বৃষ্টি কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

বৃষ্টি কবিতার mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। ফররুখ আহমদ কবে জন্মগ্রহণ করেন?
ক) ১৯১৭ সালের ১০ জুন
খ) ১৯১৮ সালের ১০ জুন
গ) ১৯১৯ সালের ১০ জুলাই
ঘ) ১৯২০ সালের ১০ জুন
উত্তর: খ) ১৯১৮ সালের ১০ জুন

২। ফররুখ আহমদ কোথায় জন্মগ্রহণ করেন?
ক) কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামে
খ) খুলনা জেলার ফুলতলা গ্রামে
গ) মাগুরা জেলার মাঝআইল গ্রামে
ঘ) যশোর জেলার বাগআঁচড়া গ্রামে
উত্তর: গ) মাগুরা জেলার মাঝআইল গ্রামে

৩। ফররুখ আহমদ কোন কলেজ থেকে আই. এ. পাশ করেন?
ক) প্রেসিডেন্সি কলেজ
খ) রিপন কলেজ
গ) স্কটিশ চার্চ কলেজ
ঘ) ঢাকা কলেজ
উত্তর: খ) রিপন কলেজ

৪। ফররুখ আহমদ কোন বিষয়ে অনার্সে পড়াশোনা করেছিলেন?
ক) দর্শন ও ইংরেজি
খ) ইতিহাস ও বাংলা
গ) অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান
ঘ) ইসলামিক স্টাডিজ ও আরবি
উত্তর: ক) দর্শন ও ইংরেজি

৫। ফররুখ আহমদ কোন কলেজে দর্শন ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন?
ক) রিপন কলেজ
খ) প্রেসিডেন্সি কলেজ
গ) স্কটিশ চার্চ কলেজ
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) স্কটিশ চার্চ কলেজ

৬। ফররুখ আহমদ কর্মজীবনে কোন পদে বেশি সময় কর্মরত ছিলেন?
ক) অধ্যাপক
খ) স্টাফ রাইটার (ঢাকা বেতার)
গ) সম্পাদক
ঘ) প্রকাশক
উত্তর: খ) স্টাফ রাইটার (ঢাকা বেতার)

৭। ফররুখ আহমদ কত সাল থেকে কত সাল পর্যন্ত ঢাকা বেতারে স্টাফ রাইটার ছিলেন?
ক) ১৯৪৭–১৯৭০
খ) ১৯৪৭–১৯৭২
গ) ১৯৪৮–১৯৭৩
ঘ) ১৯৪৫–১৯৭২
উত্তর: খ) ১৯৪৭–১৯৭২

৮। ফররুখ আহমদের কাব্যসৃষ্টির মূল প্রেরণা কী ছিল?
ক) গ্রামীণ জীবন
খ) ইসলামি আদর্শ ও ঐতিহ্য
গ) রাজনৈতিক আন্দোলন
ঘ) আধুনিক নগরচিত্র
উত্তর: খ) ইসলামি আদর্শ ও ঐতিহ্য

৯। নিচের কোন গ্রন্থটি ফররুখ আহমদের রচনা নয়?
ক) সাত সাগরের মাঝি
খ) সিরাজাম মুনীরা
গ) মুহূর্তের কবিতা
ঘ) কবর
উত্তর: ঘ) কবর

১০। ‘সাত সাগরের মাঝি’ কোন কবির গ্রন্থ?
ক) ফররুখ আহমদ
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) শামসুর রাহমান
উত্তর: ক) ফররুখ আহমদ

১১। ‘সিরাজাম মুনীরা’ গ্রন্থের রচয়িতা কে?
ক) আলাওল
খ) ফররুখ আহমদ
গ) সেলিনা হোসেন
ঘ) আল মাহমুদ
উত্তর: খ) ফররুখ আহমদ

১২। ‘নৌফেল ও হাতেম’ কার লেখা?
ক) ফররুখ আহমদ
খ) আবুল ফজল
গ) সৈয়দ শামসুল হক
ঘ) সেলিম আল দীন
উত্তর: ক) ফররুখ আহমদ

১৩। ফররুখ আহমদের কোন গ্রন্থ শিশুতোষ সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক) সাত সাগরের মাঝি
খ) মুহূর্তের কবিতা
গ) হরফের ছড়া
ঘ) সিরাজাম মুনীরা
উত্তর: গ) হরফের ছড়া

১৪। ফররুখ আহমদ কোন পুরস্কার মরণোত্তর লাভ করেন?
ক) বাংলা একাডেমি পুরস্কার
খ) আদমজী পুরস্কার
গ) একুশে পদক
ঘ) স্বাধীনতা পদক
উত্তর: গ) একুশে পদক

১৫। ফররুখ আহমদ কোন সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
উত্তর: গ) ১৯৭৪

১৬। ফররুখ আহমদ কোন ধরণের কবি হিসেবে বেশি পরিচিত?
ক) প্রকৃতিবাদী কবি
খ) ইসলামি চেতনার কবি
গ) প্রগতিশীল কবি
ঘ) রোমান্টিক কবি
উত্তর: খ) ইসলামি কবি

১৭। ফররুখ আহমদের সাহিত্যকর্মে মূলত কী প্রতিফলিত হয়?
ক) গ্রামীণ জীবনের দুঃখ
খ) ইসলামি চেতনা ও ঐতিহ্য
গ) আধুনিক শহুরে জীবন
ঘ) প্রেম ও রোমান্স
উত্তর: খ) ইসলামি চেতনা ও ঐতিহ্য

১৮। ‘বৃষ্টি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) সাত সাগরের মাঝি
খ) মুহূর্তের কবিতা
গ) সোনালী কাবিন
ঘ) রংধনুর সাঁকো
উত্তর: খ) মুহূর্তের কবিতা

১৯। বন্যা কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আনে?
ক) আবাদি গ্রামে
খ) নদীর ফাটলে
গ) রুক্ষ মাঠে
ঘ) তৃষিত বনে
উত্তর: খ) নদীর ফাটলে

২০। বিদগ্ধ আকাশ, মাঠ কীসে ঢেকে গেল?
ক) কাজল ছায়ায়
খ) কোমল ছায়ায়
গ) বিষণ্ণ মেঘে
ঘ) খণ্ড মেঘে
উত্তর: ক) কাজল ছায়ায়

২১। ‘বৃষ্টি’ কবিতায় মাঠের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে?
ক) রুক্ষ
খ) নির্জন
গ) বিদগ্ধ
ঘ) বিষণ্ণ
উত্তর: ক) রুক্ষ

২২। বিদ্যুৎকে কার সাথে তুলনা করেছেন কবি?
ক) কন্যা
খ) পরী
গ) বৃষ্টি
ঘ) আলো
উত্তর: খ) পরী

২৩। ‘বৃষ্টি’ কবিতায় রুগ্‌ণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে তুলনা করা হয়েছে—
ক) আবাদি গ্রাম
খ) বিদগ্ধ আকাশ
গ) রুক্ষ মাঠ
ঘ) বিষণ্ণ মেদুর
উত্তর: গ) রুক্ষ মাঠ

২৪। নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার কে আনে?
ক) মেঘ
খ) বৃষ্টি
গ) বন্যা
ঘ) আলো
উত্তর: গ) বন্যা

২৫। “দিক-দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার”— এখানে কার কথা বলা হয়েছে?
ক) দিগন্ত-জোড়া মাঠের
খ) বৃষ্টির
গ) ধান ক্ষেতের
ঘ) বিদ্যুৎ রূপসী পরীর
উত্তর: ঘ) বিদ্যুৎ রূপসী পরীর

২৬। ‘বৃষ্টি’ কবিতায় মেঘে মেঘে সওয়ার হয়েছে কে?
ক) বিদগ্ধ আকাশ
খ) পুবের হাওয়া
গ) কাজল ছায়া
ঘ) বিদ্যুৎ
উত্তর: ঘ) বিদ্যুৎ

২৭। বৃষ্টির দিনে মন নিঃসঙ্গ হয় কেন?
ক) চারিদিকে ভারী বৃষ্টি হয় বলে
খ) ঘন ঘন বিদ্যুৎ চমকায় বলে
গ) হারানো দিনের কথা স্মরণ করে
ঘ) প্রাণে জোয়ারের উচ্ছলতা দেখে
উত্তর: গ) হারানো দিনের কথা স্মরণ করে

২৮। ‘বৃষ্টি’ কবিতায় তৃষিত বনের সাথে কী জেগে ওঠার কথা বলা হয়েছে?
ক) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত
খ) বিদগ্ধ আকাশ
গ) রুক্ষ মাঠ
ঘ) তৃষাতপ্ত মন
উত্তর: ঘ) তৃষাতপ্ত মন

২৯। রৌদ্রদগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়?
ক) হাওয়ার
খ) বৃষ্টির
গ) পরীর
ঘ) ছায়ার
উত্তর: খ) বৃষ্টির

৩০। রুক্ষ মাঠকে কবি ফররুখ আহমদ কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) বৃষ্টিহীন প্রকৃতি
খ) বিষণ্ণ দিন
গ) বিদগ্ধ আকাশ
ঘ) রুগ্‌ণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাত
উত্তর: ঘ) রুগ্‌ণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাত

৩১। বর্ষণমুখর দিনে তৃষাতপ্ত মনে জেগে উঠেছে কীভাবে?
ক) বিষণ্ণ মেদুর হয়ে
খ) বর্ষণের সুর শুনে
গ) বিদগ্ধ আকাশ দেখে
ঘ) পুবের হওয়ায় ভেসে
উত্তর: খ) বর্ষণের সুর শুনে

৩২। ‘বৃষ্টি’ কবিতায় কোন নদীর উল্লেখ রয়েছে?
ক) বরাকর
খ) পদ্মা
গ) বুড়িগঙ্গা
ঘ) যমুনা
উত্তর: খ) পদ্মা

৩৩। “বৃষ্টি এলো… বহু প্রতীক্ষিত বৃষ্টি।” – কার কবিতা থেকে নেওয়া?
ক) কাজী নজরুল ইসলাম
খ) জসীমউদ্দীন
গ) ফররুখ আহমদ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ) ফররুখ আহমদ

৩৪। কবিতায় বৃষ্টি কোন দিকের হাওয়ায় এসেছে?
ক) পশ্চিমের
খ) উত্তরের
গ) দক্ষিণের
ঘ) পূবের
উত্তর: ঘ) পূবের

৩৫। “বিদগ্ধ আকাশ” বলতে কী বোঝানো হয়েছে?
ক) পরিষ্কার আকাশ
খ) মেঘে ঢাকা আকাশ
গ) বিদ্যুৎ চমকানো আকাশ
ঘ) রোদ্দুরে আকাশ
উত্তর: খ) মেঘে ঢাকা আকাশ

৩৬। “বিদ্যুৎ-রূপসী পরী” কীসের সাথে সওয়ার হয়েছে?
ক) বাতাসে
খ) মেঘে
গ) বৃষ্টিতে
ঘ) নদীতে
উত্তর: খ) মেঘে

৩৭। “কেয়া শিহরায়” – এখানে ‘কেয়া’ কী?
ক) একটি পাখি
খ) একটি ফুল
গ) একটি গাছ
ঘ) একটি ঘাস
উত্তর: গ) একটি গাছ (কেয়া বন-গুল্ম)

৩৮। “রৌদ্র-দগ্ধ ধানক্ষেত” কী পেতে চায়?
ক) রোদের স্পর্শ
খ) বৃষ্টির স্পর্শ
গ) মাটির স্পর্শ
ঘ) কৃষকের স্পর্শ
উত্তর: খ) বৃষ্টির স্পর্শ

৩৯। রুগ্ন বৃদ্ধ ভিখারির কী উঠে এসেছে?
ক) চোখ
খ) রগ
গ) হাত
ঘ) পা
উত্তর: খ) রগ

৪০। রুক্ষ মাঠ কী শোনে?
ক) বজ্রপাতের শব্দ
খ) বনের ডাক
গ) বর্ষণের সুর
ঘ) নদীর কলতান
উত্তর: গ) বর্ষণের সুর

৪১। “তৃষিত বনের সাথে” কী জেগে ওঠে?
ক) তৃষিত পশু
খ) তৃষাতপ্ত মন
গ) তৃষিত নদী
ঘ) তৃষিত মাঠ
উত্তর: খ) তৃষাতপ্ত মন

৪২। কবি পাড়ি দিয়ে যেতে চান কোথায়?
ক) শহরে
খ) সমুদ্রে
গ) বহু পথ, প্রান্তর বন্ধুর
ঘ) বিদেশে
উত্তর: গ) বহু পথ, প্রান্তর বন্ধুর

৪৩। “বিস্মৃত দিন” কোথায় পড়ে আছে?
ক) শহরে
খ) নিঃসঙ্গ নির্জনে
গ) গ্রামে
ঘ) মানুষের স্মৃতিতে
উত্তর: খ) নিঃসঙ্গ নির্জনে

৪৪। “সেখানে বর্ষার মেঘ জাগে আজ” কেমন?
ক) উল্লাসিত
খ) বিষণ্ণ মেদুর
গ) রাগান্বিত
ঘ) প্রফুল্ল
উত্তর: খ) বিষণ্ণ মেদুর

৪৫। কবিতায় ‘মেঘনা’ কী?
ক) একটি ফুল
খ) একটি নদী
গ) একটি পরী
ঘ) একটি মেঘ
উত্তর: খ) একটি নদী

৪৬। “কাজল ছায়ায়” কী ঢেকে গেল?
ক) আকাশ
খ) মাঠ
গ) নদী
ঘ) গ্রাম
উত্তর: খ) মাঠ

৪৭। “দিকদিগন্তের পথে” কী দেখা যায়?
ক) সূর্যাস্ত
খ) অপরূপ আভা
গ) মানুষ
ঘ) রেইনবো
উত্তর: খ) অপরূপ আভা

৪৮। “বর্ষণ-মুখর দিন” বলতে কেমন দিনকে বোঝায়?
ক) শব্দহীন দিন
খ) বর্ষণের শব্দে মুখরিত দিন
গ) উৎসবের দিন
ঘ) দুঃখের দিন
উত্তর: খ) বর্ষণের শব্দে মুখরিত দিন

৪৯। কবিতায় ‘পরী’ হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে?
ক) বৃষ্টিকে
খ) বিদ্যুৎকে
গ) মেঘকে
ঘ) বনদেবতাকে
উত্তর: খ) বিদ্যুৎকে

৫০। “রৌদ্র-দগ্ধ” বলতে কী বোঝায়?
ক) রোদে পোড়া
খ) রোদে শুকনো
গ) রোদে ভাজা
ঘ) রোদে ঝলসানো
উত্তর: ঘ) রোদে ঝলসানো

৫১। “পদ্মা মেঘনার দুপাশে” কী আছে?
ক) শহর
খ) আবাদি গ্রাম
গ) বন
ঘ) পাহাড়
উত্তর: খ) আবাদি গ্রাম

৫২। কবিতায় “বন্ধুর” শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক) বন্ধুত্বপূর্ণ
খ) অসমতল, উঁচু-নীচু
গ) কঠিন
ঘ) নীরস
উত্তর: খ) অসমতল, উঁচু-নীচু

৫৩। ‘বিদ্যুৎ রূপসী পরী’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) আকাশের আলো
খ) বিদ্যুৎ চমকানো
গ) বৃষ্টির ফোঁটা
ঘ) রঙধনু
উত্তর: খ) বিদ্যুৎ চমকানো

৫৪। ‘সওয়ার’ শব্দের অর্থ কী?
ক) পথিক
খ) আরোহী
গ) দৌড়বিদ
ঘ) যাত্রী
উত্তর: খ) আরোহী

৫৫। দীর্ঘ বর্ষণহীন দিনে মাঠ-ঘাট কেমন রূপ নিয়েছিল?
ক) সবুজ
খ) প্রাণোচ্ছল
গ) রুক্ষ
ঘ) ভিজে
উত্তর: গ) রুক্ষ

৫৬। বর্ষণ শুরু হলে মাঠ-ঘাট ও বনে কী দেখা দেয়?
ক) ভয়ের ছায়া
খ) প্রাণের জোয়ার
গ) শুকনো ভাব
ঘ) অন্ধকার
উত্তর: খ) প্রাণের জোয়ার

৫৭। ‘তৃষাতপ্ত’ শব্দের অর্থ কী?
ক) আনন্দিত
খ) পিপাসায় কাতর
গ) সুখী
ঘ) বেদনাহত
উত্তর: খ) পিপাসায় কাতর

৫৮। ‘বিষণ্ণ মেদুর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) বর্ষার সৌন্দর্য
খ) প্রকৃতির কোমল রূপ
গ) বৃষ্টিবিহীন রুক্ষতা
ঘ) নদীর জোয়ার
উত্তর: গ) বৃষ্টিবিহীন রুক্ষতা

৫৯। বৃষ্টির আগমনে প্রকৃতি কেমন হয়ে ওঠে?
ক) নির্জীব
খ) ভীতিকর
গ) স্নিগ্ধ ও প্রাণোচ্ছল
ঘ) রুক্ষ ও নিরানন্দ
উত্তর: গ) স্নিগ্ধ ও প্রাণোচ্ছল

৬০। বৃষ্টির ফলে নদীর দু-ধারে কী দেখা দেয়?
ক) খরা
খ) প্লাবন
গ) ঝড়
ঘ) কুয়াশা
উত্তর: খ) প্লাবন

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৬১। “তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন।”- এ পঙ্ক্তির মূলভাব হচ্ছে-
i. বর্ষণমুখর দিনে প্রিয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে
ii. বর্ষণমুখর দিনে মাঠ-ঘাট ও বনে দেখা দেয় প্রাণের জোয়ার
iii. বৃষ্টি মনকে বিষণ্ণ করে, একাকী জীবনে বিরহ বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৬২। বর্ষণের সুরে জেগে উঠেছে-
i. তৃষিত বন
ii. তৃষাতপ্ত মন
iii. তৃষ্ণার্ত মাঠ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৬৩। বৃষ্টির দিনে মনে পড়ে-
i. সুখময় অতীত
ii. পুরনো অতীত
iii. ভালোবাসার স্মৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৬৪। ‘বৃষ্টি’ কবিতায় ভিখারি-
i. রুপণ
ii. বৃদ্ধ
iii. প্রফুল্ল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৬৫। বৃষ্টির সঙ্গে সম্পর্ক রয়েছে-
i. আকাশের
ii. সূর্যের
iii. প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৬৬। ‘বর্ষণমুখর’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে-
i. স্থিরতার
ii. প্রবহমানতার
iii. জলাবদ্ধতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৬৭। ‘ধানখেত’-এর সাথে সম্পর্কযুক্ত হলো-
i. কৃষকের
ii. লাঙলের
iii. জলের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

Related Posts

Leave a Comment