প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ২০২৬-এর জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩২টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। নতুন শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হলেও, গণআন্দোলনের পর অন্তর্বর্তী সরকার সেটি আবার চালু করেছে। এই পোস্টে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস pdf দিয়ে দিলাম।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস pdf
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী, বিভিন্ন পরীক্ষার মান বণ্টনে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেসব পরীক্ষায় ব্যবহারিক নেই, সেখানে ৭০ নম্বর থাকবে রচনামূলক এবং ৩০ নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য।
অন্যদিকে, ব্যবহারিকসহ পরীক্ষাগুলোর মান বণ্টন হবে এভাবে: ২৫ নম্বর ব্যবহারিক, ৪০ নম্বর রচনামূলক বা লিখিত, এবং ২৫ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন। সিলেবাস এবং মান বণ্টনের এই তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হয়েছে। সিলেবাস প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে এটি দেখার ব্যাপারে আগ্রহ দেখা গেছে। আপনাদের জন্য সহজে সিলেবাস পাওয়ার সুযোগ আমরা নিশ্চিত করেছি। বিভিন্ন শিক্ষামূলক তথ্য নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন।
Ssc 2026 short syllabus List:
ক্রম | বিষয়সমূহ | ডাউনলোড |
১ | বাংলা ১ম পত্র | |
২ | বাংলা ২য় পত্র | |
৩ | ইংরেজি প্রথম পত্র | |
৪ | ইংরেজি দ্বিতীয় পত্র | |
৫ | গণিত | |
৬ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | |
৭ | রসায়ন | |
৮ | উচ্চতর গণিত | |
৯ | পদার্থবিজ্ঞান | |
১০ | জীববিজ্ঞান | |
১১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | |
১২ | বিজ্ঞান | |
১৩ | অর্থনীতি | |
১৪ | পৌরনীতি ও নাগরিকতা | |
১৫ | বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | |
১৬ | ভূগোল ও পরিবেশ | |
১৭ | হিসাববিজ্ঞান | |
১৮ | ব্যবসায় উদ্যোগ | |
১৯ | ফিন্যান্স ও ব্যাংকিং | |
২০ | কৃষি শিক্ষা | |
২১ | গার্হস্থ্য বিজ্ঞান | |
২২ | চারু ও কারুকলা | |
২৩ | ক্যারিয়ার শিক্ষা | |
২৪ | শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা | |
২৫ | ইসলাম শিক্ষা | |
২৬ | হিন্দু ধর্ম শিক্ষা | |
২৭ | বৌদ্ধধর্ম শিক্ষা | |
২৮ | খ্রিষ্ট ধর্ম শিক্ষা | |
২৯ | আরবি | |
৩০ | সংস্কৃত | |
৩১ | পালি | |
৩২ | সঙ্গীত |
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে
স্কুল সরকারিকরণ এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ফলে শিক্ষার হার বাড়ছে। অন্যান্য বছরের মতো ২০২৬ সালেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য সিলেবাস এবং মান বণ্টন ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে প্রতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকের ভিত্তিতে নেওয়া হয়। এই পরীক্ষায় প্রতিবছর ১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা বাড়ায় এই পরীক্ষার গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
গত শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস pdf প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাসে উল্লেখ করা হয়েছে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং কীভাবে মানবণ্টন নির্ধারণ করা হয়েছে।
Related Posts
- আর্থিক ভাবনা নবম শ্রেণি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনী (MCQ)
- মানুষ মুহাম্মদ সাঃ গল্পের মূলভাব – ৯ম-১০ম শ্রেণির বাংলা
- ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ PDF সহ
- কান্ডারী হুশিয়ার কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- আগুনের পরশমণি গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা