বিভীষণের প্রতি মেঘনাদ MCQ প্রশ্ন উত্তর -একাদশ-দ্বাদশ শ্রেণি

মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” বাংলা সাহিত্যের এক অনন্য মহাকাব্য। ষষ্ঠ সর্গের এই অংশে মেঘনাদ ও বিভীষণের মধ্যকার দ্বন্দ্ব নাটকীয়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই পোস্টে বিভীষণের প্রতি মেঘনাদ MCQ প্রশ্ন উত্তর -একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

বিভীষণের প্রতি মেঘনাদ mcq

১। বিভীষণ রাজা বলতে কাকে বুঝিয়েছেন?
ক) নিজেকে
খ) রামকে
গ) কুম্ভকর্ণকে
ঘ) রাবণকে
উত্তর: ঘ) রাবণকে

২। লঙ্কার দুরবস্থার জন্য বিভীষণ কীকে দায়ী করেছেন?
ক) মেঘনাদের ইন্দ্রজয়কে
খ) রাবণের যুদ্ধনীতিকে
গ) লক্ষ্মণকে
ঘ) রাজার কর্মদোষকে
উত্তর: খ) রাবণের যুদ্ধনীতিকে

৩। বিভীষণ সঙ্গদোষকে কীভাবে দায়ী করেছেন?
ক) সঙ্গদোষ
খ) জ্ঞানের অভাব
গ) রামের অভিশাপকে
ঘ) মেঘনাদের আচরণের জন্য
উত্তর: ক) সঙ্গদোষ

৪। ‘বাসবত্রাস’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) মেঘনাদকে
খ) রামকে
গ) রাবণকে
ঘ) বাসবকে
উত্তর: ক) মেঘনাদকে

৫। মেঘনাদকে ‘বাসবত্রাস’ কেন বলা হয়েছে?
ক) বাসবের মতোই ভয়ঙ্কর হওয়ার কারণে
খ) বাসবকে বিতাড়িত করেছে বলে
গ) বাসবকে পরাজিত করেছে বলে
ঘ) বাসবের শঙ্কাহরণ করেছে বলে
উত্তর: গ) বাসবকে পরাজিত করেছে বলে

৬। রুষিলা ‘বাসবত্রাস’ কেন হয়েছে?
ক) রামের পক্ষাবলম্বনের ব্যাখ্যা শুনে
খ) মেঘনাদকে আঘাত করার ক্ষোভে
গ) মেঘনাদের পথরোধ করার কারণে
ঘ) লক্ষ্মণকে পথ দেখানোর কারণে
উত্তর: ক) রামের পক্ষাবলম্বনের ব্যাখ্যা শুনে

৭। ‘বীরেন্দ্র বলী’ কাকে বলা হয়েছে?
ক) রাবণকে
খ) রামকে
গ) লক্ষ্মণকে
ঘ) মেঘনাদকে
উত্তর: ঘ) মেঘনাদকে

৮। ‘রাক্ষসরাজানুজ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রাগকে
খ) বিভীষণকে
গ) মেঘনাদকে
ঘ) রাবণকে
উত্তর: খ) বিভীষণকে

৯। ‘গুণহীন স্বজন’ শ্রেয় কেন?
ক) গুণ মূল্যহীন হওয়ার কারণে
খ) প্রকৃত বান্ধব হওয়ার কারণে
গ) লক্ষ্মণকে
ঘ) মেঘনাদকে
উত্তর: খ) প্রকৃত বান্ধব হওয়ার কারণে

১০। বিভীষণ ও মেঘনাদের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?
ক) পিতা-পুত্র
খ) অগ্রজ-অনুজ
গ) কাকা-ভাইপো
ঘ) মামা-ভাগ্নে
উত্তর: গ) কাকা-ভাইপো

১১। লক্ষ্মণ যজ্ঞাগারে প্রবেশ করার সুযোগ কাদের সহায়তায় পেয়েছিলেন?
ক) বিভীষণ
খ) রাম
গ) রাবণ
ঘ) মেঘনাদ
উত্তর: ক) বিভীষণ

১২। “বিভীষণের প্রতি মেঘনাদ” কবিতায় ‘তাত’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রাবণ
খ) কুম্ভকর্ণ
গ) বাসব
ঘ) বিভীষণ
উত্তর: ঘ) বিভীষণ

১৩। স্থাণুর ললাটে বিধি কোন fate স্থাপন করেছেন?
ক) মৃত্যু
খ) বর্জন
গ) সাফল্য
ঘ) নদীর মুখ
উত্তর: ক) মৃত্যু

১৪। মৃগেলুকেশরী কাকে মিত্রভাবে সম্ভাষণ করেননি?
ক) বাঁচা
খ) মারার
গ) বিধির
ঘ) সিন্ধু
উত্তর: গ) বিধির

১৫। মেঘনাদ ‘বিজ্ঞতম’ বলে কাকে অভিহিত করেছেন?
ক) হরিণ
খ) শৃগাল
গ) রাম
ঘ) লক্ষ্মণ
উত্তর: খ) শৃগাল

১৬। মেঘনাদ ‘অজ্ঞ’ বলে কাকে অভিহিত করেছেন?
ক) বাঘ
খ) কুকুর
গ) রাবণ
ঘ) নিজেকে
উত্তর: ঘ) নিজেকে

১৭। মেঘনাদ মনে করেন, লক্ষ্মণের আচরণ দেখে লঙ্কার কাকে হাসাবে?
ক) দেব-দৈত্য-নর
খ) শিশু
গ) রাবণ
ঘ) কুম্ভকর্ণ
উত্তর: খ) শিশু

১৮। ‘ছাড়হ পথ’ কাকে বলা হয়েছে?
ক) রাম
খ) মেঘনাদ
গ) বিভীষণ
ঘ) রাবণ-অনুজ
উত্তর: গ) বিভীষণ

১৯। মেঘনাদ কার দৃষ্টিতে নন্দন-কাননে ভ্রমণ করেছে?
ক) দৈত্য
খ) রাবণ
গ) কুম্ভকর্ণ
ঘ) লক্ষ্মণ
উত্তর: ক) দৈত্য

২০। মেঘনাদের দৃষ্টিতে প্রফুর কমলে কী জীব বসবাস করেছে?
ক) কীট
খ) রাবণ-অনুজ
গ) মানব
ঘ) পশু
উত্তর: ক) কীট

২১। মেঘনাদের দৃষ্টিতে, রাবণ-অনুজ কে শ্রেয় মনে করা হয়েছে?
ক) বিভীষণ
খ) মেঘনাদ
গ) লক্ষ্মণ
ঘ) রাম
উত্তর: ক) বিভীষণ

২২। মলিনবদন লাজে কে উত্তর দিয়েছিলেন?
ক) রাবণ-অনুজ
খ) রাবণ
গ) মেঘনাদ
ঘ) লক্ষ্মণ
উত্তর: ক) রাবণ-অনুজ

২৩। মাইকেল মধুসূদন দত্ত কবে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
ক) ১৮২৪
খ) ১৮৩৩
গ) ১৮৩৪
ঘ) ১৮৪৩
উত্তর: ঘ) ১৮৪৩

২৪। মাইকেল মধুসূদন দত্তের নামের আগে ‘মাইকেল’ শব্দটি কখন যুক্ত হয়?
ক) ইংরেজি সাহিত্যচর্চার সময়
খ) অন্নপ্রাশন অনুষ্ঠানের সময়
গ) খ্রিষ্টধর্ম গ্রহণের সময়
ঘ) বিলেত যাত্রার সময়
উত্তর: গ) খ্রিষ্টধর্ম গ্রহণের সময়

২৫। মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন ভাষায় সাহিত্য রচনা শুরু করেছিলেন?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) সংস্কৃত
ঘ) ফারসি
উত্তর: খ) ইংরেজি

২৬। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যে কী দুটি ধারার অসাধারণ মিলন ঘটেছে?
ক) রোমান্টিক ও মরমী সাহিত্যের
খ) ধ্রুপদী ও উপযোগবাদী সাহিত্যের
গ) রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের
ঘ) ধ্রুপদী ও উত্তরাধুনিক সাহিত্যের
উত্তর: গ) রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের

২৭। মধুসূদন পূর্ববর্তী হাজার বছরের বাংলা কবিতা কোন ছন্দে রচিত হতো?
ক) মুক্তক
খ) স্বরবৃত্ত
গ) পয়ার
ঘ) অমিত্রাক্ষর
উত্তর: গ) পয়ার

২৮। মাইকেল মধুসূদন দত্ত কোন নতুন ছন্দের প্রবর্তক ছিলেন?
ক) গদ্যছন্দ
খ) অক্ষরবৃত্ত
গ) মাত্রাবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর
উত্তর: ঘ) অমিত্রাক্ষর

২৯। অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের আধুনিক সংস্করণ?
ক) মন্দাক্রান্তা
খ) অক্ষরবৃত্ত
গ) মাত্রাবৃত্ত
ঘ) স্বরবৃত্ত
উত্তর: খ) অক্ষরবৃত্ত

৩০। মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি কোনটি?
ক) চতুর্দ্দশপদী কবিতাবলি
খ) মেঘনাদবধ কাব্য
গ) বীরাঙ্গনা কাব্য
ঘ) ব্রজাঙ্গনা কাব্য
উত্তর: খ) মেঘনাদবধ কাব্য

৩১। ‘একেই কি বলে সভ্যতা?’ কোন ধরনের রচনা?
ক) কাব্য
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রহসন
উত্তর: ঘ) প্রহসন

৩২। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মারা যান?
ক) ফ্রান্সে
খ) যশোরে
গ) দিল্লিতে
ঘ) কলকাতায়
উত্তর: ঘ) কলকাতায়

৩৩। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক?
ক) শর্মিষ্ঠা
খ) তিলোত্তমাসম্ভব
গ) মেঘনাদবধ কাব্য
ঘ) ব্রজাঙ্গনা কাব্য
উত্তর: ক) শর্মিষ্ঠা

৩৪। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
ক) ফরিদপুর
খ) যশোর
গ) কুষ্টিয়া
ঘ) মাগুরা
উত্তর: খ) যশোর

৩৫। মধুসূদনের জন্মগ্রাম কী?
ক) কাঁঠালপাড়া
খ) বীরসিংহ
গ) কাঁচড়াপাড়া
ঘ) সাগরদাঁড়ি
উত্তর: ঘ) সাগরদাঁড়ি

৩৬। মাইকেল মধুসূদন দত্ত কত সালে মারা যান?
ক) ১৮৭৬
খ) ১৮৭৫
গ) ১৮৭৪
ঘ) ১৮৭৩
উত্তর: ঘ) ১৮৭৩

৩৭। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু দিবস কোনটি?
ক) ২৬ জুন
খ) ২৮ জুন
গ) ২৭ জুন
ঘ) ২৯ জুন
উত্তর: ঘ) ২৯ জুন

৩৮। লক্ষ্মণ কোথায় প্রবেশ করেন?
ক) স্বপ্নপুরে
খ) রক্ষঃপুরে
গ) যমপুরে
ঘ) অন্তঃপুরে
উত্তর: খ) রক্ষঃপুরে

৩৯। মাইকেল মধুসূদন দত্ত কোন সাল থেকে হিন্দু কলেজে ভর্তি হন?
ক) ১৮৩২
খ) ১৮৩৩
গ) ১৮৩৪
ঘ) ১৮৩৬
উত্তর: খ) ১৮৩৩

৪০। নিকুম্ভিলা যজ্ঞাগারে পশিল কে?
ক) মেঘনাদ
খ) লক্ষ্মণ
গ) রাম
ঘ) রাবণ
উত্তর: খ) লক্ষ্মণ

৪১। নিকষা সতী কার জননী?
ক) রামের
খ) বিভীষণের
গ) রাবণের
ঘ) লক্ষ্মণের
উত্তর: খ) বিভীষণের

৪২। আধুনিক বাংলা কবিতার প্রথম পথিকৃৎ হিসেবে কার নাম উঠে আসে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত

৪৩। মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কী?
ক) ১৮২৪ খ্রিষ্টাব্দে
খ) ১৮২৫ খ্রিষ্টাব্দে
গ) ১৮২৭ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮২৮ খ্রিষ্টাব্দে
উত্তর: ক) ১৮২৪ খ্রিষ্টাব্দে

৪৪। মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন কোন তারিখে?
ক) ২৩ জানুয়ারি
খ) ২৪ জানুয়ারি
গ) ২৬ জানুয়ারি
ঘ) ৩০ জানুয়ারি
উত্তর: খ) ২৪ জানুয়ারি

৪৫। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী ছিল?
ক) রাজশেখর দত্ত
খ) রামশেখর দত্ত
গ) রাজনারায়ণ দত্ত
ঘ) রামনারায়ণ দত্ত
উত্তর: গ) রাজনারায়ণ দত্ত

৪৬। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী ছিল?
ক) জাহ্নবী দত্ত
খ) অর্পণা দত্ত
গ) জাহ্নবী দেবী
ঘ) অর্পণা দেবী
উত্তর: ক) জাহ্নবী দেবী

৪৭। গ্রিক, লাতিন, হিব্রু, ফরাসি ভাষায় দক্ষতা ছিল কোন কবির?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত

৪৮। মাইকেল মধুসূদন দত্ত কোথায় পড়াশোনা করেছিলেন?
ক) হিন্দু কলেজ
খ) বেথুন কলেজ
গ) সাগরদাঁড়ি কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ
উত্তর: ঘ) প্রেসিডেন্সি কলেজ

৪৯। বিভীষণের সহোদর কে?
ক) রাম
খ) রাবণ
গ) মেঘনাদ
ঘ) লক্ষ্মণ
উত্তর: খ) রাবণ

৫০। বিভীষণ মেঘনাদের কী হন?
ক) বাবা
খ) ভাই
গ) মামা
ঘ) কাকা
উত্তর: ঘ) কাকা

৫১। মেঘনাদ কোথায় যেতে চেয়েছিলেন?
ক) যজ্ঞাগারে
খ) অস্ত্রাগারে
গ) যমপুরে
ঘ) মন্দিরে
উত্তর: খ) অস্ত্রাগারে

৫২। মেঘনাদ রামানুজকে কোথায় পাঠাতে চেয়েছিলেন?
ক) স্বর্গলোকে
খ) রক্ষঃপুরে
গ) শমন-ভবনে
ঘ) শমিতরী
উত্তর: গ) শমন-ভবনে

৫৩। বিভীষণ নিজেকে কীভাবে উল্লেখ করেছেন?
ক) ঈশ্বরদাস
খ) রক্ষঃদাস
গ) নিকুম্ভিলায়
ঘ) রাঘবদাস
উত্তর: ঘ) রাঘবদাস

৫৪। বিভীষণের কথা শুনে মেঘনাদের কী প্রতিক্রিয়া হয়েছে?
ক) শত্রুদের জয় নিশ্চিত জেনে
খ) আত্মীয়ের বিশ্বাসঘাতকতা দেখে
গ) লক্ষ্মণের মৃত্যুর আশঙ্কা দেখে
ঘ) পিতার মুখে রামের নাম শুনে
উত্তর: খ) আত্মীয়ের বিশ্বাসঘাতকতা দেখে

৫৫। ‘নহি দোষী আমি’ – কে বলেছেন?
ক) রাবণ
খ) লক্ষ্মণ
গ) মেঘনাদ
ঘ) বিভীষণ
উত্তর: ঘ) বিভীষণ

৫৬। পাপপূর্ণ বলা হয়েছে কোনটি?
ক) লঙ্কাপুরী
খ) স্বর্গরাজ্য
গ) মেঘনাদ
ঘ) বিভীষণ
উত্তর: ক) লঙ্কাপুরী

৫৭। কাল সলিলে ডুবেছে কোনটি?
ক) লঙ্কা
খ) জীমূত
গ) সৌদামিনী
ঘ) বিধু
উত্তর: ক) লঙ্কা

৫৮। নিশীথে অম্বরে মন্ত্রে কোনটি?
ক) রথী
খ) জীমূতেন্দ্র
গ) সৌদামিনী
ঘ) বিধু
উত্তর: খ) জীমূতেন্দ্র

৫৯। নির্গুণ হলেও কে শ্রেয়?
ক) পরজন
খ) নিধন
গ) রাবণ-পুত্র
ঘ) স্বজন
উত্তর: ঘ) স্বজন

৬০। ‘বাসববিজয়ী’ বলা হয়েছে কাকে?
ক) মেঘনাদ
খ) লক্ষ্মণ
গ) রাবণ
ঘ) রাম
উত্তর: ক) মেঘনাদ

৬১। মেঘনাদের মতে, বিভীষণের কথা শুনে কেন তিনি মরতে চেয়েছিলেন?
ক) শত্রুদের বিজয় নিশ্চিত দেখে
খ) নিজ পরিবার থেকে বিশ্বাসঘাতকতা দেখার পর
গ) লক্ষ্মণের হাতে তার মৃত্যু আসন্ন বুঝে
ঘ) পিতার মুখে রামের নাম শোনার পর
উত্তর: খ) নিজ পরিবার থেকে বিশ্বাসঘাতকতা দেখার পর

৬২। ‘হে বীরকেশরী’ এই কথাটি কাকে বলা হয়েছে?
ক) লক্ষ্মণকে
খ) বিভীষণকে
গ) রামকে
ঘ) রাবণকে
উত্তর: খ) বিভীষণকে

৬৩। লক্ষ্মণকে ‘ক্ষুদ্রমতি নর’ বলে উল্লেখ করা হয়েছে কেন?
ক) তুচ্ছ মানব বংশের হওয়ার জন্য
খ) শারীরিকভাবে খর্বকায় হওয়ার কারণে
গ) শত্রুর সঙ্গে নীচ আঁতাত করায়
ঘ) অস্ত্রহীন অবস্থায় যুদ্ধের আহ্বান জানানোয়
উত্তর: ঘ) অস্ত্রহীন অবস্থায় যুদ্ধের আহ্বান জানানোয়

৬৪। মেঘনাদ কেন লক্ষ্মণকে ‘দুর্বল মানব’ বলেছেন?
ক) তার শারীরিক গঠন বীরদের মতো নয়
খ) তার মানবিক দুর্বলতা থাকার কারণে
গ) অস্ত্রহীন অবস্থায় তাকে আক্রমণ করার জন্য
ঘ) শারীরিকভাবে খর্বকায় হওয়ার কারণে
উত্তর: গ) অস্ত্রহীন অবস্থায় তাকে আক্রমণ করার জন্য

৬৫। ‘মহারথি প্রথা’ এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
ক) সশস্ত্র যুদ্ধের মহড়া
খ) যুদ্ধের পোশাক পরা
গ) অস্ত্রহীনকে যুদ্ধের আহ্বান
ঘ) যুদ্ধক্ষেত্রে অহংকার প্রকাশ
উত্তর: গ) অস্ত্রহীনকে যুদ্ধের আহ্বান

৬৫। “ডরিবে এ দাস হেন দুর্বল মানবে?” – এখানে ‘দুর্বল মানব’ কে?
ক) লক্ষ্মণ
খ) অরিন্দম
গ) বাসব
ঘ) মেঘনাদ
উত্তর: ক) লক্ষ্মণ

৬৬। ‘নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলুতে পশিল দম্ভী’ – এখানে ‘দম্ভী’ কাকে বলা হয়েছে?
ক) ইন্দ্রজিৎকে
খ) রাবণকে
গ) রাক্ষসকে
ঘ) মেঘনাদকে
উত্তর: ঘ) মেঘনাদকে

৬৭। ‘দুরাচার দৈত্য’ দ্বারা কাকে বোঝানো হয়েছে?
ক) ময়দানবকে
খ) বিভীষণকে
গ) লক্ষ্মণকে
ঘ) রাবণকে
উত্তর: গ) লক্ষ্মণকে

৬৮। ‘রাবণ-অনুজ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রামকে
খ) লক্ষ্মণকে
গ) বিভীষণকে
ঘ) রাবণকে
উত্তর: গ) বিভীষণকে

৬৯। ‘রাবণ-আত্মজ’ শব্দটি কার জন্য ব্যবহৃত হয়েছে?
ক) মেঘনাদ
খ) লক্ষ্মণ
গ) বিভীষণ
ঘ) রাবণ
উত্তর: ক) মেঘনাদ

৭০। শিক্ষক যখন ছাত্রকে মেঘনাদের পিতার নাম জিজ্ঞেস করলেন, তখন ছাত্র কী নাম বলবে?
ক) রাবণ
খ) রাঘব
গ) বিভীষণ
ঘ) অরিন্দম
উত্তর: গ) বিভীষণ

৭১। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রের কাছে তুলনামূলকভাবে দুর্বল ছাত্র মেঘনাদের পিতার নাম জানতে চাইল, মেধাবী ছাত্র কী নাম বলবে?
ক) বিভীষণ
খ) রাবণ
গ) রাঘব
ঘ) লক্ষ্মণ
উত্তর: খ) রাবণ

৭২। ক্লাসের এক ছাত্র বাংলার শিক্ষকের কাছে জানতে চাইল, ‘অরিন্দম’ বলা হয় কাকে? শিক্ষক কী নামটি বলবেন?
ক) রাবণ
খ) বিভীষণ
গ) লক্ষ্মণ
ঘ) মেঘনাদ
উত্তর: ঘ) মেঘনাদ

৭৩। ‘ঘরের শত্রু বিভীষণ’ – এই প্রবাদবাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?
ক) স্বজনের প্রতি উদাসীনতা
খ) শত্রুপক্ষের সঙ্গে আঁতাত
গ) কুলমর্যাদা ও অহংকার
ঘ) ধৈর্যহীনতা
উত্তর: খ) শত্রুপক্ষের সঙ্গে আঁতাত

৭৪। ‘রাঘব দাস আমি’ – এই উক্তিটির সময় বিশেষ ভূমিকায় অবতীর্ণ কাদের সঙ্গে মিল রয়েছে?
ক) হানাদারদের
খ) মুক্তিযোদ্ধাদের
গ) পরধর্মের অনুসরণকারীদের
ঘ) রাজাকারদের
উত্তর: ঘ) রাজাকারদের

৭৫। ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’ – পঙ্ক্তিটির মাধ্যমে কী ভাব সর্বাধিক জোরালো হয়েছে?
ক) তিরস্কার
খ) স্বার্থচিন্তা
গ) নৈতিকতা ও বীরত্ব
ঘ) ধর্মনিরপেক্ষতা
উত্তর: ক) তিরস্কার

৭৬। বিভীষণের প্রতি মেঘনাদের মন্তব্যের পেছনে কী বিষয়টি ক্রিয়াশীল ছিল?
ক) স্বার্থচিন্তা
খ) অন্নচিন্তা
গ) কুলমর্যাদা
ঘ) ক্রোধ
উত্তর: গ) কুলমর্যাদা

৭৭। ‘সহিছ’ শব্দটি কী বোঝায়?
ক) সহিত
খ) সহ্য করা
গ) সম্মান করা
ঘ) সতর্ক করা
উত্তর: খ) সহ্য করা

৭৮। ‘ভৎস’ শব্দের সঠিক অর্থ কী?
ক) ভর্ৎসনা বা তিরস্কার
খ) ভূজঙ্গ
গ) সহ্য করছ
ঘ) সুজনতা
উত্তর: ক) ভর্ৎসনা বা তিরস্কার

৭৯। ‘মজাইলা’ শব্দের অর্থ কী?
ক) মজে যাওয়া ও নষ্ট করা
খ) বিপদগ্রস্ত করা
গ) সুখী করা
ঘ) উল্লাসিত করা
উত্তর: খ) বিপদগ্রস্ত করা

৮০। ‘এবে’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) এবং
খ) এখন
গ) এবারে
ঘ) শীঘ্রই
উত্তর: খ) এখন

৮১। ‘এবে পাপপূর্ণ—’ শূন্যস্থানে উপযুক্ত শব্দ কোনটি?
ক) দেববুল ও মানবকূল
খ) লঙ্কাপুরী
গ) কৌশল ও সমর
ঘ) রাবণ ও মেঘনাদ
উত্তর: খ) লঙ্কাপুরী

৮২। মেঘনাদকে ‘রাবণি’ সম্বোধন কাকে ঘৃণা করে বলা হয়েছে?
ক) রাঘবকে
খ) রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে
গ) রাবণি তার ডাক নাম
ঘ) মেঘনাদকে
উত্তর: খ) রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে

৮৩। বিভীষণের স্বজনের প্রতি আচরণটি কোন দিক থেকে প্রাধান্য পেয়েছে?
ক) স্বার্থচিন্তা
খ) অন্নচিন্তা
গ) ধর্মবোধ
ঘ) নৈতিকতা ও বীরত্ব
উত্তর: গ) ধর্মবোধ

৮৪। আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কীকে সামনে এনেছেন?
ক) ইতিহাস চেতনা
খ) প্রতিবাদী চেতনা
গ) কুলগৌরব ও বিনয়
ঘ) নৈতিকতা
উত্তর: ঘ) নৈতিকতা

৮৫। ‘স্বচক্ষে দেখেছ, রক্ষঃশ্রেষ্ঠ, নিজেকে ‘দাস’ বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল?
ক) বিনয়
খ) সংকোচ
গ) ঘৃণা
ঘ) ক্রোধ
উত্তর: ক) বিনয়

৮৬। রাবণের মধ্যম সহোদর কে?
ক) অরিন্দম
খ) কুম্ভকর্ণ
গ) বিভীষণ
ঘ) রাবণি
উত্তর: খ) কুম্ভকর্ণ

৮৭। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় অরিন্দম কে?
ক) মেঘনাদ
খ) কুম্ভকর্ণ
গ) বিভীষণ
ঘ) রাবণি
উত্তর: ক) মেঘনাদ

৮৮। রাবণের মাকে কী নামে অভিহিত করা হয়?
ক) কুম্ভকর্ণী
খ) জনকী
গ) নিকষা
ঘ) শিবলী
উত্তর: গ) নিকষা

৮৯। মেঘের ডাক বা আওয়াজকে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় কী বলা হয়েছে?
ক) জীমুতেন্দ্র
খ) বর্ষণ
গ) ঝড়
ঘ) বৃষ্টি
উত্তর: ক) জীমুতেন্দ্র

৯০। কাকে ‘রথী’ বলা হয়?
ক) চোর
খ) রথচালক
গ) রক্ষোরথী
ঘ) বীর
উত্তর: খ) রথচালক

৯১। কর্মদোষে কনক-লঙ্কাকে বিপদগ্রস্ত করেছেন কে?
ক) লঙ্কার রাজা
খ) রক্ষোরথী
গ) রাবণ
ঘ) কুম্ভকর্ণ
উত্তর: ক) লঙ্কার রাজা

৯২। “তাত’ শব্দটির অর্থ কী?
ক) মাতা
খ) ভাই
গ) পিতা
ঘ) স্ত্রী
উত্তর: গ) পিতা

৯৩। ‘নন্দন-কানন’ বলতে কোন স্থান নির্দেশ করা হয়?
ক) পুত্রের বাগান
খ) স্বর্গের উদ্যান
গ) লঙ্কার উদ্যান
ঘ) রাজ প্রাসাদ
উত্তর: খ) স্বর্গের উদ্যান

৯৪। ‘বিধু’ শব্দের অর্থ কী?
ক) সূর্য
খ) চাঁদ
গ) পবন
ঘ) আকাশ
উত্তর: খ) চাঁদ

৯৫। ‘আহবে’ শব্দের অর্থ কি?
ক) যুদ্ধে
খ) চুপ করে
গ) আবেগে
ঘ) শোক
উত্তর: ক) যুদ্ধে

৯৬। ‘দুর্মতি’ শব্দটির মানে কী?
ক) অসৎ বুদ্ধি
খ) সৎ বুদ্ধি
গ) মতিভ্রম
ঘ) পবিত্রতা
উত্তর: ক) অসৎ বুদ্ধি

৯৭। ‘তস্কর’ শব্দের সঠিক অর্থ কী?
ক) অসৎ বুদ্ধি ও জ্ঞানী
খ) সাধু
গ) চোর
ঘ) বীর
উত্তর: গ) চোর

৯৮। ‘সৌমিত্র’ শব্দটি কাকে বোঝায়?
ক) লক্ষ্মণকে
খ) বিভীষণকে
গ) রামকে
ঘ) রাবণকে
উত্তর: ক) লক্ষ্মণকে

৯৯। “এতক্ষণে—অরিন্দম কহিলা বিষাদে” বাক্যটি কোন সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে?
ক) এতক্ষণ পরে মেঘনাদ কথা বলল
খ) বিস্মিত ও বিপন্ন মেঘনাদ বলল
গ) এতক্ষণে মেঘনাদ শত্রুকে দেখল
ঘ) এতক্ষণে মেঘনাদ গৌরবের কথা বলল
উত্তর: খ) বিস্মিত ও বিপন্ন মেঘনাদ বলল

১০০। ‘রামানু’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
ক) রাম+আনুজ
খ) রাম+অনুজ্য
গ) রাম+আনুজ্য
ঘ) রাম+অনুজ
উত্তর: ঘ) রাম+অনুজ

১০১। ‘যুদ্ধ’ শব্দের যে প্রতিশব্দটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ব্যবহার করা হয়েছে তা কি?
ক) লড়াই
খ) আহব
গ) রণ
ঘ) সংগ্রাম
উত্তর: খ) আহব

১০২। “স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে”- চরণে ‘স্থাণু’ শব্দটি কি বোঝায়?
ক) নিশ্চল
খ) আকাশ
গ) ভূমি
ঘ) নদী
উত্তর: ক) নিশ্চল

১০৩। ‘মৃগেন্দ্র’ শব্দের সঠিক অর্থ কী?
ক) পশুরাজ সিংহ
খ) শিয়াল
গ) পণ্ডিত
ঘ) হরিণ
উত্তর: ক) পশুরাজ সিংহ

১০৪। ‘প্রগভে’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) প্রলোভন দেখিয়ে
খ) নির্ভীক চিত্তে
গ) নিশ্চল
ঘ) প্রাগ্রসর হয়ে
উত্তর: খ) নির্ভীক চিত্তে

১০৫। ‘ধীমান’ শব্দটির অর্থ কী?
ক) ব্যস্ত
খ) জ্ঞানী
গ) পরিশ্রমী
ঘ) অভিমানী
উত্তর: খ) জ্ঞানী

১০৬। কোন দেবতার পূজারত অবস্থায় মেঘনাদ লক্ষ্মণের হাতে নিহত হন?
ক) সূর্যদেবের
খ) অগ্নিদেবের
গ) শিবদেবের
ঘ) ব্রহ্মাদেবের
উত্তর: খ) অগ্নিদেবের

১০৭। “মহামন্ত্র- বলে যথা নম্রশির: ফনী”- বাক্যটির অর্থ কী?
ক) মন্ত্ৰসূত সাপ যেমন মাথা নত করে
খ) সাপের ফণা অবস্থা হঠাৎ নত হওয়া
গ) মহৌষদের কাছে সাপের বিষ কমে যাওয়া
ঘ) ঐশ্বর্যশালীর মাথা নত হওয়া
উত্তর: ক) মন্ত্ৰসূত সাপ যেমন মাথা নত করে

১০৮। ‘যেমতি’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) এমন
খ) যেমন
গ) তেমন
ঘ) সেভাবে
উত্তর: খ) যেমন

১০৯। ‘পরদোষে কে চাহে মজিতে?’ বাক্যটির অর্থ কী?
ক) অন্যের দোষে কেউ শাস্তি পেতে রাজি নয়
খ) অন্যের কাঁধে দোষ দিতে চাওয়া
গ) অন্যের দোষে কেউ মরতে চায় না
ঘ) অপরের দোষে বিপদগ্রস্ত হতে কেউ চায় না
উত্তর: ঘ) অপরের দোষে বিপদগ্রস্ত হতে কেউ চায় না

১১০। ‘রুষিলা’ শব্দটির অর্থ কী?
ক) রাগান্বিত হলো
খ) বর্ষণ করল
গ) ঝড় হলো
ঘ) আক্রমণ করল
উত্তর: ক) রাগান্বিত হলো

১১১। নিচের কোনটি ভিন্নার্থক?
ক) শব্দ
খ) মন্ত্র
গ) ধ্বনি
ঘ) মন্দ
উত্তর: ঘ) মন্দ

Related Posts

1 thought on “বিভীষণের প্রতি মেঘনাদ MCQ প্রশ্ন উত্তর -একাদশ-দ্বাদশ শ্রেণি”

Leave a Comment