৩৫০+ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন চাকরির পড়াশুনার জন্য

এক কথায় প্রকাশ বলতে কোন বাক্যকে সংক্ষিপ্ত করে দুই একটি শব্দে বলাকে বোঝায় ৷ এক কথায় প্রকাশকে বাক্য সংকোচনও বলে ৷ অর্থাৎ কোন বাক্যকে সংকুচিত করা ৷ এক কথায় প্রকাশে বাক্যকে সংকুচিত করা হয় বলে শব্দটি উচ্চারণ করতেও কম সময় লাগে ৷ ফলে বাক্যের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় ৷

Image with Link Descriptive Text

বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন

উপকারীর উপকার স্বীকার করে যেকৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যেঅকৃতজ্ঞ
 উপকারীর অপকার করে যেকৃতঘ্ন
যা বলা হয়নিঅনুক্ত
যা বলা উচিত নয়অকথ্য
বলা হয়েছে যাউক্ত
যে বেশি কথা বলেবাচাল 
বর্ণনা করা যায় না যাঅবর্ণনীয়
যিনি কম কথা বলেনস্বল্পভাষী 
১০যে বেশি কথা বলে নামিতভাষী
১১ভবিষ্যতে ঘটবে যা ভবিতব্য
১২যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃশ্যকারী
১৩যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে নাঅপরিণামদর্শী
১৪কষ্টে নিবারণ করা যায় যাদুর্নিবার
১৫যা দমন করা কষ্টকরদুর্দমনীয়
১৬যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
১৭যা কষ্টে জয় করা যায়দুর্জয়
১৮যা সহজে মরে নাদুর্মর
১৯যা সহজে পাওয়া যায় নাদুষ্প্রাপ্য 
২০জয় করা যায় না যাঅজয়
২১যা দমন করা যায় নাঅদম্য
২২যা দেখা যায় নাঅদৃশ্য
২৩যা কোনভাবেই নিবারণ করা যায় নাঅনিবার্য
২৪অক্ষির সমীপেপ্রত্যক্ষ
২৫যার চক্ষু লজ্জা নেইচশমখোর
২৬অক্ষিতে কাম যে নারীরকামাক্ষী
২৭যে জমিতে দুবার ফসল জন্মেদো-ফসলি
২৮দুবার জন্মে যাদ্বিজ
২৯শুভক্ষণে জন্ম যারক্ষণজন্মা 
৩০পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানেরমরণোত্তর জাতক
৩১জয় সূচক যে উৎসবজয়ন্তী
৩২২৫ বছর পূর্তিরজত জয়ন্তী
৩৩৫০ বছর পূর্তিসুবর্ণ জয়ন্তী
৩৪৬০ বছর পূর্তিহীরক জয়ন্তী
৩৫দেবতার তুল্যদেবোপম
৩৬ঋষির ন্যায়ঋষিকল্প 
৩৭আমার তুল্যমাদৃশ
৩৮তার তুল্যতাদৃশ
৩৯তোমার তুল্যত্বাদৃশ  
৪০দিনের পূর্বভাগপূর্বাহ্ন
৪১দিনের মধ্যভাগমধ্যাহ্ন
৪২দিনের শেষভাগ অপরাহ্ন
৪৩দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনগোধূলি
৪৪গভীর রাত্রিনিশীথ
৪৫রাতের শিশিরশবনম
৪৬রাত্রিকালীন যুদ্ধসৌপ্তিক
৪৭রাত্রের তিনভাগ একত্রেত্রিযামা 
৪৮রাত্রির মধ্যভাগমহানিশা
৪৯রাতের প্রথম ভাগপূর্বরাত্র
৫০যা স্থায়ী নয়অস্থায়ী
৫১নষ্ট হওয়ার স্বভাব যারনশ্বর
৫২যা চিরস্থায়ী নয়নশ্বর
৫৩যে আলো বেশিক্ষণ স্থায়ী হয় নাক্ষণপ্রভা
৫৪যার বাসস্থান নেইঅনিকেতন
৫৫স্থায়ী ঠিকানা নেই যারউদ্বাস্তু
৫৬ ঘরের অভাব যারহা-ঘরে 
৫৭ যা পূর্বে শোনা যায়নিঅশ্রুতপূর্ব
৫৮যা পূর্বে কখনো হয়নিঅভূতপূর্ব
৫৯যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব
৬০যা পূর্বে দেখা যায়নিঅদৃষ্টপূর্ব
৬১ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনিইতিহাসবেত্তা
৬২যিনি ব্যাকরণ রচনা করেনব্যাকরণবিদ
৬৩ইতিহাস রচনা করেন যিনিঐতিহাসিক
৬৪ব্যাকরণ ভালো জানেন যিনি  বৈয়াকরণ
৬৫যিনি বিদ্যা লাভ করিয়াছেনকৃতবিদ্যা
৬৬যিনি ন্যায় শাস্ত্র জানেন নৈয়ায়িক
৬৭যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে নাবনস্পতি
৬৮যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকেপরগাছা
৬৯একবার ফল দিয়ে যে গাছ মরে যায় ঔষধি
৭০একই গুরুর শিষ্য যারাসতীর্থ
৭১একই মায়ের উদরে জন্মগ্রহণ করে যারাসহোদর
৭২একই সময়ে বর্তমানসমসাময়িক
৭৩পরকে আশ্রয় করে বাঁচিয়ে থাকে যেপরজীবী
৭৪পরের উন্নতি দেখে মন খারাপ হয় যারপরশ্রীকাতর
৭৫আপনাকে যে পন্ডিত মনে করেপন্ডিতম্মন্য
৭৬আপনাকে হত্যা করে যেআত্মঘাতী
৭৭আপনাকে ভুলে থাকে যেআত্মভোলা
৭৮যার প্রকৃত বর্ণ ধরা যায় নাবর্ণচোরা
৭৯মৃতের মত অবস্থা যারমুমূর্ষু
৮০মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে ভাগার
৮১জীবিত থেকেও মৃতজীবন্মৃত
৮২শোনা যায় এমনশ্রুতিগ্রাহ্য
৮৩পাঠ করিতে হইবে এমনপঠিতব্য
৮৪জাগিয়া রয়েছে এমনজাগন্ত
৮৫শোনা যায় যাশ্রাব্য
৮৬হিরণ্য ( স্বর্ণ ) নির্মিতহিরণ্ময় 
৮৭মৃত্তিকা দ্বারা নির্মিতমৃণ্ময়
৮৮ফুল হতে তৈরিফুলেল
৮৯আকাশে চড়ে বেড়ায় যেখেচর
৯০নিশা কালে চড়ে বেড়ায় যেনিশাচর
৯১বাতাসে চরে যেকপোত
৯২জলে চরে যাজলচর
৯৩ইহলোকে যা সামান্য নয়আলোকসামান্য
৯৪যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেনসর্বব্যাপক 
৯৫সকলের জন্য প্রযোজ্য বা সকলের জন্য কল্যাণকরসর্বজনীন
৯৬সকলের ধারা অনুষ্ঠিত সার্বজনীন
৯৭বিশ্বজনের হিতকরবিশ্বজনীন
৯৮সবকিছু খায় যেসর্বভুক
৯৯মর্ম কে পীড়া দেয় যামর্মান্তিক
১০০আয় অনুসারে ব্যয় করেন যিনিমিতব্যয়ী
১০১আয় অনুসারে ব্যয় করেন না যিনিঅমিতব্যয়ী
১০২যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করেকৃপণ
১০৩অন্য ভাষায় রূপান্তরিতঅনুদিত
১০৪অন্য লিপিতে রূপান্তরলিপ্যন্তর
১০৫যে পুরুষ বিয়ে করে নিঅকৃতদার
১০৬যে পুরুষ বিয়ে করেছেকৃতদার
১০৭যে পুরুষের দাড়ি-গোঁফ গজায়নিঅজাতশ্মশ্রু
১০৮যে পুরুষের চেহারা দেখতে সুন্দরসুদর্শন
১০৯ স্ত্রীর বশীভূত যে পুরুষস্ত্রৈণ
১১০পুরুষের উদ্দাম নিত্যতান্ডব
১১১একই স্বামীর পত্নী যারাসপত্নী
১১২ যে ব্যক্তির পত্নী মারা গিয়েছেবিপত্নীক
১১৩ইন্দ্রকে জয় করেন যিনিইন্দ্রজিৎ
১১৪ ইন্দ্রিয়কে জয় করেন যিনিজিতেন্দ্রিয়
১১৫ শত্রুকে জয় করেন যিনিশত্রুজিৎ
১১৬জয়ের জন্য যে উৎসবজয়োৎসব
১১৭ক্রমশ বর্ধিত হচ্ছে যাক্রমবর্ধমান
১১৮এক থেকে শুরু করে ক্রমাগতএকাধিক্রমে
১১৯উড়িয়া যাইতেছে যাহাউড্ডীয়মান
১২০যা দীপ্তি পাচ্ছে যাদেদীপ্যমান 
১২১উদয় হইতেছে এমনউদীয়মান
১২২বার বার দুলছে যাদোদুল্যমান
১২৩কুলের কীর্তিবর্ধনকারী যে সন্তানকুলপ্রদীপ
১২৪বংশের কীর্তিতে কলঙ্ক লেপন করে যেকুলাঙ্গার
১২৫ কুলের কল্যাণ স্বরূপা যে নারীকুুললক্ষ্মী
১২৬আকাশে গমন করে যেবিহঙ্গ
১২৭বাহুতে বা বুকে হেঁটে গমন করে যেভুজঙ্গ
১২৮তড়িৎ গমন করতে পারে যেতুরগ বা ঘোড়া 
১২৯সর্বত্র গমন করে যেসর্বগ
১৩০শত্রুকে দমন করে যেঅরিন্দম
১৩১যার শত্রু জন্মায়নিঅজাতশত্রু
১৩২শত্রুকে বধ করে যেশত্রুগ্ন
১৩৩শ্রম করিতে কষ্টবোধ করে যেশ্রমকাতর
১৩৪অনেকের মধ্যে একজনঅন্যতম
১৩৫ দুয়ের মধ্যে একটিঅন্যতর
১৩৬অনেকের মধ্যে প্রধানশ্রেষ্ঠ
১৩৭অর্থ নাই যারনিরর্থক
১৩৮অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতেঅর্থকরি
১৩৯অন্যদিকে মন যারঅন্যমনস্ক
১৪০অন্যদিকে মন নাই যারঅনন্যমনা
১৪১এক বিষয়ে যার চিত্ত নিবিষ্টএকাগ্রচিত্ত
১৪২যার কোন উপায় নেই নিরুপায়
১৪৩আদি থেকে অন্ত পর্যন্তআদ্যন্ত/আদ্যোপান্ত
১৪৪অহংকার নেই যারনিরহংকার
১৪৫যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায়  ভিক্ষা করে বেড়ায়মাদুকরি
১৪৬মধু পান করে যেমধুকর
১৪৭যা ভবন করা হয়েছে উপ্ত 
১৪৮যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত
১৪৯যার খ্যাতি আছেখ্যাতিমান
১৫০পা থেকে মাথা পর্যন্তআপাদমস্তক
১৫১অকালে পেকেছে যাঅকালপক্ব
১৫২আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যারআস্তিক
১৫৩আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যারনাস্তিক

বিষয়ভিত্তিক কিছু এক কথায় প্রকাশ/ বাক্য সংকোচন

নারী

১৫৪যে নারীর স্বামী ও পুত্র জীবিতবীরা
১৫৫যে নারীর স্বামী বিদেশে থাকেপ্রোষিতভর্তৃকা
১৫৬যে নারীর বিয়ে হয়নিকুমারী
১৫৭যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় নাঅনন্যা
১৫৮ যে নারীর হাসি সুন্দরসুস্মিতা
১৫৯যে নারী সম্প্রীতি বিয়ে হয়েছেনবোঢ়া
১৬০জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে যে নারীকাকবন্ধ্যা
১৬১নারীর লীলাময়ী নৃত্যলাস্য
১৬২যে নারী প্রিয় কথা বলেপ্রিয়ংবদা
১৬৩যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিলঅন্যপূর্বা
১৬৪যে নারী বীর সন্তান প্রসব করেবীরপ্রসূ
১৬৫যে নারীর সন্তান বাঁচে নামৃতবৎসা
১৬৬যে নারীর হিংসা নেইঅনসূয়া
১৬৭যে নারী বীরবীরাঙ্গনা
১৬৮যে নারীর পতি নেই পুত্র নেইঅবীরা
১৬৯যে নারী কখনো সূর্যকে দেখে নাইঅসূর্যস্পশ্যা
১৭০যে নারী নিজে বর বরণ করে নেয়স্বয়ংবরা
১৭১যে নারীর সতীন নেইনিঃসপ্ত
১৭২যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা
১৭৩যে নারীর বিয়ে হয় নাঅনূঢ়া
১৭৪যে নারীর দুটি মাত্র পুত্রদ্বিপুত্রিকা
১৭৫নারী সুন্দরীরামা
যে নারীর কোন সন্তান হয় নাবন্ধ্যা
যে নারীর হাসি কুটিলতা বর্জিতসূচিস্মিতা
যে নারী বিয়ে হয়েছেউঢ়া
যে নারীর হাসি সুন্দরসূচিস্মিতা

ডাক ও ধ্বনি

১৭৬পাখির ডাককূজন
১৭৭ অশ্বের ডাকহ্রেষা
১৭৮হাতির ডাকবৃংহিত
১৭৯গম্ভীর ধ্বনিমন্দ্র
১৮০ময়ূরের ডাককেকা
১৮১কোকিলের ডাককুহু
১৮২ সিংহের ডাকনাদ বা হুঙ্কার
১৮৩বাঘের ডাকগর্জন
১৮৪কুকুরের ডাকবুক্কন
১৮৫রাজহাঁসের ডাকক্রেঙ্কার
১৮৬সেতারের ঝংকারকিঙ্কিনি
১৮৭মেঘের ধ্বনিজীমূতমন্দ্র
১৮৮সমুদ্রের ঢেউয়ের শব্দকল্লোল
১৮৯অব্যক্ত মধুর ধ্বনিকলতান
১৯০শুকনো পাতার শব্দমর্মর
১৯১বাদ্যযন্ত্রের ধ্বনিঝংকার
১৯২ধনুকের ধ্বনিটংকার
১৯৩ বীরের গর্জনহুঙ্কার
১৯৪অলঙ্কারের ধ্বনিশিঞ্জন
১৯৫ভ্রমরের শব্দগুঞ্জন
১৯৬ ঝনঝন শব্দঝনৎকার
১৯৭নুপুরের ধ্বনিনিক্বণ
১৯৮ব্যাঙের ডাক মকমক
১৯৯সাপের খোলসনির্মোক বা কুঞ্চক
২০০হরিণের চামড়াঅজিন
২০১হরিণের চামড়ার আসনঅজিনাসন ৷
২০২বাঘের চামড়াকৃত্তি

ইচ্ছা

২০৩হনন ( হত্যা ) করার ইচ্ছাজিঘাংসা
২০৪জানবার ইচ্ছাজিজ্ঞাসা
২০৫অনুসন্ধান করার ইচ্ছাঅনুসন্ধিৎসা
২০৬অনুকরণ করার ইচ্ছাঅনুচিকীর্ষা 
২০৭অপকার করার ইচ্ছাঅপচিকীর্ষা
২০৮ উপকার করার ইচ্ছাউপচিকীর্ষা
২০৯প্রতিকার করার ইচ্ছাপ্রতিচিকীষা
২১০ক্ষমার করার ইচ্ছাতিতিক্ষা/চিক্ষমিষা
২১১সঙ্গমের ইচ্ছা রিরংসা
২১২ত্রান লাভের ইচ্ছাতিতীর্ষা
২১৩সেবা করার ইচ্ছাশুশ্রূষা
২১৪মুক্তি লাভের ইচ্ছা মুমুক্ষা
২১৫মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু
২১৬মুক্তি পাওয়ার ইচ্ছামুক্তিকামী 
২১৭ভোজন করার ইচ্ছাবুভুক্ষা 
২১৮বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা
২১৯বলার ইচ্ছাবিবক্ষা
২২০প্রবেশ করার ইচ্ছাবিবিক্ষা
২২১বাস করার ইচ্ছাবিবৎসা
২২২যুদ্ধের জন্য ইচ্ছুক যুযুৎসু
২২৩যে রূপ ইচ্ছাযদৃচ্ছা
২২৪গমন করার ইচ্ছা জিগমিষা
২২৫নিন্দা করার ইচ্ছাজুগুপ্সা
২২৬দেখবার ইচ্ছাদিদৃক্ষা
২২৭দান করার ইচ্ছাদিৎসা
২২৮খাইবার ইচ্ছাক্ষুধা
২২৯পান করার ইচ্ছা পিপাসা
২৩০বেঁচে থাকার ইচ্ছা জিজীবিষা
২৩১লাভ করার ইচ্ছালিপ্সা
২৩২হরণ করার ইচ্ছা জিহীর্ষা
২৩৩গোপন করার ইচ্ছাজুগুপ্সা

যোগ্য

২৩৪চুষে খাবার যোগ্যচূষ্য
২৩৫চিবিয়ে খাবার যোগ্যচর্ব্য
২৩৬চেটে খাওয়ার যোগ্যলেহ্য
২৩৭পান করার যোগ্যপেয়
২৩৮ক্রয় করার যোগ্যক্রেয়
২৩৯বিক্রয় করার যোগ্যবিক্রেয়
২৪০যা খাওয়ার যোগ্যখাদ্য
২৪১যা পাঠ করার যোগ্যপাঠ্য
২৪২রন্ধনের যোগ্যপাচ্য 
২৪৩জানিবার যোগ্যজ্ঞাতব্য
২৪৪নিন্দার যোগ্য নয় যাঅনিন্দ্য
২৪৫গণনার যোগ্য নয় যানগণ্য
২৪৬ ক্ষমার যোগ্যক্ষমার্হ 
২৪৭ক্ষমার অযোগ্যক্ষমার্য
২৪৮প্রশংসার যোগ্যপ্রশংসার্হ
২৪৯ ঘৃণার যোগ্যঘৃণ্য
২৫০ঘ্রাণের যোগ্যঘ্রেয়
২৫১আরাধনা করিবার যোগ্যআরাধ্য
২৫২বরণ করিবার যোগ্যবরেণ্য

আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ/বাক্য সংকোচন

২৫৩যা অবশ্যই ঘটবেঅবশ্যম্ভাবী
২৫৪আবক্ষ জলে নেমেঅবগাহন
২৫৫যার আগমনের কোন তিথি নেইঅতিথি
২৫৬যার তুলনা নাইঅতুলনীয়
২৫৭যা আঘাত পায়নিঅনাহত
২৫৮যা সাধারণের মধ্যে দেখা যায় নাঅনন্যসাধারণ
২৫৯আশি বছরের বেশি বয়সী ব্যক্তিঅশীতিপর
২৬০কর দান করে যেকরদ
২৬১দান গ্রহণ করা উচিত নয় যার থেকেঅপ্রতিগৃহ্য
২৬২যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়কুম্ভিলক
২৬৩কুৎসিত আকার যার কদাকার
২৬৪গাছে উঠতে পটু যেগেছো
২৬৫ কামনা দূর হয়েছে যারবিতস্কাম
২৬৬ সম্মুখে অগ্রসর হয়ে অর্ভ্যথনাপ্রত্যুদ্গমন
২৬৭ বক্তৃতা দানে পটুবাগ্মী
২৬৮বহু বিষয়ে অভিজ্ঞ যিনিবহুদর্শী
২৬৯বহু বিষয়ে জ্ঞান যারবহুজ্ঞ
২৭০হয়তো হবেসম্ভাব্য
২৭১যা সহজেই ভেঙে যায়ভঙ্গুর
২৭২যে সকল অত্যাচার সয়ে যায়সর্বংসহা
২৭৩যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞসংশপ্তক
২৭৪যার দুই হাত সমান চলেসব্যসাচী
২৭৫হরেক রকম বলে যেহরবোলা
২৭৬ হিত ইচ্ছা করে যেহিতৈষী
২৭৭ যে বিষয়ে মতভেদ নেই এমনঐকমত্য
২৭৮বেতন নেয়া হয় না যাতেঅবৈতনিক
২৭৯সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমনঅসমীক্ষিত
২৮০অধ্যায়ন করা হয়েছে যাঅধীত
২৮১অভিজ্ঞতার অভাব আছে যারঅনভিজ্ঞ
২৮২যে বিষয়ে কোন বিতর্ক বা বিরোধ নেইঅবিসংবাদি
২৮৩যা বহুকাল হতে চলে আসছে চিরন্তন
২৮৪হাতির বাসস্থানগজগৃহ/পিলখানা
২৮৫দ্বারে থাকে যেদৌবারিক
২৮৬ত্রিকালের ঘটনা জানেন যিনি ত্রিকালদর্শী
২৮৭এখনো যার বালকত্ব যায় নি নাবালক
২৮৮নদী মাতা যারনদীমাতৃক
২৮৯যিনি নৌকা চালানমাঝি
২৯০খেয়া পার করে যেপাটনি
২৯১উপস্থিত বুদ্ধি আছে যারপ্রত্যুৎপন্নমতি
২৯২গ্রীবা সুন্দর যারসুগ্রীব
২৯৩যে মেঘে প্রচুর বৃষ্টি হয়সংবর্ত
২৯৪কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর 
২৯৫যে রোগ নির্ণয়ে হাতরে মরেহাতুড়ে
২৯৬ যে বিবেচনা না করে কাজ করেঅবিবেচক
২৯৭দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিউপত্যকা
২৯৮ নিজের দ্বারা অর্জিতস্বোপার্জিত
২৯৯শোক দূর হয়েছে যারবীতশোক
৩০০যা জল দেয়জলদ
৩০১গবাদি পশুর পালবাথান
৩০২নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণনদী সিকস্তি
৩০৩যে রব শুনে এসেছেরবাহূত
৩০৪ যা প্রমাণ করা যায় নাঅপ্রমেয়
৩০৫যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় নাঅপ্রতর্ক্য
৩০৬ তিন মোহনার মিলন যেখানে ত্রিমোহনা
৩০৭বৃষ্টির জলশীকর
৩০৮যে শুনেই মনে রাখতে পারেশ্রুতিধর
৩০৯যিনি সব জানেনসবজান্তা
৩১০যুদ্ধে স্থির থাকেন যিনিযুধিষ্ঠির
৩১১যারা এক জায়গায় বেশি থাকে না যাযাবর
৩১২পাঁচ সেরের সমাহারপশুরী
৩১৩যে মদের নেশা করেমাতাল
৩১৪চক্রের প্রান্ত ভাগচক্রসীমা
৩১৫ যা ক্রমশ দূরে সরে যাচ্ছেঅপসৃয়মান 
৩১৬বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়েপরিবেদন
৩১৭ যার বসন আলগাঅসংবৃত
৩১৮যিনি প্রথম পথ দেখানপথিকৃৎ
৩১৯যা সব সময় পরার উপযোগীআটপৌরে
৩২০যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণশ্বাপদসংকুল
৩২১আকাশ ও পৃথিবীর অন্তরালেরোদসী
৩২২নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যেনাবিক
৩২৩নিতান্ত দগ্ধ হয় যে সময়েনিদাঘ
৩২৪যার কিছুই নেইনিঃস্ব
৩২৫বেলাকে অতিক্রান্তউদ্বেল
৩২৬মাসের শেষ দিনসংক্রান্তি
৩২৭যার সর্বস্ব হারিয়ে গেছে বা যার কিছুই নেইসর্বহারা
৩২৮মেঘে আছন্ন হওয়ার ফলে স্নিগ্ধমেঘমেদুর
৩২৯নিজেকে বড় ভাবে যেহামবড়া
৩৩০মাটির মতো রং যারমেটে
৩৩১নিজেকে যে নিজেই সৃষ্টি করেছেস্বয়ম্ভু
৩৩২যা মুষ্টি দ্বারা পরিমাণ করা যায়মুষ্টিমেয়
৩৩৩মধু পান করে যেমধুপ
৩৩৪যার তুলনা নেইঅতুলনীয়
৩৩৫ সমুদ্রের ঢেউউর্মি
৩৩৬যার কোন ভয় নেইঅকুতোভয়
৩৩৭তল স্পর্শ করা যায় না যারঅতল স্পর্শী
৩৩৮ঈশ্বৎ আমিষ গন্ধ যারআষঁটে
৩৩৯যা হতে পারে নাঅসম্ভব
৩৪০অপরের ধনপরস্ব
৩৪১যুক্তিসঙ্গত নয়অযৌক্তিক
৩৪২যা বিশ্বাস করা যায় নাঅবিশ্বাস্য
৩৪৩আচারে নিষ্ঠা আছে যারআচারনিষ্ঠ
৩৪৪কি করতে হবে ভেবে পায় না যে কিংকর্তব্যবিমূঢ়
৩৪৫লবণ কম হয়েছে এমনআলুনি
৩৪৬যার উদ্দেশ্যে পত্রটি রচিতপ্রাপক
৩৪৭ খুব শীতল বা উষ্ণ নয়নাতিশীতোষ্ণ
৩৪৮গলায় কাপড় দিয়াগলবস্ত্র
৩৪৯অশ্ব, রথ ও পদাতিক বিশিষ্ট সেনাচতুরঙ্গ
৩৫০চৈত্র মাসের ফসলচৈতালি
৩৫১জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারাজ্ঞানেন্দ্রিয়
৩৫২ ঠিকমতো নাম দাম আছে যাহাতেঠিকানা
৩৫৩ঢাকায় উৎপন্নঢাকাই
৩৫৪অরণ্যের অগ্নিকাণ্ডদাবানল
৩৫৫কোনটা দিগ কোনটা বিদিগ এই জ্ঞান নাই যাহারদ্বিগ্বিদিগজ্ঞান শূন্য
৩৫৬ যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ
৩৫৭নদী মেখলা যে দেশেরনদীমেখলা
৩৫৮বিদেশে থাকে যেপ্রবাসী
৩৫৯সজ্ঞানে অন্যায় করে যেজ্ঞান পাপী
৩৬০পিতার ভ্রাতাপিতৃব্য
৩৬১আচরণে নিষ্ঠা আছে যারনিষ্ঠাবান
৩৬২যা মাটি ভেদ করিয়া উপরে উঠেউদ্ভিদ
৩৬৩যার বংশ পরিচয় কেউই জানেনাঅজ্ঞাত কুলশীল
৩৬৪দিনে যে একবার আহার করেএকাহারী
৩৬৫জাদু জানেন যিনিঐন্দ্রজালিক
৩৬৬পরস্পর আঘাতসংঘর্ষ
৩৬৭মোটাও নয় রোগাও নয়দোহারা
৩৬৮ঈশ্বৎ কম্পিতআধত
৩৬৯পথ চলার খরচপাথেয়
৩৭০আট মাস মাতৃগর্ভে থাকিয়া ভূমিষ্ঠ হয় যেআটাসে
৩৭১কনুই থেকে কব্জি পর্যন্তরত্নি
৩৭২যা হেমন্তকালে জন্মেহৈমন্তিক
৩৭৩লোকে প্রায় ভুলিয়া গিয়াছেবিস্মিত
৩৭৪বালকের মধ্যেই সুলভবালসুলভ
৩৭৫ছলনা করিয়া কান্নামায়াকান্না
৩৭৬আদরের সাথেসাদরে
৩৭৭যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেইভূমিহীন চাষি
৩৭৮ডালিমের কুড়িআনারকলি
৩৭৯হাতির বাসস্থানগজগৃহ

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

জানার ইচ্ছা এক কথায় প্রকাশ

জিজ্ঞাসা

গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ

জুগুপ্সা

নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ

জুগুপ্সা

বাঘের চামড়া এক কথায় প্রকাশ

কৃত্তি

সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ

বরণ

যে নারীর চোখ সুন্দর এক কথায় প্রকাশ

সুচয়না

ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ

আনারকলি

সিংহের ডাক এক কথায় প্রকাশ

নাদ বা হুঙ্কার

হরিণের চামড়া এক কথায় প্রকাশ

অজিন

বাঘের ডাক এক কথায় প্রকাশ

গর্জন

অক্ষির সমীপে এক কথায় প্রকাশ

প্রত্যক্ষ

যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ

দেদীপ্যমান 

বিদ্যা আছে যার এক কথায় প্রকাশ

বিদ্বান

পাখির ডাক এক কথায় প্রকাশ

কূজন

হাতির ডাক এক কথায় প্রকাশ

বৃংহিত

হাতির বাসস্থান এক কথায় প্রকাশ

গজগৃহ

ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ

তিতিক্ষা/চিক্ষমিষা

যা বলা হয়নি এক কথায় প্রকাশ

অনুক্ত

যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ

নশ্বর

যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ

দুষ্প্রাপ্য 

একই গুরুর শিষ্য এক কথায় প্রকাশ

সতীর্থ

সাপের খোলস এক কথায় প্রকাশ

নির্মোক বা কুঞ্চক

যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ

সূচিস্মিতা

চাকরির পড়াশোনা সম্পর্কে আরো জানতে আমাদের হোমপেজে চলে যান

Related Posts