শামসুর রাহমানের “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতাটি ভাষা আন্দোলন ও স্বাধীনতার জন্য পূর্ববাংলার মানুষের সংগ্রামের এক অমূল্য দলিল। এটি শুধু একটি কবিতা নয়; এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। এই পোস্টে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ বা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার mcq
১। শামসুর রাহমানের মাতার নাম কী?
ক) আসমা খাতুন
খ) আমেনা খাতুন
গ) মোমেনা খাতুন
ঘ) আম্বিয়া বেগম
উত্তরঃ খ) আমেনা খাতুন
২। শামসুর রাহমানের জন্ম কত সালে?
ক) ১৯২৮
খ) ১৯২৯
গ) ১৯৩০
ঘ) ১৯৭২
উত্তরঃ খ) ১৯২৯
৩। শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
৪। শামসুর রাহমানের জন্ম কোন স্থানে?
ক) ঢাকা
খ) কাঁঠালপাড়া
গ) বালিয়াকান্দি
ঘ) সাগরদাড়ি
উত্তরঃ ক) ঢাকা
৫। শামসুর রাহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
ক) কবি নজরুল কলেজ
খ) ঢাকা কলেজ
গ) আইডিয়াল কলেজ
ঘ) জগন্নাথ কলেজ
উত্তরঃ খ) ঢাকা কলেজ
৬। শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
ক) নোয়াখালী
খ) নেত্রকোনা
গ) নরসিংদী
ঘ) কুমিল্লা
উত্তরঃ গ) নরসিংদী
৭। শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাস করেন?
ক) ১৯৪২ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪৩ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৪ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ঘ) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
৮। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন কোন ভাষাশহিদদের কথা বলা হয়েছে?
ক) সালাম, বরকত
খ) বরকত, শফিউর
গ) সালাম, জব্বার
ঘ) জব্বার, শফিউর
উত্তরঃ ক) সালাম, বরকত
৯। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবি কোন ফুলকে শহিদের রক্তের সাথে তুলনা করেছেন?
ক) গোলাপ
খ) পলাশ
গ) কৃষ্ণচূড়া
ঘ) শিমুল
উত্তরঃ গ) কৃষ্ণচূড়া
১০। শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ বলা হয়েছে কোন ফুলকে?
ক) রক্তজবা
খ) কৃষ্ণচূড়া
গ) পলাশ
ঘ) শিমুল
উত্তরঃ খ) কৃষ্ণচূড়া
১১। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন আন্দোলনকে প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছে?
ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
গ) তেভাগা আন্দোলন
ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
উত্তর: ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
১২। কোন রঙে পথঘাট সজ্জিত হয়েছে?
ক) একুশের কৃষ্ণচূড়ার রঙে
খ) পলাশ ফুলের রঙে
গ) শিমুল ফুলের রঙে
ঘ) কৃষ্ণচূড়ার বিপরীত রঙে
উত্তর: ঘ) কৃষ্ণচূড়ার বিপরীত রঙে
১৩। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি দেশপ্রেমের গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে কোন অনুভূতি বা ধারণাকে তুলে ধরেছেন?
ক) আত্মদানকে
খ) ঐক্যবদ্ধতাকে
গ) দেশপ্রেমকে
ঘ) শোষণ-নিপীড়নকে
উত্তর: খ) ঐক্যবদ্ধতাকে
১৪। কোন কবিকে তাঁর ব্যক্তিগত ইচ্ছায় মায়ের সমাধিতে সমাহিত করা হয়েছে?
ক) আবু জাফর আবদুল্লাহ
খ) শামসুর রাহমান
গ) আহসান হাবীব
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: খ) শামসুর রাহমান
১৫। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় “হৃদয়ের হরিৎ উপত্যকা” কীভাবে চিত্রিত হয়েছে?
ক) রাজপথ
খ) পূর্ব বাংলা
গ) বধ্যভূমি
ঘ) হৃদয়ের উপত্যকা
উত্তর: খ) পূর্ব বাংলা
১৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় “অবিনাশী বর্ণমালা” দ্বারা কোন বর্ণমালাকে বোঝানো হয়েছে?
ক) বাংলা বর্ণমালা
খ) প্রাচীন বর্ণমালা
গ) পৃথিবীর সকল বর্ণমালা
ঘ) উর্দু বর্ণমালা
উত্তর: ক) বাংলা বর্ণমালা
১৭। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ব্যবহৃত কোন ইংরেজি শব্দটি রয়েছে?
ক) ফুল
খ) রং
গ) ফ্ল্যাগ
ঘ) পথ
উত্তর: গ) ফ্ল্যাগ
১৮। ‘কমল’ শব্দের সঠিক অর্থ কী?
ক) গোলাপ
খ) কৃষ্ণচূড়া
গ) পদ্ম
ঘ) কলমিলতা
উত্তর: গ) পদ্ম
১৯। একুশের কৃষ্ণচূড়ার বিপরীত রঙ কখন আমাদের মনে সন্ত্রাসের অনুভূতি সৃষ্টি করে?
ক) বছরে বছরে
খ) দিনে রাতে
গ) সকাল সন্ধ্যায়
ঘ) দিনে দিনে
উত্তর: গ) সকাল সন্ধ্যায়
২০। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কাদের সংগ্রামী চেতনার শিল্পভাষ্য সৃষ্টি করেছেন?
ক) সাধারণ মানুষের
খ) উচ্চ শ্রেণির মানুষের
গ) নিম্ন শ্রেণির মানুষের
ঘ) বিচিত্র শ্রেণি-পেশার
উত্তর: ঘ) বিচিত্র শ্রেণি-পেশার
২১। একুশের কৃষ্ণচূড়া কী এর প্রতীক?
ক) আমাদের সংগ্রামের
খ) আমাদের চেতনার
গ) আমাদের আকান্তকার
ঘ) আমাদের বিজয়ের
উত্তর: খ) আমাদের চেতনার
২২। কোন রঙে পথঘাট সজ্জিত হয়েছে?
ক) একুশের কৃষ্ণচূড়ার রঙে
খ) পলাশ ফুলের রঙে
গ) শিমুল ফুলের রঙে
ঘ) কৃষ্ণচূড়ার বিপরীত রঙে
উত্তর: ঘ) কৃষ্ণচূড়ার বিপরীত রঙে
২৩। শামসুর রাহমানের প্রথম কবিতা কোন খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
ক) ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪২ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৪ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৯ খ্রিষ্টাব্দে
উত্তর: ঘ) ১৯৪৯ খ্রিষ্টাব্দে
২৪। শামসুর রাহমান ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায় কোন খ্রিষ্টাব্দে যোগ দেন?
ক) ১৯৬২ খ্রিষ্টাব্দে
খ) ১৯৬৪ খ্রিষ্টাব্দে
গ) ১৯৬৬ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৬৮ খ্রিষ্টাব্দে
উত্তর: খ) ১৯৬৪ খ্রিষ্টাব্দে
২৫। নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?
ক) রাত্রিশেষ
খ) লোক-লোকান্তর
গ) বন্দী শিবির থেকে
ঘ) নিজ বাসভূমে
উত্তর: ঘ) নিজ বাসভূমে
২৬। শামসুর রাহমান কবে প্রথম সাংবাদিকতার পেশায় প্রবেশ করেন?
ক) ১৯৫৫ খ্রিষ্টাব্দে
খ) ১৯৫৬ খ্রিষ্টাব্দে
গ) ১৯৫৭ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ১৯৫৭ খ্রিষ্টাব্দে
২৭। শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
ক) বাংলার বাণী
খ) দৈনিক সংবাদ
গ) দৈনিক ইত্তেফাক
ঘ) সাপ্তাহিক সোনার বাংলা
উত্তর: ঘ) সাপ্তাহিক সোনার বাংলা
২৮। নিম্নলিখিত কোন বইটি শামসুর রাহমানের লেখা নয়?
ক) রৌদ্র করোটিতে
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
গ) বন্দী শিবির থেকে
ঘ) নিজ বাসভূমি
উত্তর: গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
২৯। শামসুর রাহমান সাংবাদিকতার জীবনের শুরু কোথায় করেন?
ক) দৈনিক ইত্তেফাক
খ) দৈনিক বাংলা
গ) দৈনিক মর্নিং-নিউজ
ঘ) ডেইলি স্টার
উত্তর: গ) দৈনিক মর্নিং-নিউজ
৩০। ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকা পরবর্তীতে কোন নামে পরিচিত হয়?
ক) দৈনিক বাংলা
খ) দৈনিক ইত্তেফাক
গ) দৈনিক সংবাদ
ঘ) সাপ্তাহিক সোনার বাংলা
উত্তর: ক) দৈনিক বাংলা
৩১। শামসুর রাহমানের মৃত্যুর সঠিক বছর কী?
ক) ২০০৪ খ্রিষ্টাব্দে
খ) ২০০৫ খ্রিষ্টাব্দে
গ) ২০০৬ খ্রিষ্টাব্দে
ঘ) ২০০৭ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ২০০৬ খ্রিষ্টাব্দে
৩২। কোন বইটি শামসুর রাহমানের রচিত উপন্যাস নয়?
ক) অদ্ভুত আঁধার এক
খ) অক্টোপাস
গ) এলো সে অবেলায়
ঘ) বন্দী শিবির থেকে
উত্তর: ঘ) বন্দী শিবির থেকে
৩৩। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় প্রতিবাদের মূল শক্তি কোন শ্রেণি হিসেবে উঠে এসেছে?
ক) রাজনৈতিক নেতা
খ) আমজনতা
গ) পুলিশ বাহিনী
ঘ) কারখানার শ্রমিক
উত্তর: খ) আমজনতা
৩৪। কৃষ্ণচূড়া রঙটি কোন ঐতিহাসিক ঘটনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) একুশের চেতনা
খ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গ) স্বাধীনতার চেতনা
ঘ) ছেষট্টির ছয় দফার চেতনা
উত্তর: ক) একুশের চেতনা
৩৫। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় একুশের কৃষ্ণচূড়ার রংকে কী হিসেবে তুলে ধরা হয়েছে?
ক) বাঙালির প্রিয় রং
খ) বাঙালির ঐতিহ্যের রং
গ) বাঙালির চেতনার রং
ঘ) জাতীয় পতাকার রং
উত্তর: গ) বাঙালির চেতনার রং
৩৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সার্থকতা কেন?
ক) ভাষার জন্য
খ) বর্ণনার জন্য
গ) রসের জন্য
ঘ) চেতনার জন্য
উত্তর: ঘ) চেতনার জন্য
৩৭। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় যা মূলত ফুটে উঠেছে তা কী?
ক) সহিংস চেতনা
খ) সন্ত্রাসী মনোভাব
গ) দেশপ্রেমের চেতনা
ঘ) মানুষের প্রতি ভালোবাসা
উত্তর: গ) দেশপ্রেমের চেতনা
৩৮। কবি শামসুর রাহমান ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন?
ক) ভাষা আন্দোলনের প্রতি
খ) দেশপ্রেমের প্রতি
গ) দেশের প্রকৃতির প্রতি
ঘ) স্বাধীনতাকামী মানুষের চেতনাবোধে
উত্তর: ঘ) স্বাধীনতাকামী মানুষের চেতনাবোধে
৩৯। “এ রঙের বিপরীত আছে অন্য রং”—এখানে ‘অন্য রং’ দ্বারা কোন রংকে বোঝানো হয়েছে?
ক) লাল
খ) সাদা
গ) কালো
ঘ) হলুদ
উত্তর: গ) কালো
৪০। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কোন চেতনা উজ্জীবিত হয়েছিল?
ক) লাহোর প্রস্তাবের চেতনা
খ) স্বাধীনতার চেতনা
গ) একুশের চেতনা
ঘ) স্বৈরাচার বিরোধী চেতনা
উত্তর: গ) একুশের চেতনা
৪১। “সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা”—এখানে ‘ঘাতক’ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে?
ক) পাকিস্তানি শাসকগোষ্ঠীকে
খ) আন্দোলনকারী জনতাকে
গ) বাঙালি সন্ত্রাসীদের
ঘ) নর হত্যাকারী জল্লাদদের
উত্তর: ক) পাকিস্তানি শাসকগোষ্ঠীকে
৪২। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় প্রধানত কোন বিষয় ফুটে উঠেছে?
ক) বাঙালির ভ্রাতৃত্ববোধ
খ) বাঙালির স্বদেশপ্রেম
গ) সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন
ঘ) জীবনের তাৎপর্য
উত্তর: গ) সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন
৪৩। “বুঝি, তাই উনিশশো ঊনসত্তরেও সালাম নামে রাজপথে নামলে সে কী করবে?”
ক) স্লোগান দেবে
খ) শহিদ হবে
গ) পতাকা উত্তোলন করবে
ঘ) ভাষণ দেবে
উত্তর: গ) পতাকা উত্তোলন করবে
৪৪। “এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারাদেশ”— এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
ক) ভালোবাসার রং
খ) সন্ত্রাসের রং
গ) সবকিছুই
ঘ) কৃষ্ণচূড়ার রং
উত্তর: খ) সন্ত্রাসের রং
৪৫। ‘একুশের কৃষ্ণচূড়ার’ বিপরীত রং আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক) প্রত্যয়ের অনুভূতি
খ) পরাজয়ের ভাবনা
গ) সাহসের শক্তি
ঘ) সন্ত্রাসের আভাস
উত্তর: ঘ) সন্ত্রাসের আভাস
৪৬। সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা কিসের মতো ঝরে পড়ে?
ক) ঝরনার মতো
খ) নক্ষত্রের মতো
গ) নদীর মতো
ঘ) পাহাড়ের মতো
উত্তর: খ) নক্ষত্রের মতো
৪৭। ‘একুশের কৃষ্ণচূড়া’ শব্দটি কোন ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করায়?
ক) একুশে এপ্রিল
খ) একুশে ফেব্রুয়ারি
গ) একুশে আগস্ট
ঘ) একুশে জানুয়ারি
উত্তর: খ) একুশে ফেব্রুয়ারি
৪৮। একুশের কৃষ্ণচূড়া কি বিষয়ের প্রতীক?
ক) আমাদের সংগ্রামের
খ) আমাদের চেতনার
গ) আমাদের আকুলতার
ঘ) আমাদের বিজয়ের
উত্তর: খ) আমাদের চেতনার
৪৯। কোন রঙটি চোখে আনন্দকর মনে হয় না?
ক) যে রং পাকা নয়
খ) যে রং হালকা নয়
গ) যে রং গা dark ় নয়
ঘ) যে রং সন্ত্রাস সৃষ্টি করে
উত্তর: ঘ) যে রং সন্ত্রাস সৃষ্টি করে
৫০। শামসুর রাহমান পেশাগত জীবনে কী ছিলেন?
ক) শিক্ষক
খ) ব্যবসায়ী
গ) সাংবাদিক
ঘ) চাকরিজীবী
উত্তর: গ) সাংবাদিক
৫১। শামসুর রাহমান কবে ইন্টারমিডিয়েট পাস করেন?
ক) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
৫২। শামসুর রাহমানের পিতার নাম কী ছিল?
ক) আহমদ উল্লাহ
খ) মুখলেসুর রহমান চৌধুরী
গ) আলফাজ রাহমান
ঘ) আফসার আহমেদ চৌধুরী
উত্তর: খ) মুখলেসুর রহমান চৌধুরী
৫৩। কার চোখ আজ আলোচিত ঢাকা শহর?
ক) রফিকের
খ) সালামের
গ) বরকতের
ঘ) জব্বারের
উত্তর: খ) সালামের
৫৪। কিসে সর্বত্র তছনছ হচ্ছে?
ক) শালবন
খ) হরিমাঠ
গ) কমলবন
ঘ) মধুবন
উত্তর: গ) কমলবন
৫৫। সালাম আবার কখন ফিরে আসে?
ক) বায়ান্নতে
খ) ছেষট্টিতে
গ) ঊনসত্তরে
ঘ) একাত্তরে
উত্তর: গ) ঊনসত্তরে
৫৬। শূন্যে পতাকা তুলতে কে সাধ্যমতো চেষ্টায় লিপ্ত হয়?
ক) কামার
খ) কুমোর
গ) সালাম
ঘ) বরকত
উত্তর: গ) সালাম
৫৭। কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে?
ক) ঝুলন্ত গাছে নদীর ধারে
খ) গ্রামের বাঁকে
গ) শহরের পথে
ঘ) পাহাড়ের কোলে
উত্তর: গ) শহরের পথে
৫৮। সারাদেশ কোথায় অশুভ আস্তানা তৈরি করেছে?
ক) দালালের
খ) পুলিশের
গ) শোষকের
ঘ) ঘাতকদের
উত্তর: ঘ) ঘাতকদের
৫৯। ঘাতকের থাবার সামনে বুক পেতে কে দাঁড়ায়?
ক) তরুণ
খ) শিক্ষক
গ) নব্য লেখক
ঘ) বরকত
উত্তর: ঘ) বরকত
৬০। সালামের হাত থেকে কী ঝরে পড়ে?
ক) অবিমিশ্র রক্ত
খ) অবিনাশী বর্ণমালা
গ) ঝলকিত অত্র
ঘ) অজস্র ফুল
উত্তর: খ) অবিনাশী বর্ণমালা
৬১। শামসুর রাহমান একুশে পদক লাভ করেন কোন বছরে?
ক) ১৯৬৬ খ্রিষ্টাব্দে
খ) ১৯৭৭ খ্রিষ্টাব্দে
গ) ১৯৯১ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: খ) ১৯৭৭ খ্রিষ্টাব্দে
৬২। কার মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা?
ক) সালামের
খ) জব্বারের
গ) রফিকের
ঘ) বরকতের
উত্তর: ক) সালামের