(খ) ছাইদানি
(গ) পানের বাটা
(ঘ) জর্দার কৌটা
উত্তরঃ (গ) পানের বাটা
১৬। নকশিকাঁথার প্রতিটি সূচের ফোঁড়ে কাদের জীবনগাথা লুকিয়ে আছে?
(ক) সংগ্রামী মানুষের
(খ) শহরে মানুষের
(গ) গ্রামীণ মানুষের
(ঘ) নারীদের
উত্তরঃ (গ) গ্রামীণ মানুষের
১৭। জামদানি কারিগরদের বসবাস কোথায়?
(ক) ঢাকার ডেমরায়
(খ) নারায়ণগঞ্জের নয়াপাড়ায়
(গ) সোনারগাঁও
(ঘ) নবীনগরে
উত্তরঃ (খ) নারায়ণগঞ্জের নয়াপাড়ায়
১৮। কোন নদীর তীরবর্তী এলাকায় জামদানি তাঁতশিল্পের বিস্তার ঘটে?
(ক) শীতলক্ষ্যা
(খ) ধলেশ্বরী
(গ) বুড়িগঙ্গা
(ঘ) তুরাগ
উত্তরঃ (ক) শীতলক্ষ্যা
১৯। বৈজ্ঞানিক বিশ্লেষণে কোনটি জামদানি বোনার জন্য অপরিহার্য বস্তু বলা চলে?
(ক) কারিগরের দক্ষতা
(খ) শীতলক্ষ্যার পানির বাষ্প
(গ) বিশেষ ভুলা
(ঘ) মিহি সুতা
উত্তরঃ (খ) শীতলক্ষ্যার পানির বাষ্প
২০। কোন কোন অঞ্চলে খাদি কাপড় প্রস্তুত হয়?
(ক) ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ
(খ) ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট
(গ) কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম
(ঘ) সিলেট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ
উত্তরঃ (গ) কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম
২১। গ্রামীণ জীবন ছাড়াও শহরের আধুনিক সমাজেও কোনটির যথেষ্ট সমাদর রয়েছে?
(ক) মসলিনের
(খ) শীতলপাটির
(গ) জামদানির
(ঘ) খাদি কাপড়ের
উত্তরঃ (ঘ) খাদি কাপড়ের
২২। নিচের কোনটি খাদি কাপড়ের বিশেষত্ব?
(ক) জামদানির
(খ) খাদি কাপড়ের
(গ) সবটাই হাতে প্রস্তুত
(ঘ) মোটা সুতায় তৈরি
উত্তরঃ (গ) সবটাই হাতে প্রস্তুত
২৩। যারা খাদি কাপড় তৈরির জন্য সুতা কাটে তাদের কী বলে?
(ক) সুতার
(খ) খদ্দের
(গ) কাটুনি
(ঘ) সুতা কাটা
উত্তরঃ (গ) কাটুনি
২৪। চাকমা, কুকি ও মুরংরা কোন কোন অঞ্চলে বাস করে?
(ক) রাঙামাটি, বান্দরবান
(খ) নারায়ণগঞ্জ ও কুমিল্লা
(গ) রাঙামাটি, বান্দরবান, রামগড়
(ঘ) রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান
উত্তরঃ (গ) রাঙামাটি, বান্দরবান, রামগড়
২৫। সিলেটের মাছিমপুর অঞ্চলে কাদের বসবাস?
(ক) কুকিদের
(খ) মুরংদের
(গ) মণিপুরীদের
(ঘ) চাকমাদের
উত্তরঃ (গ) মণিপুরীদের
২৬। খাদি কাপড় সাধারণত কেমন হয়ে থাকে?
(ক) মোটা ও মিহি
(খ) পাতলা ও টেকসই
(গ) মোটা ও পাতলা
(ঘ) মোটা ও টেকসই
উত্তরঃ (ঘ) মোটা ও টেকসই
২৭। বাংলাদেশের গ্রামে গ্রামে এককালে কীসের প্রচলন ছিল?
(ক) জামদানির
(খ) কাঁসা ও পিতলের বাসনপত্রের
(গ) মাটির শৌখিন আসবাবপত্রের
(ঘ) কাঁথার
উত্তরঃ (খ) কাঁসা ও পিতলের বাসনপত্রের
২৮। গলিত কাঁসা প্রথমে কোথায় রাখা হয়?
(ক) উনুনে
(খ) হাঁড়িতে
(গ) ছাঁচে
(ঘ) বড় পাতিলে
উত্তরঃ (গ) ছাঁচে
২৯। গৃহস্থ বাড়ির কোন সামগ্রীতে কাঁসার মিশ্রণ রয়েছে?
(ক) মাটির
(খ) তামা-পিতলের জিনিসপত্র
(গ) সিরামিকের সামগ্রী
(ঘ) তামার সামগ্রী
উত্তরঃ (খ) তামা-পিতলের জিনিসপত্র
৩০। এ দেশের বহু যুগের ঐতিহ্য কোনটি?
(ক) কাঁসা-পিতলের জিনিসপত্র
(খ) কাচের জিনিসপত্র
(গ) পোড়ামাটির জিনিসপত্র
(ঘ) সিরামিকের সামগ্রী
উত্তরঃ (গ) পোড়ামাটির জিনিসপত্র
৩১। মাটির জিনিসপত্র তৈরিতে কারা সারাবছর ব্যস্ত থাকে?
(ক) পালরা ও কুমোররা
(খ) কুমোররা ও সুতাররা
(গ) কাঠের জিনিসপত্র
(ঘ) সাহারা ও পালরা
উত্তরঃ (ক) পালরা ও কুমোররা
৩২। আধুনিক রুচিবোধে ঘর সাজাতে কীসের তৈরি শৌখিন সামগ্রী ব্যবহার হচ্ছে?
(ক) কাঁসা ও পিতলের
(খ) তুলার
(গ) মাটির
(ঘ) কাঠের
উত্তরঃ (গ) মাটির
৩৩। নিচের কোনটি লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন?
(ক) পুরাকালের মসজিদ ও মন্দির
(খ) নানা ধরনের স্থাপত্য
(গ) বড় বড় ইমারত
(ঘ) বড় বড় পুকুর
উত্তরঃ (ক) পুরাকালের মসজিদ ও মন্দির
৩৪। কোন অঞ্চলের মাদুর বিখ্যাত?
(ক) নারায়ণগঞ্জের
(খ) খুলনার
(গ) সিলেটের
(ঘ) কুমিল্লার
উত্তরঃ (খ) খুলনার
৩৫। কোন অঞ্চলের শীতলপাটি সকলের কাছে পরিচিত?
(ক) সিলেটের
(খ) কুমিল্লার
(গ) নারায়ণগঞ্জের
(ঘ) খুলনার
উত্তরঃ (ক) সিলেটের
৩৬। অতীতে কোনটির দক্ষ কারিগর ছিল?
(ক) জামদানির
(খ) শোলাশিল্পের
(গ) শীতলপাটির
(ঘ) কাঁসার জিনিসপত্র তৈরির
উত্তরঃ (গ) শীতলপাটির
৩৭। ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের কী তৈরি করিয়েছিলেন?
(ক) তলোয়ার
(খ) শীতলপাটি
(গ) পুতিরমালা
(ঘ) গলার হার
উত্তরঃ (খ) শীতলপাটি
৩৮। হাতির দাঁতের শীতলপাটি কোন জাদুঘরে সংরক্ষিত আছে।
(ক) নারায়ণগঞ্জের
(খ) কুমিল্লার
(গ) ঢাকার
(ঘ) খুলনার
উত্তরঃ (গ) ঢাকার
৩৯। শিকা, হাতপাখা, ফুলদানি, পিঠা তৈরিতে গ্রামীণ মানুষের কীসের প্রকাশ ঘটে?
(ক) রুচিবোধের
(খ) সহনশীলতার
(গ) সৌন্দর্য প্রিয়তার
(ঘ) ধৈর্যশীলতার
উত্তরঃ (ক) রুচিবোধের
৪০। পুতুল, টোপর ইত্যাদির মাধ্যমে আমাদের কোন শিল্পের উৎকৃষ্ট সৃজনশীলতার নমুনা পাওয়া যায়?
(ক) পোড়ামাটির শিল্পে
(খ) শোলাশিল্পে
(গ) তামা-কাঁসার শিল্পে
(ঘ) খাদি কাপড়ের শিল্পে
উত্তরঃ (খ) শোলাশিল্পে
৪১। নিচের কোনটি আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ?
(ক) খাদি কাপড়
(খ) শোলাশিল্প
(গ) পোড়া মাটির শিল্প
(ঘ) কাপড়ের পুতুল তৈরি করা
উত্তরঃ (ঘ) কাপড়ের পুতুল তৈরি করা
৪২। কোনগুলো আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
(ক) পোড়া মাটির শিল্প
(খ) কাপড়ের পুতুল
(গ) ঢাকাই মসলিন
(ঘ) শোলাশিল্প
উত্তরঃ (খ) কাপড়ের পুতুল।
৪৩। কোন শিল্পের মাধ্যমে বিদেশ থেকে টাকা উপার্জিত হয়?
(ক) কাঁসা-পিতলের শিল্পে
(খ) পোড়ামাটির শিল্পে
(গ) শোলাশিল্পে
(ঘ) কাপড়ের পুতুল তৈরি শিল্পে
উত্তরঃ (ঘ) কাপড়ের পুতুল তৈরি শিল্পে
৪৪। অতীত কালের গৌরবের বস্তু বলতে নিচের কোনটিকে বোঝায়?
(ক) অমূল্য
(খ) ঐতিহ্য
(গ) লোকশিল্প
(ঘ) টেকসই
উত্তরঃ (খ) ঐতিহ্য
৪৫। নিচের কোনটি ‘ঘড়া’ প্রতিশব্দ।
(ক) কলসি
(খ) হাঁড়ি
(গ) পাতিল
(ঘ) সরা
উত্তরঃ (ক) কলসি
৪৬। ‘ঠিলা’ শব্দের অর্থ কী?
(ক) মাটির কলসি
(খ) মটকা
(গ) হাঁড়ি
(ঘ) সরা
উত্তরঃ (ক) মাটির কলসি
৪৭। ‘যা কোনো বিষয়কে ইঙ্গিত করে তাকে বলে-
(ক) বাস্তবধর্মী
(খ) টেকসই
(গ) প্রতীকধর্মী
(ঘ) ইঙ্গিতবাহী
উত্তরঃ (গ) প্রতীকধর্মী
৪৮। ‘টোপর’ শব্দের অর্থ কী?
(ক) টুপি
(খ) মাথার মুকুট
(গ) জামা
(ঘ) পাগড়ি
উত্তরঃ (খ) মাথার মুকুট
৪৯। নিচের কোনটি ‘সানকি’ শব্দের প্রতিশব্দ?
(ক) সরা
(খ) ঘড়া
(গ) মাটির থালা
(ঘ) মাটির হাঁড়ি
উত্তরঃ (গ) মাটির থালা
৫০। হাতে তৈরি শিল্প সামগ্রীকে কী বলে?
(ক) কুটিরশিল্প
(খ) লোকশিল্প
(গ) মাটির হাঁড়ি
(ঘ) শোলাশিল্প
উত্তরঃ (খ) লোকশিল্প
৫১। যিনি প্রবন্ধ লেখেন তাকে বলা হয়-
(ক) প্রবন্ধকার
(খ) গল্পকার
(গ) প্রবন্ধ
(ঘ) প্রাবন্ধিক
উত্তরঃ (ঘ) প্রাবন্ধিক
Related Posts
- ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ বা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবাকে পত্র বা চিঠি লেখার নিয়ম
- বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর