পিতৃপুরুষের গল্প বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ)

“পিতৃপুরুষের গল্প” গল্পটি বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত, যা বাঙালি জাতির সংগ্রাম, ত্যাগ ও স্বাধীনতার চেতনাকে ফুটিয়ে তোলে। এই পোস্টে পিতৃপুরুষের গল্প বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।

Image with Link Descriptive Text

পিতৃপুরুষের গল্প বহুনির্বাচনি প্রশ্ন

১। অন্তুর মামার নাম কী?
ক) রফিক
খ) কাজল
গ) সালাম
ঘ) জব্বার
উত্তরঃ খ) কাজল

২। কাজল মামা কোথায় থাকতেন?
ক) চট্টগ্রাম
খ) রাজশাহী
গ) ঢাকা
ঘ) গ্রাম
উত্তরঃ ঘ) গ্রাম

৩। অন্তুর মা কাজল মামাকে কী অনুরোধ করতেন?
ক) বিদেশে পড়তে যাওয়ার
খ) ঢাকায় এসে তাঁদের বাসায় থাকার
গ) মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার
ঘ) চাকরি করার
উত্তরঃ খ) ঢাকায় এসে তাঁদের বাসায় থাকার

৪। ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়াশোনা করতেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

৫। কাজল মামা কেন গ্রামে চলে যান?
ক) চাকরির জন্য
খ) পরিবারের চাপে
গ) মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য
ঘ) অসুস্থতার কারণে
উত্তরঃ গ) মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য

৬। গ্রামে গিয়ে কাজল মামা কী করতেন?
ক) ব্যবসা করতেন
খ) ছাত্রদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিতেন
গ) কৃষিকাজ করতেন
ঘ) স্কুলে পড়াতেন
উত্তরঃ খ) ছাত্রদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিতেন

৭। তিতিক্ষা শব্দের অর্থ কী?
ক) ধৈর্য
খ) সহনশীলতা
গ) সংগ্রাম
ঘ) আত্মত্যাগ
উত্তর: খ) সহনশীলতা

৮। কাজল মামা কবে ঢাকায় এলেন?
ক) ১৮ ফেব্রুয়ারি
খ) ১৯ ফেব্রুয়ারি
গ) ২০ ফেব্রুয়ারি
ঘ) ২১ ফেব্রুয়ারি
উত্তরঃ খ) ১৯ ফেব্রুয়ারি

৯। ঢাকার আগের নাম কী ছিল?
ক) বাগেরহাট
খ) সোনারগাঁও
গ) জাহাঙ্গীরনগর
ঘ) ময়মনসিংহ
উত্তরঃ গ) জাহাঙ্গীরনগর

১০। কাজল মামা কোন হলে থাকতেন?
ক) সলিমুল্লাহ হল
খ) জগন্নাথ হল
গ) হাজী মুহাম্মদ মহসীন হল
ঘ) সূর্যসেন হল
উত্তরঃ গ) হাজী মুহাম্মদ মহসীন হল

১১। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী কোথায় ছাত্রদের হত্যা করেছিল?
ক) টিএসসি
খ) কার্জন হল
গ) জগন্নাথ হলের মাঠে
ঘ) মহসীন হল
উত্তরঃ গ) জগন্নাথ হলের মাঠে

১২। মুক্তিযুদ্ধ আর সাধারণ যুদ্ধের মধ্যে পার্থক্য কী?
ক) মুক্তিযুদ্ধ জাতীয় স্বাধীনতার জন্য
খ) মুক্তিযুদ্ধ ব্যক্তিগত স্বার্থের জন্য
গ) মুক্তিযুদ্ধ অর্থনৈতিক উন্নতির জন্য
ঘ) মুক্তিযুদ্ধ সামরিক আধিপত্য বিস্তারের জন্য
উত্তরঃ ক) মুক্তিযুদ্ধ জাতীয় স্বাধীনতার জন্য

১৩। একুশে ফেব্রুয়ারির শহিদরা কারা ছিলেন?
ক) কৃষকরা
খ) ছাত্ররা
গ) শ্রমিকরা
ঘ) বুদ্ধিজীবীরা
উত্তরঃ খ) ছাত্ররা

১৪। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ কয়জন?
ক) ৩ জন
খ) ৪ জন
গ) ৫ জন
ঘ) ৬ জন
উত্তরঃ গ) ৫ জন

১৫। শহিদ মিনার কেন তৈরি করা হয়েছে?
ক) মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য
খ) ভাষা শহিদদের স্মরণে
গ) বঙ্গবন্ধুর স্মৃতিতে
ঘ) রাজনৈতিক কারণে
উত্তরঃ খ) ভাষা শহিদদের স্মরণে

১৬। কাজল মামা কোথায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন?
ক) পল্টন ময়দানে
খ) সংসদ ভবনে
গ) শহিদ মিনারে
ঘ) টিএসসিতে
উত্তরঃ গ) শহিদ মিনারে

১৭। ভাষা আন্দোলনের পর বাঙালিদের স্বাধীনতা সংগ্রাম কত বছর ধরে চলেছিল?
ক) ১০ বছর
খ) ১৫ বছর
গ) ১৯ বছর
ঘ) ২১ বছর
উত্তরঃ গ) ১৯ বছর

১৮। স্বাধীনতা যুদ্ধ শুরু হয় কবে?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫২ সালে
উত্তরঃ খ) ১৯৭১ সালে

১৯। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী ছিল?
ক) ৭ মাস
খ) ৯ মাস
গ) ১১ মাস
ঘ) ১২ মাস
উত্তরঃ খ) ৯ মাস

২০। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
ক) ২৬ জানুয়ারি
খ) ১৬ ডিসেম্বর
গ) ২৬ মার্চ
ঘ) ২১ ফেব্রুয়ারি
উত্তরঃ গ) ২৬ মার্চ

২১। কাজল মামা মুক্তিযুদ্ধের গল্প কবে শোনাবেন বলেছিলেন?
ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১৫ আগস্ট
উত্তরঃ গ) ২১ ফেব্রুয়ারি

২২। শহিদ মিনারে ওঠার সময় অন্তুর মনোভাব কেমন ছিল?
ক) আতঙ্কিত
খ) গর্বিত
গ) দুঃখিত
ঘ) উদাসীন
উত্তরঃ খ) গর্বিত

২৩। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৬ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৯৭২ সালে
উত্তরঃ খ) ১৯৫৬ সালে

২৪। স্বাধীনতার পর বাংলাদেশ কবে সংবিধান পায়?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তরঃ ক) ১৯৭২ সালে

২৫। মুক্তিযুদ্ধের চেতনা কী বোঝায়?
ক) সামরিক শক্তি
খ) স্বাধীনতার মূল্যবোধ
গ) রাজনৈতিক লড়াই
ঘ) সামাজিক অগ্রগতি
উত্তরঃ খ) স্বাধীনতার মূল্যবোধ

২৬। অন্তু তার মামাকে কী শোনানোর জন্য অনুরোধ করেছিল?
ক) মুক্তিযুদ্ধের গল্প
খ) ভাষা আন্দোলনের গল্প
গ) ইতিহাসের গল্প
ঘ) পারিবারিক গল্প
উত্তর: ক) মুক্তিযুদ্ধের গল্প

২৭। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালিদের প্রধান শক্তি কী ছিল?
ক) শিক্ষা
খ) ঐক্য
গ) ধর্ম
ঘ) অর্থনীতি
উত্তর: খ) ঐক্য

২৮। ‘হানাদার বাহিনী’ বলতে বোঝানো হয়েছে—
ক) মুক্তিযোদ্ধাদের
খ) পাকিস্তানি সেনাবাহিনীকে
গ) ভারতীয় সেনাবাহিনীকে
ঘ) আমেরিকান সেনাবাহিনীকে
উত্তর: খ) পাকিস্তানি সেনাবাহিনীকে

২৯। ‘সামরিক শাসন’ বলতে বোঝায়—
ক) নাগরিক শাসন
খ) সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত শাসন
গ) স্বাধীন শাসন
ঘ) গণতান্ত্রিক শাসন
উত্তর: খ) সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত শাসন

৩০। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আন্দোলন কীসের জন্য ছিল?
ক) স্বাধীনতার জন্য
খ) বাংলা ভাষার জন্য
গ) শিক্ষা ব্যবস্থার জন্য
ঘ) অর্থনীতির জন্য
উত্তর: খ) বাংলা ভাষার জন্য

৩১। পাকিস্তানি শাসকেরা কী চাপিয়ে দিতে চেয়েছিল?
ক) উর্দু ভাষা
খ) ইংরেজি ভাষা
গ) আরবি ভাষা
ঘ) ফারসি ভাষা
উত্তর: ক) উর্দু ভাষা

৩২। হারুন হাবীবের জন্ম কোথায়?
ক) ময়মনসিংহ
খ) জামালপুর
গ) সিলেট
ঘ) কুষ্টিয়া
উত্তর: খ) জামালপুর

৩৩। ‘প্রিয়যোদ্ধা’ বইটি কে লিখেছেন?
ক) শওকত ওসমান
খ) সেলিনা হোসেন
গ) হারুন হাবীব
ঘ) জাহানারা ইমাম
উত্তর: গ) হারুন হাবীব

৩৪। ‘Blood and Brutality’ গ্রন্থটির ভাষা কী?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) উর্দু
ঘ) ফরাসি
উত্তর: খ) ইংরেজি

৩৫। হারুন হাবীব কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৮
খ) ১৯৫২
গ) ১৯৩১
ঘ) ১৯৭১
উত্তর: ক) ১৯৪৮

৩৬। মুক্তিযুদ্ধের সময় হারুন হাবীব কী ভূমিকা পালন করেন?
ক) কূটনীতিক
খ) সাংবাদিক
গ) সেনা কর্মকর্তা
ঘ) লেখক
উত্তর: খ) সাংবাদিক

Related Posts

Leave a Comment