হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ একটি অনবদ্য রচনা যা বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আবেগময় ও সাহসী কাহিনি তুলে ধরে। এটি মূলত একটি উপন্যাস। এই পোস্টে আগুনের পরশমণি গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
আগুনের পরশমণি গল্পের মূলভাব
‘আগুনের পরশমণি’ রচনাটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে রচিত। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ের গেরিলা তৎপরতা এটির উপজীব্য। সেখানে দেখা যায়, বদিউল আলম নামের একটি ছেলে শহরে ঢুকেছে সাতজনের ছোটো একটি দল নিয়ে। শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার ওপর। সে মতিন সাহেবের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখানে তাকে এক সপ্তাহ থাকতে হবে। মতিন সাহেব অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে বদিউলের থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু বাদ সাধে তার স্ত্রী সুরমা। তিনি একটি অপরিচিত ছেলেকে নিজ বাড়িতে রাখতে রাজি নন। দুটি মেয়ে আছে তাদের। দেশের এই বিরূপ পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তার স্বার্থে তিনি ছেলেটিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু বদিউল স্পষ্টভাবে এক সপ্তাহের আগে বাড়ি ছাড়তে পারবে না বলে জানিয়ে দেয়। কেননা তার দলের বাকিরা এই ঠিকানা অনুযায়ীই যোগাযোগ করবে। এতক্ষণ যে ছেলেটিকে লাজুক ও বিনীত মনে হয়েছিল, তাকেই এই স্পষ্ট জবাবের কারণে দুর্বিনীত ও অভদ্র মনে হতে থাকে সুরমার। তবু কেন যেন ছেলেটির এই রূপটিই ভালো লাগে তার। দেশমাতৃকাকে রক্ষার ব্রত নিয়েছে এই ছেলেরা। তাই মুখোশ পরে ভালো মানুষ সাজার চেয়ে দেশের স্বার্থে দুর্বিনীত হওয়াটাই তাদের বেশি মানায়। তাদের হাত ধরেই দেশ স্বাধীন হবে। এই শহরের অন্ধকারও কেটে যাবে।
আগুনের পরশমণি গল্পের প্রশ্ন উত্তর
১। ‘আগুনের পরশমণি’ উপন্যাসের সুরমা কে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের সুরমা মতিন সাহেবের স্ত্রী।
২। ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলম কতজনকে সঙ্গে নিয়ে শহরে ঢুকছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলম সাতজনকে সঙ্গে নিয়ে শহরে ঢুকছে।
৩। ‘আগুনের পরশমণি’ উপন্যাসের মতিন সাহেবের দুই মেয়ের নাম কী?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের মতিন সাহেবের দুই মেয়ের নাম- রাত্রি আর অপালা।
৪। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে কয়টার সময় কার্ফু শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসে ছয়টায় কার্ফু শুরু হওয়ার কথা বলা হয়েছে।
৫। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে উল্লিখিত ‘অন্ধকার দেখে সবাই কী ভাবছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসে উল্লিখিত অন্ধকার দেখে সবাই ভাবছে কার্ফুর সময় হয়েছে।
৬। ‘আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঘের পেটের ভেতর আছি।’- কার উক্তি?
উত্তর: ‘আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঘের পেটের ভেতর আছি।’- মতিন সাহেবের উক্তি।
৭। ‘আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন?’- কে বলল?
উত্তর: ‘আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন?’ কথাটি বলল ইদ্রিস মিয়া।
৮। হুমায়ূন আহমেদের বিখ্যাত একটি উপন্যাসের নাম লেখ।
উত্তর: হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত উপন্যাসের নাম ‘নন্দিত নরকে’।
৯। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে কত সালের ঘটনা বর্ণিত হয়েছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণিত হয়েছে।
১০। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে বদিউল আলম কত দিন পর ঢাকা শহরে প্রথম ঢুকছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলম তিন মাস পর ঢাকা শহরে প্রথম ঢুকছে।
১১। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে মতিন সাহেবের বাড়ির গেটের কাছে কোন গাছের কথা বর্ণিত আছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসে মতিন সাহেবের বাড়ির গেটের কাছে ‘নাইরকল’ গাছের কথা বর্ণিত আছে।
১২। হুমায়ূন আহমেদের মৃত্যু কত সালে?
উত্তর: হুমায়ূন আহমেদের মৃত্যু ২০১২ সালে।
১৩। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’ কার রচিত গ্রন্থ?
উত্তর: ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’ হুমায়ূন আহমেদ-এর রচিত গ্রন্থ।
১৪। ‘আগুনের পরশমণি’ উপন্যাসের সুরমা কে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের সুরমা মতিন সাহেবের স্ত্রী।
১৫। গেরিলা অপারেশন কী?
উত্তর: গেরিলা অপারেশন হলো নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার যুদ্ধ।
১৬। স্বাধীন বাংলা বেতার কী?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় পরিচালিত বাংলাদেশের বেতারকেন্দ্র।
১৭। ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলমের বাবা-মা কোথায় থাকেন?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলমের বাবা-মা ঢাকা শহরে থাকেন।
১৮। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে কে মতিন সাহেবের বাড়ি খুঁজছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসে বদিউল আলম নামের একটি ছেলে মতিন সাহেবের বাড়ি খুঁজছে।
১৯। কার্ফু কী?
উত্তর: কার্ফু হলো বাড়ির বাইরে বের না হওয়ার সরকারি নির্দেশ।
২০। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে বদিউল আলম কতজনকে সঙ্গে নিয়ে শহরে ঢুকছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলম সাতজনকে সঙ্গে নিয়ে শহরে ঢুকছে।
২১। যোগাযোগের একটি বিশেষ সাহিত্যিক মাধ্যমের নাম লেখ।
উত্তর: যোগাযোগের একটি বিশেষ সাহিত্যিক মাধ্যম হলো ‘সাহিত্য’।
২২। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে কয়টার সময় কার্ফু শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসে ছয়টায় কার্ফু শুরু হওয়ার কথা বলা হয়েছে।
২৩। বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখকের নাম লেখ।
উত্তর: বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ।
২৪। ‘সুরমা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কী রকম উদ্ধত ভঙ্গিতে সে কথা বলছে।’ — কে?
উত্তর: ‘আগুনের পরশমণি’ উপন্যাসের বদিউল আলম।
২৫। ‘আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঘের পেটের ভেতর আছি।’- কার উক্তি?
উত্তর: ‘আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঘের পেটের ভেতর আছি।’- মতিন সাহেবের উক্তি।
আগুনের পরশমণি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১। ‘আগুনের পরশমণি’ গল্পে ঘড়িতে কয়টা বাজে?
ক) সাড়ে চারটা
খ) সাড়ে পাঁচটা
গ) সাড়ে ছয়টা
ঘ) সাড়ে আটটা
উত্তর: খ) সাড়ে পাঁচটা
২। ‘আগুনের পরশমণি’ গল্পে কার্য শুরু হতে এখনো কত সময় বাকি?
ক) আট ঘণ্টা
খ) আধ ঘণ্টা
গ) এক ঘণ্টা
ঘ) আড়াই ঘণ্টা
উত্তর: ঘ) আড়াই ঘণ্টা
৩। ইদ্রিস মিয়া লোকটি দেখতে কেমন?
ক) বৃদ্ধ
খ) ছোটোখাটো
গ) দাড়িওয়ালা
ঘ) দানবাকৃতির
উত্তর: খ) ছোটোখাটো
৪। ১৯৭১ সালের জুলাই মাসের ৬ তারিখ কী বার ছিল?
ক) শনিবার
খ) বুধবার
গ) সোমবার
ঘ) শুক্রবার
উত্তর: খ) বুধবার
৫। ‘আগুনের পরশমণি’ গল্পের মতিন সাহেবের কয়টি মেয়ে আছে?
ক) দুটি মেয়ে
খ) পাঁচটি মেয়ে
গ) একটি মেয়ে
ঘ) চারটি মেয়ে
উত্তর: ক) দুটি মেয়ে
৬। গল্পে কার স্বাধীন বাংলা বেতার শোনার কোনো আগ্রহ নেই?
ক) মতিন সাহেবের
খ) বদিউল আলমের
গ) ইদ্রিস মিয়ার
ঘ) সুরমার
উত্তর: খ) বদিউল আলমের
৭। নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার নাম কী?
ক) রাসায়নিক যুদ্ধ
খ) জৈবিক যুদ্ধ
গ) অসমমিতিক যুদ্ধ
ঘ) গেরিলা যুদ্ধ
উত্তর: ঘ) গেরিলা যুদ্ধ
৮। হুমায়ূন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৩ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯১২ সালে
উত্তর: খ) ১৯৪৮ সালে
৯। ‘আগুনের পরশমণি’ কী ধরনের গ্রন্থ?
ক) নাটক
খ) কাব্যনাট্য
গ) উপন্যাস
ঘ) ছোটোগল্প
উত্তর: গ) উপন্যাস
১০ হুমায়ূন আহমেদ রচিত ‘জোছনা ও জননীর গল্প’ কী জাতীয় গ্রন্থ?
ক) ছোটোগল্প
খ) কাব্যগ্রন্থ
গ) প্রবন্ধ
ঘ) উপন্যাস
উত্তর: ঘ) উপন্যাস
১১। ‘আগুনের পরশমণি’ গল্পে মতিন সাহেবের মেয়ে দুটি কোথায় ঘুরতে গিয়েছে?
ক) নানা বাড়ি
খ) খালা বাড়ি
গ) কাকা বাড়ি
ঘ) ফুফু বাড়ি
উত্তর: ঘ) ফুফু বাড়ি
১২। মতিন সাহেবের মেয়ে দুটির নাম কী?
ক) অপালা ও চপলা
খ) অপালা ও রাত্রি
গ) চপলা ও শিমলা
ঘ) আশা ও তিসা
উত্তর: খ) অপালা ও রাত্রি