ইসমাইল হোসেন সিরাজীর ‘জন্মভূমি’ কবিতায় বলেন, যে ব্যক্তি যতই ধনী, প্রতিভাবান বা সম্মানিত হোক না কেন, যদি সে জন্মভূমির জন্য কোনো উপকারে আসে না, তবে তার মর্যাদা তুচ্ছ। এই পোস্টে জন্মভূমি কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
জন্মভূমি কবিতার মূলভাব
জন্মভূমি কবিতাটিতে কবি মানুষের বিভিন্ন গুণ, সম্পদ, ক্ষমতা ও প্রতিভার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন ব্যক্তি কতটুকু ধনী, প্রতিভাবান বা সম্মানিত, এগুলো সবই গুরুত্বপূর্ণ। তবে, এসবের সঙ্গে যদি জন্মভূমির প্রতি ভালোবাসা ও সেবা না থাকে, তাহলে সেই ব্যক্তির মর্যাদা তুচ্ছ। কবি স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি নিজের জন্মভূমির জন্য কিছুই করেনি, তার জীবন এবং অর্জন সবই অর্থহীন। তিনি এমন ব্যক্তিকে নরাধম ও বর্বর আখ্যা দেন, যারা নিজের স্বার্থে বেঁচে থাকেন, অথচ সমাজ বা জন্মভূমির কল্যাণের জন্য কিছুই করেন না। এই কবিতার মাধ্যমে কবি আমাদের মনে করিয়ে দেন যে, প্রকৃত মর্যাদা অর্জনের জন্য জন্মভূমির প্রতি দায়িত্বশীলতা ও ভালোবাসা অপরিহার্য। দেশপ্রেমের এই চেতনা আমাদেরকে আরো মানবিক, দায়িত্বশীল এবং আত্মত্যাগী হতে প্রেরণা দেয়। কবিতাটি দেশের প্রতি প্রেম ও কর্তব্যবোধের গুরুত্বকে জোরালোভাবে প্রতিষ্ঠিত করে।
জন্মভূমি কবিতার প্রশ্ন উত্তর
১। ইসমাইল হোসেন সিরাজী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৩১ সালে।
২। ইসমাইল হোসেন সিরাজীর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখ।
উত্তর: ‘অনল-প্রবাহ’।
৩। ‘রায়নন্দিনী’, ‘তারাবাঈ’, ‘স্ত্রীশিক্ষা’ গ্রন্থগুলো কে রচনা করেছেন?
উত্তর: ইসমাইল হোসেন সিরাজী।
৪। ‘জন্মভূমি’ কবিতার কবির মতে কোন ব্যক্তি ঘৃণিত?
উত্তর: যে জন্মভূমির কল্যাণ চায় না।
৫। ইসমাইল হোসেন সিরাজী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮০ সালে।
৬। ‘জন্মভূমি’ কবিতায় কাকে নরাধম বলে অভিহিত করা হয়েছে?
উত্তর: স্বজাতির সেবা যে করে না।
৭। কবির মতে কে জন্মভূমির কল্যাণ (হিত) চায় না?
উত্তর: পাষণ্ড বর্বর ব্যক্তি।
৮। ইসমাইল হোসেন সিরাজী কে?
উত্তর: কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
৯। যে ব্যক্তি রোস্তমের মতো বীর হয়েও জাতির সেবা করেনি সে আসলে কী?
উত্তর: ঘৃণিত ব্যক্তি।
১০। ‘জন্মভূমি’ কবিতার কবির মতে প্রতিভাশালী ব্যক্তি কখন ঘৃণিত হয়?
উত্তর: যখন জন্মভূমির কল্যাণ কামনা করে না, স্বজাতির সেবা করে না।
১১। ‘জন্মভূমি’ কবিতায় চিহ্নিত শব্দগুলোকে কী করতে বলা হয়েছে?
উত্তর: বিপরীত শব্দে রূপান্তরিত করতে বলা হয়েছে।
১২। ‘জন্মভূমি’ কবিতায় কে তুচ্ছ?
উত্তর: জ্ঞান, ধন ও ক্ষমতায় পূর্ণ ব্যক্তি, যারা নিজ জাতির সেবা করে না।
১৩। ‘জন্মভূমি’ কবিতায় ‘রোস্তমের মতো বীর’ হওয়ার পরেও সেবা না করার অর্থ কী?
উত্তর: জাতির সেবা না করায় সে আসলে ঘৃণিত ব্যক্তি।
১৪। ‘জন্মভূমি’ কবিতার কবি কে?
উত্তর: ইসমাইল হোসেন সিরাজী।
১৫। ইসমাইল হোসেন সিরাজীর প্রবন্ধগ্রন্থের নাম কী?
উত্তর: ‘স্ত্রীশিক্ষা’।
১৬। জন্মভূমি ও নিজ জাতির সেবা না করায় কবি কাদের তুচ্ছ বলেছেন?
উত্তর: জ্ঞান, ধন, ক্ষমতায় পূর্ণ ব্যক্তিদের।
১৭। ইসমাইল হোসেন সিরাজীর আরেকটি গ্রন্থের নাম কী?
উত্তর: ‘তারাবাঈ’।
১৮। ‘জন্মভূমি’ কবিতার কবির মতে, ঘৃণিত ব্যক্তির বৈশিষ্ট্য কী?
উত্তর: জন্মভূমি ও জাতির সেবা না করা।
১৯। ‘রায়নন্দিনী’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ইসমাইল হোসেন সিরাজী।
আরও পড়ুনঃ কান্ডারী হুশিয়ার কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর
Related Posts
- মানুষ মুহাম্মদ সাঃ গল্পের মূলভাব – ৯ম-১০ম শ্রেণির বাংলা
- ৯ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (বল, চাপ ও শক্তি)
- আর্থিক ভাবনা নবম শ্রেণি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনী (MCQ)
- জসীমউদ্দীনের কবর কবিতার প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- কবর কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- আবুল ফজলের সভ্যতার সংকট প্রবন্ধ প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- আমি কোনো আগন্তুক নই MCQ -৯ম-১০ম শ্রেণির বাংলা
- বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখ