মানিক বন্দপ্যোপাধ্যায়ের ‘ম্যাজিক’ গল্পটি বেশ মজার এবং চমকপ্রদ! এটি আমাদের মনে করিয়ে দেয় যে অনেক সময় অস্থিরতার মধ্যে আমরা সহজ জিনিসগুলো খুঁজে পেতে দারুণ সমস্যায় পড়ে যাই। এই পোস্টে ম্যাজিক গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা করে দিলাম।
ম্যাজিক গল্পের মূলভাব
‘ম্যাজিক’ গল্পের টুটু পা পিছলে সোনার চুড়ি ভেঙে দু টুকরো করে ফেলে। । বাবাকে দেখিয়ে মা টুকরো দুটো বিছানার বালিশের তলার কোথাও গুঁজে রেখেছিলেন। সেখানেই গোল বাঁধে, যত্ন করে রাখতে গিয়ে মা বিছানা-বালিশের কোথাও আর খুঁজে পান না। ব্যাপারটায় সবাই তাজ্জব বনে যায়, তাহলে চুড়ির টুকরোগুলো হাওয়া হয়ে গেল নাকি? এই কিন্তু বাবার মনে হলো বালিশের তলায় রাখতে গিয়ে মা আসলে বালিশের ওয়াড়ের ভেতরেই রেখে দিয়েছেন। এই চিন্তা মাথার আসতেই বাবার হাসি পেল এবং মা কে চমক দিয়ে বললেন, ঘরে বসেই চুড়ি খুঁজে দিচ্ছি; বালিশের ওয়াড়ের ভেতরটা খুঁজে দেখ। অবশেষে সেখানেই সোনার চুড়ির টুকরো পাওয়া গেল। অর্থাৎ বালিশের তলা মনে করে টুটুর মা বালিশের ওয়াড়ের ভেতরে চুড়ির টুকরো দুটো চালান করে দিয়েছিলেন। অথচ সারাবেলা তন্নতন্ন করে খুঁজতে হলো সমস্ত ঘর এবং সন্দেহ করতে হলো কতো কিছুতে। তাড়াহুড়া কিংবা অসচেতনভাবে কোনো কাজ করতে গিয়ে আমরা অস্থানে অনেক কিছু রেখে দিই। পরে তা আমাদের খুঁজে পেতে বেগ হয়, অথচ ঠান্ডা মাথায় ভেবে নিলে তা সহজেই পাওয়া স। টুটুর বাবার সহজ ভাবনাটা এই পদ্মে ম্যাজিকের মতো কাজ করে চুড়িগুলো খুঁজে পেতে সাহায্য করেছে।
ম্যাজিক গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন
১। ওয়াড় অর্থ কী?
উত্তর: ওয়াড় অর্থ বালিশের ঢাকনা।
২। লেখক যখন বাড়ি ফিরলেন তখন ছেলেমেয়েরা কী খাচ্ছিল?
উত্তর: লেখক যখন বাড়ি ফিরলেন তখন ছেলেমেয়েরা চা জলখাবার খাচ্ছিল।
৩। হাত চালান করা মানে কী?
উত্তর: হাত চালান করা মানে হাত ঢুকিয়ে দেওয়া।
৪। কে সোনার চুড়িটা ভেঙে ফেলে?
উত্তর: টুটু সোনার চুড়িটা ভেঙে ফেলে।
৫। সোনার চুড়িটা ভেঙে সমান কয় টুকরা হয়?
উত্তর: সোনার চুড়িটা ভেঙে সমান দুই টুকরা হয়।
৬। লেখক কখন বেড়াতে গিয়েছিলেন?
উত্তর: লেখক ভোরে উঠে বেড়াতে গিয়েছিলেন।
৭। টুটুর মা আবার কোথায় সোনার টুকরা দুটো গুঁজে দিলেন?
উত্তর: টুটুর মা আবার সোনার টুকরা দুটো বালিশের তলায় গুঁজে দিলেন।
৮। টুটু প্রতিবাদ করে কী জানায়?
উত্তর: টুটু প্রতিবাদ করে জানায় সে ইচ্ছা করে চুড়িটা ভাঙেনি।
৯। প্যাসেজ কী?
উত্তর: প্যাসেজ হলো ফাঁকা জায়গা।
১০। চুড়ি কাকে পরতে দেওয়া হয়েছিল?
উত্তর: চুড়ি মেয়ে টুটুকে পরতে দেওয়া হয়েছিল।
ম্যাজিক গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১। ‘তামাশা’ অর্থ কী?
(ক) মজা
(খ) বেখেয়াল
(গ) খেয়াল
(ঘ) খোঁজা
উত্তরঃ (ক) মজা
২। ‘জাজ্জব ৰানিয়ে দেওয়া’ মানে কী?
(ক) হতাশ করে দেওয়া
(খ) বিলিয়ে দেওয়া
(গ) অবাক করে দেওয়া
(ঘ) জানিয়ে দেয়া
উত্তরঃ (গ) অবাক করে দেওয়া
৩। ‘পাখা গজানো’ অর্থ কী?
(ক) উড়ে যাওয়া
(খ) সাহস দেখানো
(গ) অবাক করে দেওয়া
(ঘ) জানিয়ে দেওয়া
উত্তরঃ (ক) উড়ে যাওয়া
৪। ‘রহস্য ভেদ হওয়া’ বলতে কী বোঝায়?
(ক) বিষয়টি জানিয়ে দেওয়া
(খ) অজানা বিষয় জানতে পারা
(গ) খোঁজাখুঁজি করা
(ঘ) গোপনীয়তা রক্ষা করা
উত্তরঃ (খ) অজানা বিষয় জানতে পারা
৫। ‘তন্ন তন্ন করে’ কী খোঁজা হয়?
(ক) রূপার টুকরা
(খ) টুটুকে
(গ) বালিশের ওয়ার
(ঘ) সোনার টুকরা
উত্তরঃ (ঘ) সোনার টুকরা
৬। সোনার চুড়ি খুঁজতে প্রথমে কী করা হয়?
(ক) বালিশের তলায় দেখা হয়
(খ) আলমিরায় খোঁজা হয়
(গ) উঠানে খোঁজা হয়
(ঘ) দরজার পাশে খোঁজা হয়
উত্তরঃ (ক) বালিশের তলায় দেখা হয়
৭। সমস্ত ঘর ঝাঁট দেওয়া হলো কেন?
(ক) মায়ের নির্দেশে
(খ) সোনার টুকরা পাওয়া যায় কি না
(গ) পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য
(ঘ) বাবার নির্দেশে
উত্তরঃ (খ) সোনার টুকরা পাওয়া যায় কি না
৮। জানালা দিয়ে কী ঢুকে সোনার টুকরা নিয়ে যেতে পারে?
(ক) পাখি
(খ) দারোয়ান
(গ) চোর
(ঘ) টুটু
উত্তরঃ (ক) পাখি
৯। বালিশের তলা থেকে কী হারালো?
(ক) রূপার চুড়ি
(খ) রূপার চেন
(গ) সোনার চুড়ি
(ঘ) সোনার চেন
উত্তরঃ (গ) সোনার চুড়ি
১০। ‘ওয়াড় দেওয়া’ কী?
(ক) বালিশ
(খ) কাপড়
(গ) সোফা
(ঘ) বিছানা
উত্তরঃ (ক) বালিশ
১১। মানুষের সব দিক, সব হওয়াতেই কী হয়েছে?
(ক) লজিক
(খ) দুর্ঘটনা
(গ) ম্যাজিক
(ঘ) াআতনঙ্ক
উত্তরঃ (খ) দুর্ঘটনা
১২। বালিশের ওয়াড়ের ভিতর কী পাওয়া গেল?
(ক) সোনার চেন
(খ) রুপোর চেন
(গ) সোনার চুড়ির টুকরো দুটো
(ঘ) রুপোর চুড়ির টুকরো দুটো
উত্তরঃ (গ) সোনার চুড়ির টুকরো দুটো
আরও পড়ুনঃ পুতুল গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা
আরও পড়ুনঃ আমাদের লোকশিল্প মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি