নদীর স্বপ্ন কবিতার মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

বুদ্ধদেব বসুর ‌‘নদীর স্বপ্ন’। এই কবিতাটি শিশু-কবিতার ধাঁচে হলেও, তার ভিতরেই রয়েছে স্বপ্ন, কল্পনা, প্রেম, ভাই-বোনের টান, নদীভ্রমণের রোমাঞ্চ, ইলিশের স্বাদ, আর এক অদ্ভুত কোমলতা। এই পোস্টে ৮ম শ্রেণির নদীর স্বপ্ন কবিতার মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিলাম।

নদীর স্বপ্ন কবিতার মূলভাব

বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতায় একটি শিশুর কল্পনার জগৎ তুলে ধরা হয়েছে। কবিতার বর্ণনাকারী একটি ছেলে, নাম কানাই, সে তার ছোট বোন ছোকানুকে নিয়ে মাঝির নৌকায় করে নদীপথে ঘুরতে যেতে চায়। সে মাঝিকে ডেকে বলে, “এই নাও রুপোর সিকি আর দু’আনি, আমাদের তুলে নাও তোমার নৌকায়।” কানাই বলে, মা ঘুমিয়ে আছেন, দিদি ইস্কুলে গেছে, এই ফাঁকে তারা একটু নদীপথে ঘুরে আসতে চায়। সে পদ্মা, মেঘনা, শোণ—এই নদীগুলোর কথা বলে, যেন তারা রূপকথার কোনো জগতে পাড়ি দেবে। মাঝির জালের ইলিশ দেখে তাদের চোখ জ্বলজ্বল করে ওঠে। তারা ইলিশ কিনে রান্না করে খায়—ছোকানু রান্না করে আর কানাই রাজা হয়ে খায়। খাওয়া শেষে নৌকায় হালকা বাতাসে পাল তুলে আবার যাত্রা শুরু হয়। ছোকানু ঘুমিয়ে পড়ে, আর কানাই জেগে থেকে মাঝির কাছে গান ও গল্প শোনার ইচ্ছে প্রকাশ করে। সে মাঝিকে অনুরোধ করে, ঝড় এলে যেন তাকে ডাকে, তবে ছোকানু যাতে শান্তিতে ঘুমোতে পারে। ভাই হিসেবে ছোকানুর প্রতি তার গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ পায়।

নদীর স্বপ্ন কবিতার বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১। ‘নদীর স্বপ্ন’ কবিতার কবি কে?
ক) জীবনানন্দ দাশ
খ) সুকুমার রায়
গ) বুদ্ধদেব বসু
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: গ) বুদ্ধদেব বসু

২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় ছোকানু কে?
ক) দিদি
খ) ছোট ভাই
গ) কাজের মেয়ে
ঘ) কানাইয়ের ছোট বোন
উত্তর: ঘ) কানাইয়ের ছোট বোন

৩। কানাই মাঝিকে কী দিচ্ছে নৌকায় তুলে নিতে?
ক) এক টাকা
খ) এক সিকি ও দুই আনি
গ) চার আনি
ঘ) ছোকানুর খেলনা
উত্তর: খ) এক সিকি ও দুই আনি

৪। “আমি যে কানাই” – এ বাক্যে ব্যবহৃত ‘যে’ কী রকম পদ?
ক) বিশেষণ
খ) সর্বনাম
গ) অব্যয়
ঘ) সম্পর্কবাচক সর্বনাম
উত্তর: ঘ) সম্পর্কবাচক সর্বনাম

৫। ছোকানুর রান্নাকে কী বলা হয়েছে?
ক) ঝামেলা
খ) কৌশল
গ) কারসাজি
ঘ) খেলা
উত্তর: গ) কারসাজি

৬। কবিতায় ‘শোণ’ কী?
ক) ফুল
খ) নদী
গ) পাহাড়
ঘ) মাছ
উত্তর: খ) নদী

৭। “পায়ে পড়ি, মাঝি”— এখানে ‘পায়ে পড়ি’ কথাটি কোন ধরনের বাক্যাংশ?
ক) আদেশ
খ) অনুরোধ
গ) উপদেশ
ঘ) অভিযোগ
উত্তর: খ) অনুরোধ

৮। কবিতায় ছেলেটির নাম কী?
ক) বাদল
খ) কানাই
গ) রাজু
ঘ) ঝন্টু
উত্তর: খ) কানাই

৯। ছোকানু কাকে রান্না করে খাওয়ায়?
ক) দিদি
খ) মা
গ) কানাই
ঘ) মাঝি
উত্তর: গ) কানাই

১০। “ছোকানু রে, তুই আকাশের রানি”— কে বলেছে?
ক) মা
খ) দিদি
গ) কানাই
ঘ) মাঝি
উত্তর: গ) কানাই

১১। কবিতায় কোন মাছের কথা উল্লেখ আছে?
ক) রুই
খ) কাতলা
গ) ইলিশ
ঘ) মাগুর
উত্তর: গ) ইলিশ

১২। কবিতার কল্পনার নৌযাত্রা কোথা থেকে শুরু হয়?
ক) ছোকানুর বাড়ি থেকে
খ) নদীর ঘাট থেকে
গ) পদ্মা থেকে
ঘ) মাঠ থেকে
উত্তর: খ) নদীর ঘাট থেকে

১৩। কবিতায় ‘নতুন রুপোর সিকি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) পুরনো টাকা
খ) চকচকে নতুন মুদ্রা
গ) খেলনা
ঘ) রুপার গয়না
উত্তর: খ) চকচকে নতুন মুদ্রা

১৪। কবিতায় ছেলেটির দিদি কোথায় গেছে?
ক) নদীতে
খ) স্কুলে
গ) মেলায়
ঘ) রান্নাঘরে
উত্তর: খ) স্কুলে

১৫। মাঝির নৌকা কোথায় ছিল?
ক) নদীর মাঝে
খ) ঘাটে বাঁধা
গ) ডাঙায়
ঘ) খালে
উত্তর: খ) ঘাটে বাঁধা

১৬। কবিতায় “আমি পদ্মার রাজা” — কে বলেছে?
ক) মাঝি
খ) ছোকানু
গ) কানাই
ঘ) কবি
উত্তর: গ) কানাই

১৭। কবিতায় কে ঘুমিয়ে পড়ে?
ক) কানাই
খ) মাঝি
গ) ছোকানু
ঘ) দিদি
উত্তর: গ) ছোকানু

১৮। “লাল পাল তুলে দাও”— এখানে ‘পাল’ কী?
ক) ঘুড়ি
খ) বৈঠা
গ) নৌকার পর্দা
ঘ) হাওয়ার ঢেউ
উত্তর: গ) নৌকার পর্দা

১৯। ছোকানু কেমন স্বভাবের?
ক) রাগী
খ) ঘুমকাতুরে
গ) সাহসী
ঘ) লাজুক
উত্তর: খ) ঘুমকাতুরে

২০। “আমি তো বড়োই প্রায়”—এই লাইনটি কার আত্মবিশ্বাস প্রকাশ করে?
ক) দিদির
খ) কবির
গ) কানাইয়ের
ঘ) মাঝির
উত্তর: গ) কানাইয়ের

২১। কবিতায় মাঝি কী টানছিল?
ক) বৈঠা
খ) সিকি
গ) ইলিশ
ঘ) মাছ ধরার জাল
উত্তর: ঘ) মাছ ধরার জাল

আরও পড়ুনঃ রুপাই কবিতার মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

Related Posts

Leave a Comment